সত্য জানি সত্য জানাই

সত্য জানি সত্য জানাই সব ধরনের গরমা -গরম খবর পেতে আমাদের পেজের সাথে থাকুন

30/06/2023

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও উনার লোকদের অত্যাচারে,শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বাসি অতিষ্ঠ???

নাস্তার নিমকি মচমচে হয়নি, এমন অভিযোগ তুলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক মিষ্টির দোকানের ব্যবস্থাপককে বেধড়ক পিটিয়েছেন পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ গোলাম কিবরিয়া।

অভিযুক্ত কিবরিয়া স্থানীয় এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদের গানম্যান হিসেবে দায়িত্বরত আছেন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুধা মিস্টান্ন ভান্ডারে এই ঘটনা ঘটে।পিটুনির শিকার ব্যবস্থাপকের নাম আরফান মিয়াকে (৩৩)।ঘটনার পরপর আরফান মিয়া স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তবে চিকিৎসা নেওয়ার পর গানম্যানের ভয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান আরফান। ভয়ে মুখ খুলছেন না তার পরিবারও।এমপির গানম্যান কর্তৃক দোকানির গায়ে হাত তোলার ঘটনার ভিডিও ফুটেজ এইগুলা।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনীর সুধা মিস্টান্ন ভান্ডারে দলবল নিয়ে নাস্তা করতে যান স্থানীয় এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদের গানম্যান সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ গোলাম কিবরিয়া। এসময় মিষ্টির সাথে নিমকির মান নিয়ে তিনি চিল্লাচিল্লি ও বাগ্‌বিতণ্ডা শুরু করেন। পরে ব্যবস্থাপকের টেবিলের সামনে এসে হাত উচিয়ে সবাইকে শাসাতে থাকেন। এক পর্যায়ে ব্যবস্থাপককে ভেতর থেকে ঘাড় ধরে পাশের একটি বিল্ডিংয়ের আড়ালে নিয়ে যান এএসআই গোলাম কিবরিয়া। সেখানে আরফানকে বেধড়ক পেটান এএসআই। তবে পুলিশের কর্মকর্তা হওয়ায় ভয়ে তাকে রক্ষা করতে কেউই যায়নি।

পরবর্তীতে পিটুনিতে আহত আরফান মিয়া চিকিৎসা নেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে এরপর থেকে ভয়ে আর দোকানে যাননি তিনি। #শেখহাসিনার #প্রধানমন্ত্রী #ভাইরাল #ভাইরালভিডিও

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হতে নরসিংদী ঈদের হাটে নিতে ছোট একটি পিকআপে করে ৫টি মহিষ নিয়ে যাচ্ছিলেন নর...
27/06/2023

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হতে নরসিংদী ঈদের হাটে নিতে ছোট একটি পিকআপে করে ৫টি মহিষ নিয়ে যাচ্ছিলেন নরসিংদী জেলার রায়পুরার মোহাম্মদ আলী। রাত আনুমানিক সাড়ে তিন ঘটিকার সময় পিকআপ ড্রাইভার ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এরই মাঝে শ্রীমঙ্গল শহরের প্রবেশ মুখে ২নং পুল সংলগ্ন কারেন্টের পোলে সাথে সজোরে ধাক্কা লাগলে সাথে সাথে ১টি মহিষের মৃত্যু হয়, ১টি মহিষের অবস্থা বেশি খারাপ হলে জবাই করা হয়, ২টি মহিষ মারাত্মক আহত হয়ে জায়গাতেই পড়ে রয়েছে, ১টি মহিষ সুস্থ্য আছে। স্থানীয় জনৈক পাহাড়াদার জানান দুর্ঘটনার সাথে সাথে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে তিনি সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন, পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্যও পল্লী বিদ্যুৎকে জানান। দুর্ঘটনা এলাকার উৎসুক জনতা বলেন এরকম ছোট একটি পিকআপে কিভাবে ব্রাহ্মণবাজার হতে নরসিংদীতে ৫ মহিষ তোলা হলো?

25/06/2023

ভাংগা টু ঢাকা গামী,গতকাল শনিববার ২৪-৬-২৩ইং সকাল ১১টার দিকে, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারের ওভার ব্রিজের উপরে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার আগুন লেগে ঘটনাস্থলে পুরুষ মহিলা,শিশু সহ নিহত ৭ জন।

18/06/2023

ভিডিওটা প্রথম থেকে শেষপর্যন্ত দেখার অনুরোধ কুলাউড়া পৌরসভার ৯নং ওয়াড' জগন্নাথপুর ও চানপুর রোডে মহিলা রিকশা ওয়ালার রিকশা ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক চোর।

⏏️১৩জুন মঙ্গলবার ২০২৩⏏️শ্রীমঙ্গলে হোটেল বয়কে মারধর ও বলাৎকারের ঘটনায় আটক ০৫
13/06/2023

⏏️১৩জুন মঙ্গলবার ২০২৩
⏏️শ্রীমঙ্গলে হোটেল বয়কে মারধর ও বলাৎকারের ঘটনায় আটক ০৫

সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ ...
07/06/2023

সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

অনৈতিক কাজের জন্য রেস্ট হাউজ বন্ধ ঘোষণা। গত ৩০.০৫.২০২৩ তারিখ দুপুর ৩.০০ টায় শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১ বিজেপি ক্যাম্পের পাশে ...
01/06/2023

অনৈতিক কাজের জন্য রেস্ট হাউজ বন্ধ ঘোষণা।

গত ৩০.০৫.২০২৩ তারিখ দুপুর ৩.০০ টায় শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১ বিজেপি ক্যাম্পের পাশে "Moons Dream Rest House " এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এসময় তাকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশ প্রশাসনের এস আই সজীব চৌধুরী সহ পুলিশের অন্যান্য সদস্যরা ৷ উক্ত রেস্ট হাউজ কোন লাইসেন্স এবং প্রয়োজনীয় দলিলাদি ছাড়াই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিল। তাছাড়া মোবাইল কোর্ট পরিচালনা কালে উক্ত রেস্ট হাউজ থেকে ১০ জন মহিলা যৌনকর্মী রেখে অনৈতিক কার্যক্রম চলার প্রমান পাওয়া যাওয়ায়। এই বিষয়ে রেস্ট হাউজের মালিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মসুদুর রহমান মসুদ কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সকল অপরাধ স্বীকার করেন। এবং উনাকে ১,০০,০০০/ ( এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং প্রয়োজনীয় সকল দলিলাদি ছাড়া রেস্ট হাউজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

