Srãbu's Hubby

Srãbu's Hubby কাউকে সীমাহীন ভালোবাসলে, তা কখনও ফুরাইয়া না কারণ সীমাহীন ভালোবাসার কোন শেষ নেই –❗

Srãbu ♥️

13/10/2023

You Make My Life So Beautiful!🤗

27/05/2023

“ কেউ আমাকে অন্যের সাথে তুলনা করলে,আমি তাকে ভয়ংকর রকমের ঘৃণা করি ” 🌸

কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায় আবার কথার মাধ্যমেই মানুষকে আ ঘা ত করা যায়! তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য,...
18/05/2023

কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায় আবার কথার মাধ্যমেই মানুষকে আ ঘা ত করা যায়! তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য,আ ঘা ত করার জন্য নয়।

লেখাঃ- মোঃ ফাহাদ মিয়া 🌼

15/05/2023

আমি মনে করি সব্বাই কে জবাব দেওয়া একধরণের বোকামো। কিছু কিছু মানুষের প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও নিরুত্তর থাকা প্রয়োজন। একটা বাঁকা হাসি হেসে উঠে আসা প্রয়োজন।
সমস্ত উঠে থাকা তর্জনীর কাছে নিজেকে এক্সপ্লেন করতে নেই। আমার এক্সপ্ল্যানেশন সস্তা নয়, অর্জন করতে হয়।
সমস্ত ভুল ধারণা ভাঙিয়ে দিতে নেই। ভুল বুঝলে, বুঝুক। সব জায়গায় নিজেকে প্রমাণ করতে নেই। আমি মানুষ, কারোর খেয়ালি প্রশ্ন পত্রের উপপাদ্য নই...

13/05/2023

এই ধরো,
আমি অফিস থেকে আসলে তুমি সবার আগে দরজাটা খুলে দিয়ে হাত থেকে বাজারের ব্যাগটা নিতে। আমাকে সোফাতে বসিয়ে দিয়ে হন্তদন্ত হয়ে এক গ্লাস লেবুর শরবত আনতে। শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিতে। একটা মুচকি হাসি দিয়েই আমার সারাদিনের ক্লান্তি দূর করে দিতে।

আমার প্রিয় আলু-পটল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছো সেটা জানাতে ভুলতে না। তোমার জন্য কিনে আনা দুইটা গোলাপ চুপিচুপি ড্রেসিং টেবিলের উপর রেখে আসতাম।তারপর আমিও ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে তোমাকে ছোটখাট হেল্প করতাম। রাতে দুজন একসাথে খাইতাম। একবার তুমি এক লোকমা ভাত আমার মুখে তুলে দিতে, পরের বার আমি।
তারপর দুজন একসাথে টিভি দেখতাম। ঘুমানোর সময় অনেক অনেক গল্প করতাম। তোমার চুলগুলো বিলি কেটে দিতাম। এমন করতে করতে একসময় পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বুকের উপরেই ঘুমিয়ে যেতো। ❤️🌸

09/05/2023

সময়ের চেয়ে বড় কোন ঔষুধ পৃথিবীতে নেই। কত ক্ষত। কত ব্যথা। কত অভিমান। অভি*শা*প। কতটা নি:সঙ্গতা বুকে চেপে রেখে মানুষ একসময় একা বাঁচতে শিখে যায়, সে খবর কখনোই কারো কাছে পৌছায় না।

সময় একসময় জগতের সকল ক্ষ*ত মুছে ফেলে। কারো জন্যই অনেক সময় পর আর বুকের ভেতর হাসফাঁস লাগে না। কারো অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনে হয় না। কারো অযত্নেই কিছু যায় আসে না। সময়ের বিনিয়োগ মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়। বুঝতে শেখায়; পৃথিবীতে কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি; কোনো কিছুই আমার নয়। কোনো কিছুর প্রতিই আমার একার অধিকার নেই। যেটুকু পাচ্ছি, সেটুকুই বরং আমার পাওয়ার কথা না। যেটুকু হারাচ্ছি, সেটুকু আসলে কখনো আমার ছিলোই না।

