Ashaikul Hassan Shathil

Ashaikul Hassan Shathil Don’t break my trust, or you’ll see a side of my attitude you never knew existed
(4)

13/11/2024

মন দিয়া মনের আশা করতে নাই, অর্থের হিসাব আলাদা।

10/10/2024

বড় বড় কথা ফেজবুকে বলা যায়🤔বুজছেন। জায়গায় থেকে জায়গার পরিস্থিতি বোঝা যায় দূর থেকে শোনা কথায় কান দিয়ে বেশি মার্কেট নিয়েন না😊এতোদিন কই ছিলেন এখন এতো শোআপ 😁😁

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
19/09/2024

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/09/2024

"এই দেশটা বড় অভাগা দেশ,
শুরু থেকেই যারা এদেশ টা কে ভালোবাসছে
তাদেরকেই রক্ত দিয়ে মূল্য পরিশোধ করতে হয়েছে।"
#দেশদ্রোহী

11/09/2024
10/09/2024

আমাদের দেশ এখন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো,
যারা ভাবছেন যে পরিবর্তন হঠাৎ করেই চলে আসবে
তারা আসলে আলিফ লায়লা এবং সিনবাদ দেখে অভ্যস্ত।তারা ভাবছেন আলাদিনের চেরাগ থেকে জিন বেরিয়ে এসে এক রাতেই দেশকে পুরো ইউরোপ বানিয়ে দিবে। তাদের উদ্দেশ্যে বলবো এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন।

দেশ সংস্কারের কাজে নিজেকে নিয়োজিত করুন,
সময় লাগবে কিন্তু পরিবর্তনটা হবে খুবই সুন্দর 🌼
আল্লাহর উপর আস্থা রাখুন 🌼

১৭ বছরের লুটপাটে ফোকলা হয়ে যাওয়া অর্থনীতিকে ঘুরাতে একটু সময় লাগবেই।
তাই সবুর করুন কারণ সবুরের ফল মিষ্টি 🌼

10/09/2024

চালের সরবরাহ স্বাভাবিক রাখতে ও বাজারমূল্য নিয়ন্ত্রণে দেশের অটোরাইস মিল মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো:

১. চালের মূল্য বৃদ্ধি রোধে বাজারে চালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা হবে এবং কোনোভাবেই যাতে চালের কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে

২. ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া অবৈধভাবে ধান, চাল ও গমের মজুত করা যাবে না এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৩. আইন অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য লেখা নিশ্চিত করা হবে।

৪. খাদ্য বিভাগের সব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট সবাই যার যার দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সভায় খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে অটোরাইস মিল মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় মিল মালিকরাও চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

সেন্টমা‌র্কিন নি‌য়ে চিন্তা হ‌চ্ছে? আপ‌নি কী সেন্টমা‌র্কিন লীগ!বাংলা‌দে‌শের কো‌নো দ্বীপ ভারত ব‌্যতীত অন‌্য কেউ দখ‌লে নি...
07/09/2024

