Good News

Good News News..Corver

25/06/2024

খুলনায় দুই দিনের সফরে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

23/06/2024

খুলনায় বর্ণাঢ্য আয়োজনের আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

17/11/2023

বাংলাদেশের উপকূলীয় অতিক্রম করছে ঘূর্ণিঝড় মিধিলি। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে নৌ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটি এ।

17/11/2023

দুপুর নাগাদ খুলনা উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় মিথিলী

16/11/2023

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালকে কেন্দ্র করে খুলনায় খন্ড খন্ড মিছিল বের করেছে ছাত্রদল।

16/11/2023

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবীতে খুলনায় বিএনপির খন্ড খন্ড ঝটিকা মিছিল

15/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে খুলনা মহানগরীর যুবদলের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়

13/11/2023

বিএনপি একটি মুন্ডহীন দল :- খুলনায় বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

13/11/2023

প্রধানমন্ত্রীর জনসভায় মাশরাফির বিশাল মিছিল

12/11/2023

প্রধানমন্ত্রীর জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন , সভাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতারা

12/11/2023

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা স্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপি-জামায়াত থেকে সাবধান: প্রধানমন্ত্রীবিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপত...
11/11/2023

বিএনপি-জামায়াত থেকে সাবধান: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ সভাপতি বলেন, কোনো মানুষের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকে তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। বিভিন্ন জায়গায় জীবন্ত মানুষগুলোকে ওই বিএনপি-জামায়াত পুড়িয়ে পুড়িয়ে হত্যা করছে। গাড়ি-ঘোড়া পুড়িয়ে দিচ্ছে। মানুষকে পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা- এটাই তাদের কাজ। আমরা উন্নয়ন করি, আমরা সৃষ্টি করি, ওরা ভাঙে, ওরা নস্যাৎ করে। ওরা ধ্বংস করতে জানে জনগণের কল্যাণ করতে জানে না। কাজেই ওদের কাছ থেকে জনগণকে সাবধান থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন। তার আদর্শ বুকে নিয়ে ও পদাঙ্ক অনুসরণ করে আজকে বাংলাদেশকে উন্নয়শীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই জয়ী করতে হবে।

শেখ হাসিনা বলেন, বাবা-মা-ভাই সব হারিয়েছি। আমাদের হারাবার কিছু নেই। পাওয়ারও কিছু নেই। শুধু একটাই কাজ, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, বাংলাদেশের মানুষ যেন উন্নত থাকে, যেভাবে আমার বাবা স্বপ্ন দেখেছিলেন- ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, সেই বাংলাদেশই আমি গড়তে চাই। আমার বাবার স্বপ্নটাই আমি পূরণ করতে চাই।

তিনি বলেন, আমি যেদিন বাংলাদেশে ফিরে এসেছি, আমার কেউ ছিল না। যাদেরকে রেখে গিয়েছি, এয়ারপোর্টে এগিয়ে দিতে এসেছিল আমার ভাইয়েরা, ফিরে এসে আমি তাদের পাইনি। পেয়েছিলাম সারি সারি কবর। বাংলাদেশের মানুষকেই আমি আমার পরিবার হিসেবে নিয়েছি। আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। কাজেই আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দিতেও আমি প্রস্তুত। শুধু আপনাদের কল্যাণ করাটাই আমার একমাত্র কাজ।

এর আগে কক্সবাজারে আইকনিক রেলস্টেশন ও দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন সরকারপ্রধান। কক্সবাজারে মোট ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে সেখান থেকে ট্রেনে করে রামুতে আসেন প্রধানমন্ত্রী। মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চ্যানেলের উদ্বোধন করেন তিনি।

খুলনায় স্ত্রীর মামলায় পুলিশের এস আই কারাগারেনিজস্ব প্রতিবেদকখুলনায় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় চুয়াডাঙ...
11/11/2023

খুলনায় স্ত্রীর মামলায় পুলিশের এস আই কারাগারে
নিজস্ব প্রতিবেদক

খুলনায় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত পুলিশের এস আই মোঃ সোয়াদ বিন মোবারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি খুলনার খানজাহান আলী থানার শিরোমনি গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। গত ৯ নভেম্বর বৃহস্পতিবার খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

