ভবিষ্যতের বাংলাদেশ

ভবিষ্যতের বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না

11/12/2023

প্রতিদিনের রান্নায়
দুটি পেঁয়াজের বেশি নয়,
একটি হলে ভালো হয়

11/12/2023

বাংলাদেশের মুদি ব্যবসায়ীরা যদি জানতে পারে আগামী পাঁচ দিন পর কেয়ামত হবে তখন তারা তাজবি এবং জায়নামাজের দাম বাড়িয়ে দিবে

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
10/12/2023

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

ফেইসবুকের নতুন চমক,কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন। যদি highlight লেখাটি নীল...
10/12/2023

ফেইসবুকের নতুন চমক,
কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন। যদি highlight লেখাটি নীল হয়, ঠিক এইরকম ( Highlight )
তাহলে বুঝবেন আপনার আইডি মজবুত আছে এবংসহজে কেউ হ্যাক করতে পারবে না ।

এইটা কি সত্য ???? দেখেনতো

যাদের জায়গা ১ শতাংশের ও কম, তারা এভাবে বাড়ী করতে পারেন।
10/12/2023

যাদের জায়গা ১ শতাংশের ও কম, তারা এভাবে বাড়ী করতে পারেন।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 MD Sumon Ahmed, Sife Islam, Md Riyajul C...
07/12/2023

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 MD Sumon Ahmed, Sife Islam, Md Riyajul Chowdhury, Samso Mollah, EM ON, Md. Arafat Khan, Abu Za Gifary, Prosan Sarkar, Al Amin, Ashik Bhuiyan

এক চাচা ভোট দেওয়ার পর বাইরে এসে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন🥹🫰•চাচা:বেটা তোমার চাচী কি ভোট দিয়ে চলে গেছেন😊😊পোলিং এজেন্ট ...
06/12/2023

এক চাচা ভোট দেওয়ার পর বাইরে এসে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন🥹🫰

•চাচা:বেটা তোমার চাচী কি ভোট দিয়ে চলে গেছেন😊😊

পোলিং এজেন্ট লিস্ট চেক্ করে বলল...

হ্যাঁ চাচা, চাচী ভোট দিয়ে চলে গেছেন।🫡🫡

•চাচা:ইস যদি একটু তাড়াতাড়ী আসতাম তবে দেখা হতো।😒😒

পোলিং এজেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করল...

কেন চাচা? চাচী কি আপনার সাথে থাকেন না🫤🫤

•চাচা :বেটা আজ ৯ বছর হয়ে গেছে তোমার চাচী মারা গেছেন।!🥲🥲

-কিন্তু প্রতিবছর ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যান কিন্তু কোনোদিন দেখা হয় না।🥹🥹

বিঃদ্রঃ ছবি ও লেখা সংগ্রহীত। আর এটা একটা ফানি পোস্ট, প্লিজ পোস্ট টাকে কেউ সিরিয়াসলি নিবেন না।

ছোটবেলায় এরকম ভয়াবহ স্মৃতি কার কার আছে
06/12/2023

ছোটবেলায় এরকম ভয়াবহ স্মৃতি কার কার আছে

বৃহত্তর কুমিল্লা বিভাগের ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলে ইসালে সাওয়া ব, ২৬ জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত হবে, শে...
04/12/2023

বৃহত্তর কুমিল্লা বিভাগের ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলে ইসালে সাওয়া ব, ২৬ জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত হবে, শেয়ার করে সবাইকে পৌঁছে দিন

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
03/12/2023

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

নতুন মোড়কে কোকাকোলা, ইসরাইলি পন্য হিসেবে ব্যবসায়ী ধ্বসের উপর নতুন আইডিয়া এনেছে কোম্পানিটি
01/12/2023

নতুন মোড়কে কোকাকোলা, ইসরাইলি পন্য হিসেবে ব্যবসায়ী ধ্বসের উপর নতুন আইডিয়া এনেছে কোম্পানিটি

It's geneus ! Reality
30/11/2023

It's geneus ! Reality

30/11/2023

যেহেতু বিরোধী দল নির্বাচনে আসছে না সেহেতু জনগণের টাকা খরচ করে নির্বাচন করার কি দরকার?