08/05/2023

লোকে বলে তুমি তার মধ্যে কি দেখছো" আমি বলি তাকে দেখার পর আর কিছু'ই দেখিনি!'😩

08/05/2023

সকল বিয়াত্তা পোলাগো "কেমন আছো" জিগাইলে কয়,” ভালা নাই!” ক্যান ভালা নাই জিগাইলে কয়,"বউয়ের প্যারা"। এরপরও মাইয়া লোক কয়,পোলা মাইনষে নাকি তাগো মন বুঝে না।মন না বুঝলে প্যারা নেয় ক্যামনে?🤐

08/05/2023

সবার মন জয় করার চেষ্টা না করে,তার মন জয় করার চেষ্টা করুন–যে আপনাকে ভালোবাসে,আপনার যত্ন নেয় এবং কি আপনাকে বুঝতে চেষ্টা করে।
কেননা এমন মানুষের মন জয় করতে পারলে,আপনি পাবেন একজন প্রকৃত ভালোবাসার মানুষ,আর সে পাবে আপনার মতো একজন বিশ্বস্ত মানুষ।

লেখায়ঃ মোঃ ফাহাদ মিয়া🌼

I just wanna be yours 🖤
08/05/2023

I just wanna be yours 🖤

06/05/2023

প্রকাশ করা এবং গোপন রাখা দুটোই সুন্দর!
তার মধ্যে দুটোই কঠিন পরিস্থিতি! কখনো প্রকাশ করলে অপমানিত হতে হয়! কখনো'বা প্রকাশের অভাবে জীবনে থেকে-অনেক কিছু বিলুপ্ত হয়ে যায়।🌼

- A real man knows that one girl is enough.❤️🥺
06/05/2023

- A real man knows that one girl is enough.❤️🥺

As a cat lover, I will never have the guts to watch any video where a cat is hurting. Even I don't read   any article  o...
06/05/2023

As a cat lover, I will never have the guts to watch any video where a cat is hurting. Even I don't read any article or see any pic where a cat is hurting. I feel bad, I don't think it's appropriate to share them as well. It's very disturbing.

Don't worry, the animals who have been oppressed in this world will get their justice before Allah.

The Prophet Muhammad ﷺ told us that a woman entered Hell because of a cat that she detained and did not feed it or let it eat from the vermin of the earth, i.e., insects.

[Narrated by al-Bukhaari (2365) and Muslim (904)]

06/05/2023

সৎ কাউকে ঠকিয়ে কেউ কখনো উপরে যেতে পারেনা। ❤️

05/05/2023

মানুষের নামে বদনাম করলে, হিংসাত্মক আক্রমণ করে কথা বললে, অন্যকে ছোট করে নিজে বড় হতে চাইলে, একজনের আড়ালে আরেকজনের নামে কটুকথা বললে আল্লাহ নারাজ হন, সেটার শাস্তি খুব অল্প সময়েই দুনিয়ায় নিজ চোখে দেখিয়ে দেন আল্লাহ নিজেই।

মুখে মধু অন্তরে বিষ-এধরণের মানুষ থেকে দূরে থাকবেন।

05/05/2023

"মানুষটা হাসছে, আমি মুগ্ধ হয়ে তার হাসি দেখছি।তার হাসি দেখতে দেখতেই আমার শরীর ঝিমঝিম করতে লাগলো; আমি চোখের সামনে আমার সর্বনাশ দেখতে পেলাম। পরিষ্কার বুঝলাম, আমার পক্ষে কোনোদিনও এই মানুষটা ছাড়া অন্য কিছু ভাবা সম্ভব হবে না।"💖

