Maulana Jalal Uddin Rumi

Maulana Jalal Uddin Rumi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maulana Jalal Uddin Rumi, Video Creator, Brahmanbaria Chittagong, Kasba.

24/08/2023

Yesterday I was asking others for a sign of You.
Today, there isn't a sign that isn't of You.

-Rumi.

24/08/2023

“যেই এলম তোমাকে তোমা হতে ছিনিয়ে নিয়ে তার ক্রোড়ে ধারণ না করে, ঐ এলম হতে অজ্ঞতা শত গুণে ভাল।”

---শামস তাবরিযী

04/05/2023

আমি কেবল তোমায় বেছে নিয়েছি সারাবিশ্ব হতে,
তোমার কী উচিত আমায় দুঃখ দেয়া?
আমার হৃদয়টি তোমার হাতের কলম,
তোমার উপরেই নির্ভর করে আমাকে তুমি সুখী লিখবে না দুঃখী!
আমি শুধু তা-ই দেখি যা তুমি প্রকাশ করো,
এবং সেভাবেই বেঁচে থাকি
যেভাবে তুমি আমায় রেখেছ।
আমার অনুভূতির মাঝে আছে সে রংয়ের সবগুলোই
যা তোমার রংতুলিতে আঁকতে ইচ্ছে করে।
প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু তুমি ই।
তোমার অনুগ্রহ আমার জীবন প্রসন্ন।
যখন তুমি লুকিয়ে থাকো
তখন আমি হয়ে যাই একজন অধার্মিক,
আর যখন তুমি দেখা দাও তখন আমি আমার ধর্ম খুঁজে পাই।

_ মাওলানা জালালউদ্দিন রুমি রহঃ🖤

13/04/2023

যত বেশি নিরব হবে তত
বেশী শুনতে পাবে।

মাওলানা জালাল উদ্দীন রুমি রহঃ

12/04/2023

"ঠাট্টার ছলে মানুষের সামনে যে আপনাকে অপমান করে, তাকে বন্ধু বানাবে না।"

—হযরত ছৈয়দ মওলা আলী (আঃ)

12/04/2023

"কিছু কিছু সুন্দর পথের খোজঁ,
হারিয়ে না গেলে পাওয়া সম্ভব নয়।"

—মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)

12/04/2023

সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ
তার খারাপ কাজ গুলো পৃথিবীতে রয়ে যায়।

আবু বকর (রাঃ)

28/02/2023

'' পাপ না করলে আমিই খোদা হতাম, আমার পাপ হতে তোমার খোদায়ী প্রকাশ পায়। তোমার রহমত সর্বদা আমার পাপের মুখাপেখি, আমি ছাড়া তুমি কখনই খোদা হতে পারতে না।''

__ আল্লামা ইকবাল 🌿

28/02/2023
06/01/2023

মেনে নাও স্রষ্টা যে সমস্যা গুলো তোমাকে দিয়েছেন
,কেবল তখন ই সমস্যা থেকে উত্তরনের দরজা খুলে যাবে।

মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ)।

16/11/2022

"দোলনা থেকে কবর পর্যন্ত
জ্ঞান অন্বেষণ করো"

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)

16/11/2022

“মন খারাপ করো না! কারণ চরম নিরুপায় মুহুর্তেই খোদা আশার বাণী দেন। ভুলে যেও না যে, সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে।”💥

-মাওলানা জালাল উদ্দীন রুমি (রহঃ)

16/11/2022

“নিরবতা হলো মহাসাগর। কথা হলো নদী। যখন মহাসাগর তোমাকে খুঁজছে তখন নদীর মাঝে হেটোঁনা, মহাসাগরের ডাকে সাড়া দাও।”

মাওলানা জালাল উদ্দীন রুমি রহঃ

16/11/2022

ভালোবাসা হলো সুস্থ থাকার উপায়।
ভালোবাসা হলো সবকিছু বদলে দেবার জাদু ।
ভালোবাসা হলো স্বৰ্গীয় সৌন্দর্য দেখার আয়না।

~হযরত জালালউদ্দিন রুমি (রহঃ)💞🙏

যদি থাকে অতুল, তবে দান কর তোমার সম্পদ।যদি থাকে সামান্য,তবে দান কর তোমার হৃদয়।”“প্রেম সর্বদাই তৃষ্ণাস্বরুপ! ইহা সর্বদাই ত...
11/11/2022

যদি থাকে অতুল, তবে দান কর তোমার সম্পদ।
যদি থাকে সামান্য,তবে দান কর তোমার হৃদয়।”

“প্রেম সর্বদাই তৃষ্ণাস্বরুপ! ইহা সর্বদাই তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে ! প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতই অনুসরন করে!”

