26/11/2017
পারিবারিক সিদ্ধান্তের চাইতে পছন্দ করে বিয়ে করাকে সমর্থন করিঃ মিতি সানজানা
‘আমি ব্যক্তিগতভাবে পারিবারিক সিদ্ধান্তে হুট করে বিয়ে করার চাইতে দীর্ঘদিনের জানা-শোনা বা পছন্দ করে বিয়ে করাকে সমর্থন করি। যাকে জানিনা, চিনিনা তাকে হুট করে বিয়ে করে সংসার করব- ব্যপারটা কেমন যেন। তবে হ্যাঁ, এই প্রেম বা বন্ধুত্বের ব্যাপরেও সতর্ক থাকা জরুরি। এখন ফেসবুকের যুগে অনেকে ভুল ফাঁদে পা দিচ্ছে। প্রতারিত হচ্ছে। ফলে এমন সম্পর্ক তৈরির ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। শ্রদ্ধা, বিশ্বাস ও নির্ভরতা ছাড়া কখনো প্রেম বা বন্ধুত্ব গড়ে উঠে না।’
কথাগুলো বলেছেন ব্যারিস্টার মিতি সানজানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, প্রেম বা জীবনসঙ্গী নির্ধারণ ইস্যুতে উত্তর দিতে গিয়ে এসব কথা বলেন।
নারীদের প্রধান সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক পরনির্ভরতা নারীদের প্রধান সমস্যা। এজন্য অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়া খুব দরকার। এখন আপনি দেখবেন মেয়েদের শিক্ষার হার বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে নারীর ক্ষমতায়নও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এখন শতকরা ৬০ জনের বেশি নারী ডিভোর্স চাওয়ার মতো পরিস্থিতি হলে, ডিভোর্স চাচ্ছে। একটা সময় ছিল যখন ডিভোর্সকে সামাজিকভাবে খারাপ ভাবা হতো। তখন বিচ্ছেদ পরবর্তী ভবিষ্যত নিয়ে একটা অনিশ্চয়তা থাকতো। কিন্তু এখন সেটা হচ্ছে না। এর মূল কারণ হলো, নারীর ক্ষমতায়ন। কর্মক্ষেত্রে নারীরা আসছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) সেক্টরে অনেক নারী রয়েছে।
নিজের জায়গা থেকে ‘নারীর ক্ষমতায়ন’র ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘নারীর ক্ষমতায়ন’ মানে শুধু এই নয় যে আমি একজন ব্যারিস্টার, আবার কেউ বড় ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বা অধিক আয় করেন; তা না কিন্তু। বরং ব্যাপারটা বিবেচনা করতে হবে পরিবার থেকে। পারিবারিক সিদ্ধান্তে তার ভূমিকা কেমন সেটা আসবে। আপনি বাইরে বড় আওয়াজ দিলেন কিন্তু ঘরে কথা বলতে পারলেন না, তাহলে তো হলো না। এক্ষেত্রে নারী পেশাগত জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হোক না কেন তাকে ‘নারীর ক্ষমতায়ন’ হিসেবে বিবেচনা করা যাবে না। কিন্তু ধরুন, গ্রামে স্বামী-স্ত্রী সম্মিলিত সিদ্ধান্তে কোনো কাজ করল, সেখানে নারীর ক্ষমতায়ন কাজ করছে। অথবা একজন ক্ষুদ্র নারী উদ্যেক্তা নিজ শ্রমে কোনো কুটির শিল্পের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে তার আয়ের পথ বের করল বা নিজে স্বাধীন-স্বনির্ভর হলো, সেটাও কিন্তু ‘নারীর ক্ষমতায়ন’। আবার ধরুন, গ্রামের কোনো নারী শহরে থেকে চাকরি করে; কিন্তু প্রতি মাসে মা বা বাচ্চার জন্য খরচ পাঠায়- সেটাও নারীর ক্ষমতায়ন। অর্থাৎ, নারীর ক্ষমতায়নের জন্য খুব হাই প্রোফাইলের কেউ হওয়া মুখ্য বিষয় নয়। নারীর ক্ষমতায়নের চর্চাটা পরিবার থেকে শুরু করতে হবে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে ধরে নেওয়া হয়, পরিবারের সকল সিদ্ধান্ত পুরুষ নিবে এবং সেটাই স্বাভাবিক। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে প্রথম ধাক্কাটা সেখান থেকেই আসে। এর বিরুদ্ধে নারীদের সচেতন হতে হবে।
