Good News

Good News News..Corver

26/01/2025

Good News' ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধা'ওয়া পা'ল্টা ধা'ওয়া সরাসরি...

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে অর্নব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। নিজস্ব প্রতিবেদন:-২৪/০১/২৫ ...
24/01/2025

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে অর্নব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদন:-
২৪/০১/২৫ ইং

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে অর্নব ময়লাপোতা থেকে মোটরসাইকেলযোগে শিববাড়ি যাচ্ছিল। এসময় অন্য একটি মোটরসাইকেল বহর থেকে গুলি করা হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে অর্নব মোটরসাইকেল থেকে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

খুলনা সিটি মেডিকেলের জরুরি বিভাগের সামনে দাড়িয়ে নিহত অর্নবের বাবা নিতিশ কুমার সরকার বলেন, অর্নব খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিষয়‌টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। খুলনা বিশ্ববিদ্যালয়ের এম‌বিএ’র ছাত্র‌ সে, রোল নং ২৩০৩১৭।

24/01/2025
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান  এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দরিদ্র মানুষদের  মাঝে শীতবস্ত্র বিতরন হয়েছে। ২...
21/01/2025

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন হয়েছে। ২১ জানুয়ারি দুপুর ১২ টায় গল্লামারি লায়ন্স স্কুল অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবকদল খুলনা মহানগরের সাবেক নেতৃবৃন্দের উদ্যেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

প্রধান অতিথি এ্যাড; শফিকুল আলম মনা (আহবায়ক, খুলনা মহানগর বিএনপি)

ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চিত্রনিউজ ডেস্ক:১৭...
18/01/2025

ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র

নিউজ ডেস্ক:
১৭ জানুয়ারি ২০২৫ ইং

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগ অফিস। স্থানীয় ঘোড়দৌড় বাজারের পাশে অফিসটির একরকম বিধ্বস্ত অবস্থা। দ্বিতল ভবনের পুরোটাতেই ভাঙচুরের চিহ্ন স্পষ্ট।

মূল ফটকে ঝুলছে তালা। ভেতরে পড়ে আছে আসবাবপত্রের ধ্বংসাবশেষ। অফিস জনমানবশূন্য।

অফিসের সামনে যেতেই ভিড় করলেন বাজারের লোকজন। দৃষ্টিতে কৌতূহল।

তাদের সঙ্গে কথা বলতেই জানা গেলো একসময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের আনাগোনায় ভরপুর থাকতো অফিস প্রাঙ্গণ।

"প্রচুর লোক আসতো। রমরমা অবস্থা। এখন কেউ আসে না," বললেন অহিদুল ইসলাম নামে একজন।

কেন আসে না এমন প্রশ্নে তার উত্তর, "সবাইতো পলাইছে। কেউ গ্রামে নাই। একটা নেতাও নাই।"

সরেজমিন খোঁজ নিয়ে পাওয়া যাচ্ছে, মুন্সিগঞ্জে দলটির বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। কেউ ঢাকায় কেউবা বিদেশে। বাকিদের কেউ কারাগারে আর কেউ এলাকায় আছেন স্থানীয়দের ভাষায় 'টাকা-পয়সা খরচ করে বিভিন্নজনকে ম্যানেজ করার' মাধ্যমে।

মুন্সীগঞ্জের লোৗহজং, শ্রীনগর এবং সদর উপজেলা- সবখানে ঘুরেই একইচিত্র পাওয়া গেলো। এমনকি প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলার মতো কোনও নেতাকেও পাওয়া গেলো না।

এই অবস্থা কমবেশি সারাদেশেই। মূলত বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সাংগঠনিকভাবে বিপর্যস্ত আওয়ামী লীগ। প্রকাশ্যে নেই নেতা-কর্মীরা, দলীয়ভাবে সুনির্দিষ্ট কর্মসূচি বা নির্দেশনাও নেই তৃণমূলে।

এই অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির সব স্তরের নেতা-কর্মীদের সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়াল মিটিংয়ে বসতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। উদ্দেশ্য নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় করে তোলা।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছেন, অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেয়া হবে। 'ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা-ভাবনা করা হচ্ছে।'

কিন্তু তৃণমূলে যে দুর্বল অবস্থা সেখানে দলকে চাঙা করা চ্যালেঞ্জ হবে বলেই অনেকে মনে করেন।

রাজনীতি বিশ্লেষক জোবাইদা নাসরীন বলেন, গণঅভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কীভাবে হবে সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, "চ্যালেঞ্জ হচ্ছে, আওয়ামী লীগ জনগণের সামনে কীভাবে আবার দাঁড়াবে। মানে কী কৌশল নিয়ে দাঁড়াবে, কী বার্তা নিয়ে নিয়ে দাঁড়াবে, কী উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কী কর্মসূচি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কীভাবে নেবে এগুলো এখনও অনিশ্চিত।"

