মেঘ The Cockatiel

মেঘ The Cockatiel ⭐Premium pet store ⭐Exotic Birds ⭐Bird food ⭐Pat Medicine & Accessories ⭐Birds Toy
(2)

2025 end with Alhamdulillah for everything 2025 Bismillah and Insha-allah 😌🤗 ❤️❤️❤️
01/01/2025

2025 end with Alhamdulillah for everything 2025 Bismillah and Insha-allah 😌🤗
❤️❤️❤️

26/12/2024

পরের দোষত্রুটি লইয়া কেবলই সমালোচনা করিতে থাকিলে মন ছোটো হইয়া যায়, স্বভাব সন্দিগ্ধ হইয়া উঠে, হৃদয়ের সরসতা থাকে না
— রবীন্দ্রনাথ ঠাকুর

25/12/2024

২০২৫ সালটা যেনো আমাদের জন্য ব্যস্ততম সাল হয়, যাতে আমরা কেউ কষ্ট পাওয়ার সময় না পাই ❤️

Mr চমচম ❤️😎বিড়ালকে প্রতিদিন যে খাবার খেতে দেবেন:মুরগির মাংস ছোট টুকরা করে সেদ্ধ করে খেতে দেবেন।মুরগির সুপ, সেদ্ধ ডিম (সপ...
25/12/2024

Mr চমচম ❤️😎

বিড়ালকে প্রতিদিন যে খাবার খেতে দেবেন:

মুরগির মাংস ছোট টুকরা করে সেদ্ধ করে খেতে দেবেন।
মুরগির সুপ, সেদ্ধ ডিম (সপ্তাহে একবার) খেতে দেবেন ।
সেদ্ধ মাছ (কাটা ছারিয়ে) খাওয়াতে পারেন। রুই, কাতল, ,চাপিলা, ইলিশ/জাটকা, তেলাপিয়া মাছ খাওয়াতে পারেন। তবে একই মাছ এক টানা অনেকদিন খাওয়াবেন না, ঘুরিয়ে ফিরিয়ে একেক সময় একেক মাছ খেতে দেবেন।

যদি ভাত খাওয়াতে চান তাহলে অল্প ভাতের সাথে বেশি বেশি মাংস /মাছ মাখিয়ে খেতে দেবেন। বিড়াল মাংসাশি প্রানি তাই মাংসই ওদের খাবার।

বিড়ালের খাবারে কোন তেল মসলা, পেঁয়াজ, রশুন দেবেন না একদমই। শুধু পানিতে মাছ/মাংস সেদ্ধ করে দেবেন।

বিড়ালের খাবারে লবণ একদম দেবেন না। সেদ্ধ মাংস,মাছ,সেদ্ধ ডিম (সপ্তাহে একবার) ,

মুরগির সুপ খেলে আপনার বিড়াল সুস্থ থাকবে আর অসুস্থ কম হবে।❤️❤️❤️❤️❤️

শিশু শ্রেণিতে পড়ে উনি 😁 আপনার বিড়াল ছানা কোন ক্লাসে পড়ে?
18/12/2024

শিশু শ্রেণিতে পড়ে উনি 😁
আপনার বিড়াল ছানা কোন ক্লাসে পড়ে?

এইগুলো মরা পাখি নয়। মদপানে মাতাল হওয়া ওয়াক্স উইং পাখি। কিছু কিছু  ফল আছে যেগুলো পচে গেলে তাতে এলকোহল জমে। এই পাখিগুলো সে...
18/12/2024

এইগুলো মরা পাখি নয়। মদপানে মাতাল হওয়া ওয়াক্স উইং পাখি।

কিছু কিছু ফল আছে যেগুলো পচে গেলে তাতে এলকোহল জমে। এই পাখিগুলো সেই এলকোহলওয়ালা ফল খেয়ে টাল হয়ে মাটিতে পড়ে থাকে।

পার্কে হাঁটার সময় পথচারীরা পাখিগুলোকে কুড়িয়ে নিরাপদ স্থানে রেখে দেন যাতে নেশা কেটে গেলে পাখিগুলো উড়ে যেতে পারে।

What I thought I looked like vs. what I actually looked like. 😁🤣
16/12/2024

What I thought I looked like vs. what I actually looked like. 😁🤣

🥺
15/12/2024

🥺

মজা পেলাম 😂😂আমরা 90's এর কিড যারা, তারা কপাল করে বাপ মা পাইছিলাম মা শা আল্লাহ। যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি প...
10/12/2024

মজা পেলাম 😂😂
আমরা 90's এর কিড যারা, তারা কপাল করে বাপ মা পাইছিলাম মা শা আল্লাহ।

যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করতো 🥱🥱।

ছেলে মেয়ের মুড সুইং এর একমাত্র সমাধান ছিল তাদের কাছে বিছানা ঝারা শলা বারি 🙄🙄।

আর "মাই লাইফ, মাই রুলস" এর প্রতিউত্তরে তারা বলতো- "তোর গাল, আমার জুতা" 🤦‍♀️🤦‍♀️।

তাদের কাছে একমাত্র সার্বক্ষণিক কোমল অস্ত্র বলতে থাকতো গাল মুচড়ানি। যেটা তারা যেখানে সেখানে, যত্রতত্র ভাবে প্রয়োগ করতো 😷😷।

