Islami Media 22

Islami Media 22 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্,
Islami media 22 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম
(1)

ফিলিস্তিনি সদ্যবিবাহিতা সাবাহ্ কারীম! বোন স্যালুট তোকে।ফিলিস্তিনের গাজা অঞ্চলে সদ্যবিবাহিতা ডাক্তার সাবাহ্ কারীম। প্রতিদ...
11/10/2023

ফিলিস্তিনি সদ্যবিবাহিতা সাবাহ্ কারীম! বোন স্যালুট তোকে।

ফিলিস্তিনের গাজা অঞ্চলে সদ্যবিবাহিতা ডাক্তার সাবাহ্ কারীম। প্রতিদিন ভোরে সালাতুল ফজর আদায় করে বেড়িয়ে পড়েন পাথর সংগ্রহের কাজে। তিনি নিজেও অংশগ্রহণ করেন পাথর ছোঁড়া যুদ্ধে।
স্থানীয় সাংবাদিক জিজ্ঞেস করেছিল? আপনি তো ডাক্তার, তার উপর নববধূ? আপনি কেন ফুলের বিছানা ছেড়ে পাথর যুদ্ধে অংশগ্রহণ করছেন?
জবাবে তিনি বলেন আমি ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাযি. এর উত্তরসূরী। এই নিষ্ঠুর পৃথিবীতে ফুলের বিছানা আমার জন্য নয়। আমার ফুলের বিছানা হবে জান্নাতে।

[সূত্র: আল জাজিরা]
যতটা সম্ভব শেয়ার করে ছড়িয়ে দিন 🇯🇴🇧🇩♥️

10/10/2023
বাইতুল্লাহ প্রেমিকরা শায়েখ দোসারিকেখুউব মিস করবে।
08/10/2023

বাইতুল্লাহ প্রেমিকরা শায়েখ দোসারিকে
খুউব মিস করবে।

আজকের জু'মআর বয়ানে ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী [হাফি.]লোকেশানঃ ফতুল্লা,নারায়ণগঞ্জ
06/10/2023

আজকের জু'মআর বয়ানে ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী [হাফি.]

লোকেশানঃ ফতুল্লা,নারায়ণগঞ্জ

গতকাল ঠাকুরগাঁওয়ের মাহফিলে ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী।
05/10/2023

গতকাল ঠাকুরগাঁওয়ের মাহফিলে ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী।

27/09/2023

ঈদে মিলাদুন্নবী ﷺ এর উৎপত্তি ও ক্রমবিকাশ।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)

ফুরফুরা দরবার ঢাকা  #দারুস_সালাম মাহফিল -২০২৩।(শুধুমাত্র ২০২৩ সালের জন্য এই তারিখ)।
26/09/2023

ফুরফুরা দরবার ঢাকা #দারুস_সালাম মাহফিল -২০২৩।
(শুধুমাত্র ২০২৩ সালের জন্য এই তারিখ)।

দুনিয়ার বেশিরভাগ মানুষ গতানুগতিক চলে। ভেড়ার পালের মতো চলে। সকালে উঠে খায় দায়, কাজে যায় আবার রাতে বাসায় ফেরে ঘুমায়। কেন ব...
16/09/2023

দুনিয়ার বেশিরভাগ মানুষ গতানুগতিক চলে। ভেড়ার পালের মতো চলে। সকালে উঠে খায় দায়, কাজে যায় আবার রাতে বাসায় ফেরে ঘুমায়। কেন বেঁচে আছে বুঝে না, কেন মরে গেলো তাও জানে না।

Dr. Khandaker Abdullah Jahangir Rh. 💚

মাওলানা আবু নসর মুহাম্মদ আব্দুল হাই সাওবান সিদ্দিকী আল-কুরাইশী হাফিয্বাহুল্লাহর মসজিদে জামেক পরিদর্শন।লোকেশানঃ মালয়েশিয...
13/09/2023

মাওলানা আবু নসর মুহাম্মদ আব্দুল হাই সাওবান সিদ্দিকী আল-কুরাইশী হাফিয্বাহুল্লাহর মসজিদে জামেক পরিদর্শন।