প্রেমে পড়ে সব কিছু বাজি ধরে আপনার মনুষ্যত্ব প্রমান করুন। অন্যথায় এই আসর
ত্যাগ করুন, দ্বিধা-বিভক্ত মন কখনো
বিশালতা পায়না।

আমি আমার জন্য মরে গেছি এবং বেঁচে আছি তোমার কারণে।”

“ভালোবাসা হচ্ছে সংযোগ রেখা তোমার আর সকলের মাঝে।”

“আমার প্রথম প্রেমের গল্প শোনামাত্র তোমাকে খুঁজতে থাকি! কিন্তু জানি না ওটা কতটা অন্ধ ছিল। প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।”


___ মাওলানা জালাল উদ্দীন রুমি রহঃ

06/11/2022

যদি হৃদয়টি সহজ-সরল এবং কোমল না হয়,
তাহলে বস্তা ভর্তি ইলম বৃথা!
সুতরাং হে আমার আত্মা,
তুমি নম্র, ভদ্র ও কোমল হও!

- ইমাম গাজ্জালী 🥀

06/11/2022

গোনাহর কাজ করার আগে
মনে করতে হবে,
মৃত্যুর তালিকায় আমিও একজন.

06/11/2022

👉ইবনে আরাবির বানী...🖊️

ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়।

২. কোন পাপই আল্লাহর রহমত থেকে বড় নয়।

৩. আমরা মানুষ শূন্য থেকে এসেছি, আবারো শূন্যেই ফিরে যাবো।

৪. আল্লাহ্ তাঁর বান্দাদের পরীক্ষা নেন, পরীক্ষার সময় সবুর করতে হয়। সবুর কোন সহজ কাজ নয়, যে গাছ ঝড়ের সাথে তাল মিলাতে পারে না তা ভেঙে পড়ে যায়!

৫. যে অশ্রু কাঁদায়, তা হৃদয়ের পুঁজ দূর করবে।

৬. তোমার দৃষ্টি তোমার আয়না। মনে রাখো তুমি অন্যদের যেভাবে দেখবে অন্যরাও তোমাকে ঠিক সেভাবেই দেখবে!

৭. ব্যথা সবসময়ই ক্ষণস্থায়ী হয়। আঘাত ব্যথা না পেলে বিজয়ের আনন্দ কখনও উপভোগ করা যায় না!

৮. প্রজ্ঞাই মানুষের সবচেয়ে বড় সম্পদ।

৯. যতক্ষণ তোমার ভেতর ঈমাণ থাকবে ততক্ষণ তোমার শত্রুও থাকবে!

১০. কারো গন্তব্য কোথায় হবে তা তার প্রচেষ্টার আলোকেই নির্ধারিত হয়।

১১. যে কথা গোপন রাখতে পারে না, তার কাছে কখনো গোপন কথা বলো না।

১২. কখোনো ভেঙে পড়ো না, হতাশ হয়ো না, ছোট ছোট পরাজয় বৃহৎ জয়েরই হাতছানি। তোমার প্রতিটি পরাজয়ই নতুন কিছু জয়ের আহ্বান।

১৩. সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হবার জন্য সব থেকে বড় ভূমিকা শয়তানের।

১৪. চোখ দিয়ে যে অশ্রু গড়ায়, তা হৃদয়ের বাগানে প্রবাহিত হয়ে ফুলে-ফলে সাজিয়ে তোলে।

১৫. নিজের উপর পূর্ণ আস্থা রাখো আর আল্লাহর উপর নির্ভরশীল হয়ে এগিয়ে চলো।

১৬. ধনুক যতো জোরে টানবে, তীর ততো দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।

১৭. এখন তোমরাও সেরকমই পুনরুত্থানের দিন গণনা করছো, বীজ যেমন মাটি থেকে অঙ্কুরিত হওয়ার দিন গণনা করে।

১৮. ইসলাম ধর্ম সম্পর্কে বুঝতে হলে তোমাকে প্রথমেই আমাদের নবীজী (সা.) সম্পর্কে জানতে হবে।

১৯. কোন কিছু পাওয়ার জন্য জোর জবস্তি করো না, তুমি ঠিক ততোটুকুই পাবে, যতোটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্ধ করে রেখেছেন।

২০. যদি তুমি অন্যের কষ্ট অনুভব করতে চাও, তবে তোমার নিজে আগে সেই কষ্ট অনুভব করতে হবে।

২১. পৃথিবী আসলে একটি শিক্ষালয়, যেখানে আমাদের সবাইকে আলাদাভাবে পরীক্ষা করা হয়। এবং আমাদের একমাত্র শিক্ষক হল আমাদের আল্লাহ।

২২. শাহাদাত হলো আমাদের নৈকট্য লাভের শ্রেষ্ঠ উপায়, কোনো মুমিন ব্যক্তি জুলুমের বিরুদ্ধে যতক্ষণ যুদ্ধ করে যাবে- ততক্ষণ সে একজন শ্রেষ্ঠ মুসলিম।

২৩. সত্যের পথে যখন কেউ পথিক হয়ে যায়, মহান আল্লাহ স্বয়ং তাঁর সাহায্যকারী হয়ে যায়।