যাদের কাছে পোলাপানের এক্সাম, রেজাল্ট, মার্কশীট, ক্লাস এটেন্ডেন্স এসব নিয়া কোন টেনশন ছিল না, শুধুই টেনশন ছিল চিল্লায় পড়লে রান্নাঘর থেকে পড়া শোনা যাবে কিনা 🤷‍♀️🤷‍♀️।

তারা এতোটাই সহজ সরল ছিল যে, তাদের পোলাপান বাহিরে গিয়ে কারো হাতে মাইর খেয়ে আসলে তারা আবার মাইর দিতো। যেন নেক্সট টাইম ওখানে আর না যাই 😄😄।

তাদের ছেলে মেয়ের নামে কেউ বিচার দিলে তারা আগে একচোট মাইর দিয়ে তারপর জিজ্ঞেস করতো ঘটনা সত্য কিনা। যদি ঘটনা মিথ্যা হইতো তাহলে কান্না থামানোর জন্য আবার একচোট মাইর দিতো 😂😂😂।

আমরা 90's কিড, আমাদের টিফিনের টাকা জমায় আবেগ কেনার সুযোগ থাকত না, কারন আমাদেরকে টিফিন বাবদ রুটি-আলু ভাজি ব্যাগের ভিতর দিয়ে দেয়া হইতো 🫣🫣।

এখন যেমন বাচ্চারা ভ্যাকেশনে কক্সবাজার, সিলেট বা দেশের বাহিরে যায়, আমরাও যাইতাম। বাট ডেস্টিনেশন সবসময়ই সেম, মামার বাড়ি দাদার বাড়ি 🥱🥱।

আমরা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব শব্দ জানতামই না স্যান্ডেলের বারির ভয়ে।

আমরা মুখে যতোই বলতাম আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, আসলে আমরা ওসব কিছুই হতে চাইতাম না। আমরা শুধু বড় হইতে চাইতাম, আব্বা আম্মার সমান বড়। ঠিক যতোটা বড় হলে আর কারো মাইর না খাওয়া লাগে।

Collected

বসুন্ধারা সিটির সামনে এই পিঠার দোকানে মামা ১০টা কড়াইতে বলতে গেলে কনটিনিউয়াসলি পিঠা বানাচ্ছেন।প্রতি পিঠা ৪০ টাকা, কড়াইতে ...
28/11/2024

বসুন্ধারা সিটির সামনে এই পিঠার দোকানে মামা ১০টা কড়াইতে বলতে গেলে কনটিনিউয়াসলি পিঠা বানাচ্ছেন।

প্রতি পিঠা ৪০ টাকা, কড়াইতে দেওয়ার পর ৫ মিনিট সময় লাগে। মানে প্রতি ৫ মিনিটে ৪০০ টাকার প্রোডাকশন হচ্ছে।

ঘন্টায় ৪৮০০ টাকা, ৫ ঘন্টায় (জিজ্ঞাসা করে নিশ্চিত হইছি) ২৪ হাজার টাকার সেলস 😎

আল্লাহ নিশ্চয়ই দেবেন তিনি পরম করুণাময়, রহমানের রহিম ❤️ ইনশাআল্লাহ্ একদিন পাবো ❤️
25/11/2024

আল্লাহ নিশ্চয়ই দেবেন তিনি পরম করুণাময়, রহমানের রহিম ❤️
ইনশাআল্লাহ্ একদিন পাবো ❤️

শুভ সন্ধ্যা ❤️ওরিগ্যানো, চিলি ফ্লেক্স,রসুন কুচি দিয়ে এমন হালকা ভাজা মাশরুম কার কার পছন্দ ⁉️আমার তো ভীষণ পছন্দ 😎সন্ধ্যার ...
23/11/2024

শুভ সন্ধ্যা ❤️
ওরিগ্যানো, চিলি ফ্লেক্স,রসুন কুচি দিয়ে এমন হালকা ভাজা মাশরুম কার কার পছন্দ ⁉️
আমার তো ভীষণ পছন্দ 😎

সন্ধ্যার নাস্তা বা ডায়েট ডিনার হিসেবে কিন্তু একদম পারফেক্ট 🥰🥰

23/11/2024

রাজকুমার আর চমচমের দুষ্টুমি 😎❤️😍
মাশা-আল্লাহ! একটু বেশিই সুন্দর! ❤️

❤️❤️ ゚viralシfypシ゚

23/11/2024

নতুন বাচ্চাদের আগমন মন শান্তি 😍

যা স্রষ্টা ছাড়া কাউকে বলা যায়না ,তাই হচ্ছে দুঃখ ☺️❤️ #চমচম
23/11/2024

যা স্রষ্টা ছাড়া কাউকে বলা যায়না ,
তাই হচ্ছে দুঃখ ☺️❤️
#চমচম


21/11/2024
19/11/2024

😍😍

14/11/2024

বৃহস্পতিবার আমারও আসে;বাড়ি আর যাওয়া হয় না! কারণ-

আমি আমার বাড়িতেই থাকি!!😒

Address

Goran

Opening Hours

11:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when মেঘ The Cockatiel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share