লোকেশানঃ মালয়েশিয়া

আলহামদুলিল্লাহ, আজ বিক্রমপুর, মুন্সিগঞ্জ এসোসিয়েশন মালয়েশিয়া কর্তৃক আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে ...
03/09/2023

আলহামদুলিল্লাহ,
আজ বিক্রমপুর, মুন্সিগঞ্জ এসোসিয়েশন মালয়েশিয়া কর্তৃক আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেনঃ
– ফুরফুরার গদ্দীনশীন পীর (আল্লামা শায়খ)
আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী।

কুরাইশ বংশের উজ্জ্বল নক্ষত্র ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ মিশকাত সিদ্দিকী (হাফিয্বাহুল্লাহ্) দ্বীনি সফর উপলক্ষে আসন্ন আগা...
29/08/2023

কুরাইশ বংশের উজ্জ্বল নক্ষত্র ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ মিশকাত সিদ্দিকী (হাফিয্বাহুল্লাহ্) দ্বীনি সফর উপলক্ষে আসন্ন আগামী ১লা সেপ্টেম্বর থেকে ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া অবস্থান করবেন ইনশাআল্লাহ্।

সুতরাং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যারা শায়খকে নিয়ে মাহফিল করাতে চান বা তার সান্নিধ্য পেতে চান তারা নিম্নের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
মোবাইল নাম্বারঃ 00881711905920

আজ পাকশী মাহফিলের তৃতীয় তথা শেষ দিন বাদ মাগরিব যিকিরের তা'লিম ও সংক্ষিপ্ত নসিহত পেশ করছেনঃ- ফুরফুরার গদ্দীনশীন পীর (আল্ল...
26/08/2023

আজ পাকশী মাহফিলের তৃতীয় তথা শেষ দিন বাদ মাগরিব যিকিরের তা'লিম ও সংক্ষিপ্ত নসিহত পেশ করছেনঃ
- ফুরফুরার গদ্দীনশীন পীর (আল্লামা শায়খ)
বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী।

উল্লেখ্য,অদ্যৈ বাদ এশা আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ্।

কৃতজ্ঞতায়ঃ Darush Shariah Media

আজ ফুরফুরার কায়েম-মোকাম পাকশী মাহফিলের তৃতীয় তথা শেষ দিন গুরুত্বপূর্ণ তাক্বরীর পেশ করছেনঃ- শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফ...
26/08/2023

আজ ফুরফুরার কায়েম-মোকাম পাকশী মাহফিলের তৃতীয় তথা শেষ দিন গুরুত্বপূর্ণ তাক্বরীর পেশ করছেনঃ

- শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ্ (হাফিয্বাহুল্লাহ) ।

আজ পাকশী মাহফিলের তৃতীয় তথা শেষ দিন বাদ ফজর যিকিরের তা'লিম ও সংক্ষিপ্ত নসীহত পেশ করছেনঃ- ফুরফুরার গদ্দীনশীন পীর (আল্লামা...
26/08/2023

আজ পাকশী মাহফিলের তৃতীয় তথা শেষ দিন বাদ ফজর যিকিরের তা'লিম ও সংক্ষিপ্ত নসীহত পেশ করছেনঃ
- ফুরফুরার গদ্দীনশীন পীর (আল্লামা শায়খ)
আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী।

উল্লেখ্য,অদ্যৈ বাদ এশা আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ্।

আজ পাকশী মাহফিলের দ্বিতীয় দিন বাদ মাগরিব যিকিরের তা'লিম ও গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেনঃ ফুরফুরার গদ্দীনশীন পীর (আল্লামা...
25/08/2023

আজ পাকশী মাহফিলের দ্বিতীয় দিন বাদ মাগরিব যিকিরের তা'লিম ও গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেনঃ ফুরফুরার গদ্দীনশীন পীর (আল্লামা শায়খ)
আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী।

শীঘ্রই ভিডিও আসছে ইনশাআল্লাহ্,
https://youtube.com/

আজ পাকশী মাহফিলের দ্বিতীয় দিন বাদ ফজর যিকিরের তা'লিমে ফুরফুরার গদ্দীনশীন পীর আল্লামা শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্...
25/08/2023