কার কাছে এই পৃথিবীর মানুষ নিরাপদ??যেখানে নিজের স্ত্রী,সন্তানের হাত থেকে রক্ষা হলো না।টাকার কাছে পুরো পৃথিবীটা আজ অন্ধ।😭ক...
28/05/2023

কার কাছে এই পৃথিবীর মানুষ নিরাপদ??
যেখানে নিজের স্ত্রী,সন্তানের হাত থেকে রক্ষা হলো না।
টাকার কাছে পুরো পৃথিবীটা আজ অন্ধ।😭
কুলাউড়ায় এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে তার স্ত্রী,দুই মেয়ে ও মেয়ের স্বামী সহ ৪ জন মিলে খুন করেছে আজ
হতভাগা ব্যাংক কর্মকর্তা স্ত্রী-সন্তানদের জন্য জীবনটাই বিলিয়ে দিয়েছিলেন এই মানুষটা
অথচ আজ তাদের হাতেই খুন হতে হলো মানুষটাকে। কি নির্মম পৃথিবী আর এই পৃথিবীর মানুষ আহ!
আমরা সবাই সন্তানকে শুধু শিক্ষিত না করে সু শিক্ষায় শিক্ষিত করি আসেন
এমন ঘটনা আইয়ামে জাহেলিয়াতের যুগ কে ও হার মানায় কি আজব ঘটনা নিজের স্ত্রী,র হাতে স্বামী খুন সন্তানদের হাতে বাবা খুন
অপরাধী দেরকে উপযুক্ত শাস্তি দাবী জানাচ্ছি।।

মাত্র ১৬ বছর বয়সী ১০ম শ্রেনীর স্কুলছাত্রী মুক্তা রাণী বর্মন , বিদ্যালয় থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে কাউসার নামে এক বখাটে...
02/05/2023

মাত্র ১৬ বছর বয়সী ১০ম শ্রেনীর স্কুলছাত্রী মুক্তা রাণী বর্মন , বিদ্যালয় থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে কাউসার নামে এক বখাটে রাস্তায় অতর্কিতভাবে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পি*য়ে মেরো ফেলল।

এ নিয়ে কোন প্রতিবাদ নেই। অথচ বুদ্ধি আর বিবেকহীন প্রজন্ম পরে আছে দুই বাচ্চার মা কেনো বিয়ে করল তা নিয়ে।

মুক্তা রাণী বর্মন নেত্রকোনা উপজেলার বাউশী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে। সে প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবার খুবই দরিদ্র। সে শান্ত ও মেধাবী ছিল।

গন ধর্ষণ মামলার আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানগত ১৪/০৪/২০২৩ইং তারিখ ইফতারের পর ভিকটিম...
16/04/2023

গন ধর্ষণ মামলার আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

গত ১৪/০৪/২০২৩ইং তারিখ ইফতারের পর ভিকটিম (২৩) সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালা বাজার হইতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন তাহার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করতে ছিলেন। তখন আসামী সেলিম তাহার সিএনজি নিয়া ভিকটিমের সামনে আসিয়া তাহাকে মৌলভীবাজার চাঁদনী ঘাটে আনিয়া কুলাউড়ার বাসে তুলে দেওয়ার কথা বলিয়া সিএনজিতে উঠায়। আসামী সেলিম ভিকটিমকে কথা মতো চাঁদনী ঘাটে না নিয়া ১৪/০৪/২০২৩ইং তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজারে নিয়ে আসার পর আসামী সেলিম তাহার সিএনজি গাড়িটি থামায়। তখন আসামী সেলিম এর সহায়তায় পূর্ব হইতে ভৈরবগঞ্জ বাজারে থাকা ০৫জন আসামী ভিকটিমকে মাজদিহি চা বাগানে নিয়া ১৪/০৪/২০২৩ইং তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকা হইতে ১০.৩০ ঘটিকা পর্যন্ত জোর পূর্বক ভাবে পালাক্রমে ধর্ষন করে।

ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) এ,কে,এম ফজলুল হক অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া সিএনজি চালক ১। সেলিম (৩৩),পিতা-মৃত মতলেব মিয়া, সাং-মতিরগাও, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট এবং ২। হৃদয় নুনিয়া (২০), পিতা-রাম গবিন, সাং-মাজদিহি চা বাগান, ৪নং লাইন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার নাম ঠিকানার ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার কারে। ঘটনার বিষয়ে ভিকটিম বাদি হইয়া এজাহার দায়ের করিলে শ্রীমঙ্গল থানায় একটি গন ধর্ষণ মামলা রুজু হয়। অদ্য ১৫/০৪/২০২৩ইং তারিখ আসামীদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হইলে আসামী হৃদয় নুনিয়া মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করিয়া ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

শ্রীমঙ্গলে ১০ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউপির সাইটুলা গ্রামের আবুল হোসেনের শিশুপুত্র ...
14/04/2023

শ্রীমঙ্গলে ১০ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউপির সাইটুলা গ্রামের আবুল হোসেনের শিশুপুত্র মাহিন মিয়ার গলাকাটা লাশ পাওয়া গেছে।

উল্লেখ্য গত ১৩এপ্রিল/২৩ইং বৃহস্পতিবার রাত থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় মাইকিং করা হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

১৪ এপ্রিল/২৩ইং শুক্রবার বিকেলে ফসলী জমিনে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম, এসআই তীথংকর দাস ও সুব্রত চন্দ্র দাস মরদেহ'র সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত চলমান রয়েছে, ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীমঙ্গল পৌরসভার সম্মানিত মেয়র ও সাবেক সভাপতি শ্রীমঙ্গল উপজেলা বিএনপি জনাব মহসিন মিয়া মধু ভাইকে উনার জন্মদিনে শ্রীমঙ্...
17/01/2023

শ্রীমঙ্গল পৌরসভার সম্মানিত মেয়র ও সাবেক সভাপতি শ্রীমঙ্গল উপজেলা বিএনপি জনাব মহসিন মিয়া মধু ভাইকে উনার জন্মদিনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের মাননীয় সাংসদ উপাধ্যক্ষ ডঃ মোঃ আব্দুস শহীদ এমপি এর পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

15/01/2023

মেজর জেনারেল জিয়াউর রহমানের হত্যা কান্ড! কি ঘটেছিলো সেদিন?