জানা যায়, চলতি বছরের ২ সেপ্টেম্বর খুলনার খানজাহান আলী থানার যোগিপোল এলাকার জাকিয়া সুলতানা আদালতে মামলা করেন যার মিস কেস নং ১৩৬/২৩ । বিজ্ঞ আদালত এর নির্দেশে খানজাহান আলী থানায় গত ২ সেপ্টেম্বর মামলাটি রুজু হয়।

মামলার বাদি এজাহারে উল্লেখ করেন, ২০২২ সালের ১৬ মার্চ সোয়াদ বিন মোবারক এর সঙ্গে জাকিয়া সুলতানার বিয়ে হয়। বিয়ের সময় জাকিয়া সুলতানার পিতা পরিবার সংসারের আসবাবপত্র সহ টিভি, ফ্রিজ, ইয়ামাহা মটর সাইকেল দাবি করে যাহা তার পিতা বিয়ের সময় দিয়ে দেয় । এছাড়া বিয়ের সময় ৬ ভরি স্বর্নের দাবি করলে সেটাও মেয়ের সুখের কথা ভেবে তার পিতা দেয়। বিয়ের পর থেকে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। যৌতুকের টাকা না দেয়ায় জাকিয়া সুলতানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। একপর্যায়ে ২ কিস্তিতে তাকে ১০ লক্ষ টাকা দেয় বাদির পিতা আসামিকে ।

কয়দিন ভালোভাবে চলতে থাকলে আসামি প্রাইভেটকার কেনার জন্য ২৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে উক্ত টাকা মামলার বাদী দিতে অপারগতা প্রকাশ করলে বাদীর ওপর নির্যাতন শুরু করে আসামি একপর্যায়ে বিয়ের কিছুদিন পর বাদীকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয় আসামি ।

এ অবস্থায় গত ২৮ আগষ্ট বাদীর পিতা আসামিকে নিয়ে মিমাংসার জন্য বসে , আসামি বাক বিতান্ডায় করার একপর্যায়ে বাদীনির গলায় ওড়না দ্বারা গলায় প্যাচ লাগিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। আসামির আঘাতে গুরতর আহত অবস্থায় বাদিকে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মামলার বাদী বলেন বিয়ের পর থেকে আমাকে যৌতুকের জন্য শারিরীক ও মানষিক নির্যাতন করা হতো । অনেক চেষ্টা করেছি সংসার করার জন্য কিন্তু আসামি যৌতুক লোভী , নারী নির্যাতনকারী ও পরসম্পদ লোভী যার কারনে সেটা আর সম্ভব হয়ে উঠেনি । বাধ্য হয়ে মামলা করেছি । তিনি আরো বলেন, আসামির স্বজনরা এখন আমাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুর বলেন, সোয়াদ বিন মোবারক চুয়াডঙ্গা সদর থানাতে এস আই পদে কর্মরত ছিলেন কিন্তু তার স্ত্রীর দায়ের করা মামলায় তিনি বর্তমানে পুলিশ লাইনে ক্লোজ রয়েছেন এছাড়া বিজ্ঞ আদালতে গত ৯ নভেম্বর তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ।

মূলধন সঙ্কট, বিপাকে ১২টি ব্যাংকঅগ্রসর রিপোর্ট : মূলধন সঙ্কট দেখা দিয়েছে দেশের ১২টি সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে। ব্...
11/11/2023

