Emotion-আ বে গツ

Emotion-আ বে গツ Welcome Emotion-আ বে গツ

08/07/2024

পৃথিবীতে এমন জীবনসঙ্গী পাওয়া অনেক কঠিন, যে জীবনসঙ্গী; আপনার অনুপস্থিতে শুধু আপনার-ই থাকবে।❤️

06/01/2024

আজকাল মানুষ কতো সহজেই ছেড়ে চলে যায় অথচ আজকে ছেড়ে না যাওয়ার জন্য একজন পুড়ে মরেই গেল! 😅💔
বেটা মানুষ 😅

11/11/2023

আমি যদি কখনো কোনো মেয়েকে পছন্দ করতাম বিয়ে করার জন্য , আমি নিজের মা বাবা বা বোনকে এটা জিজ্ঞেস করতাম না যে, এই মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে ? আমি শুধু তাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলতাম, আমি তাকে বিয়ে করবো তার পরিবারের সাথে কথা বলুন।
আমি দুনিয়ার কাউকে এটা জিজ্ঞেস করবো না আমার পছন্দের মানুষ কেমন? কারণ আমি এটা সহ্য করবো না কেউ তাকে শারীরিক ভাবে দেখে কমেন্ট করুক। আমার পছন্দই শেষ কথা , সে যেমনই হবে সে আমার চোখের মণি হবে। তাকে দেখে কারো খারাপ লাগবে কারো বা ভালো , আমি চাইবো সবার মতামত তাদের ভিতরে রাখুক। সে আমার সম্মান, তাকে নিয়ে মন্তব্য করা মানে আমাকে নিয়ে করা। আমি কারো পছন্দকে পরোয়া করি না। আমার পরিবার শুধু তার পরিবার ভালো নাকি খারাপ এটাই দেখবে আর কিছু না।
আমার কাছে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়ার একটাও কারণ থাকবে না বাট ধরে রাখার হাজারটা কারণ থাকবে। আমি বিগ লাভার না কিন্তু যাকে লাভ করবো তাকে দায়িত্ব মনে করবো। আর নিজের দায়িত্বে আমি একরোখা

04/11/2023

প্রতিষ্ঠিত হওয়ার পর যে ছেলে বিয়ে করে,
সে ছেলের বিয়ে করা বউটা লাইফ পার্টনার হিসেবে থাকেনা।
বরং, সেটা ভোগবিলাসের বস্তু হিসেবে পরিণত হয়।
কারন, প্রতিষ্ঠিত ছেলের কোন অভাব থাকেনা।
ফলে, তার জীবন যুদ্ধে সাহায্য করার জন্য কোন পার্টনার দরকার হয় না।

পার্টনার দরকার হয় তার, যে অধিক কষ্টে জীবন যাপন করে। তাকে হেল্প করার জন্যই পার্টনার দরকার হয়।
কিন্তু, আজকাল মেয়েদের অভিভাবকরা সবসময় চান ছেলে যেন পুরোপুরি এস্টাবলিশড্ হয়।
তার যেন অলরেডি বাড়ি-গাড়ি থাকে!

আসলে এস্টাবলিশমেন্ট নয়, দেখা উচিৎ পটেনশিয়ালিটি। দেখা উচিত স্বভাব চরিত্র।
আর বিয়েটা দেয়া উচিৎ সবকিছু গুছিয়ে নেয়া বা প্রতিষ্ঠিত হবার পর নয়, ছেলেমেয়েদের জীবনে সংগ্রাম বাকি থাকতেই।
যাতে করে জীবনের বাকি যুদ্ধটা তারা দু'জনে একসাথে চালিয়ে নিতে পারে।
যুদ্ধ করে জীবন এগিয়ে গেলে তবেই সম্পর্কটা হবে ইস্পাতকঠিন। নিঃস্বার্থ ভালোবাসাময়।