লিজেন্ড কই গেলো? কিছু কি দেখতে পেলেন?
27/11/2023

লিজেন্ড কই গেলো? কিছু কি দেখতে পেলেন?

26/11/2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রোববার বেলা ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভ...
26/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রোববার বেলা ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের দুটি আসনে দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, দীপু মণি মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো প্রার্থীদের তালিকা তুলে ধরা হলো:

Healthy breakfast.. Good Morning Everyone
26/11/2023

Healthy breakfast.. Good Morning Everyone

ঢাকা থেকে কক্সবাজার রেলপথেসবগুলো স্টেশনের নাম  এবং ঢাকা থেকে  দুরত্ব।১) ঢাকা    ০০২) তেজগাঁও    ৬.৪৪৩) বনানী     ১০.৮৬৪)...
13/11/2023

ঢাকা থেকে কক্সবাজার রেলপথে
সবগুলো স্টেশনের নাম এবং ঢাকা থেকে দুরত্ব।

১) ঢাকা ০০
২) তেজগাঁও ৬.৪৪
৩) বনানী ১০.৮৬
৪) ঢাকা ক্যান্টনমেন্ট ১৩.২৭
৫) ঢাকা বিমানবন্দর ১৮.২৮
৬) টঙ্গী জংশন ২২.৯৩
৭) পুবাইল ৩১.৯৯
৮) নলছাটা বিলুপ্ত
৯) আড়িখোলা ৩৯.৬৩
১০) ঘোড়াশাল ফ্লাগ ৪৬.৮৭
১১) ঘোড়াশাল ৪৮.০৮
১২) জিনারদী ৫২.৫১
১৩) নরসিংদী ৫৭.৩৪
১৪) আমিরগঞ্জ ৬২.৫৭
১৫) খানাবাড়ী ৬৫.৭৯
১৬) হাঁটুভাঙা ৭০.২২
১৭) মেথিকান্দা ৭৩.৮৪
১৮) শ্রীনিধি ৭৭.৮৬
১৯) দৌলতকান্দি ৮৩.০৯
২০) ভৈরব বাজার জংশন ৮৭.১১
২১) আশুগঞ্জ ৯০.৩১
২২) তালশহর ৯৪.৭৩
২৩) বি বাড়িয়া ১০৩.৯৯
২৪) পাঘাচং ১১০.৮৩
২৫) ভাতশালা ১১৪.৮৫
২৬) আখাউড়া জংশন ১২০.০৮
২৭) গঙ্গাসাগর ১২৪.৫০
২৮) ইমামবাড়ী ১৩০.৫৪
২৯) কসবা ১৩৫.৩৭
৩০) মন্দাবাগ ১৪১.৮১
৩১) সালদানদী ১৪৩.৮২
৩২) শশীদল ১৪৭.৪৫
৩৩) রাজাপুর ১৫৩.৮৯
৩৪) সদর রসুলপুর ১৬১.১৩
৩৫) কুমিল্লা ১৬৭.৫৭
৩৬) ময়নামতি ১৭১.১৯
৩৭) লালমাই ১৭৯.৬৫
৩৮) আলিশ্বর ১৮৫.২৪
৩৯) লাকসাম জংশন ১৯১.১৯
৪০) নাওটি ১৯৮.৮৪
৪১) লাঙ্গল কোট ২০৪.৪৭
৪২) হাসানপুর ২০৯.৭০
৪৩) গুনবতি ২১৭.৭৫
৪৪) শর্শদী ২২২.৯৯
৪৫) ফেনি জংশন ২৩১.৪৪
৪৬) কালিদহ ২৩৬.২৭
৪৭) ফাজিলপুর ২৪১.৯০
৪৮) মুহুরীগঞ্জ ২৪৫.৫৩
৪৯) চিন কি আস্তানা ২৫১.৯৭
৫০) মাস্তান নগর ২৫৭.২০
©️ BY TRAIN VIEW
৫১) মীরের সরাই ২৬২.৮৩
৫২) বারতাকিয়া ২৬৮.০৭
৫৩) নিজামপুর কলেজ ২৭৩.৩০
৫৪) বাবৈয়া ঢালা ২৭৭.৩২
৫৫) সীতাকুণ্ড ২৮৩.৭৬
৫৬) বাড়বকুণ্ড ২৮৯.০০
৫৭) কুমিরা ২৯৭.৮৫
৫৮) ভাটিয়ারী ৩০৭.১১
৫৯) ফৌজদার হাট ৩০৯.৫২
৬০) কৈবলাধাম ৩১৪.৭৭
৬১) পাহাড়তলী ৩১৬.৭৮
৬২) চট্টগ্রাম কেবিন ৩১৯.১৯
৬৩) চট্টগ্রাম ৩২০.৭৯
৬৪) ঝাউতলা ৩২৪.১
৬৫) চট্টগ্রাম পলিটেকনিক ৩২৫.৬৪
৬৬) ষোলশহর জংশন ৩২৬.৯৫
৬৭) জান আলীর হাট ৩৩৩.২৫
৬৮) গোমদন্ডি ৩৩৮.৩৩
৬৯) বেঙ্গুড়া ৩৪২.৫৩
৭০) ধলঘাট ৩৪৬.১৫