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ ০২ জন চোর গ্রেফতারগত ১২/০১/২০২৩খ্রি....
15/01/2023

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ ০২ জন চোর গ্রেফতার

গত ১২/০১/২০২৩খ্রি. তারিখ রাত আনুমানিক ১.০০ ঘটিকা হইতে ৫.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় শ্রীমঙ্গল থানাধীন বালিশিরা পুঞ্জি (জেরিন) সাকিনের ০১টি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার, মুল্য ৫৯,৭৬০/-টাকা অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করিয়া নিয়া যায় । উক্ত বিষয়ে জনাব ক্লিনটন তালুকদার, এজিএম (প্রশাসন) মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল মৌলভীবাজার থানায় লিখিত এজাহার দায়ের করিলে থানায় একটি চুরি মামলা রুজু হয়।

অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী অফিসার এসআই/রাকিবুল হাছান সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া সন্ধিগ্ধ হিসেবে আসামী ১। মোঃ সিপন মিয়া (৩০), পিতা-মোঃ আব্দুল হক, মাতা-মোছাঃ রহিমা খাতুন, সাং-জাম্বুরাছড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘কে ১৪/০১/২০২৩খ্রি. তারিখ ১৭.১০ ঘটিকার সময় গ্রেফতার করেন। আসামী সিপন মিয়াকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তাহার সাথে থাকা অন্যাণ্য আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। আসামী সিপন মিয়ার দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করিয়া আসামী ২। মোঃ লাভলু মিয়া (২৭), পিতা-মোঃ আঙ্গুর মিয়া, মাতা-মোছাঃ লিপি বেগম, সাং-উত্তর সুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে ১৪/০১/২০২৩খ্রি. তারিখ ১৬.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।

আসামীদের দেওয়া তথ্য মতে ১নং আসামী সিপন মিয়াকে সাথে নিয়া তাহার দেখানো মতে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউনিয়নের মুককান্দি গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক সালাউদ্দিন মিয়ার ভাড়া বাসা হইতে চোরাই হওয়া লোহার তৈরী ১টি বৈদ্যুতি ট্রান্সফরমারের খালি ড্রাম এবং ০৬ কেজি তামার তার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

অদ্য ১৫/০১/২০২৩খ্রি. তারিখ আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইলে আসামী ১। মোঃ সিপন মিয়া (৩০), ২। মোঃ লাভলু মিয়া (২৭), তাহারা উভয়ে মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৩১/১০/২০২২ইং তারিখ শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকা হইতে “স্বপ্ন” সুপার শপ, শ্রীমঙ্গল শাখায় ...
31/10/2022

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৩১/১০/২০২২ইং তারিখ শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকা হইতে “স্বপ্ন” সুপার শপ, শ্রীমঙ্গল শাখায় চুরি হওয়ার ঘটনায় জড়িত আসামী ১. মোঃ রাজন মিয়া (২২) পিতা-মোঃ কালা মিয়া, সাং-জালালিয়া রোড, ২। গোলাপ মিয়া ওরফে সৌরভ (২১) পিতা-মৃত আব্দুল রশিদ, ৩। মোঃ শরীফ হোসেন (২২) পিতা-মৃত বিল্লাল মিয়া, উভয় সাং-সোনার বাংলারোড, ৪। রবিউল ইসলাম (২৮) পিতা-মৃত ফুল মিয়া, সাং-শাপলাবাগ (শহিদ মিয়ার বাসার ভাড়াটিয়া), সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’দেরকে গ্রেফতার করা হয়। আসামীদের নিকট হইতে চুরি হওয়া নগদ ৯,০০০/- (নয় হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এছাড়াও শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সন্দেহ জনকভাবে আরো ০৩ জনকে গ্রেফতার করায়। সকল আসামীদের যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

শ্রীমঙ্গলে ফাহাদ নামের এক কিশোরের মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শ্রদ্ধাভ...
12/10/2022

শ্রীমঙ্গলে ফাহাদ নামের এক কিশোরের মৃত্যু

শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোঃ ফজলুর রহমান এর বড় ছেলে মোঃ ফাহাদ হোসেন কে ক্ষত-বিক্ষত অবস্থায় শ্রীমঙ্গল শাহীবাগ রেল স্টেশনের রেল লাইনে পার্শ্বে পাওয়া গেছে।

জানা যায়, বুধবার (১২ অক্টোবর) সকালে স্থানীয় সূত্রে শ্রীমঙ্গল ফার্যার সার্ভিস জানতে পারলে অজ্ঞাত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অতঃপর সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। কিছুক্ষণের মধ্যে পুলিশি হেফাজতে পোস্ট মডামের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কেউ হয়তো তাকে হত্যা করেছে। কিন্তু কে বা কাহারা করেছে, বিষয়টি এখনো জানা যায় নি।

যে বা যারা এমন ঘৃণিত কাজ করেছে, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানাচ্ছি। পাশাপাশি দু'আ করি, আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান এবং তার পরিবার-পরিজনকে সবরে জামীলের তাওফিক দান করেন। আমিন।

30/08/2022

১৯৯৭ সালে শ্রীমঙ্গল মাগুরছড়া গ্যাস ফিল্ডে আগুন লাগার দৃশ্য😲😲

শ্রীমঙ্গলে ছিনতাইকারী গ্রেফতার!! গত ৪-০৮-২০২২ রোজ বৃহস্পতিবার মোঃ মাহমুদ মিয়া (৩০), সাং-কলেজ রোড,কাজ থেকে ফেরার পথে সন্...
11/08/2022

শ্রীমঙ্গলে ছিনতাইকারী গ্রেফতার!!