মানুষ সবসময় তাকেই বেশি ভালবাসে,
বেশি আপন মনে করে, যে ছিল বিপদ মুহূর্তের সাথী। জীবনের বিভিন্ন কঠিন সময়ে যারা আমাদের সঙ্গে থাকে তাদেরকে আমরা কখনোই ভুলতে পারিনা।
তাদের সাথে সম্পর্কটা একসময় সত্যি সত্যিই স্বার্থের ঊর্ধ্বে উঠে যায়।
বিয়ের ক্ষেত্রেও অবস্থাটা ভিন্ন কিছু নয়।
যে স্বামী-স্ত্রী একসাথে সংগ্রাম করে করে জীবনের পথে এগিয়ে যায়- তাদের বন্ধনটাই হয় সবচেয়ে দৃঢ় হয়।

তাদের ভালোবাসা হয় সবচেয়ে গভীর।
সবচেয়ে দীর্ঘস্থায়ী ও অমর।
কারণ, কঠিন সময়গুলোই মানুষের অন্তরে দাগ কেটে যায়, দৃঢ়তায় প্রতিশ্রুতিবদ্ধ করে।
জীবনের শেষ দিনেও হয়তো মনে পড়ে #একদিন_আমরা_এক_বেলা_উপোস_ছিলাম!
আর এটাই হচ্ছে লাইফ পার্টনারের প্রয়োজনীয়তা।

যখন একা একা জীবন যুদ্ধে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়, তখন কাউকে সহযোদ্ধা হিসেবে পেলে তা কখনো যে কঠিন সময়ে পাশে ছিলো তার মত হয়না বা তার প্রতি আকর্ষণ ও হয়না।
একটা সময় সেটা বিচ্ছেদ এ রূপ নেয়!

© সংগৃহীত।
লাইফ_পার্টনার

15/10/2023

ঘুছিয়ে গল্প বলা যাই,
অনুভূতি নয়❤️🍁

04/10/2023

-নারী তুমি যদি বুঝতে পুরুষ তার শখের নারী কে কতটা ভালোবাসে❤️

-তবে নারী তুমি তোমার চলনার কাছেও হার মানতে!😊🌸

04/10/2023

তুমি যদি হাজার মানুষের মধ‍্যে আমাকে পছন্দ করে থাকো। 🌼
Trust me,
আমি কোটি মানুষের ভিড়ে ও তোমাকে ছেড়ে যাব না। 🖤🌸

04/10/2023

হ্যাঁ আমি possessive 😊

কিন্তু আমি লয়াল❤️🌸

মেয়েদের বলছি...পুরুষ মানুষ।  আপনাকে পাওয়ার জন্য আপনার সাথেই লড়াই করবে। কি! বিশ্বাস হয়না?। দুনিয়াতে কয়েক জাতের পুরুষ আছে।...
28/09/2023

মেয়েদের বলছি...
পুরুষ মানুষ। আপনাকে পাওয়ার জন্য আপনার সাথেই লড়াই করবে।
কি! বিশ্বাস হয়না?। দুনিয়াতে কয়েক জাতের পুরুষ আছে। যে আপনার সমপরিমাণ আপনাকেও ভালোবাসবে। কিন্তু লাভ নেই,যেদিন পরিমাণ কমে যাবে। সেদিন সে ভাগবে। আরেক জাতের পুরুষ আছে। যারা দিলকা বহত বাড়িয়া হোতা হে। মানে মন অনেক বড়। সকালে সাবিনাকে পাপ্পি দিয়ে,বিকেলে রোজিনাকে নিয়ে ডেটে যাবে। এদের সব প্রেম রিয়েল। একটাও ফেক নাই। খে/য়ে দেওয়ার পর তা ফেক হয় শুধু। আরেক জাতের পুরুষ, তারা পুরুষ নয়। সোনালি ব্যাংক ওরা। টাকা দেখিয়ে আপনাকে স্বপ্ন দেখাবে। দামি রেস্টুরেন্ট নিবে। মাসের ৩০ দিনে ৩১ বার কক্সবাজার ট্যুরে নিবে ( এডভান্স আরকি)। ট্যুরে নিয়ে হোটেলে উঠে আপনাকে চেটেপুটে দিবে। এরপর দেখবেন গায়েব। আর যদি ওর সাথে বিয়েটাও হয়ে যায়। রাত ১২ টায় আপনি ভাত নিয়ে বসে থাকবেন,আপনার টাকলা প্রিয় অন্য বাবুকে বিরিয়ানি খাওয়াতে ব্যস্ত তখন।

