Rafiz life style

Rafiz life style Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rafiz life style, Digital creator, Meherpur, Khulna.

19/04/2024

ট্যুর পছন্দ করা মানুষগুলোর হয়তো টাকা থাকে না, না হয় বাসা থেকে পারমিশন পায় না!❤️

19/04/2024

Ok = okay,oky,okh,okhe,uke,ukhe,ukhey,uk,oke,ohkey🙂

Tmi konta use koro?

19/04/2024

কারো কাছে কি এমন মেসেজ নেই, যেটা ১১ জনকে পাঠালে গরম কমে, আর ২১ জনকে পাঠালে বৃষ্টি নামে! 🙂

18/04/2024

কালকে একটা ভিখারিকে খাবার দিয়ে এসেছিলাম,,
আজকে সে একটা রান্নার রেসিপির বই দিয়ে গেছে,,🙂

©

18/04/2024

বাচ্চাদের হারতে শেখান! হেরে আবার দৌড়াতে শেখান! দৌড়োতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান! অভাব শেখান! ভাগাভাগি করে খেতে শেখান! বন্ধুর পাশে থাকতে শেখান! অন্যায় করলে শাস্তি দিন! প্রাপ্তি বুঝুক! অর্জন করা বুঝুক। সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক!❤️

18/04/2024

"ফেইক আইডি" দিয়ে বউয়ের সাথে কথা বলে জানতে পারলাম.!🙂

আমি নাকি দুই বছর আগে রোড এক্সিডন্টে মারা গেছি.!🙁

18/04/2024

'বোরখার সাথে টা'ই'ট বেল, হিজাবের উপর হেয়ার ব্যান্ড, হাত মোজার উপর আংটি!

পুরাইইই?' 🙂

18/04/2024

শুধু শুধু ভালো মানুষের অভিনয় করি, আসলে আমি একটা ভণ্ড !!

18/04/2024

"দেখতে খা;রাপ হতে পারি"
কিন্তু ছবি না সুন্দর হওয়া পর্যন্ত হাল ছাড়ি না!🥱

18/04/2024

তাদের ধৈর্যের পরীক্ষা নিও না, যারা ছোট বাচ্চাদের প্রাইভেট পড়ায়!🙂

18/04/2024

খুব গরম পড়েছে, তাইনা? দোষ কার?🙂

25/03/2024

বিরিয়ানীর মধ্যে এলাচি৷ আর পাশে উঁকি দিলো এলাচির প্রিয় দারুচিনি :)❤️

25/03/2024

নকল করতে গিয়ে ধরা পড়ায় আমার পাশে বসা ছাত্রকে এক্সপেল করে দিয়েছেন গার্ডে থাকা স্যার।

বের হয়ে ওকে বললাম, "স্যার যখন দেখসে তোর হাতে নকল, তখন অইটা খাইয়া ফেলতি। তাহলেই তো আর কোন প্রমাণ থাকত না।"

সে বলল, "কেমনে খাব!! রোজা রাখসি তো।"

-Saumik Das Pantho

25/03/2024

যদি কখনো শুনতে পাও আমি ইফতারে ভাত খাই তাহলে কি তোমরা আমায় আনফ্রেন্ড করে দিবে? 🙂

21/03/2024

আলহামদুলিল্লাহ
পোস্টটি আপনি পড়ছেন,
তার মানে আপনি pagee সম্মানিত একটিভ মেম্বার,
জানতে পারি পোস্টটি কোথা থেকে দেখছেন🤔

21/03/2024

ইফতারের আগে মা'য়ের কষ্ট দেখে, কাউকে না জানিয়ে বিয়ে করে ঘরে বউ এনে সারপ্রাইজ দেওয়াই হচ্ছে, রমজানে মা'কে দেওয়া শ্রেষ্ঠ উপহার!🖤

21/03/2024

প্রতিশোধ নেওয়ার মতো ছোট-লোক যেমন আমি নই! তেমনি মাফ করে দেওয়ার মতো বড় মন ও আমার নেই! আমি সব টুকুর নালিশ শুধু একজনের কাছেই জানাই! যার কাছে সবকিছুর হিসেব থাকে! যে সবকিছু জানে, তার বিচারে কেউ ছাড় পায় না!🖤

21/03/2024

ঈদের জন্য চুলে বেগুনি কালার করলে সুন্দর লাগবে নাকি গোলাপি?

21/03/2024

নেটওয়ার্ক খুব প্রব্লেম করতেছে। ম্যাসেঞ্জারে ম্যাসেজ দিলাম, সেন্ড হয়না। হোয়াটসঅ্যাপে দিলাম ডেলিভারি হয় না। ইউটিউবে গেলাম, খালি ঘুরে।
ফোন রিস্টার্ট দিয়া আবার ট্রাই করলাম সেম অবস্থা। রা'গে ফোন বিছানায় আস্তে করে আ'ছাড় দিলাম!