আজ পাকশী মাহফিলের দ্বিতীয় দিন বাদ ফজর যিকিরের তা'লিমে ফুরফুরার গদ্দীনশীন পীর আল্লামা শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী।

আলহামদুলিল্লাহ,ফেনী দুই দিনের দ্বীনি ‌সফরে যাওয়ার পথে ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল...
19/08/2023

আলহামদুলিল্লাহ,
ফেনী দুই দিনের দ্বীনি ‌সফরে যাওয়ার পথে ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী, কুমিল্লার ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারে আগমন করেন , বিশেষ নসিহত এবং দোয়া পরিচালনা করেন, উপস্থিত ছিলেন বানিয়াপাড়া দরবারের পীর মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসেমী সাহেব।

ছবি কৃতজ্ঞতায়ঃ মাও.জাফর সাদিক জুলফিকার

ফুরফুরা দরবারের পক্ষ থেকে সকলকে দাওয়া,,
18/08/2023

ফুরফুরা দরবারের পক্ষ থেকে সকলকে দাওয়া,,

18/08/2023

জান্নাতী হবে কারা?
- শায়খ মিশকাত সিদ্দিকী | নতুন মাহফিল ২০২৩ইং।
ভিডিও ধারণেঃ Darush Shariah Media

আল্লামা সাঈদি (রহ.)_র ইন্তিকালে ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ মিশকাত সিদ্দিকী হাফিয্বাহুল্লাহর শোক প্রকাশঃ🏴🇸🇦🤲------------...
15/08/2023

আল্লামা সাঈদি (রহ.)_র ইন্তিকালে ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ মিশকাত সিদ্দিকী হাফিয্বাহুল্লাহর শোক প্রকাশঃ🏴🇸🇦🤲
----------------------------------
যুগে যুগে সত্য হয়ে ধরা দেয়, ইমাম আহমদ বিন হাম্বল রহ. এর বিখ্যাত বাণী-
"আমাদের আর তাদের পার্থক্য হলো জানাযার নামাজ।"
বরেণ্য মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ রাব্বে কারীমের মেহমান হয়ে গিয়েছেন। আল্লাহ তা'আলা তাঁর ভুল ত্রুটি মার্জনা করে, জান্নাতের উঁচু মাকাম দান করুন।
শায়খ রহ. এর পরিবার, আত্নীয়-পরিজনকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন। সেই সাথে তাঁর ভক্ত-অনুরাগীদের প্রতি আহবান, তিনি যেভাবে সুন্নাতের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছেন, সেভাবে সুন্নাহর পথে অটল থাকুন।

رحمه الله رحمة واسعة وجعل الجنة الفردوس الأعلى داره ومثواه

Shaykh Mishkat Siddiqi  হাফিজাহুল্লাহর দরস শুরু হয়েছে......আদর্শনগর বাইতুন নূর জামে মসজিদ, পল্লবী(কালশী ফ্লাইওভার সংলগ্ন...
09/08/2023

Shaykh Mishkat Siddiqi হাফিজাহুল্লাহর দরস শুরু হয়েছে......
আদর্শনগর বাইতুন নূর জামে মসজিদ, পল্লবী
(কালশী ফ্লাইওভার সংলগ্ন, ২২ তলা গার্মেন্টসের পাশে)

02/08/2023

আলহামদুলিল্লাহ 📿এটাই ফুরফুরার আকিদা 🇸🇦
#শাইখ_মিশকাত_সিদ্দিকী

29/07/2023

মন দিয়ে শুনুন আলোচনাটি #শাইখ_মিশকাত_সিদ্দিকী

সকলের দাওয়া,,, 🇸🇦🇸🇦
29/07/2023

সকলের দাওয়া,,, 🇸🇦🇸🇦

ফুরফুরার মাহফিলে নিজে আসুন,অপর ভাইকে দাওয়াতে শরীক করে সাদকায়ে জারিয়ার সাওয়াব লাভ করুন।আসন্ন আগামী ২৪,২৫ ও ২৬ শে আগষ্ট ২০...
26/07/2023

