জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরছেন ২৩ নাবিক।
এক টানে বিজয়সরনি পার! খুশিতে আত্মহারা বাইকার। #ঈদের_ঢাকা
ঢাকার বাইকারদের জন্য সুখবর! ঈদ উপলক্ষে রাস্তা ফাকা!
শেষ মুহুর্তে ঈদের কেনাকাটা করতে উত্তরার সড়কে ক্রেতাদের উপচে পড়া ভিড়
"জামদানী শাড়ি বুননের থেকে রিক্সা চালালে বেশি আয় করা যায়"
অসচেতনতাই বারবার আগুনে পুড়ছে বনানী'র গোডাউন বস্তি
রাজধানীর বনানি এলাকায় অবস্থিত গোডাউন বস্তিতে অসচেতনতার কারণে বারবার আগুন লাগার ঘটনা ঘটছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। প্রায় তিন বছর আগে করোনার সময় আগুন লাগার পর গতকাল বিকেলে আবারো ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২২০ টিরও বেশি ঘরবাড়ি। আগুনে পুড়ে বেঘোর হয়েছে প্রায় হাজারো মানুষ। এর মধ্যে অধিকাংশই শিশু।
স্থানীয়রা জানান, বস্তির একটি ঘরে রান্নার সময় অসাবধানতা থেকে আগুনের সূচনা হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরবাড়িতেও ধরে যায়। এই বস্তিতে এর আগেও আগুন লেগেছিল। চার বছর আগে করোনার সময় এখানে বড় আগুনের ঘটনা ঘটেছিল। জীর্ণ ঘরবাড়ি এবং গ্যাসের চুলা ব্যবহারের অসতর্কতার ফলে বারবার এই বস্তিতে আগুন লাগছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব এবং বস্তির অল্প সরু রাস্তা আগুন নিয়ন্ত্রণে বড় বাধা
খিলগাঁওয়ের রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের হানা, বন্ধ করে পালাল সবাই
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষো*ভ মিছিলে পুলিশের হাম*লা ও লাঠিচা*র্জ।
#BNP #gonotontromoncho #BDPolitics #bdpoliticalnews
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জ। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ আহত অনেকে।
গণতন্ত্র, মানবাধিকার-ভোটের অধিকারের দাবিতে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য।