মূলধন সঙ্কট, বিপাকে ১২টি ব্যাংক

অগ্রসর রিপোর্ট : মূলধন সঙ্কট দেখা দিয়েছে দেশের ১২টি সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে। ব্যাংকগুলো ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে পারছে না। এক দিকে খেলাপি ঋণ বৃদ্ধি, অপরদিকে মূলধন ঘাটতি বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে ঝুঁকির মাত্রাও বেড়ে গেছে। গত জুন শেষে আলোচ্য ব্যাংকগুলোকে মূলধন ঘাটতি হয়েছে ২৯ হাজার ৩১ কোটি টাকা। ব্যাংকগুলোর মধ্যে ৬টি সরকারি ও ৬টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। এর মধ্যে নতুন প্রজন্মের একটি ব্যাংক রয়েছে। ব্যাংকটি হলো বেঙ্গল ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঋণের প্রবৃদ্ধি বেড়ে যাওয়ায় ও খেলাপি ঋণের আধিক্যের কারণে ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক সম্পদ বেড়ে গেছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণ করতে হয়। ঝুঁকিভিত্তিক সম্পদ বেড়ে যাওয়ায় এর বিপরীতে কাক্সিক্ষত হারে মূলধন সংরক্ষণ করতে পারেনি এ ১২টি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ব্যাংকগুলোকে কমপক্ষে ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণ করতে হবে। আর এর কম হলেই মূলধন ঘাটতি দেখা দেবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে না পারলে নানাবিধ সমস্যা দেখা দেবে। এর মধ্যে অন্যতম হলো আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তিতে ব্যয় বেড়ে যাবে। কারণ, মূলধন ঘাটতি থাকলে ব্যাংকিং খাতের রেটিং খারাপ হবে। ফলে পণ্য আমদানিতে দেশীয় ব্যাংকগুলোর গ্রহণযোগ্যতা কমে যাবে। ফলে থার্ডপার্টি গ্যারান্টির মাধ্যমে পণ্য আমদানি করতে হবে। এতে ব্যয় স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে।

আবার সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বছরের পর বছর কোনো ব্যাংকের মূলধন ঘাটতি থাকতে পারবে না। আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক একটি ব্যাংকের মূলধন ঘাটতি সর্বোচ্চ ২ বছর পর্যন্ত মেনে নেবে। ২ বছরের পর মূলধন ঘাটতি হলে ওই ব্যাংককে হয় মার্জার অর্থাৎ অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হয়ে যেতে হবে, অথবা বন্ধ হয়ে যাবে। এ কারণে কোনো ব্যাংকের মূলধন ঘাটতি হলে, তাকে বাংলাদেশ ব্যাংকের কাছে কীভাবে মূলধন ঘাটতি পূরণ করবে তার পরিকল্পনা জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে তা মনিটরিং করবে। এভাবে দুই বছর পর আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু বছরের পর বছর ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দেখা দিলেও এর বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, মূলধন ঘাটতিতে থাকা ১২ ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের ২ হাজার ২৭৮ কোটি টাকা, জনতা ব্যাংকের ১ হাজার ৬০৩ কোটি টাকা, রূপালী ব্যাংকের ২ হাজার ২৬১ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ২ হাজার ৫০৭ কোটি টাকা, বেসিক ব্যাংকের ২ হাজার ১২৪ কোটি টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের ১৩ হাজার ১৭১ কোটি টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২ হাজার ১৪৯ কোটি টাকা মূলধন ঘাটতি দেখা দিয়েছে জুন শেষে।

অপরদিকে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংকের ১ হাজার ৬৫৯ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ২ হাজার ২৭৮ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকের ২৯৯ কোটি টাকা, পদ্মা ব্যাংকের ২৬৩ কোটি টাকা এবং নতুন প্রজন্মের বেঙ্গল ব্যাংকের ২ কোটি ৩০ লাখ টাকার মূলধন ঘাটতি দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনায় বইছে আনন্দের জোয়ার।নিজস্ব প্রতিবেদক খুলনায় আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ...
11/11/2023

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনায় বইছে আনন্দের জোয়ার।

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ। চলছে মাইকিং, পোস্টারিং, প্ল্যাকার্ড, বিলবোর্ড, তোরণ নির্মাণ, আলোকসজ্জা, প্রচার মিছিল। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে গোটা খুলনা নগরী নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার প্রস্তুতি নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

দুপুর ২টায় খুলনা সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতারা জানান, ইতোমধ্যে দফায় দফায় দল ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা করেছে। কেন্দ্রীয় নেতারা একাধিকবার এসে প্রস্তুতি দেখে গেছেন। প্রতিদিন শহরে প্রচার মিছিল করছেন নেতাকর্মীরা। নগরীজুড়ে দিনরাত চলছে মাইকিং, লাগানো হয়েছে পোস্টার, বিলবোর্ড, প্ল্যাকার্ড। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রাতে আলোকসজ্জা করা হচ্ছে। নগরীর বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে দুই শতাধিক তোরণ। সার্কিট হাউস মাঠের আবাহনী ক্রীড়াচক্র প্রান্তে তৈরি করা হচ্ছে নিচে নৌকা ও ওপরে পদ্মা সেতুর আদলে ৯০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের মঞ্চ। এতে অন্তত ৪০০ জন অতিথি বসতে পারবেন। মঞ্চের উচ্চতা সাড়ে ১৩ ফুট।

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, সমাবেশের দিন সার্কিট হাউস মাঠে থাকবেন নারী কর্মীরা। পুরুষ নেতাকর্মীরা থাকবেন মাঠের চারপাশের সড়কগুলোতে। মাঠ ছাড়াও নগরীর কাস্টমস ঘাট থেকে শিববাড়ি মোড়, জেলখানা ঘাট, সদর থানার মোড়, হাদিস পার্ক ও হাজী মুহসীন রোডে মাইক দেওয়া হবে। শিববাড়ি মোড়সহ বেশ কয়েকটি স্থানে এলইডি মনিটরে দেখানো হবে প্রধানমন্ত্রীর ভাষণ।

তিনি আরও জানান, বাগেরহাট, পিরোজপুর ও গোপালগঞ্জ থেকে যেসব পুরুষ নেতাকর্মী আসবেন তারা রূপসা ঘাটে নেমে ফেরিতে পার হবেন। এ জন্য রূপসা ঘাটে ৫টি ফেরি দেওয়া হচ্ছে। আর নারী কর্মীদের বহনকারী বাস নগরীর নতুন বাজার পর্যন্ত আসবে। এ ছাড়া জেলখানা ঘাটে ৩-৪টি ফেরি দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহের নেতাকর্মীর জন্য ওই দিন সকালে একটি স্পেশাল ট্রেন খুলনায় আসবে। ওই দিন বিএনপি অবরোধ দিলেও কোনো অসুবিধা হবে না। আওয়ামী লীগ নেতাকর্মীকে বাধা দেওয়ার সাহস তারা রাখে না। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা জানান, জনসভায় খুলনা বিভাগের ১০ জেলার ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দিন নগরীর রাজপথে নেতাকর্মীর ঢল নামবে।

10/11/2023

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় পপুলাট পাট গোডাউনে আগুন লেগে শত শত টন পাট পুড়ে ছাই।

09/11/2023

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা??

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: কেএমপিনিজস্ব প্রতিবেদক:- অবরোধ-হরতালে পরিবহণ বা স্থাপনা ভাঙচুর, অগ্...
08/11/2023

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: কেএমপি
নিজস্ব প্রতিবেদক:-

অবরোধ-হরতালে পরিবহণ বা স্থাপনা ভাঙচুর, অগ্নি-সংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে কেএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা সন্ত্রাসী, নাশকতাকারী, জনগণের জানমালের ক্ষতি সাধন এবং অগ্নি-সংযোগ করে তারা দেশ ও জাতির শত্রু। সরকারী সম্পত্তি বিনষ্ট করা প্রচলিত আইনে দন্ডনীয় অপরাধ। এই ধরণের অপরাধে তথ্য প্রদানের জন্য ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স পুরস্কার ঘোষণা করেছে। গাড়িতে অগ্নি-সংযোগ বা ভাংচুরের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ নাশকতাকারীর তথ্য প্রদানকারী প্রত্যেক ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকেও অগ্নি-সন্ত্রাস ও নাশকতাকারীকে ধরিয়ে দিতে পারলে বা এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে পারলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করা হবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এতে আরও বলা হয়, যে কোন সমস্যায় নিকটস্থ থানার ডিউটি অফিসার ও জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ ফোন করলে সাথে সাথে পুলিশ আপনাদের নিরাপত্তায় উপস্থিত হবে অথবা Hello KMP অ্যাপসে্ তথ্য দিতে পারবেন।

খুনিদের হাতে দেশ ও দেশের জনগন নিরাপদ নয় : বাহাউদ্দিন নাছিম নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প...
08/11/2023

খুনিদের হাতে দেশ ও দেশের জনগন নিরাপদ নয় : বাহাউদ্দিন নাছিম
নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৩ নভেম্বর খুলনার বিভাগীয় জনসভা সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভায় ব্যাপক সমাবেশ ঘটনাতে চায় দলটি।

বুধবার (০৮নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভা করেছে মহানগর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।

সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বি. এম. মোজাম্মেল হক। বিশেষ বক্তৃার বক্তৃতা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য নিমাই কুমার ভট্টাচার্য।

বাহাউদ্দিন নাছিম বলেন, যেখানে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করবে সেখানে তাদেরকে পুড়িয়ে দিতে হবে। বিএনপি-জামায়াত খুনিদের হাতে কোন দিন দেশের জনগন নিরাপদ নয়, তাদের হাতে রাষ্ট্র নিরাপদ নয়। তারা সারা দেশে আবারও ধ্বংসযজ্ঞ শুরু করেছে। তারা আন্দোলনের নামে সারা দেশে রাষ্ট্রীয় ও জনগনের সম্পদ ধ্বংস করছে। তারা দেশের সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগন তাদের এসব ষড়যন্ত্রকে সফল হতে দিবে না। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অপামর জনগনকে নিয়ে তাদের সকল চক্রান্তকে প্রতিহত করবে। তিনি আরো বলেন, ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতির মধ্য দিয়ে বিএনপি-জামায়াতকে জানিয়ে দেয়া হবে খুলনায় তাদের কোন স্থান নেই। খুলনার জনগন আর আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। সেই সাথে আগামী নির্বাচনে খুলনার জনগন আওয়ামী লীগকে বিজয়ী করে আগুন সন্ত্রাসীদের উচিত জবাব দিবে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা মানুষের মাঝে পৌছে দিতে হবে। তাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ নিয়ে উন্নয়ন পরিকল্পনার কথা জানাতে হবে।

হানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, শেখ ফারুক হাসান হিটলু, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মাদ, মোজাম্মেল হক হাওলাদার, এ্যাড. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, শেখ দাউদ হায়দার, শেখ আবিদ উল্লাহ, বাবুল সরদার বাদল, চ ম মুজিবুর রহমান, মো. সফিউল্লাহ, আব্দুল হাই পলাশ, নুর ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, মঈনুল ইসলাম নাসির, শেখ আব্দুল আজিজ, মো. মুরাদ শেখ, কাজী জাকারিয়া রিপন, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, হাজী মুন্সি মোত্তালিব মিয়া, মুন্সি মো. সেলিম হোসেন, মীর মো. লিটন, কাউন্সিলর মুন্সি মনিরুজ্জামান মুকুল, জিয়াউর রহমান, মো. আসলাম আলী, আহমেদ আলী, সরদার আব্দুল হামিদ, আতাউর রহমান শিকদার রাজু, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ নজিবুল ইসলাম নজিব, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মফিজুর রহমান পলাশ, কাউন্সিলর রোজী ইসলাম নদী, আঞ্জুমনোয়ারা বেগম, জেসমিন সুলতানা শম্পা, নূরিনা রহমান বিউটি, নূর জাহান রুমি, রোকেয়া রহমান, রেখা খানম, নাছরিন সুলতানা, রেজওয়ানা প্রধান, পারভিন হাসমত, তাসলিমা আক্তার লিমা, খাদিজাতুল কবির তুলি, আইরিন চৌধুরী নীপা, চিশতী মুস্তারি বানু, নাজনিন নাহার বিউটি, দিপ্তী রায় সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে খুলনায় বিভাগীয় জনসভা সফল করার লক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বি. এম. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল চ্যাটার্জি।