৭১) খান মোহনা ৩৪৮.৯৬
৭২) পটিয়া ৩৫১.৩৭
৭৩) চক্রশালা ৩৫৪.১৮
৭৪) খরনা ৩৫৫.৭৯
৭৫) কাঞ্চন নগর ৩৫৯.১
৭৬) খানহাট ৩৬১.০২
৭৭) হাসিমপুর ৩৬৪.২৪
৭৮) দোহাজারী ৩৬৭.৮৬
৭৯) সাত কানিয়া ৩৭৬.৬২১
৮০) লোহাগাড়া ৩৮৯.৪৬০
৮১) হারবং ৪০৫.৩৬০
৮২) চকোরিয়া ৪১৬.৯২৫
৮৩) ডুলহাজারা ৪২৭.৫৮৬
৮৪) ইসলামাবাদ ৪৪০.৪৪১
৮৫) রামু ৪৫৭.১০১
৮৬) কক্সবাজার ৪৬৯.৪৩০
আরও আপডেট পেতে পেজটা লাইক ও ফলো করে পোষ্টটা শেয়ার করুন

কারো পরিচিত কিনা দেখুন?এই অজ্ঞাত ব্যক্তিটি প্রায় অজ্ঞান অবস্থায় আছে, শুধু বলতে পারছে বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার, নবীনগর।আর ...
07/11/2023

কারো পরিচিত কিনা দেখুন?

এই অজ্ঞাত ব্যক্তিটি
প্রায় অজ্ঞান অবস্থায় আছে,
শুধু বলতে পারছে বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার, নবীনগর।
আর কিছু বলতে পারছে না।

সে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছে।
কারো পরিচিত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জ এর মাধবপুরে যোগাযোগ করুন

পোস্টটি সবাই শেয়ার করুন,

23/10/2023

আজকে ভৈরবের রেল দুর্ঘটনায় উদ্ধারকারী মানুষের চাইতে ক্যামেরা নিয়ে ভিডিও করা মানুষের সংখ্যা বেশি, আমি স্টেশন মাস্টার রা ইদানিং ব্ল্যাক এ টিকেট বেচা নিয়ে ব্যস্ত

রাস্তার ডিভাইডার যেন যেন দুর্ঘটনার ফাঁদ চট্টগ্রাম রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তার ডিভাইডার এর শুরুতে  কোনো মার্কিং ছাড়া ড...
13/10/2023

রাস্তার ডিভাইডার যেন যেন দুর্ঘটনার ফাঁদ
চট্টগ্রাম রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তার ডিভাইডার এর শুরুতে কোনো মার্কিং ছাড়া ডিভাইডার শুরু। শুরুতে ফ্লোরেসেন্ট ( আলো পড়লে জ্বলে ) লাল মার্কিং থাকলে দুর্ঘটনা থেকে রেহাই পেতে পারে। কতৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা নিলে দুর্ঘটনা রোধ করা যেতে পারে।

12/10/2023

বাঙালির অর্ধেক জীবন পার হয়ে যাবে জন্ম নিবন্ধন,
এন আইডি,কাবিন নামা, পাসপোর্ট ইত্যাদির ভুল সংশোধন করতে করতে! 😒

দোহাজারী-কক্সবাজার রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। আগেই নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন। এখন চলছে শোভাবর্ধনের...
11/10/2023

