Meherpur, Bangladesh

Meherpur, Bangladesh Meherpur District has an area of 716.08 km2. It is bounded by Kushtia District and West Bengal of Ind It was declared as a district in 24 February 1984.
(48)

Meherpur District town stands on the Bank of the Bhoirab river and located at 23.350 to 23.580 latitude and 88.360 to 88.560 west longitude. It was named after the name of Islamic preacher and Darbesh "Meher Ali Shah". It consists of three upazilas, two Pourashava (municipality) and eighteen Union Parishad. Mehepur District has a strong historical background. Non-divided Nodia district was establi

shed with Five Sub-division. Meherpur was one of them. The Meherpur Sub-division was established in 1854. Meherpur pourashava was established in 1869. Magistrate court and thana (Polish Station) were established in 18 th century. It is adjacent to the border of west Bengal, India. It is renowned for some of the tourist spots like Mujibnagar Muktijudho Memorial Complex, historical Mango garden, Amjhupi Nilkuthi, and Ratonpur Atkabar. Meherpur is food surplus area. Plenty of food grains like paddy, wheat, maize and vegetables like onion, potato, kochu, are produced here. This area is also famous for fruits like mango, lichi and banana etc. Huge amount of jute and tobaco are also produced here. The internal communication system of the district is enormously developed in last two decades. As a result most of the villages are jeepable. Some Important rivers exists in this district. These are Bhairab, Kazla, Chewtia, Mathavanga etc. Meherpur is known as the first capital of Bangladesh as because the first temporary Government of Bangladesh was formed at Mujibnagar, Meherpur on 17 April 1971. The first cabinet of Bangladesh was formed and took their oath at historical "Ambagan" of Boddonathtala (Now Mujibnagar), Meherpur. Read More: http://www.lged.gov.bd/DistrictLGED.aspx?DistrictID=43

20/10/2023

ULTIMATE DIY DREAM GARAGE MAKEOVER!.

19/10/2023

DITCHING VAN LIFE for FARM LIFE (full tour)

19/10/2023

A New Beginning.

17/04/2023

Resumen de película: The Valley of Light

17/04/2023

Resumen de película: The Ron Clark story

17/04/2023

Resumen de película: FUll metal jacket

17/04/2023

Resumen de serie: Game of throne

17/04/2023

Resumen de película: The monster

15/03/2023

Thiên tài mà đã đi c ướp thì chỉ có nhất

14/03/2023

Chỉ cần nghe tiếng đóng cửa là biết loại xe gì

07/03/2023

Xả nước thơm nhiều quá nên q uái vật lộng hành

06/03/2023

Đã ế thì đến maaa cũng không tha

05/03/2023

Động vào vợ anh thì quá dở cho chú

05/03/2023

Ế lâu quá đến maa cũng không tha

05/03/2023

Báo bố nuôi báo con quả không sai

04/03/2023

Hai nước oánh nhau thì ai hưởng lợi

04/03/2023

Bệnh nhân tự chữa lành cho mình mà không cần bi

পান খেলেই মাথা দিয়ে ধোয়া ওঠে আজব মানুষ
30/01/2023

পান খেলেই মাথা দিয়ে ধোয়া ওঠে আজব মানুষ

পান খেলেই ধোয়া ওঠে মাথা দিয়ে

29/01/2023
26/01/2023

Join our 120M+ users to become part of the movement economy. Sweatcoin app converts your steps into sweatcoins — virtual currency that you can spend on products and services. It Pays to Walk.

15/01/2023
11/10/2022
কনক্রিট ব্লক মেশিন, পোড়ামাটির ইটের বিকল্প হওয়াই এটি পরিবেশ বান্ধব,ইট তৈরীতে ব্যবহার করা হয় বালি,সিমেন্ট,পাথর কনা ও পানি ...
04/09/2022

কনক্রিট ব্লক মেশিন, পোড়ামাটির ইটের বিকল্প হওয়াই এটি পরিবেশ বান্ধব,ইট তৈরীতে ব্যবহার করা হয় বালি,সিমেন্ট,পাথর কনা ও পানি তাই এই ইট অধিক মজবুত ও দীর্ঘস্থায়ী হওয়াই এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে,ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা আমাদের নিজেশ্ব ব্রান্ডের মেশিন সরবরাহ করে থাকি,আমাদের মেশিনে জার্মানির সিমেন্স ব্র্যান্ডের মোটর ব্যবহার করা হয় ও জাপানের ইলেকট্রিক পার্টস গুলো ব্যবহার করা হয় ।মেশিনের দাম ও কম এবং ইট উৎপাদনের খরচ ও কম তাই এটি অধিক লাভজনক ব্যবসা।যারা মেশিন নিতে চান এবং আরো বিস্তারিত জানতে চান যোগাযোগ করুন--01841-294757 নম্বরে।

এক নজরে পদ্মা সেতু যেনে রাখা ভালো
25/06/2022

এক নজরে পদ্মা সেতু যেনে রাখা ভালো

Copyজনপদবাংলা নামের একটি অখণ্ড দেশের জন্ম একবারে হয়নি। এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্য দিয়ে। ‍উৎকীর্ণ শিলালিপি ও বিভিন্...
18/06/2022

