Kalighat Tea Estate

  • Home
  • Kalighat Tea Estate

Kalighat Tea Estate Kalighat Tea Estate
Officials Page. Create by: Nirob Nag , Shuvo Paul
Contact Number:01703406500

আমাদের অধিকার ✊বাগানে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা আমাদের প্রানের দাবি আমাদের স্বপ্ন এটা আমাদের অধিকার।স্কুল নিয়ে ষড়...
24/12/2024

আমাদের অধিকার ✊
বাগানে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা আমাদের প্রানের দাবি আমাদের স্বপ্ন এটা আমাদের অধিকার।
স্কুল নিয়ে ষড়যন্ত্র চলবে না চলবে না।

20/12/2024

বাগানে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা আমাদের প্রানের দাবি আমাদের স্বপ্ন এটা আমাদের অধিকার। স্কুলকে ধরে রাখার দায়িত্বটাও আমাদের। এটি আমাদের মৌলিক অধিকার এবং এই অধিকার থেকে বঞ্চিত করার কারো সুযোগ নেই।
১/ স্কুল নিয়ে ষড়যন্ত্র চলবে না চলবে না।

২/ স্কুল ভেঙ্গে লিফ হাউজ মানি না মানবো না।

৩/ স্কুলের অনাপত্তি দিতে হবে দিতে হবে।

৪/ জিএম এর মিথ্যাচার, মানি না মানবো না।

৫/ দালালির আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও।।

৬/ বৈষম্যহীন বাংলাদেশ, দালালির ঠাঁই নাই।

৭/ ক্ষমতা না, জনতা।

৮/ লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগে।

৯/ আমাদের অধিকার, দিতে হবে দিতে হবে।

ভর্তি ফরম বিতরণ চলিতেছে, কালীঘাট চাবাগান উচ্চ বিদ্যালয়ে,সময় সূচিসকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত,যোগাযোগ ০১৭৭২১৮৯৬৩০,
18/12/2024

ভর্তি ফরম বিতরণ চলিতেছে, কালীঘাট চাবাগান উচ্চ বিদ্যালয়ে,সময় সূচি
সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত,
যোগাযোগ ০১৭৭২১৮৯৬৩০,

একজন সাধারণ চা শ্রমিক মজুরী ১৭০ টাকা।সপ্তাহে পায় ১১৯০টাকা। সাথে বিয়োগ হয় বিভিন্ন বাবদ টাকা। আসলে সাধারণ যে চা শ্রমিক উনা...
28/11/2024

একজন সাধারণ চা শ্রমিক মজুরী ১৭০ টাকা।

সপ্তাহে পায় ১১৯০টাকা। সাথে বিয়োগ হয় বিভিন্ন বাবদ টাকা। আসলে সাধারণ যে চা শ্রমিক উনাদের জীবন অনেক অনেক কষ্টের না আছে উন্নত হউয়ায় কোনো সম্ভাবনা না আছে সুন্দর ভবিষ্যৎ। এই চা শ্রমিকের জীবনমান পরিবর্তন করার জন্য গঠিত হয় বাগান এর পরিচালনা কমিটি। কিন্ত তারা গঠিত হয়ে নিজেকে মনে করে রাজা এবং চা শ্রমিকদের মনে করে এটিএম মেশিন তাদের রক্ত এর ঘাম এর টাকায় ভাগ বসায় তারা নিজেরা। আসলে আমার একটাই প্রশ্ন এই টাকা হজম করতে পারবেন তো❓

Highlight
Kalighat Tea Estate

23/11/2024

Highlight

পুনঃ কৃত্যাং কৃত্যাকৃতে হস্তাগৃহ্য পরা ণয়।সমক্ষমস্মা আ ধেহি যথা কৃত্যাকৃতং হনৎ।।৪।।অসৎকর্ম আমাদের হতে দূরে থাকুক। কারো ন...
21/11/2024

পুনঃ কৃত্যাং কৃত্যাকৃতে হস্তাগৃহ্য পরা ণয়।
সমক্ষমস্মা আ ধেহি যথা কৃত্যাকৃতং হনৎ।।৪।।

অসৎকর্ম আমাদের হতে দূরে থাকুক। কারো নিজ হস্তে কৃত অসৎকর্ম তার নিজ সম্মুখেই ফিরে আসে আর সেই অসৎ কর্মই তার হনন করে।৪।

Highlight
Kalighat Tea Estate
Followers11

06/10/2024

হিসাব গুলো গুছিয়ে রাখুন খুভ শ্রীঘ্রই নেওয়া হবে।

04/10/2024

মানবতার কাজের মধ্যে দিয়ে তৈরী হচ্ছে মানবতার ফেরিওয়ালার দুই তলা বিশিষ্ট বাড়ি।প্রশ্ন কীভাবে???

30/09/2024

কিছু কিছু শিক্ষিত নামে মাত্র শিক্ষিত।যাদের মধ্যে নেই মানুষত্বের গুন।তারা শুধু জানে মানুষকে ব্যাবহার করে নিজের রাজ্য তৈরী করতে।বাইরে থেকে তাদের ভদ্র এবং শিক্ষিত ব্যাক্তি মনে হলেও ভিতরে ভিতরে সেই ব্যাক্তির মনে রয়েছে অসংখ্য লোভ -লালসা।প্রকৃত শিক্ষিত সমাজ এ সবাইকে সমান চোখে দেখে। জাত -পাত উচ্চ জাতি নিচু জাতি তারায় বিবেচনা করে যারা শুধু নামমাত্র শিক্ষিত। সমাজে এধরনের মানুষ পশুর সমতুল্য।

Address

Kalighat Tea Estate

Telephone

+8801703406500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalighat Tea Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalighat Tea Estate:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share