গত ৪-০৮-২০২২ রোজ বৃহস্পতিবার মোঃ মাহমুদ মিয়া (৩০), সাং-কলেজ রোড,কাজ থেকে ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ০৭ঃ৩০ ঘটিকায় ভিক্টোরিয়া স্কুলের মাঠের দক্ষিণ পাশে শেখ রাসেল উদ্যানের সামনে রাস্তায় পৌছামাত্র

১- মোঃ নাহিদ মিয়া (২৭),পিতা-মোজাফফর মিয়া, সাং-লালবাগ,
২- শুভ্র দেব (২৫),পিতা-সন্তু দেব, সাং-মৌলভীবাজার রোড,
৩- তায়েফ মাহমুদ (২৭), ৪- মোঃ তপু মিয়া(২১), পিতা-উভয় পিতা-মৃত একলিম মাহমুদ,সাং-কালাপুর।

ও আরো অজ্ঞাতনামা ৪/৫ তাকে জোরপূর্বক ভিক্টোরিয়া স্কুলের মাঠের পশ্চিম উত্তর কোনায় নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু ও লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করতে থাকে।এক পর্যায়ে তারা তার মুখ মাটির দিকে দিয়ে মাটিতে চাপিয়ে ধরে। তখন তারা তার কাছে থাকা নগদ কিছু টাকা,একটি রুপার চেইন, একটি বেসলাইট ও একটি স্যামসাং স্মার্টফোন নিয়ে যায়।
এই বিষয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করলে শ্রীমঙ্গল থানা পুলিশ ইতিমধ্যে একজন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সফল হয়,বাকিরা এখনো পলাতক।

শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক লীগের পদ পেতে বিএনপি নেতা কর্মীদের দৌড়ঝাঁপ! তৃণমূল আওয়ামী-লীগার কোণঠাসা! কমিটিতে স্থান পেতে টাক...
27/07/2022

শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক লীগের পদ পেতে বিএনপি নেতা কর্মীদের দৌড়ঝাঁপ! তৃণমূল আওয়ামী-লীগার কোণঠাসা! কমিটিতে স্থান পেতে টাকার ছড়াছড়ি!

জনাব জাহাঙ্গীর আলম সোহাগ বিভিন্ন মিটিং এ বলে থাকেন উনি নাকি ২০০৩ হতে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ! কিন্তু আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারলাম উনি ২০১১ সালেও বিএনপির শ্রীমঙ্গল পৌরসভার কমিটিতে ছিলেন। তাছাড়া আমাদের কাছে আরো তথ্য এসেছে যে উনি ২০০৬ সালে জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন হতে বিএনপির এমপি পদে মনোনয়ন চেয়ে ছিলেন ! মানুষ দল পরিবর্তন করে কিন্তু পূর্বের তথ্য নিয়ে বাটপারি করে না। জনাব সোহাগ কত বড় টাউট যে বলে ২০০৩ থেকে সে আওয়ামী লীগ করেন। জাতীয় পার্টির আমলে, বিএনপি আমলে এবং বর্তমানে আওয়ামী লীগ,সে সরকার দলীয় নিবেদিত প্রাণ কর্মী।

নামঃ জনাব জাহাঙ্গীর আলম সোহাগ
দলঃ বিএনপি
এলাকাঃ শ্রীমঙ্গল পৌর আহ্বায়ক কমিটি
পদঃ সদস্য সচিব
সালঃ ২০১১

এই হলো আসল ত্যাগি নেতা!

এখন আম,জাম, লিচু, কাঁঠাল, বিভিন্ন ফলের মৌসুম।তাই আপনাদের কাছে অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার এর পর তার বীজ/আঁটি/বিচি...
30/06/2022

এখন আম,জাম, লিচু, কাঁঠাল, বিভিন্ন ফলের মৌসুম।
তাই আপনাদের কাছে অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার এর পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে জলে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন।

যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান, তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার।

মানুষ, পশু-পাখি যারাই খাবে বা উপকৃত হবে তা আপনার জন্য ভগবানের আশীর্বাদ হিসেবে পেতে থাকবেন।

ফলের_গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখেনা, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।

তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুরগুলোকে পরিস্কার রাখি, বনদপ্তর - গভর্নমেন্টের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালোবাসি।
আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের অবস্থা যেন, এমন না হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন পালের আধিপত্য বিস্তার, না কি দায়িত্ব পালন ❓ উচ্চ শব্দে সাইরেন বাজিয়ে শ্রীমঙ...
20/06/2022

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন পালের আধিপত্য বিস্তার, না কি দায়িত্ব পালন ❓

উচ্চ শব্দে সাইরেন বাজিয়ে শ্রীমঙ্গল শহরে মটরসাইকেল চালিয়ে দাপিয়ে বেড়ায় রেলওয়ে ওসি অঞ্জন পাল।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন কুমার পালকে না পাওয়া যায় সরকারি ফোনে, না অফিসে। পোষা কুকুর নিয়েই তিনি ব্যস্ত সারাক্ষণ, আর এতে রেলওয়ে যাত্রী ও সাধারণ মানুষ কুকুরের ভয়ে থাকে।

২০ জুন ২০২২ ইং তারিখ ভোরে ভানুগাছ সড়ক হতে দুটি সেগুন গাছ বোঝাইকৃত গাড়ী আটক করেন। গাছের মালিক অভিযোগ করে বলেন, কাগজ পত্র ঠিক থাকার পরও রেলওয়ে ওসি কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য নিয়ে যায়। সরেজমিনে গিয়ে গাছের গাছে বন বিভাগের হ্যামার মারার চিহ্ন পাওয়া যায়। গাড়ি দুটি পাওয়া যায় শ্রীমঙ্গল পেট্রোল পাম্পের সামনে। রাস্তায় গাড়ির কাগজ পত্র যাচাই করা কি রেলওয়ে পুলিশের কাজ???? আর রেলওয়ে ও প্লাটফর্মের নিরাপত্তার কথাতো সবারই জানা।

এবিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে ওসির সরকারি টেলিফোনে প্রায় অর্ধশতাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেন নি। পরে থানায় গিয়ে উনার ব্যক্তিগত নাম্বারে ফোন করলে উনি সরকারি মোবাইল ভালোনা বলে ফোন ধরেন না। এর আগেও বিভিন্ন বিষয়ে একাধিকবার ঐনাম্বারে ফোন করলে তিনি কখনোই ফোন রিসিভ করেন না। আজও উনার ব্যাক্তিগত মোবাইল ফোনে কথা বললে উনি খুব ক্ষেপে যান, গাড়ী আটক সম্পর্কে কোন তথ্য দিতে রাজি হন না। বলেন উনার সাথেতো কোন দিন সৌজন্য সাক্ষাৎ করতে যাইনি, গাড়ী আটকের বিষয়ে ৩ ঘন্টা অতিবাহিত হলেও বন বিভাগকে অবহিত করা হয়েছে কি না জানতে চাইলে উনি জানান সময় হলে জানানো হবে লাইন কেটে দেন। এরপরেও ফোন করা হলে সরকারি ফোনটি বন্ধ করে দেন। আর ব্যক্তিগত ফোনটি রিসিভ করেন না। তিনি কি এমন হরিদাশ পাল যে উনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যেতে হবে????