05/05/2023

জ্ঞানত আমি কখনোই মানুষের অতীত বিবেচনা করে কোন প্রকার সম্পর্ক স্থাপন করেনি, হোক সেটা বন্ধুত্ব কিংবা জুনিয়র সিনিয়র বা কোনো প্রিয় মানুষের। আমি কারোর অতীতের কৃতকর্মের বিবেচনায় তার সাথে মেলামেশা করিনি।
আমি যতটুকু বুঝি, জানি এবং মানি, মানুষগুলোর প্রেজেন্ট সিচুয়েশনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি, জগতে প্রত্যেকটা মানুষেরই অতীত লাইফে ট্রাজেডি বিদ্যমান।
আমি তার অতিদারিদ্র্য ট্রাজেডি শুনে যদি হাসপাস করার চেষ্টা করি তাহলে আমি তার জন্য নিজেই একটা ট্রাজেডি হয়ে যাবো।
স্রোতের সাথে আমি কখনোই গা ভাসায়নি সেটা যেকোনো ডিফিকাল্ট সিচুয়েশন হোক না কেন।
আমি প্রভুর উপর অটল বিশ্বাস রেখেছি, তিনি কখনোই আমাকে শূন্যতায় ভাসায়নি।
মানুষগুলোর ট্রাজেডি সময় আমি তার পাশে থেকেছি আবার তার সুদিনে আমি নিজকে আড়ালে রেখেছি। আমি অন্ধকারে তাদেরকে অন্ধের ন্যায় হাতে হাত রেখে হেঁটেছি, কেউ কিঞ্চিৎ আলো দেখে হাত ছেড়ে দিয়েছে আর কেউ অন্ধকারে পিছু পা হয়েছে, তারপরও আমি হেঁটেছি।
জগতের যোগসুত্রটা এখানেই অমিল, কেউ পূর্ণতায় আমার সাথে হেঁটেছে, আবার কেউ শূন্যতায় আমাকে রেখে গেছে। অসীম এই আকাশে, সীমাহীন মানুষের ভিড়ে আমি একা একাই হেঁটেছি একটু গাছের ছায়ায় পাবো বলে!!

এবার আমি মুছতে শিখছি সেই সমস্ত নাম যে নামগুলো আমার উপস্থিতির কদর করেনি। মুছতে শিখছি সেই সমস্ত ঠিকানা যে ঠিকানা আমাকে দু'...
05/05/2023

এবার আমি মুছতে শিখছি সেই সমস্ত নাম যে নামগুলো আমার উপস্থিতির কদর করেনি। মুছতে শিখছি সেই সমস্ত ঠিকানা যে ঠিকানা আমাকে দু'দন্ড শান্তি দেয়নি। মুছতে শিখছি নিজের বুকের ভিতরের সেই তীব্র ভালোবাসা যার বদলে পেয়েছি শুধু অবহেলা। মুছতে শিখছি সেই সমস্ত পিছুটান যা কেবল আমার বুকে বাসা বেঁধে আছে। মুছতে শিখছি নিজের চোখে জমা সেই সমস্ত জল যার কারণেরা একবার ঘুরেও তাকায়নি। সেই সমস্ত অপমান, সেই সমস্ত যন্ত্রণা, মায়া, অন্তহীন অপেক্ষা, ফেরত পাওয়ার প্রার্থনা সব মুছতে শিখছি।

মুছতে শিখছি কারণ একটা নির্দিষ্ট পরিমাণ যন্ত্রণা সহ্য করার পর কিছু কিছু মানুষ আর কিছু কিছু অনুভূতিকে জীবন থেকে মুছে ফেলাই ভালো। নয় তো তারা আমাদের রোজ একটু একটু করে মুছে ফেলার চেষ্টা করে...

04/05/2023

Relationship এর কতো দিন হইসে?🌸

04/05/2023

আপনি দোয়া করছেন একজন মানুষের জন্য সেই মানুষটা কে আপনি নিজেও জানেন না। অথচ চোখের পানি নাকের পানি এক করে শুধু দোয়া করেই যাচ্ছেন। আপনি দোয়া করছেন আল্লাহ যেনো আপনাকে সেই মানুষটার সাথে দ্রুত মিলিয়ে দেয় আর মুক্তি দেয় এই দুনিয়ার ফেতনা থেকে।

আচ্ছা যদি এমন হয় আপনি যার জন্য দোয়া করছেন সেও আপনাকে না যেনে না চিনে আপনার জন্য দোয়া করে যাচ্ছে। বিষয়টা সুন্দর না? 💖

04/05/2023

একজনের প্রতি ভালো লাগা এসে গেলে আর অন্য কাউরে ভাল্লাগেনা। চোখে পড়লেও মনে হয় 'নাহ! ওর মতো না! ওর মতো আর কেউ ই নাই!'