দোহাজারী-কক্সবাজার রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। আগেই নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন। এখন চলছে শোভাবর্ধনের কাজ। ১৫ থেকে ২০ অক্টোবর এ রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চালু করা হবে। এরপর ২৮ অক্টোবর এই লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে কক্সবাজারবাসীর বহুল আলোচিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।

বাস-ট্রাকের পেছনে প্রায়ই ছেঁড়া জুতা ঝুলানো দেখা যায় কেন?বহু পুরোনো একটি রীতি।এর পিছনে দুটো বিষয় রয়েছে।১। ছেঁড়া জুতো ঝ...
09/10/2023

বাস-ট্রাকের পেছনে প্রায়ই ছেঁড়া জুতা ঝুলানো দেখা যায় কেন?

বহু পুরোনো একটি রীতি।

এর পিছনে দুটো বিষয় রয়েছে।

১। ছেঁড়া জুতো ঝুলিয়ে দিয়ে এটা খেয়াল রাখা হয়, জুতো টি রাস্তার লেভেল থেকে উপরে ঝুলছে কী না, সে ক্ষেত্রে ধরে নেয়া হয়, বাসে, ট্রাকে লোড নিয়ন্ত্রণে রয়েছে। যদি, জুতোটা রাস্তা ছুঁয়ে ফেলে, সেক্ষেত্রে, বুঝা যায় গাড়িটিতে লোড বেশী হয়েছে। চালক, তখন প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন।

২। গাড়িটিতে যাতে কোনোরূপ নেতিবাচক প্রভাব না পড়ে। অর্থাৎ, কুনজর, খারাপ দৃষ্টির জন্য কোনোরূপ ক্ষতি হওয়া, এজাতীয় বিষয়।

09/10/2023

ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মধ্য রাতে ছাদ থেকে লাফিয়ে পড়ে না ফেরার দেশে চলে গেছে,

২০০৬ সালের খবরের কাগজ, মুদ্রার এপিঠ ওপিট
09/10/2023

২০০৬ সালের খবরের কাগজ, মুদ্রার এপিঠ ওপিট

07/10/2023

বাবার টাকায় খেয়ে,
নেতার পিছনে কম ঘুরে🤔
বাজারের ব্যাগটা নিয়ে বাজারে গিয়ে দেখো
দেশ কতটা উন্নয়ন হয়েছে🤔

ব্রেকিং নিউজ! ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে---সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক ...
04/10/2023

ব্রেকিং নিউজ! ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে---

সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক দিয়ে রাত্রিকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি নতুন ননস্টপ আন্তঃনগর ট্রেন চলবে।

ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫। কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

ঢাকা-সিলেট রুটে একটি নতুন ননস্টপ ট্রেন চলবে নতুন কোরিয়ান রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৯:৩০, সিলেট পৌঁছাবে ১৫:১০, সিলেট ছাড়বে বিকাল ৪টার পরে এবং ঢাকায় ঢুকবে রাত ১১টায়। এক্ষেত্রে পারাবত এক্সপ্রেসের সময়সূচিতে কিছুটা সমন্বয় করে ওয়াশপিট হবে সিলেটে।

৭০৪/৭৪১ অর্থাৎ চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ইনকা ১০০ এমজি লটের কোচ দিয়ে একটি রেকের মাধ্যমে চলবে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬টায়, ঢাকা পৌঁছাবে বেলা ১২:০০। ঢাকা ছাড়বে দুপুর ২টায়, চট্টগ্রাম পৌঁছাবে রাত ৮:৩০।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়। ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনের সাথে এরা কানেকশন পাবে।

ঢাকা-নোয়াখালী রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৮টায়, নোয়াখালী পৌঁছাবে দুপুর ১:৩০। নোয়াখালী ছাড়বে দুপুর ২:৩০, ঢাকা পৌঁছাবে রাত ৮টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে। ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

ঢাকা-ঈশ্বরদী-পাবনা রুটে নতুন আন্ত:নগর ট্রেন চলবে। পাবনা ছাড়বে সকাল ৮টায়, ঢাকা পৌঁছাবে দুপুর ২টায়। ঢাকা ছাড়বে ৩:২৫, পাবনা পৌঁছাবে রাত ৯:৪০।