এই ওসি রেলওয়ে থানায় আসার পর থেকেই উনি উনার রাজত্ব কায়েম করে চলেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানায়। জনসাধারণের জন্য ব্যবহৃত ওভার ব্রিজে রেলওয়ে থানার সাইনবোর্ড লাগিয়ে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। একাধিকবার সম্পর্কে উনাকে অবহিত করা হলেও সাইনবোর্ডটি বহান তবিয়তে রয়েছে।

রেলওয়ে ও রেলষ্টেশনের দায়িত্ব থাকলেও উনি সারা শহর জুড়েই যেন উনার রাজত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন।
উনি এতোই সচেতন যে বাসায় ভাড়া থাকেন সে বাসার মালিকের নাম পর্যন্ত জানেন না। এই রেলওয়ে ওসির অস্বাভাবিক আচরণে অতিষ্ট শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের যাত্রী, দোকানদার, সাধারণ মানুষ। প্রায় সময়ই উনার পোষা একটা কুকুর নিয়ে ঘুরে বেড়ান।

ওভারব্রিজে সাইনবোর্ড লাগিয়ে প্রতিবন্ধকতার বিষয়ে জানার জন্য তাৎক্ষণিক রেলওয়ে স্টেশন মাষ্টারের মন্তব্য পাওয়া যায়নি।

শ্রীমঙ্গলে দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ০১মৌলভীবাজারে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের সামনে দুটি কাভার্ড ভ্...
14/06/2022

শ্রীমঙ্গলে দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ০১

মৌলভীবাজারে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের সামনে দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়। নিহত কাভার্ড ভ্যান ড্রাইবের নাম লোকমান হোসেন। সে চট্টগ্রাম খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার আবু জাফর মিয়ার পুত্র।
১৩ জুন মধ্যরাতে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের বাম পাশে ঢাকা মেট্রো -ট ১৩ - ৫৩ ৯৯ কাভার্ড ভ্যান গাড়িটি চানাছুড় আনলোড করার জন্য দাড়াঁলে পিছন থেকে নিউ মধুমতি কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো ট ২৪ - ৫৬৮২ এই কাভার্ড ভ্যান টি ধাক্কা দেয়। এতে মধুমতি কাভার্ড ভ্যানের ড্রাইভার লোকমান হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশসহ স্থানীয়রা নিউ মধুমতি ট্রান্সপোট কাভার্ড ভ্যানটির চালক লোকমান কে ফায়ার সার্ভিসের লোক গাড়িরদরজা কেটে উদ্ধার করেন।
উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শারমিন আক্তার উনাকে মৃত ঘোষনা করেন।
নিহত চালকের ব্যবহৃত ফোন ও মানিব্যাগে থাকা পরচয়পত্র দেখে তার বাড়ি সনাক্ত করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার এস আই রাকিবুল হাসান জানান, আমরা খবর পেয়ে আসি আহত চালক মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার শারমিন চালককে মৃত ঘোষনা করে। তিনিও এও বলেন ঘটনাস্থলে হয়তো উনার মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন মরদেহটির ছুরতহাল প্রতিবেদন তৈরি করে ভোর হলে লাশ মৌলভীবাজার মর্গে পাঠানো হবে বলে জানান। নিহতের পরিবারের লোকজন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানা যায়।

জিনিসপত্রের দাম বাড়ার আগাম সংকেত প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। দেশ আগাচ্ছে তাই দেশের সাথে নিজেকে যোগ্য করে...
07/06/2022

জিনিসপত্রের দাম বাড়ার আগাম সংকেত প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। দেশ আগাচ্ছে তাই দেশের সাথে নিজেকে যোগ্য করে তুলে নিজের ফেমেলিকে সুন্দর জীবন উপহার দিন।

https://www.jamuna.tv/news/354049

জিনিসপত্রের দাম সামনে আরও কত বাড়বে তার ঠিক নাই। এ অবস্থায় কারও কথায় পোশাক শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়.....

05/06/2022

ভিডিও টা একমিনিট সবাই দেখেন 🙏

লাইভ করা ছেলেটি কুলাউড়ার অলিউর রহমান আর বেঁচে নেই,সে লাইভ করছিলো কিন্তু বুঝতে পারেনি মৃত্যু হবে,আল্লাহ মাফ করুক।

শ্রীলমংল উপজেলার সিন্দুরখান ইউ,পি, ৯ নং ওয়ার্ড একটি গ্রামের নাম, লাংলীয়া ছড়া,  যে খানে প্রায় ৭/৮ শতাদিক লোকের বসবাস। প্র...
22/05/2022

শ্রীলমংল উপজেলার সিন্দুরখান ইউ,পি, ৯ নং ওয়ার্ড একটি গ্রামের নাম, লাংলীয়া ছড়া, যে খানে প্রায় ৭/৮ শতাদিক লোকের বসবাস। প্রতি বছরে বৃষ্টির সৃজনে, এই বয়াভহ পরিস্তিতি হয় রাস্তা ঘাটের। যে রাস্তার ছবি গুলি দেখতেছেন সেই রাস্তাটি ৭ নং রাজঘাট ইউ,পি,৯ নং ওয়ার্ডে,যে খানে বসবাস করে চা শ্রমিক প্রায়,৩ হাজার লোক। কিন্তু বাংলাদেশ স্বাধিন হওয়ার পর থেকে,এই অবহেলিত মানুষ গুলি পাচ্ছেনা কোন প্রকার রাস্তা ঘাটের সুবিধা। দুঃখের সাথে বলতে হচ্ছে যে,সেই এলাকার মানুষের কধর বারে শুধু নির্বাচনের আগ মুহুর্তে, নির্বাচন শেষ, ওদের কাজ ও শেষ, ওদের অপলক চাহুনি কোন দিন পাবে সেই সপ্নের রাস্তা যে রাস্তা দিয়ে যেতে পারবে,আরাম আয়েশে,শুধু সপ্নই দেখে যাচ্ছে,কোন দিন বাস্তবিত হবে, এই প্রত্যাশায় গুনছে, যুগ যুগ।

শ্রীমঙ্গলে চলছে রমরমা দেহ ও ইয়াবা ব্যবসা।শ্রীমঙ্গল উপজেলা আওয়ামিলীগের সহ উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ ও শ্রীমঙ্গল...
16/05/2022