২৪. তাদের সাথে বন্ধুত্ব করো, যাদের ধার্মিকতা তোমার চাইতে বেশী।

06/11/2022

আল্লাহর নিকট আমি আদব আর শক্তি কামনা করছি। কেননা,,
বেয়াদব আল্লাহ তায়ালার মেহেরবানি থেকে বঞ্চিত থাকে থাকে।

হযরত জালাল উদ্দিন রুমি ( রঃ)

06/11/2022

ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেয়ার নামই ক্ষমা 😔

01/11/2022

যে মুহূর্ত থেকে তুমি এ সৃষ্ট জগতে এসেছ,
তোমার সামনে একটি মই রাখা হয়েছে,যাতে তুমি পলায়ন করতে পারো।
প্রথমে তুমি খনিজ ছিলে,তারপর উদ্ভিদে পরিণত হও,
তারপর হয়েছ জীব--এটা তোমার কাছে কী ভাবে গোপন থাকতে পারে?
এরপর তোমাকে জ্ঞান,যুক্তি আর বিশ্বাস দিয়ে মানুষ বানানো হয়েছে;
দেহের দিকে লক্ষ করো, তা ভূমি-গহ্বরেরই একটি অংশ-ওটা কতটাপূর্ণাঙ্গ হয়েছে!
তুমি যখন নররূপ থেকে ভ্রমণকরা শুরু করেছ,
তুমি অবশ্যই দেব দূতে পরিণত হবে;
তুমি যখন বিশ্বের কাজ শেষ করো;তোমার স্থান হয় স্বর্গে।
দেবদূত পর্যায় থেকে আবার চলে যাও;সেই মহাসমুদ্রে প্রবেশ করো,
যাতে তোমার বিন্দুটি সাগরে পরিণত হতে পারে যা শত শত ওমান সাগর ।
এই দ্বৈত কে ত্যাগ করো,বলো:’অদৈত’ সমস্ত হৃদয় দিয়ে;
তোমার দেহ জরাগ্রস্ত হলে কী আসে যায়,
যখন তোমার আত্মা তরুণ থাকে ?

[মাওলানা জালাল উদ্দীন রুমি]

31/10/2022

==আমি কেবল তোমায় বেছে নিয়েছি সারাবিশ্ব হতে,
তোমার কী উচিত আমায় দুঃখ দেয়া?
আমার হৃদয়টি তোমার হাতের কলম,
তোমার উপরেই নির্ভর করে আমাকে তুমি সুখী লিখবে না দুঃখী!
আমি শুধু তা-ই দেখি যা তুমি প্রকাশ করো,
এবং সেভাবেই বেঁচে থাকি
যেভাবে তুমি আমায় রেখেছ।
আমার অনুভূতির মাঝে আছে সে রংয়ের সবগুলোই
যা তোমার রংতুলিতে আঁকতে ইচ্ছে করে।
প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু তুমি ই।
তোমার অনুগ্রহ আমার জীবন প্রসন্ন।
যখন তুমি লুকিয়ে থাকো
তখন আমি হয়ে যাই একজন অধার্মিক,
আর যখন তুমি দেখা দাও তখন আমি আমার ধর্ম খুঁজে পাই।

_ মাওলানা জালালউদ্দিন রুমি রহঃ🖤

31/10/2022

চরিত্রহীন মানুষের সঙ্গে বন্ধুত্ব নয়, সুসম্পর্কও নয়!
কারণ, গরম কয়লা হাত পুড়িয়ে দেয় আর ঠাণ্ডা অবস্থায় হাত নোংরা করে দেয়।

31/10/2022

লোভী মানুষের লোভের ঘটি কোন কালেই পূর্ণ হয়নি,ঝিনুক স্বর্ণবৃষ্ঠির এক ফোটায় তুষ্ট হয়ে মুখ বন্ধ না করলে তাতে মতি জন্মে না।

মাওলানা রুমি (র:)

31/10/2022

ছোট্র একটি সিংহও সহজে মানুষের ব্যূহ ছিন্নভিন্ন করে দিতে পারে,বড় সিংহ তো সে,যে নিজেকে ছিন্ন ছিন্ন অর্থাৎ সাধনা দ্বারা বিলীন করে দিতে সক্ষম হয়।

প্রেমরাজ মাওলানা জালালউদ্দিন রুমি (র:)

31/10/2022

"ভালবাসার সমুদ্রে আমি লবনের মত গলে গিয়েছি!
সেখানে বিশ্বাস অবিশ্বাস সব দ্রবীভূত হয়ে মিলে মিশে একাকার হয়ে গেছে।
এখন একটি উজ্জ্বল জ্যোতি আমার অন্তরে জেগেছে , যার আলোয় সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। "

______মাওলানা জালাল উদ্দিন রুমি(রাঃ)

31/10/2022

এক মুহূর্ত কোন কামেলের সংস্পর্শে থাকা একশত বৎসরের নফল বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম।

মাওলানা রুমি (র:)

Address

Brahmanbaria Chittagong
Kasba
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maulana Jalal Uddin Rumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category