30/06/2023
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও উনার লোকদের অত্যাচারে,শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বাসি অতিষ্ঠ???
নাস্তার নিমকি মচমচে হয়নি, এমন অভিযোগ তুলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক মিষ্টির দোকানের ব্যবস্থাপককে বেধড়ক পিটিয়েছেন পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ গোলাম কিবরিয়া।
অভিযুক্ত কিবরিয়া স্থানীয় এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদের গানম্যান হিসেবে দায়িত্বরত আছেন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুধা মিস্টান্ন ভান্ডারে এই ঘটনা ঘটে।পিটুনির শিকার ব্যবস্থাপকের নাম আরফান মিয়াকে (৩৩)।ঘটনার পরপর আরফান মিয়া স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তবে চিকিৎসা নেওয়ার পর গানম্যানের ভয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান আরফান। ভয়ে মুখ খুলছেন না তার পরিবারও।এমপির গানম্যান কর্তৃক দোকানির গায়ে হাত তোলার ঘটনার ভিডিও ফুটেজ এইগুলা।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনীর সুধা মিস্টান্ন ভান্ডারে দলবল নিয়ে নাস্তা করতে যান স্থানীয় এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদের গানম্যান সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ গোলাম কিবরিয়া। এসময় মিষ্টির সাথে নিমকির মান নিয়ে তিনি চিল্লাচিল্লি ও বাগ্বিতণ্ডা শুরু করেন। পরে ব্যবস্থাপকের টেবিলের সামনে এসে হাত উচিয়ে সবাইকে শাসাতে থাকেন। এক পর্যায়ে ব্যবস্থাপককে ভেতর থেকে ঘাড় ধরে পাশের একটি বিল্ডিংয়ের আড়ালে নিয়ে যান এএসআই গোলাম কিবরিয়া। সেখানে আরফানকে বেধড়ক পেটান এএসআই। তবে পুলিশের কর্মকর্তা হওয়ায় ভয়ে তাকে রক্ষা করতে কেউই যায়নি।
পরবর্তীতে পিটুনিতে আহত আরফান মিয়া চিকিৎসা নেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে এরপর থেকে ভয়ে আর দোকানে যাননি তিনি। #শেখহাসিনার #প্রধানমন্ত্রী #ভাইরাল #ভাইরালভিডিও