For The People's

For The People's This leading bengali online news and education site

অথছ এরাই এখন বিপ্লবী সেজে প্রকৃত বিপ্লবীদেরকে হেয় প্রতিপন্ন করছে!এখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললেই এদের চুলকানি উঠে যায়।...
22/12/2024

অথছ এরাই এখন বিপ্লবী সেজে প্রকৃত বিপ্লবীদেরকে হেয় প্রতিপন্ন করছে!
এখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললেই এদের চুলকানি উঠে যায়।
আপসোস এরা জুলাই বিপ্লবে সামনে থেকে যুদ্ধ করা ছেলেটাকেও ছাত্রলীগ বানিয়ে দিতে দ্বিধাবোধ করেনা।

22/12/2024

কথা তিতা হলেও বলতে হচ্ছে যারা ১৬ বছর ঈদের পর আন্দোলন করে করে একটা হাসির খোরাক জমিয়ে ফেলেছে এবং স্বৈরাচারের ভীত শক্ত করেছে তারা এখন ২৪ এর ছাত্র জনতার জীবনের বিনিময়ে পাওয়া সফলতাকে নিজেদের দাবি করে।লজ্জা হওয়া উচিত এসি রুমে বসে থেকে কর্মীর লাশের রাজনীতি করা এসব লেবাসধারী ভন্ডদের।
আরে শহীদ থাকে সবার মনে পত্রিকার ছবিতে না।

ওয়াসিমকে ছাত্রদল বানিয়ে বিএনপি নেতাদের রাজনৈতিক ব্যাবসা সত্যিই লজ্জা জনক।

আগে খিচুড়ি নিয়ে নিজেদের ঝগড়া বন্ধ করা ধরকার, পরে অন্যের সমালোচনা!

এবার যদি ২ হাজার শহীদ পরিবার তাদের ছেলেদের ছবি নাই দেখে সমালোচনা করে তখন কি বলবে এরা?

আমার দেশ পত্রিকা জিন্দাবাদ।🥰🥰🥰

22/12/2024

সব জায়গায় রাজনীতি খোঁজেন কেনো মিয়া?
বর্তমান কোনো রাজনৈতিক দলের নেতা দেখছিনা আপনাদের মতো এটা আমার ওটা আমার করতে!
আন্দোলনে নিহত শহীদদেরকে নিয়েও আপনারা যে টানা হেঁছড়া শুরু করেছিলেন মনে হয় সব লোক আপনাদের দলের!
অন্য কোনো দলকে দেখলামনা আপনাদের মতো অমুক শহীদ আমার তমুক শহীদ আমার করতে।
ভালোকরে দেশের স্বার্থে রাজনীতি করলে এসব ভন্ডামি ছেড়ে দেয়াই উত্তম না হলে গনদোলাই অপেক্ষমান।

21/12/2024

যে যোগাযোগকারীকে আজ অবহেলা করা হচ্ছে সে যেদিন থেকে যোগাযোগ রাখা বন্ধ করে দেবে, সেদিন থেকে বোঝা যাবে যে তার সাথে যোগাযোগ রাখা আসলে এতটাও সহজ বিষয় ছিলো না। তার সময়, তার যত্ন, তার দুশ্চিন্তা, তার খোঁজ নেওয়া, তার মেসেজ, তার ফোন, আর তার ওই উতলা মনটা...
আসলে এতটাও সহজলভ্য ছিলো না।

21/12/2024

🤣🤣

20/12/2024

অর্থের মোহে অন্ধ যে জন,
সে জন অমানুষ।
একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই-বোন এর মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়? এই কেনোর উত্তর নেই।কারন এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী। তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরোদ নেই তাদের? কাউকে ধনী কাউকে গরীব সেতো বিধাতাই বানান। টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাইবোনের সাথে দুরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোট বেলায় যে ভাইবোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরই আবার মিল হয়ে যেতে।বড় বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানাযায়। কি কঠিন বাস্তবতা তাই না!
অর্থের মোহে জড়িয়ে কি লাভ,
যখন খালি হাতেই ফিরতে হবে।😭😭

20/12/2024

মানুষ তার প্রয়োজনমত বহুরূপী
কিছুটা তার প্রকাশ্যে
বাকিটার সবই চুপিচুপি!

19/12/2024

একটা মেয়ে একটা রুপকথা -
কিছুটা রহস্য,,
কিছুটা রোম্যান্স
আর বাকিটা স্বপ্ন.....

🥲
19/12/2024

🥲

19/12/2024

😊

19/12/2024

প্রাপ্তি-অপ্রাপ্তির পূর্ণ লগ্নে দাঁড়িয়ে
কজনই বা পারে পাওয়া-না পাওয়ার
প্রগাঢ় হিসাব মিলিয়ে বাকি টা পথ চলতে!

17/12/2024

যুগের পর যুগ কেটে যাবে,তবুও তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার থেকেই যাবে!🥲

❤️❤️❤️
16/12/2024

❤️❤️❤️

15/12/2024

একটি নামকেই খুব বেশি ভয় পাই শত্রুরা!
দেশের সীমান্ত ও স্বাধীনতার অতন্দ্র প্রহরী, "বিডিআর" নামটি পূনর্বহাল করা হোক।

14/12/2024

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!
কে কত জলদি পারো দেখি!

★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক।
★ লালুর লড়াই রাবড়ি লড়েন।
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন।
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।

09/12/2024

শুভ রাত্রি

06/12/2024

ইতিহাস ঐতিহ্যের চট্টগ্রাম ছেড়ে কুমিল্লাকে বিভাগ স্বীকৃতি দেয়া আমাদের জন্য খুবই দুঃখজনক এবং চরম লজ্জার!
জানিনা কোন কুলাঙ্গার চট্টগ্রামের ঐতিহ্য বিনষ্টে কুমিল্লা বিভাগ প্রস্তাবনা করেছিলো।🥲🥲

06/12/2024

Good Afternoon..

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when For The People's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to For The People's:

Videos

Share