৪ ক্যাটাগরিতে ১৫০ কোটি টাকা পাচ্ছেন আন্দোলনে আহতরানিজস্ব প্রতিবেদন ১৮ জানুয়ারি ২০২৪জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ছাত...
18/01/2025

৪ ক্যাটাগরিতে ১৫০ কোটি টাকা পাচ্ছেন আন্দোলনে আহতরা
নিজস্ব প্রতিবেদন
১৮ জানুয়ারি ২০২৪

জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ছাত্র-জনতা চিকিৎসাবাবদ ১৫০ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছেন। চলতি অর্থবছরের (২০২৪-২৫) বাজেট থেকে এ অর্থ ছাড়ে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

গত বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবের কাছ থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে একটি চিঠি পাঠানো হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে গণমাধ্যম।

চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসাবাবদ অনুদান দিতে চলতি (২০২৪-২৫) অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ১২০০১৬৬০১-কোডে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসাবাবদ সহায়তা’ শীর্ষক খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বিভাজন ও শর্তানুসারে অর্থছাড়ে অনুমোদন দেওয়া হলো।

আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে ৪টি ক্যাটাগরিতে এ অর্থ দেওয়া হবে।

ক্যাটাগরি ‘এ’-তে থাকা এক হাজার ব্যক্তি প্রতিজন দুই লাখ টাকা করে মোট ২০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘বি’-তে থাকা তিন হাজার জন প্রতিজন এক লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘সি’-তে থাকা ৪ হাজার আহতের প্রতিজন এক লাখ টাকা করে মোট অনুদান পাবেন ৪০ কোটি টাকা। আর ক্যাটাগরি ‘ডি’-তে প্রত্যেক আহত পাবেন ৫০ হাজার টাকা করে। এ ক্ষেত্রে ৭ হাজার আহত ব্যক্তি মোট অনুদান পাবেন ৩৫ কোটি টাকা।

এ ছাড়া আহতদের দেশে-বিদেশে পরামর্শ সেবার জন্য ২৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে।

ছাড়কৃত ১৫০ কোটি টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা যথাযথ বিলের মাধ্যমে অর্থ বা চেক উত্তোলন করে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান কার্যক্রম’ নামে সোনালী ব্যাংক পিএলসি, রমনা করপোরেট শাখায় উন্মুক্ত করা চলতি হিসাবে জমা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে চিঠিতে।

সেই সঙ্গে শহীদ পরিবারের ক্ষেত্রে ১০ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র কিনে হস্তান্তর করতে নির্দেশনা দেওয়া হয়েছে, যা মেয়াদপূর্তিতে নগদায়নযোগ্য হবে।

চিঠির নির্দেশনা অনুযায়ী, এ অর্থ ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধিবিধান ও অনুশাসনাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান বাবদ বরাদ্দ করা অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে এ সংক্রান্ত নীতিমালাও জারি করতে হবে।

খুলনায় স্বেচ্ছা‌সেবক দল নেতা গুলিবিদ্ধনিজস্ব প্রতিবেদক১৮ জানুয়ারি ২০২৫  খুলনায় সন্ত্রাসীর গুলিতে শাহীন (৪০) নামের এক যু...
18/01/2025

খুলনায় স্বেচ্ছা‌সেবক দল নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৫

খুলনায় সন্ত্রাসীর গুলিতে শাহীন (৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার রাত সোয়া ১০ টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। আহত যুবক ওই এলাকার জনৈক জোনাব আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে।

গুলিবিদ্ধ শাহিন নগরীর ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ব‌লে জানা গে‌ছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০ টার দিকে শাহীন রসুলবাগ মসজিদের সামনে অবস্থান করছিলেন। ৫/৬ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। গুলির শব্দের পর এলাকাবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার বাম কানের উপরিভাগে বিদ্ধ হয়ে বের হয়ে যায়। অপরটি তার ডান পিঠে বিদ্ধ হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়ে‌ছে।

দীর্ঘ ১৭ বছর পর জেল থেকে মুক্তি পেয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত...
16/01/2025

দীর্ঘ ১৭ বছর পর জেল থেকে মুক্তি পেয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

16/01/2025

দীর্ঘ ১৭ বছর পর জেল থেকে মুক্তি পর কারাগার থেকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সা‌বেক এমপি বাবু ও চেয়ারম‌্যানসহ ১০৮ জনের নামে মামলা‌নিউজ ডেস্ক  জানুয়ারি ১৪, ২০২৫  খুলনার কয়রায় সাবেক সংসদ সদস্য আক্ত...
14/01/2025

