Newtv24

Newtv24 দেশ বিদেশের সকল সংবাদের আপডেট এখানেই ?
(1)

16/11/2022
31/10/2022

আমতৈল গার্মেন্টস সংলগ্ন জহুর শেখের বাড়িতে (আফানের বাড়িতে) আজ বিকাল সাড়ে তিনটায় আগুন লেগে একটি ঘড় পুড়ে যায়: আগুন লেগে ভয়াবহ ক্ষতির থেকে গার্মেন্টসের পানির লাইন ও স্বেচ্ছাসেবকদের আপ্রাণ চেষ্টা এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় অন্যান্য ঘর গুলো রক্ষা পায় । রান্নাঘরের আগুন থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

ভিডিও ও তথ্যঃসাংবাদিক নাসিরুল ইসলাম শশী

24/10/2022
23/10/2022

মাগুরা বিএনপির নেতার জ্বালাময়ী বক্তব্য

22/10/2022

নডাইল জেলা,------খুলনার সমাবেশে।

22/10/2022
22/10/2022

বিএনপি এখন কঠিন অবস্থানে,মুন্সি রেজাউল করিম

16/10/2022

শ্রীপুর নাকোল-মরহুম চাঁদ আলী মোল্যা ফূটবল টুর্নামেন্টের বিজয়ী দল এর আনন্দ উল্লাস মুহূর্ত,

16/10/2022

মরহুম চাঁদ আলী মোল্যা ফূটবল টুর্নামেন্টের বিজয়ী দল এর আনন্দ উল্লাস মুহূর্ত, বিজয়ী সব্দালপুর নোহাটা দিলরুবা ক্লাব।

16/10/2022

Somoy TV হ্যাক করে ফেলেছে __ Somoy_TVHackedNews __ SomoyTVHacked

16/10/2022

সব্দালপুর মাজারের দৃশ্য ১৫-১০-২২

12/10/2022

মাগুরা আওয়ামীলীগের সমাবেশ।

10/10/2022

মাগুরায় বি এন পি এর মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে

10/10/2022

বাংলাদের ভারত সীমান্তে গুলাগুলি।

09/10/2022

গান গেয়ে ভাইরাল মাগুরার শ্রীপুর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার নাকোল ইউপি চেয়ারম্যান মোঃহুমায়ুনুর রশিদ মুহিত।ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গান নেটিজেনদের মনে প্রচুর সাড়া ফেলেছে।

06/10/2022

বক্তব্য রাখছেন সাংবাদিক জুয়েল রানা।

05/10/2022

শ্রীপুরের সোনাতুন্দী গ্রামে ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক ,একজন পলাতক

মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামে ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ ।

গতকাল ৪অক্টোবর ২০২২ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাতুন্দী গ্রামে, শ্রীপুর থানা এস আই জাহিদুলের একটি চৌকস পুলিশ টিম, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতুন্দী গ্রামের শামীম নামের একজনের বাড়ি থেকে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা সহ দুইজনকে আটক করতে সক্ষম হন,
দুজনের বাড়ি ফরিদপুর জেলা মধুখালী উপজেলার বাগাট গ্রামের মুন্সি পাড়ায়। এব্যাপারে শ্রীপুর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে শ্রীপুর থানা এস আই জাহিদুল জানান ।

এস আই জাহিদুল আরো জানান-গ্ৰাম বাসির জনসম্মুখে আসামিরা ভিডিও স্বীকারোক্তিতে বলেছে ,উপজেলার সোনাতুন্দী গ্রামের শামীম নামের এক মাদক কারবারির ডিলারের কাছে প্রায় মাদক ক্রয় করতে এখানে আসে ,সেই সুত্রে আমরা গোপন সংবাদের ভিত্তিতে শামীমের বাড়িতে অভিযান পরিচালনা করি, রাতের অন্ধকারে শামীম দৌড়ে পালিয়ে গেলেও দুজনকে ধরতে সক্ষম হই ,তবে শামীমকে আটকের চেষ্টা চলছে ,
সাথে গ্ৰামবসিকে পুলিশের পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান ।

03/10/2022

Nadim Hossain made software

02/10/2022
07/09/2022

মাগুরার শ্রীপুরে-প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাবেক বিডিআর সদস্যর মৃত্যু,

03/09/2022
27/08/2022

মাগুরায় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ

27/08/2022

Anicur rahman kanok ,a lonng procession

27/08/2022

/
২৬ আগষ্ট শুক্রবার মাগুরা-শ্রীপুরের আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে।সব্দালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ,পঙ্কজ কুমার কুন্ডু সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক সাবেক সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ, আলহাজ্ব মাকসুদুল ইসলাম কৃষকলীগ কার্যনির্বাহী সংসদ,আবুল কালাম আজাদ সভাপতি শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ, হুমাইনুর রশিদ মুহিত সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান নাকোল ইউনিয়ন পরিষদ,উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কনক, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পান্না খাতুন চেয়ারম্যান সব্দালপুর ইউনিয়ন পরিষদ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা - উপজেলার সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের নানান উন্নয়ন কর্মকাণ্ড ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ব্যাখা করেন।

19/08/2022
15/08/2022
05/08/2022

হাতি দিয়ে চাঁদা তোলা এটা কি অপরাধমূলক কাজ নয়?

26/07/2022

এইবারের পাট ও ধান নিয়ে কিছু কথা। উপস্থাপনায় মোঃনাদিম হোসেন।

24/07/2022
24/07/2022
24/07/2022
16/07/2022

মাগুরা ওয়াপদা বাজারে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনা ঘটায় সড়ক অবরোধ, বিচারের দাবীতে জনগণ।

16/07/2022

Address

Khulna
Magura
7610

Alerts

Be the first to know and let us send you an email when Newtv24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newtv24:

Videos

Share