মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও

মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও এই পেইজের মাধ্যমে আমরা রামগতি কমলনগরের মেঘনার ভাঙ্গনের ভয়াবহ চিত্র তুলে ধরি।
(6)

উপকূল জেলা লক্ষ্মীপুর রামগতি ও কমলনগরে রাক্ষুসে মেঘনার ভাঙ্গন চিত্র তুলে দরার জন্য আমাদের এই পেইজ টি খোলা হয়েছে। ।

31/08/2024
31/08/2024

হাসিনার পতনের মাস্টারমাইন্ড সমন্বয়ক কে এই মাহফুজ আলম!

লক্ষ্মীপুরে বন্যায় ২ লাখ গবাদিপশু মারা গেছে
30/08/2024

লক্ষ্মীপুরে বন্যায় ২ লাখ গবাদিপশু মারা গেছে

ফি'লি'স্তিন থেকে আমাদের বাংলাদেশের বন্যাত্বের জন্য ত্রান পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ!❤‍🩹 #বন্যা  #বাংলাদেশ  #ফিলিস্তিন
29/08/2024

ফি'লি'স্তিন থেকে আমাদের বাংলাদেশের বন্যাত্বের জন্য ত্রান পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ!❤‍🩹
#বন্যা #বাংলাদেশ #ফিলিস্তিন

রামগতি, কমলনগর বন্যা থেকে  বাঁচাতে হলে সিন্ডিকেট হটাতে হবে ।দীর্ঘদিন রামগতিতে ভুলুয়া নদী দিয়ে পানি সঠিকভাবে নামতে পারছেন...
28/08/2024

রামগতি, কমলনগর বন্যা থেকে বাঁচাতে হলে সিন্ডিকেট হটাতে হবে ।
দীর্ঘদিন রামগতিতে ভুলুয়া নদী দিয়ে পানি সঠিকভাবে নামতে পারছেনা। পানি না নামার মূল কারণ কিছু প্রবাবশালী ব্যক্তিদ্বারা নদীতে অসংখ্য বাঁধ দেওয়া আছে।
পানি সরাতে হলে অতিদ্রুত ভেকু মেশিন দিয়ে বাঁধ কাটতে হবে। চিড়া মুরি না দিয়ে দ্রুত পানির সরানোর ব্যবস্থা করেন, রামগতি কমলনগর বাসী ত্রান চায় না । তারা চায় ভুলুয়া নদী দখল মুক্ত করে , সুইচ গেটগুলো খুলে দিতে , যাতে এ অঞ্চল পনি গুলো মেঘনা নদীতে চলে যেতে পারে।
অতি দ্রুত বাঁধ কাটার ব্যবস্থা করেন,এছাড়া সুইচ গেটগুলো খোলার ব্যবস্থা করেন।
#বন্যা #বন্যারখবর #বাংলাদেশ

লক্ষ্মীপুরে বন্যায় পানিবন্দি অধিকাংশ মানুষ চুরি-ডাকাতির ভয়ে বাড়িঘর ছাড়ছে না। দুর্গম এলাকায় যারা বাড়িতে অবস্থান করছে, তাদ...
28/08/2024