শ্রীমঙ্গলে চলছে রমরমা দেহ ও ইয়াবা ব্যবসা।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামিলীগের সহ উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ ও শ্রীমঙ্গল উপজেলার ছাএলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ দু’জনে মিলে শ্রীমঙ্গলে চালিয়ে যাচ্ছেন রমরমা দেহ ও ইয়াবা ব্যবসা।বিগত ২০১৮ সালের শেষের দিকে দেলোয়ার হোসেন রাহিদ ও মসুদুর রহমান মসুদ মিলে ভানুগাছ রোডস্থ বিডিআর ক্যাম্পের পিছনে মুনডিপস্ নামে একটা রিসোর্ট ওপেন করে দেহ ব্যবসার পাশাপাশি ইয়াবা ব্যবসা চালু করেন।তাদের এই ব্যবসা ২০২০ সাল পর্যন্ত অনেক ভালো চলছিলো।২০২০ সালের শেষের দিকে এদের মধ্যে ব্যবসাজনিত কারনে গন্ডগোল বাঁধলে তারা আলাদা হয়ে যায়। তারপর এখন পর্যন্ত মসুদুর রহমান মসুদ তার রিসোর্টে দেহ ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে ও অন্যদিকে দেলোয়ার হোসেন রাহিদ রাজনৈতিক সুবিধার্থে তার নিজ ভাগ্নি আশফিয়া আজাদ আচঁলকে দিয়ে দেহ ব্যবসা শুরু করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তির সাথে আলাপ করলে জানা যায় উনি গত কয়েকদিন আগে দেলোয়ার হোসেন রাহিদের সাথে দেখা করতে উনার বন্ধু বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সোহাগের বাসায় গেলে দেখা যায় রাহিদ কয়েকটি বিদেশি মদের বোতল নিয়ে অর্ধ মাতাল অবস্থায় এবং পাশের রুমে তার ভাগ্নি আশফিয়া আজাদ আচঁল ও জাহাঙ্গীর আলম সোহাগ অপকর্মে লিপ্ত।স্থানীয় পুলিশ প্রশাসন দেলোয়ার হোসেন রাহিদ ও মসুদুর রহমান মসুদ সম্পর্কে সব জানা সও্বেও তাদের প্রতি কোনো পদক্ষেপ নিচ্ছে না।

01/05/2022

গত ২৮ এপ্রিল শ্রীমঙ্গল কলেজ রোডে একটি বাসা থেকে মটর সাইকেল চুরি করতে গিয়ে
জনতার হাতে আটক হন
শ্রীমঙ্গলের চিহ্নিত দাগী চোর মোস্তফা (২৭) সে শ্রীমঙ্গল শহরতলীর বিরাইমপুর বাস্তহারা রেল কলোনীর মৃত ফজল মিয়ার ছেলে। সে একটা স্বীকারোক্তি দিয়েছে যে কোর্ট রোডের মেন্দি মিয়ার ছেলে
ছাত্রদল নেতা মারুফ নাকি তাকে শেল্টার দেয়। মারুফ কার লোক তা সবাই ভাল করে জানেন।। মারুফ সারা দিন রাত কার সাথে গাড়ি নিয়ে ঘুরে তা সবার জানা এই চোর মোস্তফা নাকি পৌর নির্বাচনে ৫ নং ওয়ার্ড এর নব নির্বাচিত কাউন্সিল মসুদুর রহমান মসুদ এর নির্বাচনী অফিসের ম্যানেজার ছিল।
এই চোর গত দুই বছর আগে বিরাইম পুর থেকে কয়েকটি অটো রিক্সা চুরি করে,একটি রিকশা নিয়ে ভাড়াউরা চা বাগানে রেখে আসে,তখন ঔ এলাকার লোক জন খোজাখুজি করে চা বাগানে গিয়ে রিকশা টা একটা বাড়িতে পায়। তখন বাড়ির লোকদের জিজ্ঞেস করা হয় এই অটো রিক্সা কে রেখেছে,তখন তারা বলে বিরাইম পুর এর মোস্তফা। তখন এলাকার লোক মোস্তফার বাসায় গেলে তার মা চালাকি করে তাকে ফোনে বলে দেয়,চুরির কথা সবাই জেনে গেছে তখন মোস্তফা শ্রীমঙ্গল থেকে পালিয়ে যায়। দুই বছর পালিয়ে ছিল
গত পৌর নির্বাচনে তাকে শ্রীমঙ্গল আনা হয় এসে সে আবার শ্রীমঙ্গলে চুরি শুরু করে।
আপনাদের মনে আছে গত কয়েক মাস আগে কোর্ট রোডে দিনেদুপুরে একটা ছিনতাই হয় যে ঘটনায় ইফতি নামের একটা ছেলে গ্রেফতার হয় সে কাউন্সিলার মসুদুর রহমান মসুদ এর একনিষ্ঠ লোক এই টা শ্রীমঙ্গলবাসী সবার জানা। এই ভাবে যদি চলতে থাকে তাহলে এই শান্তির শহর শ্রীমঙ্গল বসবাসের অযোগ্য হয়ে যাবে,তাই আমি আইনশৃঙ্খলা বাহিনীর সকল সংস্থার ও সচেতন নাগরিক সমাজ এর কাছে দাবি জানাচ্ছি আপনারা একটি পদক্ষেপ নিন যাতে শান্তির শহর শ্রীমঙ্গল কে
কেউ সন্ত্রাসের রাজত্ব বানাতে না পারে।
এই সব কিছুতে একটি নাম উঠে আসছে উনার বিরুদ্ধে ব্যবস্থা নিলে
শ্রীমঙ্গলে চুরি ডাকাতি ছিনতাই সহ
অনেক ক্রাইমের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

শ্রীমঙ্গলে মোটরসাইকেল চোর জনতার হাতে আটকশ্রীমঙ্গল শহরের কলেজ রোড শ্রীমঙ্গল প্রেসক্লাবের উল্টোদিকে  সাবেক ছাত্র নেতা মাহব...
28/04/2022

শ্রীমঙ্গলে মোটরসাইকেল চোর জনতার হাতে আটক

শ্রীমঙ্গল শহরের কলেজ রোড শ্রীমঙ্গল প্রেসক্লাবের উল্টোদিকে সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পবলু'র বাসায় মোটরসাইকেল চুরির সময় স্থানীয় জনতার হাতে চোর চক্রের একজন আটক হয়। বৃহস্পতিবার রাতে এঘটনাটি ঘটে।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ আটককৃত যুবককে থানা নিয়ে যায়। উপস্থিত জনতার উত্তমমধ্যমের কারনে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আটককৃত যুবকের নাম মোস্তফা (২৭) সে শ্রীমঙ্গল শহরতলীর বিরাইমপুর বাস্তহারা রেল কলোনীর মৃত ফজল মিয়ার ছেলে বলে জানা যায়।