ফুরফুরার মাহফিলে নিজে আসুন,অপর ভাইকে দাওয়াতে শরীক করে সাদকায়ে জারিয়ার সাওয়াব লাভ করুন।

আসন্ন আগামী ২৪,২৫ ও ২৬ শে আগষ্ট ২০২৩ ইং।রোজঃ বৃহস্পতি,শুক্র ও শনিবার।তিনদিন ব্যাপী তা'লিমী মাহফিল।

স্থানঃ- ফুরফুরা দরবার,পাকশী,ঈশ্বরদী,পাবনা,বাংলাদেশ।

পরিচালনায়ঃ রাসূলুল্লাহ্ ﷺ এর প্রধান সাহাবী ও মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বংশধর ও ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী (রহ.) এর সুযোগ্য উত্তরসূরী ফুরফুরার গদ্দীনশীন পীর আমীরে হিজবুল্লাহ্ (আল্লামা শায়খ)
★আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী।

ছবি কৃতজ্ঞতায়ঃ Darush Shariah Media

23/07/2023

মাওলানা আবু নসর মুহাম্মদ আব্দুল হাই সাওবান সিদ্দিকী আল কুরাইশী হাফিয্বাহুল্লাহ্ ও ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার ফারেগীন ছাত্রবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ।

কৃতজ্ঞতায়ঃ- মতিয়ার ইন্ডিয়া

19/07/2023

যে সন্তান মা বাবার বেশি সেবা করে তাকে কিছু সম্পদ লিখে দেয়া যাবে কি না?🎙️ শায়খ মিশকাত সিদ্দিকী।

কৃতজ্ঞতায়ঃ- https://youtube.com/

18/07/2023

সূরা আহযাবের ৫৬ নং আয়াতের তাফসীর By ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী। ।

কৃতজ্ঞতায়ঃ- https://youtube.com/

16/07/2023

বাসর রাতে আসলে কি করণীয় ছিলো,আর আপনি কি করেছিলেন?? মিলিয়ে দেখুন তো!!

অবিবাহিতদের পক্ষ থেকে আসা সবচেয়ে বেশি প্রশ্ন হলো কেমন হবে প্রথম রাতটি? ফুলশয্যায় কি কি করলে পরিপূর্ণভাবে ইসলাম মেইনটেইন হবে!!
করনীয় জেনে নিন, আজ অনেক বিবাহিতরাও হয়ত বেশ আফসোস করবে।

বাসর রাত বলতেই সবাই এমন একটি হাসি দেয় যেন সহবাসকেই বোঝানো হচ্ছে। কিন্তু না, ইসলামি জীবনব্যবস্থায় কারো উপর জুলুম করার কোনো অপশন নেই-নেই কোনো জোর জবরদস্তির ক্ষমতা। বরং ইসলামে বাসর বলতেই বোঝানো হয় সুন্দর একটি রাত্রি,যে রাত নতুন একটি জীবনের সূচনা ঘটায়, যে রাতের পর জীবনে একজন বন্ধু আসে।

কি কি করা উচিত প্রথম রাতে?

১.স্বামী স্ত্রী একে অপরের সাথে সালাম(মৌখিক) বিনিময় করবে,কুশলাদি করবে। স্বামী যথাসম্ভব কোমল কণ্ঠে স্ত্রীর সাথে কথা বলবে এবং স্ত্রী থাকবে লাজুক। স্ত্রী নিজেও স্বামীর সঙ্গে উত্তম আচরন করবে।

২.হারিয়ে যাওয়া সুন্নাহ হলো প্রথম রাতে স্ত্রীর মাথায় হাত রেখে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেনঃ-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
(অর্থ- হে আল্লাহ! আমি তাঁর কল্যাণটুকু এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন তা থেকে আশ্রয় চাই)। (সুনানে আবু দাউদ ২১৬০)

৩.স্ত্রী যখন দেখবে স্বামী নিজ হাত আমার মাথায় রেখে দোয়া করছে, তখন অটোমেটিক আপনার সম্পর্কে আপনার স্ত্রীর মনে পজিটিভ চিন্তা আসবে।

