16/08/2022
বিভিন্ন কারনে আপনার সেল কম হতে পারে। আমারা কিছু পয়েন্ট উল্লেখ করেছি। আপনি সেগুলা দেখতে পারেন।
ডিজিটাল মার্কেটার দায়িঃ
অনেকে মনে করেন সেল না হলে ডিজিটাল মার্কেটার দায়ী। ব্যাপারটা তেমন না। তবে যদি ডিজিটাল মার্কেটার সঠিক কাস্টমার টার্গেট না করে তাহলে দায় তার। আপনার অ্যাডটি সঠিক মানুষকে টার্গেট করে দেয়া হচ্ছে কিনা সেটার খবর নিন। ধরেন আপনি মেয়েদের পোশাক বিক্রি করছেন। তাহলে আপনার টার্গেট পিপল হবে মেয়েরা, শুধু ঢাকায় বিক্রি করতে চাচ্ছেন তাহলে লোকেশন হবে ঢাকা, বয়স হতে পারে ২০-৪৫। আপনার ডিজিটাল মার্কেটার এর সাথে আপনার টার্গেট পিপল নিয়ে কথা বলুন।তাকে বিস্তারিত বলুন আপনি কাদের কাছে অ্যাডটি দেখাতে চান। যাইহোক খুঁজে বের করার চেষ্টা করুন সমস্যাটা ডিজিটাল মার্কেটিং করার সময় হচ্ছে কিনা।
সব ধরনের অ্যাডে সেল আশা করাঃ
ফেসবুকে সব ধরনের অ্যাডে একই রকম সেল আশা করা ভুল। ওয়েবসাইট অ্যাড এ এক ধরনের সেল পেতে পারেন আবার মেসেঞ্জারে অ্যাড দিলে আরেক ধরনের সেল পেতে পারেন।আপনাকে খুজে বের করতে হবে আপনার জন্য কোনটা ভালো কাজ করতেছে। তাহলে যেটা করতে পারেন অ্যাড শেষে ডিজিটাল মার্কেটার এর সাথে সেল নিয়ে কথা বলতে পারেন তাহলে তার ধারনা হবে কোন ধরনের অ্যাডে আপনার ভালো সেল হচ্ছে। অথবা আপনি তার কাছে জেনে নিন সে কি ধরনের এড রান করেছে এবং আপনার সেল কেমন হচ্ছে সেটা হিসাব রাখুন।
পন্যের মূল্যঃ
আপনার পণ্যের মূল্য নির্ধারণে মার্কেট যাচায় করতে হবে। হয়তো আপনি হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছেন এই কারণে মানুষ কিনতে চাচ্ছে না। বা আপনি এর আগে ডিসকাউন্ট দিয়েছেন, সেল পেয়েছেন এখন ডিসকাউন্ট বন্ধ করে দিয়েছেন আর সেল পাচ্ছেন না। আবার হতে পারে আপনার কম্পিটিটর আপনার তুলনায় কম প্রাইজে বিক্রি করতেছে।
ডলার এমাউন্টঃ
ধরেন আপনি ৫ডলার ৫দিন দিচ্ছেন। তাহলে অবশ্যই আপনার মেসেজ কম আসবে । তার কারন ফেসবুক Algorithm এ যদি একই প্রোডাক্ট অন্য কম্পানী অ্যাড দেই এবং আপনার থেকে বেশি ডলারে তাহলে অবশ্যই ফেসবুক তার অ্যাড কে বেশি গুরুত্ব দিবে। এটাই স্বাভাবিক ।
সঠিক কাস্টমার টার্গেট এবং সঠিক ভাবে যদি বুস্ট করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
হটলাইনঃ +880 9642-000067
হেল্পলাইনঃ +880 1849-723089 (Calls & WhatsApp)
ওয়েবসাইট লিংকঃ www.arrowru.com
আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
বাসা # ০২ (লিফটের ৫), ব্লক # জি, দক্ষিন বনশ্রী মেইন রোড, ফাল্গুনী চেক, ঢাকা -১২১৯