সভা সঞ্চালনা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী। এসময়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, নারায়ন চন্দ্র চন্দ এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি। এসময়ে সভায় উপস্থিত ছিলেন এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, মোস্তফা কামাল খোকন, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, জোবায়ের আহম্মেদ খান জবা, এমএ রিয়াজ কচি, এ্যাড. নব কুমার চক্রবর্তী, শ্রীমন্ত অধিকারী রাহুল, এ্যাড. তারিক হাসান মিন্টু, শেখ মো. রকিকুল ইসলাম লাবু, হালিমা ইসলাম, কাজী শামীম আহসান, শেখ রাশেদুল ইসলাম রাসেল, মোজাফফর মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, খায়রুল আলম, সায়েদুজ্জামান সম্রাট, ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, ননী গোপাল মন্ডল, খান নজরুল ইসলাম, আশরাফুল আলম খান, শেখ আকরাম হোসেন, শেখ আবুল হোসেন, আনোয়ার ইকবাল মন্টু, জিএম মহসিন রেজা, গাজী এজাজ আহম্মেদ, কামাল উদ্দিন বাদশা, অধ্যক্ষ ফ ম ছালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, বিলকিস আক্তার ধারা, ফারহানা হালিম, মোসাম্মৎ সামসুন্নাহার, পাপিয়া সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মোঃ আজগর বিশ্বাস তারা, নান্টু রায়, মোঃ জামিল খান, এফ এম অহিদুজ্জামান, মোল্যা আকরাম হোসেন, কে এম আলমগীর হোসেন, সরদার আবুল কাশেম ডাবলু, বিনয় কৃষ্ণ রায়, দিলিপ হালদার, শেখ কামরুল হাসান টিপু, শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, মৃনাল হাজরা, নিশিত রঞ্জন মিস্ত্রি, হোসনেআরা চম্পা, খোরশেদ আলম, মোঃ মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, এম এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, ডাঃ এস এম সামছুল আহসান, ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, ইঞ্জিঃ বরকত, হাজি সাইফুল ইসলাম খান, সরদার তন্ময়, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন প্রমুখ

08/11/2023

খুলনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রধানমন্ত্রীর জনসভার স্থল পরিদর্শন।

পাইকগাছায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু নিজস্ব প্রতিবেদকখুলনার পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আয়শা খাতুন (১৭) নামে এক নার...
06/11/2023

পাইকগাছায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আয়শা খাতুন (১৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে ও তার স্বামী সাদ্দাম হোসেন আহত হয়েছে।সোমবার সকাল ১১ টার দিকে আগড়ঘাটা বাজারস্থ ভেদামারী মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার প্রতাপকাটি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম হোসেন জানায়,গত জুন মাসে তাদের বিয়ে হয়। শ্বশুর বাড়ী রাড়ুলী থেকে স্ত্রীকে মোটর সাইকেলে নিয়ে বাড়ী যাচ্ছিল তারা। আগড়ঘাটার ভেদামারি মোড়ে পৌঁছালে পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সাতক্ষীরা জ-০৪-০০৬১ নং বাসের ধাক্কায় মটর সাইকেল থেকে ছিটকে পড়ে আয়শা। এসময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট শেষে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পঠিয়েছে ও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান।

06/11/2023

খুলনায় আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন— ২০২৩ এবং কোর পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান

05/11/2023

খুলনা জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার এন্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

04/11/2023

খুলনায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপিত।

02/11/2023

৩ দিনের অবরোধের শেষ দিনে খুলনার অবস্থা

02/11/2023

আপনি বিটিভি দেখা বন্ধ করে দেন: আন্দালিভ রহমান পার্থ

31/10/2023

বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে:- পুলিশ কমিশনার

30/10/2023

সংবাদ সম্মেলনে
এক দফা দাবিতে ৩১ শে অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বস্তরে অবরোধ সঠিকভাবে পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর।।

26/10/2023

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে Ran-6

25/10/2023

২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত খুলনা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী বিভাগীয় বইমেলা।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Good News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Good News:

Videos

Share


Other Media/News Companies in Khulna

Show All

You may also like