আর এক জাত পুরুষ আছে,সে প্রচুর অধিকার খাটাতে চাইবে। সবসময় ভয়ে ভয়ে থাকবে। আপনি বাহিরে কোন ড্রেস পড়ে বের হলেন,এইটা নিয়ে তার প্রচুর মাথা ব্যাথা থাকবে। আপনি জানেন? একটা ছেলের নজর ঈগল পাখির চেয়ে হাজারগুন গভীর( কথার কথায়)। আমি স্যাটেলাইটকেও, ছেলেদের নজরের কাছে ছোট রাখবো। সে বোরকার ভিতরে আপনার দেহ মাপতে সক্ষম। শর্ট জামা আর থ্রী-পিছ তো বাদই দিলাম। যাতে ওসব ছেলেদের নজরে যেয়ে আপনি তাদের কল্পনা না হোন,সেই ভয়ে এই জাতের ছেলেরা আপনাকে প্রোটেক্ট করার ট্রাই করবে । হিজাব বার বার ঠিক করতে বলবে। বুকের ডান-বাম ভালোভাবে ঢেকে বের হতে বলবে। হিজাব টাইট না পড়ে যেনো লুজ হয়,তা নিয়ে চিল্লাবে। বোরকা রাখা লাগবে ঢিলা,ফিটিং তারা সহ্য করবেনা। আপনি অনলাইন ক্লাস করতে বসলে সে আপনাকে এক্টিভ দেখবে। সে ভয় পাবে,আপনাকে অন্য কেও কেড়ে নিয়ে নিচ্ছে নাতো? প্রচুর সন্দেহ করবে। আপনার ফেসবুক,গুগল ইত্যাদি যত একাউন্ট আছে। সব কিছুর পাওয়ার্ড নিয়ে যেতে চাইবে। কারণ এইটা নয় সে আপনাকে বিশ্বাস করেনা। কারণ এইটা,তার বিশ্বাস আপনি কারো ফাঁদে পড়ে না ভেঙে দেন। সে আপনার সাথে অনেক লড়াই করবে। খেয়াল করলে হয়তো দেখবেন,যা করে সবটাই আপনাকে ঘিরে। সে যেটা নিয়েই চিল্লায়,সেটি আপনার ভালো করার জন্যেই চিল্লাবে। আপনার সেটি পছন্দ হবেনা, আপনি নিজেকে বন্দি খাঁচাতে ভাববেন। মূলত সেটি রাইট,এই ছেলেটি আপনাকে বন্দিই করতে চায়। তবে ওর মনে। সে চাইবে আপনি সারাক্ষণ তাকে ভাবুন। রাস্তা বা আশেপাশের ছেলে বাদ,কোনো মুভির হিরোকেও যদি আপনি ক্রাশ বলেন। সে প্রচুর আঘাত পাবে। এই জাতের ছেলেদের আপনি সাইকো রুপে দেখলে,তারা সাইকো। আর যদি আপনি তাকে প্রেমিক চোখে দেখেন,জীবন সঙ্গী চোখে দেখেন। ওর চেয়ে পারফেক্ট আপনার এই দুনিয়াতে কাওকে মনে হবেনা। নারী,আপনি তো পুরুষের মানুষিক আস্থা। তখন সে আপনাকে আলাদা কেও ভাবেনা,সে ভাবে তার দেহের একটি অংশ আপনিও। আর যেমন আপনার মাথায় ব্যাথা উঠলে পুরো শরীর যন্তণা দেয় । ঠিক তেমনি আপনাকে হারানো বা আপনার ক্ষতি তাকে ক্ষয় করে দিতে সক্ষম।