চোরাইকৃত বেশকিছু মোবাইলসহ মোবাইল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আজ ২৫ এপ্রিল (সোমবার) দুপুর...
25/04/2022

চোরাইকৃত বেশকিছু মোবাইলসহ মোবাইল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আজ ২৫ এপ্রিল (সোমবার) দুপুরে অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদারের নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবির। আটককৃতদের দেয়া তথ্য মতে এই চোর চক্রের সাথে জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

ভিকটিমকে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ টাকা মুক্তিপণ দাবি সিলেট জেলা জাবেদ মিয়া(৩৫)এবং ময়মনসিংহ জেলার সাইফুল মিয়া (৩৫) কে কা...
22/04/2022

ভিকটিমকে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ টাকা মুক্তিপণ দাবি
সিলেট জেলা জাবেদ মিয়া(৩৫)এবং ময়মনসিংহ জেলার সাইফুল মিয়া (৩৫) কে কাজ দেওয়ার কথা বলে মোবাইলে যুগে অবিনব কাকায়দায় নিয়ে আসেন খাসগাঁও এলাকার কয়েকজন যুবক।অবশেষ শুরু হয় একটি ঘরে আটক করে পাশমানবিক নির্যাতন তাদের দাবি ১,০০,০০০(এক লক্ষ) টাকা মুক্তিপণ দিতে হবে।এবং একটি বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠাতে বলেন ভিকটিমের পরিবারের কাছে। অবশেষে ভিকটিমের ভাগিনা এই নাম্বার নিয়ে শ্রীমঙ্গল থানায় এসে অভিযোগ করলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নির্দেশে এবং (তদন্ত)মোঃহুমায়ুন কবিবের নেতৃত্বে একটি টিম নিয়ে খাসগাঁও ইকরা মাদ্রসার সামনের ৪ নং বাসা থেকে ভিকটিম কে উদ্ধার করে আসামীদের কে আটক করে থানায় নিয়ে আসেন এস আই /আসাদুর রহমান ও তার সঙ্গীয় অন্যান্য অফিসার

শ্রীমঙ্গলে অন্তজালায় মামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সম্প্রতি সময়ে সামাজিক যোগাযো...
19/04/2022

শ্রীমঙ্গলে অন্তজালায় মামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার এবং হয়রানিমামলার প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রতিবাদ লিপি প্রদান করেন কলেজ রোডের বাসিন্দা মোঃ আজহার চৌধুরীরছেলে মোঃ আশফাক চৌধুরী রিয়াম (৩২) তিনি উক্ত প্রতিবাদ লিপিতে আরো উল্লেখ করেন আমার পরিবার শ্রীমঙ্গল শহরেরবিগত ৪০ বছর যাবত সুনামের সাথে বসবাস করে আসছি। গত ২০১২ সালে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে গমন করি এবং ২০১৬সালে পড়াশোনা শেষ করে দেশে আসি। দেশে ফিরে এসে আমার নিজস্ব মূলধন দিয়ে চায়ের ব্যবসার সাথে জড়িত হ‌ই।এমতাবস্থায় চায়ের ব্যবসা প্রসারের লক্ষ্যে ২০১৭–১৮সালে আমার সাথে ব্যবসায়িক অংশীদার হিসেবে যোগাযোগ করেন ঢাকারধানমন্ডি এর ১৭৮ নং বাড়ির বাসিন্দা আজগর আলীর মেয়ে আফরোজা আক্তার পাপিয়া (৩২) উনার সাথে এশিয়ান বাংলাফুড এন্ড প্রোডাক্টস্ নামে একসাথে ব্যবসা পরিচালনা করে গত ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত লাভের অংশ ভাগাভাগি করি।পরিশেষে ২০২০ সালের মে মাসে উভয়েই অংশীদারের ব্যবসা নিষ্পত্তির লক্ষ্যে শ্রীমঙ্গল থানায় একটি সালিশি বৈঠকেরআয়োজন হয়। উক্ত সালিশি বৈঠকে উভয় পক্ষের সমঝোতার লক্ষ্যে যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন শ্রীমঙ্গল ব্যবসায়ীসমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর হক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (সাবেক) আব্দুস সালেক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকবেলায়েত হোসেন, শ্রীমঙ্গল থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাজ্জাদ রহমান সাজু, ব্যবসায়ী সমিতির সদস্য আমির হোসেন, আমজাদ হোসেন বাচ্চু, দেওয়ান তাজুল ইসলাম, আল আমিন, মিল্লাদ হোসেন সহ প্রমুখ।

উক্ত সালিশের সিদ্ধান্ত মোতাবেক একটি দলিল লিপিবদ্ধ হয়। এতে উল্লেখ ছিল যে আমি আশফাক চৌধুরীর রিয়াম মোট ২৪লক্ষ টাকা পরিশোধ করব। উক্ত বিচারকগণের রায় মেনে নিয়ে আমি গত ১২–১০–২০২০ তারিখে ৫ লক্ষ টাকা উক্ত সালিশেরবিচারকগণের উপস্থিতিতে পরিশোধ করি এবং ২০–১১–২০২০ তারিখে আরও ৭ লক্ষ টাকা যার চেক নাম্বার E0103554 পরিশোধ করি এন.সি.সি. ব্যাংক শ্রীমঙ্গল শাখার মাধ্যমে। পরবর্তীতে অবশিষ্ট ১২ লক্ষ টাকা পরিশোধ করার সময়ে দেশেআবারো মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেরি হয়। কিন্তু এই বকেয়া ১২ লক্ষ টাকা পরিশোধ করতে আমি কখনোঅস্বীকার করিনি। এমতাবস্থায় মহামারীর কারণে অবশিষ্ট ১২লক্ষ টাকার চেকের তারিখ অনুযায়ী দিতে বিলম্ব হলে আফরোজাআক্তার পাপিয়া ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন। আর মামলা নং ১৪০/২১ যা এখনো চলমান N-9 Act ১৩৮ ধারায়। পরে আফরোজা আক্তার পাপিয়া আবারো ৬–৪–২০২২ তারিখে ঢাকা বিমানবন্দর থানায় উক্ত বিষয়ে আরোএকটি মিথ্যা মামলা দায়ের করে একটি কুচক্রী মহলের সাথে জড়িত হয়ে আফরোজা আক্তার পাপিয়া ভুল ঠিকানা দিয়ে আমারনামে সমন জারি করে প্রতিহিংসা করে এরেস্ট ওয়ারেন্ট বের করে যা খুবই দুঃখজনক। পরবর্তীতে মহামান্য আদালত বিবেচনাকরে আমার জামিন মঞ্জুর করেন। পরিশেষে আমি বলতে চাই এই কুচক্রী মহল বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার ছবি সহকারেএক কোটি টাকা আত্মসাত করেছি বলে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে যার আদৌ কোনো প্রমাণ নেই‌। যারা এই নেক্কার জনক এবংমিথ্যা মামলার পক্ষে আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে অতিশিগ্রই আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।আমি আপনাদের মাধ্যমে স্থানীয় প্রশাসনসহ সকল বিবেকবান ব্যক্তিদের নিকট সহযোগিতা কামনা করছি যারা আমার বিরুদ্ধেঅপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন।