সা‌বেক এমপি বাবু ও চেয়ারম‌্যানসহ ১০৮ জনের নামে মামলা‌

নিউজ ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫

খুলনার কয়রায় সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুসহ ইউনিয়ন প‌রিষ‌দের দুই চেয়ারম‌্যান ও তিন পু‌লিশ কর্মকর্তাসহ ১০৮ জনের নামে মামলা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৪জানুয়া‌রি) আদাল‌তে আদালতে এ দায়ের করা হয়।

মিথ‌্যা মামলায় হয়রা‌ণি, ভয়ভী‌তি দে‌খি‌য়ে চাঁদাবাজী ও লুটপা‌টের অ‌ভি‌যো‌গে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রায় এ মামলা‌ দা‌য়ের ক‌রেন মোঃ নূরুল ইসলাম‌। তি‌নি একজন শিক্ষক ও বাংলা‌দেশ জামায়াত ইসলামীর কর্মী। নূরুল ইসলাম‌ কয়রা উপ‌জেলার স‌রিষামুট গ্রা‌মের বা‌সিন্দা।

মামলার অন‌্যান‌্যা আসা‌মিরা হ‌লো, উপ‌জেলার কয়রা সদর ইউনিয়‌নের চেয়ারম‌্যান ও কয়রা উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি আব্দুস সামাদ গাজী, একই ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান ও উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি আব্দুস সাত্তার পাড়, উপ-পু‌লিশ প‌রিদর্শক মোঃ সালাউদ্দিন, এএসআই আশরাফুজ্জামান ও না‌সির উদ্দিনসহ আট পু‌লিশ সদস‌্য, একা‌ধিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠ‌নের নেতা কর্মী, আইনজী‌বি এবং জনপ্রতি‌নি‌ধি র‌য়ে‌ছে।

মামলা সূ‌ত্রে, আসামীগণ বি‌ভিন্ন সম‌য়ে বাদীর নিকট চাঁদা দাবি করিত এবং হুম‌কি দিতো। মামলায় জ‌ড়িত থাকা পু‌লিশ সদস‌্যরা নাশকতার মামলাসহ বিভিন্ন মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি দি‌য়ে চাঁদা গ্রহণ করতো বলে জানা যায়।

একপর্যা‌য়ে এক‌টি মামলায় খুলনা জেলা আদালতে মামলার হাজিরার জন‌্য যাওয়‌ার প‌থে আসামীগণসহ অজ্ঞাতনামা ১০০/১২০ জন সন্ত্রাসীরা পূর্ব-পরিকল্পিতভাবে চা-পাতি, দা, লাঠি, শাবল, লোহার রড ও দেশীয় অস্ত্র নি‌য়ে বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও মূলদলসহ তা‌দের‌কে মস‌জিদকুড় ব্রিজ এর দুই পার্শ্ব আটকে রে‌খে সা‌থে থাকা খাদ‌্য সামগ্রী, নগদ টাকা, ঘ‌ড়ি, স্ব‌র্ণের আং‌টি, চেইন লুটপাট ক‌রে নেয়। যার আনুমা‌নিক মূল‌্য ১০ লাখ টাকা। এছাড়া পনের লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। এসময় ২টি বিস্ফোরক দ্রব‌্য ব্রীজের দুই পার্শ্বে ফাটি‌য়ে আতংক সৃষ্টি করে আমাদেরকে ছত্রভঙ্গ করে। পরবর্তীতে আসামীদের চাঁদার টাকা না দেওয়ায় বাদীর বসত ঘরে প্রবেশ করে বাদীর স্ত্রী ও পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে জীবনে শেষ করে দেওয়ার ভয় দেখায় এবং বাদীর বসত ঘরের ট্রাঙ্ক ভে‌ঙে নগদ অর্থ লুটপাট ক‌রে।

মামলার বাদী মোঃ নূরুল ইসলাম‌ ব‌লেন, বিগত স্বৈরাচারী আওয়‌ামী সরকা‌রের আম‌লে আমা‌দের‌কে নানাভা‌বে হয়রা‌ণি করা হ‌য়ে‌ছে। আওয়ামী লীগ নেতা-কর্মী‌দের নি‌র্দে‌শে পু‌লিশ মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌ণি ক‌রে‌ছে। বি‌ভিন্ন সম‌য়ে হুম‌কি-ধাম‌কি দি‌য়ে চাঁদা আদায়সহ ঘরবা‌ড়ি লুটপাট ক‌রে‌ছে।‌ দোষী‌দের উপযুক্ত শা‌স্তির দা‌বি‌তে ন‌্যায় বিচারের আশায় আদাল‌তের শরনাপন্ন হ‌য়ে‌ছি। আশা কর‌ছি ন‌্যায় বিচার পা‌বো।