লক্ষ্মীপুরে বন্যায় পানিবন্দি অধিকাংশ মানুষ চুরি-ডাকাতির ভয়ে বাড়িঘর ছাড়ছে না। দুর্গম এলাকায় যারা বাড়িতে অবস্থান করছে, তাদের অনেকের কাছেই ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না। সরকারি-বেসরকারি উদ্যোগে প্রতিদিন হাজার হাজার প্যাকেট খাদ্য সহায়তা (ত্রাণ) বিতরণ করা হলেও যাতায়াতের দুর্ভোগসহ সমন্বয়হীনতার কারণে দুর্গম এলাকায় অবস্থানকারীরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, লক্ষ্মীপুরে ৭ লাখ ২০ হাজার মানুষ বন্যায় পানিবন্দি হয়ে আছে। ২৭ হাজার ৭০০ মানুষ আশ্রয়ণকেন্দ্রে আশ্রয় নিয়েছে। কিছু মানুষ আত্মীয়-স্বজনদের বাড়িতে ঠাঁই নিয়েছে। তবে বন্যায় পানিবন্দি অধিকাংশ মানুষ চুরি-ডাকাতির ভয়ে বাড়িঘর ছাড়ছে না।
মঙ্গলবার (২৭ আগস্ট) খোঁজ নিয়ে জানা গেছে, দিঘলী, চরশাহী, বাঙ্গাখাঁ ও মান্দারী ইউনিয়নের দুর্গম এলাকায় পানির কারণে যাতায়াত করা যাচ্ছে না। অতিরিক্ত পানির কারণে গ্রামীণ অভ্যন্তরীণ পাকারাস্তাগুলোতেও চলাচল করা যাচ্ছে না। এতে সেখানকার পানিবন্দি মানুষদের মাঝে ত্রাণ পৌঁছাচ্ছে না। এসব এলাকায় ত্রাণ বিতরণে নৌকার কোনো বিকল্প নেই। মান্দারী-দিঘলী সড়ক পানিতে ডুবে থাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে আছে।
এদিকে সরকারিভাবে যে পরিমাণ চাল ও অর্থ বরাদ্দ রয়েছে তাও অপ্রতুল বলে জানিয়েছে জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান। মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক বিশেষ সভায় তিনি বলেন, জেলায় ৭ লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের জন্য ৭০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া শিশু খাদ্যের জন্য ৫ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০৯ মেট্রিকটন চাল ও ১৬ লাখ টাকা ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যাকবলিত এলাকায় এই বরাদ্ধ পর্যাপ্ত নয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও ৩০ লাখ টাকার চাহিদা পাঠানো হয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণকারী স্বেচ্ছাসেবক মাহমুদুল হাসান জানান, বুকসমান পানিতে দিঘলী ইউনিয়নে একটি দুর্গম এলাকায় ত্রাণ নিয়ে গেছে। সেখানে চৌকির ওপর দুইজন লোক বসে ছিলেন। এত পানির পরও তারা আশ্রয়ণকেন্দ্রে যাননি। তাদের আগে অন্য কেউ সেখানে ত্রাণ দিতে যায়নি বলেও জানিয়েছেন তারা।
সদরের বাঙ্গাখাঁ গ্রামের গৃহবধূ রাবেয়া বেগম বলেন, আমার ঘরসহ চারপাশ পানিতে ডুবে আছে। চুরি-ডাকাতি হওয়ার ভয়ে আমরা ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছি না। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ার কারণে আমরা কোনো সহায়তাও পাচ্ছি না।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, নোয়াখালীর পানি লক্ষ্মীপুরে অনবরত ঢুকছে। তবে পানি কমতে শুরু করেছে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীতে ভাটা ছিল। দীর্ঘ এ সময় প্রচুর পানি নেমেছে রহমতখালী ও ওয়াপদা খাল হয়ে। এ ছাড়া রায়পুর ও রামগঞ্জেও পানি কমছে। রামগতি ও কমলনগরে বেঁড়িবাঁধের বাইরে ভুলুয়া নদী এলাকায় মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। সেখানে পানি কমতে শুরু করেছে। তবে নোয়াখালীর পানি এসে ভুলুয়ার নদীতে যুক্ত হচ্ছে।

28/08/2024

লক্ষ্মীপুর জেলা, আমার জেলা আমার অহংকার |
#বন্যারখবর #বন্যা #বাংলাদেশ

26/08/2024

এবার ফারাক্কার সব গেট খুলে দিলো ভারত; নতুন করে প্লাবনের শঙ্কা?

ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফারাক্কা ব্যারাজ এলাকার পানি বিপৎসীমার ৭৭ দশমিক তিন চার মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাধ্য হয়েই বাঁধ উন্মুক্ত করা হচ্ছে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের।

26/08/2024

কমলনগর বটতলীর বর্তমান অবস্থা।
#বন্যা

অপরুপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত মুছাপুর ক্লোজার ধ্বংসের অন্যতম কারন সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা। এর জন্...
26/08/2024

অপরুপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত মুছাপুর ক্লোজার ধ্বংসের অন্যতম কারন সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা। এর জন্য বালু খেকোদের দায়ী করছেন স্থানীয়রা।।

26/08/2024

চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের জন্য সরকারি ত্রাণ সহায়তা কার্যক্রমের পাশাপাশি যেসব বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগে ত্রাণ বিতরণে আগ্রহী, তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য নিম্নোক্ত নাম্বার সমূহে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো :
১। জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর এর কন্ট্রোল রুম: ০১৭১৫১৫৯৮১৩ (জনাব ইউনুস মিয়া, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর)
২। লক্ষ্মীপুর সদর: ০১৭৮৮৫৭৭৭১০ (জনাব আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর)
৩। রায়পুর: ০১৭৮৮৫৭৭৭১১ (জনাব মো: ইমরান খান, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর)
৪। রামগঞ্জ: ০১৭৮৮৫৭৭৭১২ (জনাব মোছাঃ শারমিন ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রামগঞ্জ)
৫। রামগতি: ০১৭৮৮৫৭৭৭১৩ (জনাব সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, রামগতি)
৬। কমলনগর: ০১৭৮৮৫৭৭৭১৪ (জনাব সুচিত্র রঞ্জন দাস, উপজেলা নির্বাহী অফিসার)
প্রচারে: জেলা প্রশাসন মিডিয়া সেল, লক্ষ্মীপুর।

26/08/2024

ত্রাণের গাড়ি নিয়ে চৌমুহনী চৌরাস্তার পর লক্ষ্মীপুর ঢুকা যাচ্ছে না। অর্ধশতাধিক ত্রাণের গাড়ির লম্বা লাইন রাস্তায়। কোমর সমান পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুর ঢুকার একমাত্র মহাসড়কটি। বিকল্প কিছু দেখছি না। যারা ত্রাণ নিয়ে এ পথে আসতেছেন ভেবে চিন্তে আসতে হবে আপনাদের।

25/08/2024

এত দিন তাদের এই দাবি কোথায় ছিলো ? দেশের এই ক্লান্তি লগ্নে দেশের মানুষ বন্যায় মোকাবেলায় হিমশিম খাচ্ছে .যে যে ভাবে পারছে বন্যা কবলিত এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে আচ্ছে ,আর তারা তাদের দাবি নিয়ে আছে।

25/08/2024

লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলে মুহূর্তে ২-৩ তিন ফুট পানি বৃদ্ধি, আতঙ্কে বাড়ি ছাড়ছে মানুষ

25/08/2024

নতুন করে লক্ষীপুরে ঢুকছে বন্যার পানি, ডুবছে আরও এলাকা

লক্ষ্মীপুরে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, পানিবন্দি সাড়ে ৭ লাখ মানুষ
25/08/2024

লক্ষ্মীপুরে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, পানিবন্দি সাড়ে ৭ লাখ মানুষ

25/08/2024

ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের বাসিন্দারা। আল্লাহ আপনি সবাইকে রক্ষা করুন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে বন্যার পানি নেমে যাওয়ার পরের চিত্র এটি, এখানে যানবাহন সীমিত পরিসরে এক লেইনে চলাচ...
25/08/2024

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে বন্যার পানি নেমে যাওয়ার পরের চিত্র এটি, এখানে যানবাহন সীমিত পরিসরে এক লেইনে চলাচল করছে।

25/08/2024

সব ধর্মের মানুষের ভরসার নাম শায়খ আহমাদুল্লাহ | Shaikh Ahmadullah #বন্যা

25/08/2024

বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি

লক্ষ্মীপুরের চর কাদিরার অবস্থা খুবই নাজুক।  পানি আর পানি।  বহু বাড়িতে মানুষ নেই। রান্না হচ্ছে না। পারাপারের জন্য ছোট ছোট...
23/08/2024

লক্ষ্মীপুরের চর কাদিরার অবস্থা খুবই নাজুক। পানি আর পানি। বহু বাড়িতে মানুষ নেই। রান্না হচ্ছে না। পারাপারের জন্য ছোট ছোট নৌকা দরকার।
চর কাদিরার এ অবস্থার জন্য রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভুলুয়া নদে বাঁধ, মাছের ঘের, মুরগির খামার এবং নদী দখল করে অবৈধ বসতি দায়ী।।

22/08/2024

🚫 সবাইকে জানিয়ে সতর্ক করুন.. 🙏
আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে। ইতিমধ্যেই ১৯০ এর অধিক বেশি গ্রাম প্লাবিত হয়েছে।
করণীয় :
🗣️পর্যাপ্ত নৌকা ও পানিতে মানুষকে নিয়ে ভাসিয়ে পারাপার করা যায় এমন জিনিস যাদের আছে তারা পুস্তক রাখুন এবং অন্যকে সহযোগিতা করুন।
~ মোবাইলে চার্জ রাখুন।
~ শুকনা খাবার/ মোমবাতি ঘরে রাখুন।
~প্রাথমিক ঔষধ/চিকিৎসা সরঞ্জাম কাছে রাখুন।
~ যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
~ ছোট বাচ্চাদের সাবধানে রাখুন।
~ গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে। সাবধানতা অবলম্বন করুন।
~ সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্র‍্যাগনেন্ট মহিলা থাকলে ডাক্তারের সাথে কথা বলে নতুন করে ডেট ফিক্স করুন (বন্যার অবস্থা বুঝে)
~ গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
~ বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।
৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত!
মধ্যরাতে নোয়াখালী-ফেনী পানিতে তলিয়ে গেল। বন্যার শঙ্কায় লক্ষীপুর-কুমিল্লা সহ আরও কয়েকটা জেলা।
- জনস্বার্থে পোষ্টটি শেয়ার করার অনুরোধ রইলো 🙏❤

বন্যাকবলিত কমলনগর ও রামগতিবাসীকে রক্ষায় দ্রুতসময়ে ভুলুয়া নদীর বাঁধ অপসারণ করা জরুরি।
21/08/2024

বন্যাকবলিত কমলনগর ও রামগতিবাসীকে রক্ষায় দ্রুতসময়ে ভুলুয়া নদীর বাঁধ অপসারণ করা জরুরি।

ভুলুয়া নদীতে অবৈধ বাঁধ এবং দখলধারীত্বের কারনে শত শত পরিবার পানিবন্ধী এবং হাজার হাজার হেক্টর জমির আবাদী ফসল পানির নিচে নষ...
17/08/2024

ভুলুয়া নদীতে অবৈধ বাঁধ এবং দখলধারীত্বের কারনে শত শত পরিবার পানিবন্ধী এবং হাজার হাজার হেক্টর জমির আবাদী ফসল পানির নিচে নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভুলুয়া নদীতে অবৈধ বাঁধ এবং দখলধার মুক্ত করতে আগামীকাল সকাল ১০ ঘটিকায় রামগতি উপজেলা পরিষদ (আলেকজান্ডার) এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে, উক্ত মানববন্ধনে সকলে উপস্থিতি আহবান করা যাচ্ছে..

Address

Matabbar Hat Char Folcon Kamalnagar Lakahmipur Chittagong
Lakshmipur
3731

Alerts

Be the first to know and let us send you an email when মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other TV Networks in Lakshmipur

Show All

You may also like