Copy
জনপদ
বাংলা নামের একটি অখণ্ড দেশের জন্ম একবারে হয়নি। এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্য দিয়ে। ‍উৎকীর্ণ শিলালিপি ও বিভিন্ন সাহিত্যগ্রন্থে প্রায় ষোলোটি জনপদের কথা জানা যায়। তবে প্রতিটি অঞ্চলের সীমা সবসময় একই রকম থাকেনি। কখনোও কোনো জনপদের সীমা বেড়েছে, আবার কখনো কমেছে। নিচে কয়েকটি উল্লেখযোগ্য জনপদের বর্ণনা দেওয়া হলো:
গৌড়: ‘গৌড়’ নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতো।
বঙ্গ: ‘বঙ্গ’ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে ‘বঙ্গ’ বলে একটি জাতি বাস করতো। তাই জনপদটি পরিচিত হয় ‘বঙ্গ’ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়- এটি ‘বিক্রমপুর’, আর অন্যটি ‘নাব্য’। বর্তমানে নাব্য বলে কোনো জায়গার অস্তিত্ব নেই। ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল।
পুণ্ড্র: প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। বলা হয় যে, পুণ্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুণ্ড্র জনপদটি সৃষ্টি হয়েছিল। পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খোদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।
হরিকেল: সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল।
সমতট: পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গ-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতো সমতট। কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম।
বরেন্দ্র: বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়। এটিও উত্তরঙ্গের একটি জনপদ। অনুমান করা হয়, পুণ্ড্রের একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।
তাম্রলিপ্ত: হরিকেলের দক্ষিণে অবস্থিত। ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকেই ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে।
চন্দ্রদ্বীপ: প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওর্য়া যায়। এটি হলো চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
প্রাচীন বাংলার জনপদ থেকে আমরা তখনকার বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পকে মোটামুটি ধারণা লাভ করতে পারি। প্রাচীন বাংলায় তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। শক্তিশালী শাসকগণ তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন।

12/06/2022

পরিবেশ বান্ধব কংক্রিট মেশিন পোড়ামাটির বিকল্প যা দ্বার ইট,ব্লক,পেভার,ফ্লোর টাইলস সহ আরো অনেক কিছু তৈরী করতে পারবেন,এটা আমাদের নিজেশ্ব ব্রান্ড, আমাদের কাছে প্রতিদিন ১০০০০ থেকে ১০০০০০ ইট তৈরীর মেশিন রয়েছে,ইট তৈরির কাচামাল হচ্ছে প্লাস্টার বালু,পাথর কনা,সিমেন্ট,পানি।আরো বিস্তারিত জানতে বা মেশিন নিতে যোগাযোগ করুন -০১৮৬২-৭৩৭৩৭৩ নম্বরে।

কপি রাইট* বিশ্বের ১১তম দীর্ঘ  সেতুর পুরো নাম ‘পদ্মা বহুমুখী সেতু’। * সেতুটি নির্মাণের জন্য ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করতে ...
05/06/2022

কপি রাইট
* বিশ্বের ১১তম দীর্ঘ সেতুর পুরো নাম ‘পদ্মা বহুমুখী সেতু’।
* সেতুটি নির্মাণের জন্য ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করতে হয়েছে।
* এই সেতুর নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড
* সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকার মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM।
* সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার (২০,২০০০ ফুট)
* প্রস্থ ১৮ দশমিক ১০ মিটার (৫৯.৪ ফুট)।
* নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর
* সেতুটি রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং তদারকির দায়িত্ব পালন করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী।
* সেতুর নিকটতম সেনানিবাস হলো পদ্মা সেনানিবাস।
* প্রতিদিন গড়ে ৭৫ হাজার যানবাহন চলাচল করবে।
* ভূমিকম্প সহনশীল মাত্রা ৯
* সেতুটির ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার এবং পিলার ৮১টি। মোট স্প্যান সংখ্যা ৪১।
* প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রতিটি স্পেনের ওজন ৩ হাজার ২০০ টন।
* সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)।
* পানির স্তর থেকে এই অত্যাধুনিক সেতুর উচ্চতা ৬০ ফুট এবং এর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
* সেতুর উপরের তলায় চার লেনের সড়ক এবং নিচতলায় থাকবে রেললাইন।
* সংযোগ সড়ক হচ্ছে জাজিরা ও মাওয়া
* সংযোগ সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার।
* দুই পাড়ে নদী শাসন ১২ কিলোমিটার
* মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সরাসরি সংযোগ স্থাপিত হবে
* দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯টি জেলার সঙ্গে সংযোগ ত্বরান্বিত হবে।

আমাদের মেহেরপুর যানা অযানা কিছু কথা
14/05/2022

আমাদের মেহেরপুর যানা অযানা কিছু কথা

Address

Meherpur
Dhaka
7100

Alerts

Be the first to know and let us send you an email when Meherpur, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meherpur, Bangladesh:

Videos

Share

Nearby media companies


Other Gaming Video Creators in Dhaka

Show All