প্রযুক্তিবান্ধব পৃথিবীতে বাবা-মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব বাড়ছে। এজন্য অনেকে প্রযুক্তিকে দায়ী করেন। এ প্রসঙ্গে মিতি সানজানা বলেন, আমরা শুধু প্রযুক্তির ক্ষেত্রে নয়, বরং শিল্প-সংস্কৃতির সব ক্ষেত্রে একটা অস্থির সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের জীবন-যাপন একটা ঝুঁকির মধ্যে আছে। লক্ষ্য করলে আপনি দেখেতে পাবেন বর্তমানে ক্লাস সিক্স-সেভেনের মেয়েরা বিভিন্ন পার্ক-রেস্টুরেন্টে প্রকাশ্যে প্রেম করছে। এটা তাদের কাছে অপরাধ নয়। তাদের যুক্তি অনুযায়ী তারা পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করছে। কিন্তু তাদের এটা বুঝানো উচিত, আমাদের সঙ্গে পশ্চিমা সংস্কৃতি যায় না। পশ্চিমা দেশগুলোতে মেয়েরা ষোল বছর ও ছেলেরা আঠার বছর হলে পরিবার থেকে আলাদা হয়ে যায়। বিয়ে না করে তারা লিভ টুগেদার করে। কেউ অনাকাঙ্ক্ষিত ভাবে গর্ভধারণ করলে সেটার জন্য তার পরিবারকে লজ্জায় পড়তে হয় না। কিন্তু আমাদের দেশের সংস্কৃতি তেমন নয়। কেউ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করলে তার জন্য তাকে পারিবারিক ও সামাজিকভাবে দায়ী করা হয়। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা নির্দিষ্ট বয়সের আগে কোনো মেয়ে বিয়েতে সম্মতি দিলে তা সম্মতি হিসেবে গণ্য হবে না। আঠার বছরের আগে আমাদের দেশে ছেলেমেয়েদের প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হয় না। অর্থাৎ আঠার বছরের আগে সঙ্গী নির্ধারণে যেমন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি প্রযুক্তির সঠিক ব্যবহারেও ঝুঁকি থাকে। এতে অধিকাংশ ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার হয়। প্রথমত, গুগল ও ইউটিউবে অসংখ্য পর্নো সাইট থাকে, যা অনেক শিশু-কিশোরের বয়সের সঙ্গে যায় না। এতে শারীরিক ও মানসিকভাবে সে ভুল পথে হাঁটে। দ্বিতীয়ত, এটা এক ধরনের আসক্তি। কিছুদিন আগে ড. জাফর ইকবাল একটা লেখা লিখেছেন। তিনি সেখানে বিশ্লেষণ করে দেখিয়েছেন, ইন্টারনেটে আসক্তি তরুণ-তরুণীদের বই বিমুখ করছে। এর ফলে ভবিষ্যতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে। আমি মিতি সানজানা বলছি, আঠার বছরের আগে যেমন রক্ত দেওয়া যায় না, বিয়ে করা যায় না, ভোটাধিকার হয় না- ঠিক তেমনি আঠার বছরের আগে সন্তানদের হাতে ইন্টারনেট দেওয়ার ক্ষেত্রে বাবা-মাকে সতর্ক হতে হবে। আর ফেসবুক কর্তৃপক্ষ তাদের সিস্টেমেই একটা বিষয় রেখেছে, তা হলো আঠার বছরের আগে কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে না। কিন্তু আমাদের দেশে অসংখ্য শিশু-কিশোর ভুল তথ্য দিয়ে ফেসবুক ওপেন করছে। এর পরিণীতি আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না।
ইন্টারনেট জগতে পর্নোর ব্যাপক আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেন, আইন আছে। যদিও এর সঠিক প্রয়োগ নেই। নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২’ প্রণীত হয়। এই আইনের মাধ্যমে পর্নোগ্রাফি বহন, বিনিময়, মুঠোফোনের মাধ্যমে ব্যবহার করা, বিক্রি প্রভৃতি নিষিদ্ধ করা হয়েছে। এই আইনে বলা হয়েছে, যে কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদনের উদ্দেশ্যে কোনো নারী, পুরুষ বা শিশুকে প্রলোভন দেখিয়ে জ্ঞাতে বা অজ্ঞাতে স্থিরচিত্র বা ভিডিও ধারণ করলে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপ করা যাবে। এই আইনে আরো বলা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে কারো সম্মানহানী করে বা কাউকে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালায় তবে বিচারক ২ থেকে ৫ বছরের কারাদণ্ড দিতে পারবেন। শিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড এবং অধিকন্তু ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।