সেন্টমা‌র্কিন নি‌য়ে চিন্তা হ‌চ্ছে? আপ‌নি কী সেন্টমা‌র্কিন লীগ!
বাংলা‌দে‌শের কো‌নো দ্বীপ ভারত ব‌্যতীত অন‌্য কেউ দখ‌লে নি‌য়ে‌ছে বা মোংলা পো‌র্টের ম‌তো চু‌ক্তি‌তে নি‌য়ে‌ছে এমন কোন দৃষ্টান্ত নাই, হ‌বেও না। দ‌ক্ষিণ তালপ‌ট্টি দ্বীপটা ১৯৭০ সা‌লে বাংলা‌দে‌শের অভ‌্যন্ত‌রে জে‌গে ও‌ঠে। প্রচুর প্রাকৃ‌তিক সম্প‌দের সম্ভাবনা থাকায় ভারত দ্বীপ‌টির দি‌কে আড়‌চো‌খে তাকায়। এ‌তো‌দিন পা‌কিস্তা‌নের রক্ত‌চক্ষুর ভ‌য়ে বিড়া‌লের ম‌তো মেউ মেউ কর‌লেও ১৯৭৪ সা‌লে সদ‌্য স্বাধীন দে‌শের দুর্বলতার সুু‌যোগ‌কে কা‌জে লা‌গি‌য়ে দ্বীপটা দখ‌লে নি‌য়ে নি‌জে‌দের মান‌চি‌ত্রে প্রকাশ ক‌রে ভারত। ১৯৭৫ এর পর দ্বীপ নি‌য়ে দুই দেশ ক্রমাগত বিবা‌দে জ‌ড়ি‌য়ে পড়ায় ১৯৮১ সা‌লে চা‌পের মু‌খে ভারত নৌ সেনা পা‌ঠি‌য়ে দ্বীপ‌টি‌তে নি‌জে‌দের পতাকা উ‌ড়ি‌য়ে দেয় এবং দ্বীপ‌টি‌তে নৌ ঘা‌ঁটি স্থাপন ক‌রে। তখন বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান। ভার‌তের এমন আচর‌ণে বাংলা‌দে‌শের জনম‌নে ব‌্যাপক ক্ষো‌ভের সৃ‌ষ্টি হ‌লে ০৩ মে ১৯৮১ তা‌রিখ জিয়াউর রহমান দ‌ক্ষিণ তালপ‌ট্টি দ্বী‌পে ভারতীয় নৌ-বা‌হিনীর বিরু‌দ্ধে বাংলা‌দেশ নৌ বা‌হিনীর এক‌টি আ‌ভিযা‌নিক দল‌কে প্রেরণ ক‌রেন। চরম উ‌ত্তেজনাকর প‌রি‌স্থি‌তি‌তে ভারতীয় নৌ সেনারা পিছু হ‌টে। কিন্তু এর অল্প ক‌য়েক‌দিন পর এক সাম‌রিক বি‌দ্রো‌হে চট্টগ্রাম সা‌র্কিট হাউ‌জে জিয়াউর রহমান মারা যান। জিয়াউর রহমানের অবর্তমা‌নে ভারত দ্বীপ‌টি‌কে নি‌জে‌দের দখ‌লে রা‌খে এবং সবসময় অন‌্যায়ভা‌বে নি‌জে‌দের ব‌লে দা‌বি ক‌রে আস‌ছে। গত ১০/১৫ বছর যাবৎ ভারত দ্বীপ‌টি সমু‌দ্রে ডু‌বে গে‌ছে ম‌র্মে স্থানীয় ও আন্তর্জা‌তিক ফোরা‌মে মিথ‌্যা প্রাচারণা চা‌লি‌য়ে আস‌ছে। শেখ হা‌সিনার ১৫ বছ‌রের স্বৈরাতা‌ন্ত্রিক সম‌য়ে দ্বীপ‌টির ব‌্যাপা‌রে ভারতীয় যু‌ক্তি‌কেই গ্রহণ করা হয়। কিছু‌দিন আ‌গেও সমুদ্রসীমা জ‌য়ের যে লম্বা লম্বা কা‌হিনি শুনা গে‌ছে সেখা‌নেও এই দ্বীপটি‌কে অ‌স্তিত্বহীন দে‌খি‌য়ে ভার‌তের হা‌তে তো‌লে দেওয়া হয়।

ভাই ব্রাদার বন্ধু বান্ধবীগণ, এখন আপনারা কী বল‌বেন? এ‌দে‌শে দ্বীপ বি‌ক্রির কামটা কেম‌নে সারা হ‌য়ে‌ছি‌লো বুঝ‌তে পে‌রে‌ছেন তো? দ্বীপ বি‌ক্রির ই‌তিহাস এমনই। দ্বীপ বা ছিটমহল বা বন্দর এস‌বের একমাত্র বৈধ/অ‌বৈধ ক্রেতা ভারত। এ‌দে‌শে এ‌সে আমে‌রিকা বা পা‌কিস্তান অথবা অন‌্য কোন শ‌ক্তি জ‌মি, রাস্তা, বন্দর বা দ্বীপ কিন‌বে না। তাই‌লে সেন্টমা‌র্টিন? সেন্টমা‌র্টিন কী ত‌বে সেন্টমার্কিন হ‌য়ে যা‌চ্ছে! আস‌লে ঘটনা কী! ৫ আগ‌স্টের পূ‌র্বে যারা ছাত্র-জনতার র‌ক্তে আ‌দিম উল্লা‌সে মে‌তে উঠ‌তো তারাই এখন সেন্টমা‌র্কিন নি‌য়ে সোচ্চার। অথচ গত বছর প‌তিত স্বৈরাচার সেন্টমা‌র্কিন যে‌তে রে‌জি‌স্ট্রেশন প্রথা চালু ক‌রে। প‌তিত স্বৈরাচা‌রের আন্ডাবাচ্চারা সেই সিদ্ধান্তটা পুনর্জ্জী‌বিত ক‌রে আ‌মে‌রিকা দ্বীপ নি‌য়ে গে‌ছে ব‌লে অপপ্রচার চালা‌চ্ছে। আপনা‌দের যা‌দের ‌নেত্রীর ম‌তো সে‌কেন্ড হোম আ‌ছে, তা‌দের দেশ‌প্রেম নি‌য়ে জনতার প্রশ্ন আ‌ছে। আপনারা বারবার বিপর্যয়ে পড়‌লে নি‌জের দে‌শে পা‌লি‌য়ে যা‌বেন আর প্রকৃত দেশ‌প্রেমিক‌দের দেশ‌প্রেম প্রশ্নে বিভ্রা‌ন্তি সৃ‌ষ্টি কর‌বেন, তা জনতা আর খা‌বে না।