বাদ‌ীর আইনজী‌বি এড. আবু বকর সি‌দ্দিক ব‌লেন, মামলাটি আদালত আম‌লে নি‌য়ে সিআইডিকে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌তে ব‌লে‌ছে। ‌আশা ক‌রি ন‌্যায় বিচার পা‌বো।

খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার ৩নিউজ ডেস্ক  জানুয়ারি ১৪, ২০২৫  ৬:২৭ অপরাহ্ণকক্সবাজার সমুদ্র সৈকত...
14/01/2025

খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনে দুর্বৃত্তদের গুলিতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু (৫৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক গ্রেপ্তার আসামিদের পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনার সাবেক কাউন্সিলর চাঞ্চল্যকর টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। আসামিদের কক্সবাজারে আনা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের কাছে দুর্বৃত্তদের গুলিতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু নিহত হন।

মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক সংসদ সদস্য অভিনিজস্ব প্রতিবেদক ১৪ জানুয়ারি ২০২৫মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্ন...
14/01/2025

মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক সংসদ সদস্য অভি

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৫

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি
মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিফাইল ছবি
২২ বছর আগে বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার ঘটনায় করা মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার আজ মঙ্গলবার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের বেঞ্চ সহকারী আমিনুর রহমান।

রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

অভির বিচার চান তিন্নির চাচা
২২ জানুয়ারি ২০২৩
মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি

অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন প্রথম আলোকে বলেন, রায়ে তাঁর মক্কেল ন্যায়বিচার পেয়েছেন।

তবে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ মো. আবু জাফর রিজবী প্রথম আলোকে বলেন, খালাসের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয়। রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গা নদীর ওপরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১-এর নিচে তিন্নির লাশ পাওয়া যায়। এ ঘটনায় কেরানীগঞ্জ থানা-পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

তিন্নির চাচাকে বলেছিলেন অভি ‘তিন্নিকে বাইর কইরা দে, নয় মাইরা ফালামু’
২৩ মার্চ ২০২২
মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি
অভিযোগপত্রে বলা হয়, অভির প্ররোচনায় মডেল তিন্নি তাঁর স্বামীকে তালাক দেন। কিন্তু অভি এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিন্নি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন। ক্ষিপ্ত হয়ে অভি ২০০২ সালের ১০ নভেম্বর সন্ধ্যার পর রাতের যেকোনো সময় তিন্নিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ থানার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১-এর কাছে ফেলে রাখেন। অভি কানাডায় পলাতক।

২০১০ সালের ১৪ জুলাই অভির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রাষ্ট্রপক্ষ থেকে এ মামলার ৪১ সাক্ষীর মধ্যে ১৮ জনকে আদালতে হাজির করা হয়।

অভির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ২০০৬ সালের ৩ নভেম্বর অভির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তাই তিনি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে। কিন্তু বহুবার লিখিত তাগিদ দেওয়ার পরও পাসপোর্ট ইস্যু করা হয়নি। তিনি বিচারের সম্মুখীন হতে চান। কিন্তু তাঁকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। অভিকে পাসপোর্ট ইস্যু করার জন্য ২০১০ সালে তাঁর পক্ষে রিট করা হয়েছিল।
মডেল তিন্নি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা ও চাচা
০৫ জানুয়ারি ২০২২
আদালত
মামলার নথিতে দেখা যায়, পলাতক অভি কানাডা থেকে তাঁর আইনজীবী বরাবর একটি চিঠি লেখেন। এর কপি দেওয়া হয় ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলিকেও। এতে অভি দাবি করেন, ১৯৯৬ সালে বরিশাল-২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আইনের শাসনে বিশ্বাসী। ষড়যন্ত্রমূলকভাবে তিন্নি হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে তাঁর নাম ছিল না। বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন, তাঁকে গ্রেপ্তার করে নির্যাতন করা হতে পারে—এমন আশঙ্কা থেকে তিনি দেশ ছেড়ে কানাডায় যান।

13/01/2025

জাবির শিক্ষার্থীদের নানা দাবিতে সচিবালায় ঘেরাও, নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থান। দাবি না মানলে অনির্দিষ্টকালের অনশনে হুশিয়ারি শিক্ষার্থীদের।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Good News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Good News:

Videos

Share