প্রিয় মানুষের আবদার মেটানো এত সহজ না 😑
03/05/2023

প্রিয় মানুষের আবদার মেটানো এত সহজ না 😑

03/05/2023

আপনারে নিয়া আমার শখের কোন কমতি নাই, পাহাড়ের চূড়ায় উইঠ্যা জোরে জোরে চিল্লানোর শখ, সমুদ্র পারে বইসা সূর্য ডুবা দেখার শখ, একসাথে বৃষ্টিতে ভিজার শখ, জোৎনা রাইতে চাঁদ দেখার শখ, নদীর পারে বইসা বাদাম খাওয়ার শখ, রিকশায় কইরা অলি গলিতে ঘুড়ার শখ, গাছতলায় বইসা বেসুরা কন্ঠে গান গাওয়ার শখ, টঙ্গের দোকানে বইসা চা খাওয়ার শখ, তবে আপনি আমার শখ না, আপনি আমার সবকিছু।✨

তুমি জিজ্ঞেস করেছিলে ,–"কেমন আছো?"আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।
03/05/2023

তুমি জিজ্ঞেস করেছিলে ,–"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

03/05/2023

কিছু কিছু মেয়েদের দেখে বেশ অবাক লাগে। এরা বড়লোক স্বামীও চায়না, বয়ফ্রেন্ডের টাকায় ফ্রিতে রেস্টুরেন্টে খেতে চায় না, কারোর কাছ থেকে দামি গিফট আশা করে না,নিজের জন্য বড় চাকরির লোভও করেনা। এরা লড়াই করে শুধুমাত্র নিজেকে financially independent করতে। নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে। বাবা মায়ের দেখাশুনা করতে আর নিজের চাওয়া পাওয়া শখ আহ্লাদ গুলো নিজেই পূরণ করতে ,
এদের জন্য সবসময়ই মনের ভিতর থেকে একটা সম্মান আসে। সৃষ্টিকর্তা এদের সংগ্রামগুলোকে পূর্ণতা দিক।

22/04/2023

সবাইকে ঈদ মুবারক। একজনকে আই লাভ ইউ।🫣

18/04/2023

কেন যেন মনে হচ্ছে আজকের রাতটিই সেই মহিমান্বিত "লাইলাতুল-ক্বদরের" রাত!

এতো তীব্র গরমের ভিতর হঠাৎ সব কিছু শিতল হয়ে গেছে,,,
ঠান্ডা ঠান্ডা একটা ভাব এসে পড়েছে!
আলামত গুলোর সবই কেমন যেন মিলে যাচ্ছে!

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ....! ❤

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّى 🤲🕋

উচ্চারণ: আল্লাহুমা ইন্নাকা 'আফুউন, তুহিব্বুল ' আফওয়া, ফাফু 'আন্নী।

অর্থ: হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, তুমি মাফ করতেই পছন্দ করো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। (সুনান ইবনে মাজাহ) 🌸

18/04/2023
18/04/2023

শবে কদর ভাগ্য পরিবর্তনের উত্তম সুযোগ💖

ইয়া আল্লাহ আজ এই পবিত্র রাতের অছিলায় জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিও🤲

08/04/2023

আমরা কেউ ই 'চুপচাপ স্বভাবের' না! আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি,প্রচুর আড্ডা মারতে পারি, তবে সেটা 'সবার সাথে নয়!'
এমন অনেক মানুষ ই আছে যারা প্রায়ই সবার থেকে শুনে 'তুমি এতো চুপচাপ থাকো কেনো? তুমি কথা কম বলো কেনো?'
এইসব 'কথা কম বলা মানুষ' রাও প্রচুর বকবক করতে পারে, শুধু সেইসব শুনার জন্য 'বিশেষ মানুষ' হতে হয়! সেইসব 'বিশেষ মানুষ' রা হয় 'কথা ফেলার ডাকবাক্স'
এই কথা ফেলার ডাকবক্সে আমরা সারাদিন আমার প্রয়োজনীয়,অপ্রয়োজনীয় সব টাইপের কথা ফেলি৷ এই 'কথা ফেলার ডাকবাক্স' সবার থাকেনা। যার থাকে,সে সারাদিন বকবক করে আর যার থাকেনা সে চুপচাপ থাকে! সবাই কে তো আর সব বলা যায়না!