একটু পর ফোন হাতে নিয়ে দেখি এতোক্ষণ ডাটা অফ ছিলো। প্রায় ১০ মিনিট ধরে ভাবতেছি, কামডা কি করলাম.!🙂

21/03/2024

মুক্তিযো'দ্ধার নাতি হইয়া পাকিস্তানি ড্রেস পছন্দ করো!
তুমি রা'জাকার নাতো?🧐

21/03/2024

গতকালকে দুপুরে আমার বাসায় ফিরতে দেরি হবে, বউকে ফোন করে বললাম, আমার আসতে দেরি হবে, একটু কাজ আছে।

বলল, কাজ আছে ঠিক আছে। কিন্তু দেখো, আবার গার্লফ্রেন্ড পাতিয়ে মিথ্যে কাজের দোহাই দিও না।

মনে একটু কষ্ট পেলাম, কিন্তু কিছু বললাম না। তক্কে তক্কে রইলাম, এরপর তার যখন অফিসে দেরি হবে আমিও একই রকম কথা বলবো।

একটা মধুর প্র'তিশোধ হবে।

চলেও আসল সে মাহেন্দ্রক্ষণ। একটু আগে বউ বলল, এই শোনো, আমার আজকে অনেক কাজ, আসতে দেরি হবে একটু!

আমার মন খুশিতে বাকবাকুম করে উঠলো। প্রতিশোধ নেয়ার মধুর সুযোগ। গলা খাঁকারি দিয়ে রেডি হলাম যে বলব, কাজ আছে ঠিক আছে, কিন্তু দেখো....

মনে মনেও স্ক্রিপ্ট রেডি করতে পারলাম না, তার আগেই বউ বলে উঠল,

আমার আসতে দেরি হবে, দেখো, এর মধ্যে আবার গার্লফ্রেন্ড পাতায়ে বাসায় নিয়ে আইসো না।

আমি নির্বাক হয়ে গেলাম। মনে মনে শুধু সমগ্র নারীজাতিকে জিজ্ঞাসা করতে পারলাম, কেমনে পারো তোমরা?

-শব্দ মাহমুদ

21/03/2024

ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক
ম্যানেজারকে বললঃ আমি কিছু টাকা
ব্যাংকে রাখতে চাই.😎

ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে?

👵বুড়ি বললঃ হবে ১০ লাখের মত....😱

ম্যানেজার বললঃ বাহ! আপনার কাছে বেশ
ভালোই টাকা আছে। আপনি করেন কি?

বুড়ি বললঃ তেমন কিছু না খোকা ।
ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাজি লাগাই।
আর বাকি সময় সবার সাথে যেকোনো
ব্যাপারে বাজি খেলি।

👴ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত
টাকা জমিয়েছো? তাজ্জব ব্যাপার !

বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা।
আমি এখুনি এক লাখ টাকা বাজি ধরতে
পারি যে, তোমার মাথায় ফলস চুল
লাগানো...

ম্যানেজার হাসতে হাসতে বললঃ না
দিদা। আমি এখনো যথেষ্ট যুবক ।আর মাথায়
ফলস চুল লাগানো নেই।

বুড়িঃ তাহলে লাগাবে কি বাজি?
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পা'গল
মনে হচ্ছে। যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে
কামানো যাচ্ছে, তো অত ভেবে লাভ কি...?
ম্যানেজার রাজি হয়ে গেলো...

বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার
তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল
নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই
প্রমান করা হবে। আপনি কি রাজি ?

ম্যানেজার বললঃ ঠিক আছে। আমি রাজি।
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা
রাত ঐ বুড়ি আর ১ লাখ টাকার কথা ভাবতে
থাকে...
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক
🕥১১ টায় ম্যনেজারের কেবিনে এসে
উপস্থিত।
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি
রেডি?
ম্যানেজার বললঃ একদম রেডি।
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই
আমি আমার উকিলের সামনে আপনার চুল
টেনে প্রমান করতে চাই যে চুল আসল না
নকল।
ম্যনেজার ভাবল, এক লাখ টাকার ব্যাপার...
একটু চুলই তো টানবে! তাই সে রাজি হয়ে
গেলো....
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল
ধরে টানতে শুরু করল। আর ঠিক ঐ সময়ই বুড়ি'র
সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা
ঠুকতে শুরু করে দিলো...!
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল
বাবু কি হলো ???
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না। শক
খেয়েছে। আসলে ওর সাথে ৫ লাখ টাকার
বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক ১১
টায়, শহরের সবথেকে বড় ব্যাংকের,,,,
ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো 😂😁😁😁😁

সংগৃহীত

21/03/2024

কেন থাকা যায়না চিরকাল একসাথে?😅

21/03/2024

প্রেমের টানে আমিও একদিন ছুটে যাবো
প্রিয় নবীজির দেশে!🌺
- ইন শা আল্লাহ.!🤍🌼

21/03/2024

কত্তো Talented হলে রাস্তায় একবার দেখেই Fb id খুঁজে বের করে ফেলে! 🥹

Address

Meherpur
Khulna
MEHERPUR

Telephone

+8801979600189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafiz life style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafiz life style:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Khulna

Show All

You may also like