হ‌্যাঁ সেন্টমা‌র্কিন যে‌তে ভিসা পাস‌পোর্ট লাগ‌বে। এটা শুধুমাত্র স্বৈরাচার এবং তার দুসর‌দের জন‌্য। কারণ তারা সেন্টমা‌র্কিনের ম‌তো নির্জন দ্বী‌পে গি‌য়ে জ‌ঙ্গি প্রশিক্ষণ নি‌য়ে ভয়ঙ্কর রূ‌পে বাংলাদে‌শে ফেরত আস‌তে পা‌রে। এর কিছু প্রমাণও পাওয়া গে‌ছে। সম্প্রতি আটক হওয়া আ‌নিসুল আর সালমান এফ রহমান প্রচুর প‌রিমাণ বৈ‌দে‌শিক মুদ্রাসহ কো‌নো এক নির্জন দ্বী‌পের উ‌দ্দে‌শ্যে পালা‌নোর সময় ধরা প‌ড়ে। নির্জন দ্বী‌পে বৈ‌দে‌শিক মুদ্রাসহ তা‌দের কাম কী? নিশ্চয় খারাপ মতলব ছি‌লো! কা‌জেই ফ‌্যা‌সিবা‌দে ইমান আনা ব‌্যক্তি ব‌্যতীত এদে‌শের অন‌্য কোনো দল-ম‌ত-ধ‌র্মের ‌যে কো‌নো ‌লোক কোনো ধর‌ণের ভিসা-পাসপোর্ট ছাড়াই সেন্টমা‌র্টিন যে‌তে পা‌রবেন, যে কো‌নো সময়ই যে‌তে পার‌বেন।

05/09/2024

জালিম সরকার জুলুম রেখে পালিয়ে যায় নি তো পরিস্থিতি তেমন ভালো দেখতেছিনা, বিষয়ট এমন এসে দারাচ্ছে না তো। #দেখলাম যেই খানে শিখলাম সেইখানে।

৫ই আগষ্ট মধ্যরাত।একটা আস্ত নির্ঘুম রাত। সকলের ইবাদতের ব্যস্ততা। কেউ কেউ তাহাজ্জুদ ,কেউ বা অতিরিক্ত নফলের সিজদায় মগ্ন। মু...
04/09/2024

৫ই আগষ্ট মধ্যরাত।
একটা আস্ত নির্ঘুম রাত। সকলের ইবাদতের ব্যস্ততা। কেউ কেউ তাহাজ্জুদ ,কেউ বা অতিরিক্ত নফলের সিজদায় মগ্ন। মুনাজাতের অশ্রুসিক্ত জলে সকলের মন স্থির। একটা পুকুরের জলের মত। সকলের মনে সেই প্রলম্বিত ধ্বনি

'মাতৃভূমি কিংবা মৃত্যু'।

আজ ৫ই সেপ্টেম্বর। আজ থেকে ঠিক ১ মাস আগের এই রাতে গোটা একটা জেনারেশন টের পেরেছিলো তারা তাদের দেশকে কতটা ভালোবাসে।

চাকরি বুঝি গেলো💌💌
02/09/2024

চাকরি বুঝি গেলো💌💌

 #যেখানে আপীল বিভাগের সাত বিচারককে সরানো হয়েছে সেখানে এটর্ণি জেনারেল অফিস কেন লেন্দুপমুক্ত করা হয়নি ?
02/09/2024

#যেখানে আপীল বিভাগের সাত বিচারককে সরানো হয়েছে সেখানে এটর্ণি জেনারেল অফিস কেন লেন্দুপমুক্ত করা হয়নি ?

31/08/2024

আমার আলগা পিরিত দেখতেও ভালোলাগেনা দেখাইতেও ভালোলাগেনা এই জন্য কারো সাথে আমার জমে না।👍

Address

Khulna
9201

Alerts

Be the first to know and let us send you an email when Ashaikul Hassan Shathil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashaikul Hassan Shathil:

Videos

Share