৪.ঠিক তখনই আপনি আপনার স্ত্রীকে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইবেন। খারাপ লাগছে কিনা বা অস্বস্তি কাজ করছে কিনা। নতুন পরিবেশে কোনোকিছু প্রয়োজন কিনা।

৫.স্ত্রীকে বলুন চলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তমরূপে অযূ করে জামাআতে দু রাকাআত সালাত আদায় করি। সালাতের মাধ্যমে দুজনই আল্লাহর কাছে দোয়া করবেন সাংসারিক জীবনে সুখশান্তির জন্য। একে অপরের মধ্যে যেন মহব্বত তৈরী হয় এবং সকল গুনাহ থেকে দূরে থাকার জন্য দোয়া করবেন।
বাসর রাতে এই ২রাকাআত নফল সালাতকে সালফেসালেহীনগন মুস্তাহাব বলেছেন।(পড়তেই হবে এমন কোনো বিষয় না,তবে কে না চায় শোকর আদায় করতে! আল্লাহর দরবারে সেজদাহ করতে!)

৬. সালাত শেষ করে দুজন বিছানায় গিয়ে মুখোমুখি বসবেন।। ততক্ষণে নিশ্চয়ই আপনার স্ত্রী অনেকটাই সহজ হয়ে গিয়েছে? না হলেও সবর করুন,তার আরো কাছাকাছি বসুন,হাত দুটি ধরুন, খুব কোমলভাবে কপালে চুমু দিন।

এরপর আপনি নিজেই বুঝবেন আপনার স্ত্রী কি চাইছে। স্ত্রী কি সহবাসের জন্য আগ্রহী? নাকি সে এই রাতটি গল্পগুজব করে বা অন্যভাবে উপভোগ করতে চাইছে।

৭.যদি সহবাসের দিকে আগ্রহী হোন তবে অবশ্যই সহবাসের দোয়া পড়ে নিবেন।

ভালো কিংবা মন্দ উভয় পরিবেশ আপনাকেই ক্রিয়েট করতে হবে।আমি শুধু উত্তম করনীয়গুলো জানিয়ে দিলাম। বিবেক এবং আবেগ দুটিকেই প্রাধান্য দিতে হবে।

আগেও বলেছি এবং আবারো বলছি, যদি বেঁচে থাকেন তো মিলনের জন্য সারাটি জীবন পড়ে থাকবে। শুধু শুধু তাড়াহুড়ো করে নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলতে বাঁধার সৃষ্টি করবেন না।

কথায় আছে না এক রাতেই জীবনের সবকিছু হয়ে যায়? জি, ঠিকই শুনেছেন।স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, একটি রাতের পরই নতুন জীবনের উদ্দেশ্যে দুজন হেঁটে চলে....

✍️ শামসুর রহমান

11/07/2023

একজন মুমিনের জন্য ইসলাম নির্দেশিত সকল কর্মের গুরুত্ত ও পর্যায় নিম্নরূপ।

"(১) ঈমান: সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবকিছুর মূল বিশুদ্ধ ঈমান । ঈমানের ক্ষেত্রে ত্রুটি থাকলে পরবর্তী সকল নেক কর্ম ও ধার্মিকতা পণ্ডশ্রম ও বাতুলতা মাত্র ।

(২) বৈধ উপার্জন: মুমিনের অন্যতম দায়িত্ব বৈধভাবে উপার্জিত জীবিকার উপর নির্ভর করা । সুদ, ঘুষ, জুয়া, ফাঁকি, ধোঁকা, ভেজাল, পরিমাপ বা পরিমানে কম দেওয়া, জুলুম, জোরপূর্বক গ্রহণ ইত্যাদি উপার্জন অবৈধ। অবৈধ উপার্জন দ্বারা জীবিকা নির্বাহকারীর ইবাদত আল্লাহর নিকট গ্রহণীয় নয় ।

(৩) বান্দার হক সংশ্লিষ্ট হারাম বর্জন: কর্মের ক্ষেত্রে সর্বপ্রথম ও সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় ফরয কর্ম । ফরয কর্ম দু প্রকার : প্রথম প্রকার যা করা ফরয ও দ্বিতীয় প্রকার যা বর্জন করা ফরয। এটি “হারাম” নামে অভিহিত । হারাম দু প্রকার: এক প্রকার পৃথিবীর অন্যান্য মানুষ ও সৃষ্টির অধিকার নষ্ট করা বা তাদের কোনো ক্ষতি করা বিষয়ক হারাম । এগুলো বর্জন করা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ।

(৪) আল্লাহর অন্যান্য আদেশ নিষেধ বিষয়ক হারাম বর্জন।

(৫) ফরয কর্মগুলো পালন ।

(৬) মাকরুহ তাহরীমি বর্জন ও সুন্নাতে মুআক্কাদা কর্ম পালন।

(৭) সৃষ্টির সেবা ও কল্যাণমূলক সুন্নাত-নফল ইবাদত পালন।

(৮) ব্যক্তিগত সুন্নাত-নফল ইবাদত পালন

এ সকল বিষয়ের বিস্তারিত আলোচনার জন্য পাঠককে ‘রাহে বেলায়াত” গ্রন্থটি পাঠ করতে অনুরোধ করছি।"

ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহ.
বই: সহীহ মাসনূন ওযীফা পৃষ্ঠা ১৪।

অনুলিখনেঃ মুহাম্মদ আব্দুল্লাহ্ (পশ্চিমবঙ্গ,ভারত)।

07/07/2023

#জরুরি_এলান

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,ফুরফুরার বর্তমান আ'লা হযরত গদ্দীনশীন পীর সাহেব হুজুরের নির্দেশে নিম্নে উল্লেখিত তিন হযরতের জীবন ও কর্ম বিষয়ে তিনটি পুস্তক সংকলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১.শেরে ফুরফুরা আমীরুল ইত্তেহাদ মরহুম আ'লা হযরত গদ্দীনশীন পীর হযরত মাওলানা আবুল আনসার মুহাম্মদ আব্দুল কাহ্হার সিদ্দিকী আল-কুরাইশী (রহ.)।
২.মুফতীয়ে আ'যম হযরত মাওলানা আবু ইব্রাহিম মুহাম্মদ উবায়দুল্লাহ্ সিদ্দিকী আল-কুরাইশী (রহ.)।
৩.হযরত মাওলানা আবুল বাশার জিহাদী (উস্তাদ জ্বী হুজুর রহ.)
উক্ত সংকলন তিন হযরতের জীবন,কর্ম ও বাণী বিষয়ে আপনাদের কারো কাছে কোন নির্ভরযোগ্য তথ্য থাকলে তা 'মাসিক নেদায়ে ইসলাম' পত্রিকার সম্পাদক বরাবর পাঠিয়ে দিতে অনুরোধ করছি।যারা ই-মেইলে পাঠাতে চান তারা এই ঠিকানায় ই-মেইল করুন : [email protected]

হযরত খাওলা বিনতে সালাবা রাদি.-কে তাঁর স্বামী তালাক দিলেন। জিহার তালাক। জাহেলি যুগের প্রচলিত তালাক। নিজের স্ত্রীকে ‘তুমি ...
06/07/2023

হযরত খাওলা বিনতে সালাবা রাদি.-কে তাঁর স্বামী তালাক দিলেন। জিহার তালাক। জাহেলি যুগের প্রচলিত তালাক। নিজের স্ত্রীকে ‘তুমি আমার
মায়ের মতো' এ জাতীয় কথার দ্বারা তৎকালে তালাক দেয়ার প্রচলন ছিল। একবার এ ধরনের তালাক দিলে তাকে আর ফিরিয়ে নেয়ার ব্যবস্থা ছিল না। স্বামীর মুখে একথা শুনতেই হযরত খাওলা রাদি. ছুটে এলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আরয করলেন,
‘হে আল্লাহর রাসুল! আমার স্বামী আমাকে জিহার তালাক দিয়েছে। আপনি একটা ব্যবস্থা করুন।'
এটা ছিল জাহেলি যুগের তালাক। শরিয়তে তখনও এ সম্পর্কিত কোনো বিধি-বিধান অবতীর্ণ হয়নি- তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন রেওয়াজ মাফিক বলে দিলেন, ‘তালাক হয়ে গেছে।
হযরত খাওলা রাদি. আরয করলেন, ‘তাহলে আমি এখন কোথায় যাবো?'
সন্তান প্রসব করতে গিয়ে আমার পেট দীর্ণ হয়ে গেছে ।আমার বয়সও এখন অনেক মা-বাবা জীবিত নেই । যৌবন হারিয়ে গেছে। আমার ধন-সম্পদও ফুরিয়ে গেছে। এখন আমি কোথায় যাবো?'
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তালাক হয়ে গেছে।
হযরত খাওলা রাদি, আরয করলেন, ‘হে আল্লাহর রাসুল! এ বিধান রহিত করে দিন।'
তাঁর অনুরোধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারলেন না। মাথা নত করে বসে রইলেন।
এবার হযরত খাওলা রাদি. বললেন, 'হে আল্লাহর রাসুল! আপনি যদি আমার কথা না রাখেন তাহলে আমি নিজেই আমার আল্লাহকে আমার কথা বলব।'
এরপর তিনি আকাশের দিকে তাকালেন। আল্লাহর দরবারে হাত তুলে অশ্রুসজল চোখে আবেদন করলেন—
‘হে আল্লাহ! তুমি জানো আমার ছোটো ছোটো কয়েকটি সন্তান রয়েছে। যদি আমি তাদেরকে আমার কাছে রাখি, তাহলে তারা ক্ষুধায় কষ্ট পাবে।
আর যদি আমার স্বামীর কাছে ছেড়ে দিই, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। হে আল্লাহ! ‘তুমি আমার পক্ষে ফয়সালা দাও।'
হযরত খাওলা রাদি. একথা বলেননি, তোমার যা খুশি ফয়সালা করো। বলেছেন, ‘তুমি আমার পক্ষে ফয়সালা দাও ।'
আল্লাহ তাআলা হযরত খাওলা রাদি.-এর এ দোয়ার প্রেক্ষিতে সাধারণ ফয়সালা পাঠাননি বরং কুরআন বিধান সম্বলিত আয়াত পাঠিয়েছেন। পৃথিবীতে যতদিন পর্যন্ত এ উম্মত এবং কুরআন থাকবে, ততদিন পর্যন্ত তারা হযরত খাওলা রাদি. এর কাহিনী শুনতে থাকবে। তাঁর শ্রেষ্ঠত্বের মহিমা প্রকাশিত হতে থাকবে ।
হযরত খাওলা রাদি. আবেদনরত। এখনও তিনি হাত নামাননি। তাঁর কান্না আরশের দরজা খুলে দিয়েছে। হযরত জিবরাইল আ. এসে জানিয়েছেন, ‘একজন নারীর দরদভরা কান্না আল্লাহর আরশকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মধ্যে অহি অবতরণের নিদর্শন ছাপিয়ে উঠেছে। হযরত আয়েশা রাদি. হযরত খাওলাকে বললেন, ‘হাত নামাও, অহি অবতীর্ণ হচ্ছে।'
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শরীর ঘামে সিক্ত হয়ে উঠেছে। তিনি শরীরের ঘাম মুছলেন। বললেন, ‘খাওলা! তোমাকে মুবারকবাদ!
আল্লাহ তাআলা তোমার পক্ষে ফয়সালা দিয়েছেন'—
قَدْ سَمِعَ اللهُ قَوْلَ الَّتِى تُجَادِلُكَ فِي زَوْجِهَا ،
وَتَشْكِيْ إِلَى اللهِ ، وَالله يَسْمَعُ تَحَاوُرَكُمَا (١)
‘আল্লাহ অবশ্যই সে নারীর কথা শুনেছেন, যে তার স্বামীর বিষয়ে আপনার সঙ্গে বাদানুবাদ করেছে।
এবং আল্লাহর কাছে ফরিয়াদও করেছে। আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন।’
[সূরা মুজাদালাহ, আয়াত : ০১ ]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক মেনে নিচ্ছিলেন। হযরত খাওলা রাদি. অস্বীকার করে যাচ্ছেন। আল্লাহ তাআলা এ কাহিনী দেখছিলেন, শুনছিলেন। এরপর চূড়ান্ত ঘোষণা করে দিলেন—
الَّذِينَ يُظْهِرُونَ مِنْكُمْ مِنْ نِسَآبِهِمْ مَّا هُنَّ أُمَّهٰتِهِمْ إِنْ أُمَّهٰتُهُمْ إِلَّا الَّتى وَلَانَهُمْ وَ إِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُورًا وَاِنَّ اللهَ لَعَفُوٌّ غَفُورٌ (٣)
‘তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তারা জেনে রাখুক, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়, যারা তাদের জন্মদান করে কেবল তারাই তাদের মাতা। তারা কিন্তু অসঙ্গত ও অসত্য কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ পাপমোচনকারী ও ক্ষমাশীল।’
[সূরা মুজাদালাহ, আয়াত :০৩ ]