আপসোস, এই জাতের ছেলেরাই ধোকা বেশি খায়। যে টাইম পাস করে,সে আপনার কথা ভাববেও না। শাষণ করবেনা। আর আপনি ভাববেন, আমার মানুষটা কত ভালো।আমাকে কত ছাড় দেয়। বোন,যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছো। সে যদি তোমাকে শাষণই না করে,তাকে পারফেক্ট ভাবছো কিভাবে তুমি?
আর যে জাতের ছেলেটা তোমাকে পাওয়ার জন্য তোমার সাথেই লড়াই করে,সেই ছেলেটাকেই ধোকা দিয়ে দিচ্ছো। এইজন্য ইতিহাস সাক্ষী, বিয়ের পর ৯০% মেয়েরা এক্স এর কাছে আসতে চায়। কয়টা জীবন নষ্ট করলা বলো,স্বামী,সন্তান,বয়ফ্রেন্ড সবটাকে তো তুমি নিজের হাতেই শেষ দিলে। অথচ শুরুতে মানুষটাকে ধরে রাখলে,সবটাই ঠিক হতো।

কি ভাবছেন,ধোকা খাওয়া পুরুষটা আপনি চলে যাবার পরেও অপেক্ষা করে? হ্যাঁ করে। কারণ তার বিশ্বাস হবেই না তার বিচ্ছেদ হয়েছে। এইভাবে দিনের পর দিন অপেক্ষা করবে। ডিপ্রেশন ঘেরাও করবে। যন্ত্রণা পেতে পেতে যখন এই ছেলেটার মনেও ঘৃণা জন্মে যাবে। কসম করে বলছি বোন,তুমি এই মানুষটাকে আর কোনোদিন আগের মতো পাবেনা। মেয়েদের ঘৃণা জন্মালে মানুষটাকে ভুলে যায়। আর ছেলেদের ঘৃণা জন্মালে,মানুষটাকে শেষ করে দিতেও হাত কাঁপবে না। এইজন্য দেশে এসিড আর মেয়েদের নির্যাতনের সংখ্যা প্রবল। যে আপনাকে পাগলের মতো ভালোবাসতো,একদিন সে আপনাকে সবচেয়ে বড় শত্রু ভাববে। হিসেবটা মিলিয়ে দেখুন,এখানেও আপনি আছেন। ঘৃণা হোক বা ভালোবাসা। সে আজও আপনাকে নিয়েই পড়ে আছে।

তাই নিজের মানুষটাকে বুঝুন। যদি দেখেন সে আপনার জন্য আপনার সাথেই ঝগড়া করে। সেটিকে ভালোবাসার রুপে দেখুন।😊

©Collected

14/09/2023

এই যুগের এইসব open mentality আমি বুঝিনা,একজন থাকার পরেও Male/Female বেস্টফ্রেন্ড concept টাও আমি বুঝিনা। যেই একজন আছে সে যদি তোমার বেস্টফ্রেন্ড'ই না হলো, তাঁকে যদি মনের সব কথা খুলে বলতেই না পারলে তাহলে কেন থাকো তার সাথে? Mental support এর জন্য তোমার opposite gender bestfriend এর কাছে যাওয়া লাগে? একটু মন খারাপ হলেই যেই একজন আছে তাকে বাদ দিয়ে opposite gender এর বেস্টফ্রেন্ডকে জড়িয়ে ধরা লাগে! দুজন মানুষের ভাগ শুধু দুজনের,আমি আমার partner এর সিকিভাগও অন্যকারো সাথে শেয়ার করতে রাজি নই। আমি যার প্রেমিক হবো,সবার আগে তার bestfriend হবো। আমি থাকার পরও যে মানুষের আরেকটা opposite gender এর বেস্টফ্রেন্ড লাগবে,আমি ধরেই নিবো তার চরিত্রে দোষ আছে। হ্যাঁ ভাই, আমি অনেক toxic minded, possessive, backdated.তোমাদের মতো open minded আমি হতেও চাইনা 😌🌼

© Collected

28/05/2023

এমন একটা মানুষ সবার হোক😊

যে সব কিছু থেকে আপনাকে বেশি গুরুত্ব দিবে🌸❤️

Address

Kalabaga

Telephone

01823794247

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emotion-আ বে গツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies