Free motion By Ashik Rana

Free motion By Ashik Rana আসসালামু আলাইকুম
Humanity
poor people
(11)

17/11/2023

তারা বাংলাদেশের প্রকৃত হিরো❤️


19/10/2023

হাজার বছরের ঔতিহ্যের কালেক্টরেট ভবন যশোর🌺

16/10/2023

প্লিজ সবাই একটু সাপোর্ট দিবেন ফলো দিয়ে,ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট দিবো এবং ফলো রিটার্ন পাবেন।

12/10/2023

বাজান আমারে কিছু ভাত খাওয়াবা?
সকালে শুকনা রুটি খাইছি এখন আর পেটে সহ্য হচ্ছেনা!_তার কথা গুলো ঠিক এরকম ছিলো।


জীবন যেখানে যেমন!তবুও আমাদের কতোই না অট্টালিকা সমান অহংকার।
12/10/2023

জীবন যেখানে যেমন!
তবুও আমাদের কতোই না অট্টালিকা সমান অহংকার।

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
30/07/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

25/07/2023

আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পেজ,যেখানে অনেক কিছু শেখার আছে।

26/05/2023

কিছু মানুষ দারিদ্র্যের কাছে বড্ড অসহায়😢
বাবার বয়সি তিনি,দুপুরের খাবারের জন্য আবদার করে বসলো।না করতে পারলাম না,চেষ্টা করেছি তাকে সাধ্যমতো কিছু খেতে দেওয়ার।
তাদের পাশে দাড়াতে পারলে সত্যিই ভালো লাগে।


https://www.facebook.com/profile.php?id=100020805560042

24/05/2023

আপনার প্রয়োজন না হলেও তাদের কাছ থেকে কিছু কিনুন।
হয়ত আপনার ১০ টাকা তার সারাদিনের চাহিদা মেটাবে না কিন্তু,তার পরিবারে হাসি ফোটাতে পারবে।

.
https://www.facebook.com/profile.php?id=100020805560042

19/04/2023

আহারে জীবন,কেউ থাকে অট্টালিকায় আর কেউ ঘুমায় খোলা রাস্তায়।এই বৈষম্যের শেষ কোথায়?
যেখানেই রাত সেখানেই কাত...!
আসুন আমরা সবাই তাদের পাশে দাড়ায়,আপনার যতটুকু সামর্থ্য আছে তাদেরকে সাহায্য করুন।
https://www.facebook.com/profile.php?id=100020805560042
.
.

31/12/2022

পুরাতন বছরের সকল রাগ,অভিমান আর গ্লানি মুছে
নতুন বছরের শুরুটা সকলের ভালো কাটবে ইনশাআল্লাহ ❤️❤️

04/11/2022

আমি আপনি চাইলেই তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি🥰
রাসূল (সাঃ) ভিক্ষাবৃত্তি খুব অপছন্দ করতেন।
কিন্তু কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না
আপনার যতটুকু সামর্থ্য আছে তাদেরকে সাহায্য করুন।আমাদের উচিৎ প্রয়োজন অপ্রয়োজনে তাদেরকে কিছু টাকা/কেনাকাটা করে দেওয়া। দেখবেন তারা এতেই অনেক খুশি।
# Humanity
# poor people

03/11/2022

শেষের হাসিটা অনেক সুন্দর ছিলো🤎
বৃদ্ধ বয়সের কাছে হার মেনে যায়
বৈচিত্র্যময় জীবনযুদ্ধ চালিয়ে যাওয়া এইসব মানুষ গুলোকে আমরা নানানভাবে অবহেলা করে থাকি।
আমাদের এসব চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে।সাধ্যমতো তাদের জন্য আমাদের কিছু করতে হবে❤️
হয়ত তারা বঞ্চিত কিন্তু তারাও মানুষ❤️❤️
# Humanity
# Poor people

28/10/2022

দাদু ১৫ টাকা দিবা এক প্লেট ভাত খাবো
কথাটা শুনে চোখে পানি চলে আসছে আমার😢
সকাল গিয়ে দুপুর হয়েছে কিন্তু কারো কাছে চেয়ে ১৫ টাকা পায়নি সে ভাত খাওয়ার জন্য।
কেউ দুপুরের খাবারে ১৫ টা খাবার আইটেম রাখে আর সে এক প্লেট ভাতের জন্য ১৫ টাকা পায়না।
আমার যতটুকু সম্ভব তাকে কিছু টাকা দিয়েছি যাতে সে দুইদিনের খাবারটা অন্তত খেতে পারে।
আমরা চাইলেই তাদেরকে একটু খুশি করতে পারি 🤎🤎
# # Suport Huminity
# poor people

26/10/2022

আর যাই করেন না কেনো অন্তত নামাজ ছাড়বেন না
এটাই আপনার পরকালের একমাত্র আমলনামা🤎🤎

25/10/2022

জীবন যুদ্ধে থেমে না যাওয়া একটি ভাই❤️
বাইক একসিডেন্টে দুটি পা হারাতে বসা ভাইটি এখনো সংগ্রাম চালিয়ে চলেছেন রাস্তার পাশে কাপড় বিক্রি করে🌺
তার চলার জন্য যদিও একটি লাঠি রয়েছে তবুও আরেকটি লাঠি কিনে দিলাম ভাইটাকে,এক রকম জোর করেই দেওয়া। লক্ষ টাকা নয় তাদের জন্য আপনার আমার একটু সাপোর্টই যথেষ্ট❤️
# Humanity❤️
# poor people❤️

24/10/2022

আমাদেরকে যেকোন কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে ❤️
আর সূরা মুজাম্মিল এর ভেতরে আল্লাহ এটাই বুঝিয়েছেন আমাদের🌺

21/10/2022

যে নবী তার উম্মতের জন্য চোখের পানি চেড়ে দেয়❤️
আর আমরা সেই নবীর উম্মত হয়ে তার আদর্শ গুলো মেনে চলি না💔
এখনো সময় আছে আমাদেরকে পরিবর্তন হওয়ার।

17/10/2022

ভবিষ্যতের ব্যাপারে কোন ওয়াদা করলে
তারপরে ইনশাআল্লাহ বলুন

14/10/2022

জীবন পরিবর্তন করে দেবার মতো কিছু কথা🌺
𝑆𝑎𝑦𝑒𝑑 𝑀𝑢𝑘𝑎𝑟𝑟𝑎𝑚 𝐵𝑎𝑟𝑖🌺

13/10/2022

ধৈর্য ধরলে একদিন শেষ হাসিটা
আপনিই হাসবেন✌️❤️

13/10/2022

ফজরের বাতাসে মুনাফিকদের
নাকের দুর্গন্ধ মিশে না
ফজরের বাতাসটা ঠান্ডা আর স্নিগ্ধ 🌺

সুবহানাল্লাহ 🌺
12/10/2022

সুবহানাল্লাহ 🌺

09/10/2022

যার একটি মেয়ে আছে সে জান্নাতে যাবে, যার দুটি মেয়ে আছে সেও জান্নাতে যাবে।
আর যার তিনটি মেয়ে আছে সে আমার সাথে জান্নাতে যাবে।
_বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

09/10/2022

আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
_শেখ সাদী

09/10/2022

যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?
_শেরে বাংলা এ. কে. ফজলুল হক

09/10/2022

শক্তিশালী সে , যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
_হযরত মোহাম্মদ সাঃ

09/10/2022

পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।”
— হযরত আলী (রাঃ)

09/10/2022

যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না।”
— হযরত আলী (রাঃ)

09/10/2022

সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়।”
— হযরত সুলাইমান (আঃ)

Address

Mohammadpur, Magura
Magura

Telephone

+8801746363667

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free motion By Ashik Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Free motion By Ashik Rana:

Videos

Share


Other Digital creator in Magura

Show All