ঢাকা-বুড়িমারী নতুন আন্ত:নগর ট্রেনসহ লালমনি এক্সপ্রেস ট্রেনের জন্য বুড়িমারী-লালমনিরহাট রুটে কানেকটিং শাটল ট্রেন চলবে।

বিজয় এক্সপ্রেসের রুট বর্ধিত হবে জামালপুর পর্যন্ত। চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টা, জামালপুর পৌঁছাবে ৬টায়, ছাড়বে ৭টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৪:২০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড়টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস পদ্মাসেতু হয়ে চলবে। চিত্রা এক্সপ্রেস আগের রুটে অর্থাৎ বঙ্গবন্ধু সেতু দিয়ে চলবে। সুন্দরবন ও বেনাপোলের নতুন স্টপেজ কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা জংশন।

নকশিকাঁথা কমিউটার রুট বর্ধিত করে খুলনা-গোয়ালন্দ এর পরিবর্তে খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। খুলনা থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল ৯:৪৫। ফিরতিযাত্রায় ঢাকা থেকে সকাল ১১:৩০ ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ৯:২০।

৭৭৯/৭৮০ নং ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত চলবে।

আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস রুট বর্ধিত করে রাজশাহী-ভাঙ্গা এর পরিবর্তে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। নতুন স্টপেজ ভাঙ্গা জংশন, পদ্মা, মাওয়া, পুকুরিয়া, শিবচর।

ঢাকা থেকে ৭৩৯ নং উপবন এক্সপ্রেস রাত ৮:৩০ এর পরিবর্তে রাত ১০টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

লাগেজভ্যান যুক্ত আন্ত:নগর ট্রেনের লোডিং / আনলোডিং স্টেশনে যাত্রাবিরতি ২ মিনিটের স্থলে ৫ মিনিট দিবে।

-----------------------

কপি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে গৃহবধুর দেবরসহ ১১ জনকে ...
04/10/2023

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে গৃহবধুর দেবরসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ধর্ষণের সময় ধারণ করা ভিডিও ক্লিপ।

গ্রেফতাররা হলেন- উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের ছলিম মিয়ার ছেলে ওয়াসিম হোসেন (২০), সাজাহান মিয়ার ছেলে রাকিব হোসেন (২০) ও আব্দুল কুদ্দুসের ছেলে রেদোয়ান (২০)। রোববার (৩১ মে) রাত থেকে সোমবার (১ জুন) ভোর পযর্ন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওই গৃহবধূর মা জানান, ঈদের দিন তার মেয়ে তাদের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সকালে প্রতিবেশী দেবর ওয়াসিম ফোন করে তার অবস্থান জেনে নেয়। সকাল ১০টার দিকে বাড়ির পাশে বড়টিয়া বাজারে মোবাইলে ফ্লেক্সিলোড করতে গেলে তার সঙ্গে ওয়াসিমের দেখা হয়। এ সময় ওয়াসিমের বন্ধু রাকিবও সঙ্গে ছিল। ওয়াসিম কথা আছে বলে হাঁটতে হাঁটতে তার মেয়েকে নিয়ে একটি নির্জন বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল অন্যান্যা আসামিরা। যারা সবাই ওয়াসিমের বন্ধু-বান্ধব এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

সেখানে তার মেয়ের হাত-মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে তারা। সেই দৃশ্য তারা মোবাইল ফোনে ভিডিও করে। ঘটনার পর বখাটেরা পালিয়ে যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে অসুস্থ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। পরে বিস্তারিত জানতে পারেন তারা।

এদিকে এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় স্থানীয় একটি মহল। তিনদিন পর ঘটনা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। রোববার রাতে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেন।

ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, লোকমুখে ঘটনা জানার পর ভিকটিমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা খুবই দরিদ্র হওয়ার কারণে মামলা না করার জন্য স্থানীয় একটি মহল পরামর্শ দিয়েছিল। গণধর্ষণ মামলায় ১১ জন আসামি। যাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, সোমবার সকালে জেলা সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Address

Kasba, Brahmanbaria
Kasba
3460

Alerts

Be the first to know and let us send you an email when ভবিষ্যতের বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভবিষ্যতের বাংলাদেশ:

Share

Category

Nearby media companies