বই: আল্লাহওয়ালাদের হৃদয়ছোঁয়া গল্প, পৃষ্ঠা: ৬১-৬৩

04/07/2023

ফুরফুরার মরহুম গদ্দীনশীন পীর বড় হুজুর মাওলানা আবু নসর মুহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী আল-কুরাইশী (রহ.) তার ইন্তেকালের ৬ মাস পূর্বে পাকশী রিয়াজুল জান্নাত খানকা শরীফে ঘোষণা করেন "আমার ওয়ালেদ সাহেব মুজাদ্দিদে জামান ফুরফুরাভী (রহ.) তার মৃত্যুর প্রায় ছ'মাস পূর্বে আমাকে হুজুরের কায়েম-মোকাম বলে ঘোষণা করে যান।আমিও তোমাদের বড় ভাই সাহেবকে (অর্থাৎ হযরত আবুল আনসার মুহাম্মদ আব্দুল কাহ্হার সিদ্দিকী আল-কুরাইশী রহ.) আমার অবর্তমানে কায়েম মোকাম জানেশীন বলে ঘোষণা করলাম।"

তথ্যসুত্রঃ⤵️
★সূফী মোঃ রুস্তম আলী খান কৃত "অমর এক জীবনী কথা", পৃঃ ১৩৮-১৩৯।
★মোবারক আলী রহমানকৃত " ফুরফুরা শরীফের ইতিবৃত্ত" পৃঃ১৮৪।

https://youtu.be/7dun8Op5xWA
02/07/2023

https://youtu.be/7dun8Op5xWA

ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর মুফতি আবু ইব্রাহীম সিদ্দিকী, মেজ হুজুর হাফিজাহুল্লাহFurfura Media ফুরফুরা মিডিয়াMy YOUTUBE CHANNEL (URL):https://ww...

ফুরফুরার গদ্দীনশীন পীর আল্লামা শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী (হাফিয্বাহুল্লাহ) ও বায়তশ শরফের শ্রদ্ধ...
01/07/2023

ফুরফুরার গদ্দীনশীন পীর আল্লামা শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী (হাফিয্বাহুল্লাহ) ও বায়তশ শরফের শ্রদ্ধাভাজন রাহবার আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী (হাফিয্বাহুল্লাহ) সৌজন্যে সাক্ষাৎ।

বাদ মাগরিব হাদিয়ে যামান আল্লামা মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.) ও মরহুম পীর সাহেব আল্লামা কুতুবউদ্দিন (রাহ.) এর কবর জিয়ারত শেষে মুনাজাত পরিচালনা করেন।

28/06/2023

☞ কুরবানী তো রবের হুকুম, নিয়তটা সহীহ করুন ⚠️
🎙️ফুরফুরার পীর শায়খ মিশকাত সিদ্দিকী (হাফিয্বাহুল্লাহ)
ইউটিউব https://youtube.com/

PICTURES: Eid Al Adha 1444 Prayers led by Sheikh Yasir Ad Dawsary in Masjid Al Haram, Makkah
28/06/2023

PICTURES: Eid Al Adha 1444 Prayers led by Sheikh Yasir Ad Dawsary in Masjid Al Haram, Makkah

Address

Magura
7610

Alerts

Be the first to know and let us send you an email when Islami Media 22 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islami Media 22:

Share


Other Media/News Companies in Magura

Show All