JH JOY

JH JOY নিজের সম্পর্কে বলার মত স্পেশাল কিছুই ?

প্রচুরভালোবাসা একদিনকচুরভালোবাসায় পরিনত হয়..!!!
01/11/2024

প্রচুর
ভালোবাসা একদিন
কচুর
ভালোবাসায় পরিনত হয়..!!!

আমরা কেউ প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনা, আমাদের প্রতিশ্রুতি প্রতিক্ষা হয়ে থেকে যাই। তবুও আমরা প্রতিদিন অসংখ্যবার প্রতিশ্র...
14/10/2024

আমরা কেউ প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনা, আমাদের প্রতিশ্রুতি প্রতিক্ষা হয়ে থেকে যাই।
তবুও আমরা প্রতিদিন অসংখ্যবার প্রতিশ্রুতিবদ্ধ হই।
আমরা ভালবেসে প্রতিশ্রুতি দিই, আবার প্রতিশ্রুতি ভাঙ্গতে ভালোবাসি....!!!!

মনের সৌন্দর্য জিহ্বাজিভের সৌন্দর্য ভালো কথা...!!!
10/10/2024

মনের সৌন্দর্য জিহ্বা
জিভের সৌন্দর্য ভালো কথা...!!!

প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়.....
06/10/2024

প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়.....

সময়ের সাথে সাথে আমাদেরসিদ্ধান্ত নিতে হয়।সাথে সাথে আমাদের অনুভব গুলা ও পরিবর্তন হয়।আর স্বপ্ন গুলা উড়ে যায় বাতাসের আগেই।তা...
03/10/2024

সময়ের সাথে সাথে আমাদের
সিদ্ধান্ত নিতে হয়।
সাথে সাথে আমাদের অনুভব গুলা ও পরিবর্তন হয়।
আর স্বপ্ন গুলা উড়ে যায় বাতাসের আগেই।

তার পরেও সবাই স্বপ্ন দেখে...!!!

আমি স্থায়ী ভাবে কখনোই কারো প্রিয় হতে পারিনি, তবে প্রয়োজনে আমি প্রিয়জনের সুবিন্যাস্ত তালিকায় সকলেরই শীর্ষে থেকেছি!
30/09/2024

আমি স্থায়ী ভাবে কখনোই কারো প্রিয় হতে পারিনি, তবে প্রয়োজনে আমি প্রিয়জনের সুবিন্যাস্ত তালিকায় সকলেরই শীর্ষে থেকেছি!

"পৃথিবীর সবচে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পান নাই। বরং পেয়েছিলেন অ...
28/09/2024

"পৃথিবীর সবচে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পান নাই।

বরং পেয়েছিলেন অবহেলা আর নির্লিপ্ত প্রতারণা।

নেপোলিয়ান যে মেয়েরে পৃথিবীর পুরো সাম্রাজ্য দিয়ে দিতে চাইসিলো, সেই মেয়ে নেপোলিয়ানের জন্য বড় একটা চিঠিও লেখে নাই।

নেপোলিয়ান এই মেয়ের জন্য বিরাট বিরাট চিঠি লিখতো। এমনকি যুদ্ধের সময় ছবি রেখে দিতো পকেটে। সময়ে অসময়ে চুমু খাইতো সেই ছবিতে।

এতো ক্ষমতাধর একজন মানুষ, অথচ বৌ এর কাছে যাইয়া অসহায়ের মতো বলতো, আরেকটু বড় চিঠি লিখতে, যাতে এতো দ্রুত শেষ হয়ে না যায়।

বাট জোসেফাইন বোনাপার্ট কোনদিনও সেই বড় চিঠি লেখে নাই। অথচ এরে বিয়ে করার জন্য নেপোলিয়ন পরিবারের বিরুদ্ধে গেসে। হ্যান্ডসাম একজন মানুষ হয়ে বয়সে বড়, বিধবা এবং দুই বাচ্চার মারে সে বিয়ে করসিলো, পাগলের মতো ভালোবাসছিলো।

অথচ নেপোলিয়ন মিশরে থাকা অবস্থায় সেই জোসেফাইন নেপোলিয়নের সাথে চিট করে বসে। সেনাপতির সাথে অ্যাফেয়ারে জড়াইয়া পড়ে।

ফারেনহাইট ৪৫১ বইতে একটা লাইন ছিলো এমন, It was a pleasure to burn.

যদিও ভিন্ন কনটেক্সট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য। এই পৃথিবীতে ভালোবাসার যে বড় আনন্দ কিছু নাই, ভালোবাসার চে কষ্টেরও সম্ভবত কিছু নাই।

ভালোবাসার সবচে বড় ব্লাইন্ড স্পট হলো, আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না, সেইটা আপনার হাতে। কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না, ঐটা আপনার হাতে থাকবে না।

ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা, যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে জাইনাও আপনি ওখানে ঢালতেই থাকবেন, ঢালতেই থাকবেন।

ভালোবাসাই পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার জাইনাও মাঠ থেকে উঠতে ইচ্ছা করে না। বরং নির্লজ্জের মতো আরেকটু খেইলা যাইতে ইচ্ছা করে।

আফ্রিকান একটা প্রোভার্ব বলতেসে, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক, যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না।

ভালোবাসা নিয়ে এরচে সত্যি কথা আমি আর একটাও শুনি নাই, বিশ্বাস করেন।"

দুঃসময়ে একটা মানুষ আপনাকে আর্থিক মানসিক এমনকি ভালোবেসে পাশে থাকলো। জীবনের কোনো এক সময়ে হয়তো ঐ মানুষটির টাকার ঋণ আপনি শোধ...
21/09/2024

দুঃসময়ে একটা মানুষ আপনাকে আর্থিক মানসিক এমনকি ভালোবেসে পাশে থাকলো। জীবনের কোনো এক সময়ে হয়তো ঐ মানুষটির টাকার ঋণ আপনি শোধ করতে পারবেন, হয়তো মানসিক সার্পোটও সেম দিতে পারবেন।!
"কিন্তু ঐ সময়টায় যে ভালোবাসার হাত বাড়িয়ে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, তাঁর ভালোবাসার ঋণ কি শোধ করতে পারবেন??
এই নশ্বর পৃথিবীতে সব কিছু ঋণ শোধ করা যায়, কিন্তু ভালোবাসা ঋণ শোধ করা যায়না; কারণ ভালোবাসার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই! ভালোবাসার ঋণ ভালোবাসা দিয়েও শোধ করা যায়না..!...!!

20/09/2024

ইসলামে কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করা অর্থ‌ই হচ্ছে পৃথিবীর সকল মানুষকে হত্যা করা সমান।

18/09/2024

বিশ্বাস আর ভালোবাসা সবার জন্য না.....!!!

31/08/2024

আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্বই আমাকে ভালোবেসে ছিল।

প্রবল বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া اللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الأ...
25/08/2024

প্রবল বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া


اللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আ'লা আল-আকামি ওয়াজ-জিরাবি ওয়া বুতুনি আল-আওদিয়াতি ওয়া মানাবিতি আশ-শাজার।


অর্থ:
হে আল্লাহ! আমাদের চারপাশে বৃষ্টি বর্ষণ করুন, আমাদের ওপর নয়। হে আল্লাহ! পর্বতমালা, পাহাড়ের ঢাল, উপত্যকা এবং গাছপালার উপর বর্ষণ করুন।

এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয় যাতে তিনি বৃষ্টি বন্ধ করে আশেপাশে বর্ষণ করেন এবং ক্ষতির হাত থেকে রক্ষা করেন।

23/08/2024

এটা কি আসলেই সত্যি!?😳🥴

22/08/2024

মসজিদের মাইকে ঘোষনা করা হচ্ছে !
সবাই সবাইকে মাফ করে দিবেন 😭💔🙏
#ফেনী

21/08/2024

আল্লাহ সবাইকে বন্যা থেকে হেফাজত করুন... আমীন ।

20/08/2024

আমাদের তৈরী করা সরকার এখন স’ম’ক|মী'দে'র জন্য
কোটা দিতে চায়⁉😱
আরো কত কিছু যে দেখতে হয় আল্লাহই ভালো জানে।
(সমাজকল্যান উপদেষ্টা এস.মুর্সিদকে উদ্দেশ্য করে যা
বললেন)

শায়েখ আহমাদুল্লাহ।Shaikh Ahmadullah

Address

Lakshmipur
3700

Telephone

+8801711454479

Website

Alerts

Be the first to know and let us send you an email when JH JOY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JH JOY:

Videos

Share

Category


Other Publishers in Lakshmipur

Show All