আফরোজা আক্তার পাপিয়া আপনার প্রতি এতো ক্ষিপ্ত কেনো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসফাক চৌধুরী রিয়ামবলেন, আসলে উনার সাথে শুধু আমার ব্যবসায়িক সম্পর্ক ছিল না তার সাথে সাথে ছিল একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। যাঅল্পদিনে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় এবং আমরা সিদ্ধান্ত নেই এই সম্পর্কটাকে একটি সুন্দর নাম দেবো। কিন্তু পরবর্তীতেবিভিন্ন সূত্রের মাধ্যমে আমি জানতে পারি আফরোজা আক্তার পাপিয়া কেবলমাত্র আমার সাথে সম্পর্ক নয় ইতিপূর্বে অনেকেরসাথেই তার এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ছিলো। আর এই পরিপেক্ষিতে আমি আমার পরিবারকে অন্যত্র পাত্রী দেখতেবলি এ খবর জানতে পেরে সে আমার প্রতি ক্ষিপ্ত হয় এবং আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। তাই আমি এমন হুমকিরপর তার সাথে সকল ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করি। আর তারই পরিপ্রেক্ষিতে উনি ও একটি কুচক্রী মহল আমারসম্মানহানির জন্য উঠে পড়ে লেগেছে। এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অদূর ভবিষ্যতে আমি আশংকাকরছি এই রকম আরো নানাবিধ অপপ্রচার চালাবেন আমার বিরুদ্ধে।

এ ব্যাপারে উক্ত সালিশের বিচারকগণের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে উনারা আমাদের জানান আমরা এই বিষয়েঅবগত আছি। এবং আশফাক চৌধুরী রিয়াম ঐ দিনের সালিশের সিদ্ধান্ত মোতাবেক কাজ করছিলেন। সিদ্ধান্ত পালনে এতেতার কোন প্রকার গাফিলতি ছিলো না।

https://vorerchetona.com/2022/04/19/%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B2%E0%A6%AD%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B2-3/

14/04/2022

কি করলো এই ছোট বাচ্চাটা??কেনই বা করলো?

ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার।একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই এক শ্রোতা বলে উঠলেন,আপনার বক্তব্য শুরু ক...
08/04/2022

ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার।
একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই এক শ্রোতা বলে উঠলেন,
আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের
উত্তর দিন।
মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন।
বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি,
আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন??
এবং ওয়াজ করার জন্য এখানে এলেন??
মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন।
তারপর বললেন,ঠিক বলেছেন।আমিই সেই ব্যক্তি।
শুনুন তাহলে আমার কাহিনী :
এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল
দোকানীকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো বলে এই শর্তে।
বাসায় ঢুকলাম।ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ
পড়ছে।আমি আমার ঘরে চলে গেলাম।এবং
বোতলটা টেবিলে রাখলাম।আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো,টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙ্গে গেল।
অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল।
ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম।
সে রাতে আর মদ খাওয়া হলোনা।
পরের বছর আবার লাইলাতুল কদর এলো।
আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম।বোতলটা টেবিলে রাখলাম।হঠাৎ বোতলটার দিকে
তাকাতেই কান্নায় বুক ফেটে গেল।
তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল।
বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পরলাম।
স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে।এতো বড় সাপ আমি জীবনেও দেখিনি।
আমি ভয়ে দৌড়াচ্ছি।এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম।বৃদ্ধ বলল,
আমি খুব দূর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে
আমি পারবনা।তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও।
পাহাড়ে গিয়ে দেখি দাউদাউ আগুন জ্বলছে।আর পিছনে এগিয়ে আসছে সাপ।
বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম।দেখলাম সুন্দর
একটা বাগান।বাচ্চারা খেলছে।
গেইটে দারোয়ান।দারোয়ান বলল :
বাচ্চারা দেখতো এই লোকটিকে??
একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে।দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো।
তার মাঝে আমার মেয়েটাও আছে।
মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিলো।
অমনেই সাপ চলে গেল।আমি অবাক হয়ে বললাম : মা তুমি এতো ছোট! আর এতো বড় সাপ তোমায় ভয় পায়??
মেয়ে বলল : আমি জান্নাতি মেয়ে।জাহান্নামের সাপ আমায় ভয় পায়।বাবা! ঐ সাপকে তুমি চিনতে পেরেছো??
আমি বললাম : না মা।
আমার মেয়ে বলল : বাবা! এতো তোমার নফস।
নফসকে তুমি এতো বেশি খাবার দিয়েছ যে সে
আজ এতো বড় এতো শক্তিশালী হয়েছে।
সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তারিয়ে নিয়ে এসেছে।মেয়েকে বললাম :
পথে এক দূর্বল বৃদ্ধ তোমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে??
মেয়ে বলল :তাকেও চিননি?? সে তোমার রুহ।
তাকে তো কোন দিনও খেতে দাওনি।সে না খেয়ে এতোই দূর্বল হয়ে পরেছে যে,কোন রকম বেচে আছে।আমার ঘুম ভেঙ্গে গেল।
সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি।চোখ বন্ধ করলেই সেই ভয়াল রুপটি দেখতে পাই আর দেখি রুহকে।আহা! কতো
দূর্বল হাটতে পারেনা।ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দীনার।
তাই আসুন, নিজের নফসকে হেফাজত করি।
নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুক।
আমিন 🤲

Address

Sreemangal
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্য জানি সত্য জানাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্য জানি সত্য জানাই:

Videos

Share

Nearby media companies