08/04/2023

– যে মানুষ টা আপনার ছোট ছোট ব্যাপার গুলা মনে রাখে, আপনি কবে কি কথা বলেছিলেন, কোন জিনিসে আপনার মন ভালো হয়ে যায়, কোন খাবার আপনার প্রিয়, কবে কি খাওয়ার জন্য 'আফসোস' করেছিলেন, কবে কোন ড্রেস পরেছিলেন, নতুন ড্রেসের সাথে নতুন কানের দুল, আপনার লিপস্টিক এর কালার, আপনার পায়ের জুতো, আপনার চোখের নিচে পড়া কালো দাগ, আপনার ভেঙ্গে যাওয়া নখ, ভয়েস শুনে যে আপনার মন খারাপ বুঝে যায়, মেসেজের স্টাইল দেখে যে আপনার 'অভিমান' বুঝে, চোখের দিকে তাকালেই যে বুঝে যায় আপনি 'রাগ' করেছেন, সব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যার চোখে পড়ে, সব যার মনে থাকে, আপনি তার! ❤️

08/04/2023

Tumi nai tai phone er d**e takai thaki biyerpor sudhu tmr d**e takai thakbo🙊

বঙ্গবাজারের দোতলা, বিয়ের লেহেঙ্গার শোরুম। রমজানের শুরুতে চাকরিতে যোগ দেয় এগার বছরের রিপন। জোহরের নামাজ শেষে মহাজন গদিতে ...
06/04/2023

বঙ্গবাজারের দোতলা, বিয়ের লেহেঙ্গার শোরুম। রমজানের শুরুতে চাকরিতে যোগ দেয় এগার বছরের রিপন। জোহরের নামাজ শেষে মহাজন গদিতে এসে বসে। রিপন কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মহাজন বলে, কিছু কবি?

কাকা। ইদের পর বড় বোনের বিয়া। আমারে একটা লেহেঙ্গা দিবেন, রোজার মাসের বেতন, বোনাস কাইটা রাখার পর যেই টেকা বাকী থাকবো, হেই টেকা মাসে মাসে বেতন থিকা কাইটা নিয়েন।

মহাজন হাসে, কত দামেরটা নিবি?

ভালোটা। আমার বড় বইন। হের কোলে কইরা বড় হইছি। হেই বইন।

মাসে মাসে বেতন থিকা কাটতে হইবো না। তোর যেইডা ভালো লাগে, নিয়া যাইস।

খুশিতে অনেকক্ষণ কথা বলতে পারে নাই রিপন। মন দিয়ে কাজ করে। লেহেঙ্গা ভাঁজ দেখে আর শিখে। পাইকারদের মালের গাট্টি কাঁধে করে নিয়ে নামিয়ে দেয়। মার্কেট বন্ধ হলে দোকানেই ঘুমাতো রিপন, আর মনে মনে ভাবতো, কোন রঙের লেহেঙ্গায় বড় বোনকে সুন্দর দেখাবে।

পরশু খুব ভোরে আগুন লাগে মার্কেটে। ভয়াবহ আগুন। পাশাপাশি তিনটা মার্কেট, দুপুরের মধ্যেই পুড়ে ছাই। পঞ্চাশটা দমকল ইউনিট, পুলিশ, সেনা, নৌ, বিমান বাহিনী এবং সাধারণ মানুষের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল থেকে রিপনের মামা পাগলের মতো খুঁজছে। আর্তনাদ করে বলছে, আমার ভাইগ্নারে কি মরনের লাইগা আমি চাকরিতে দিছি? আমার রিপন, রিপনরে। তোর মারে আমি কি জবাব দিমু!

এখন সন্ধ্যা, রিপনকে পাওয়া যায় নাই। হয়তো লেহেঙ্গার ছাইয়ের সাথে মিলে মিশে আছে, আলাদা করতে পারবে কেউ?
রিপন নামের ছেলেটা মারা গেছে 😥😥😥

আল্লাহ ছেলেটাকে বেহেশত দান করুক..🤲

#পোড়া_লেহেঙ্গা

05/04/2023

বৃষ্টি দেখলে শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে যায়।🥹মনে পড়ে যায় পুরনো স্মৃতি।🥰

Address

Khulna
Khulna
900

Alerts

Be the first to know and let us send you an email when Srãbu's Hubby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Khulna

Show All