28/09/2023
মেয়েদের বলছি...
পুরুষ মানুষ। আপনাকে পাওয়ার জন্য আপনার সাথেই লড়াই করবে।
কি! বিশ্বাস হয়না?। দুনিয়াতে কয়েক জাতের পুরুষ আছে। যে আপনার সমপরিমাণ আপনাকেও ভালোবাসবে। কিন্তু লাভ নেই,যেদিন পরিমাণ কমে যাবে। সেদিন সে ভাগবে। আরেক জাতের পুরুষ আছে। যারা দিলকা বহত বাড়িয়া হোতা হে। মানে মন অনেক বড়। সকালে সাবিনাকে পাপ্পি দিয়ে,বিকেলে রোজিনাকে নিয়ে ডেটে যাবে। এদের সব প্রেম রিয়েল। একটাও ফেক নাই। খে/য়ে দেওয়ার পর তা ফেক হয় শুধু। আরেক জাতের পুরুষ, তারা পুরুষ নয়। সোনালি ব্যাংক ওরা। টাকা দেখিয়ে আপনাকে স্বপ্ন দেখাবে। দামি রেস্টুরেন্ট নিবে। মাসের ৩০ দিনে ৩১ বার কক্সবাজার ট্যুরে নিবে ( এডভান্স আরকি)। ট্যুরে নিয়ে হোটেলে উঠে আপনাকে চেটেপুটে দিবে। এরপর দেখবেন গায়েব। আর যদি ওর সাথে বিয়েটাও হয়ে যায়। রাত ১২ টায় আপনি ভাত নিয়ে বসে থাকবেন,আপনার টাকলা প্রিয় অন্য বাবুকে বিরিয়ানি খাওয়াতে ব্যস্ত তখন।
আর এক জাত পুরুষ আছে,সে প্রচুর অধিকার খাটাতে চাইবে। সবসময় ভয়ে ভয়ে থাকবে। আপনি বাহিরে কোন ড্রেস পড়ে বের হলেন,এইটা নিয়ে তার প্রচুর মাথা ব্যাথা থাকবে। আপনি জানেন? একটা ছেলের নজর ঈগল পাখির চেয়ে হাজারগুন গভীর( কথার কথায়)। আমি স্যাটেলাইটকেও, ছেলেদের নজরের কাছে ছোট রাখবো। সে বোরকার ভিতরে আপনার দেহ মাপতে সক্ষম। শর্ট জামা আর থ্রী-পিছ তো বাদই দিলাম। যাতে ওসব ছেলেদের নজরে যেয়ে আপনি তাদের কল্পনা না হোন,সেই ভয়ে এই জাতের ছেলেরা আপনাকে প্রোটেক্ট করার ট্রাই করবে । হিজাব বার বার ঠিক করতে বলবে। বুকের ডান-বাম ভালোভাবে ঢেকে বের হতে বলবে। হিজাব টাইট না পড়ে যেনো লুজ হয়,তা নিয়ে চিল্লাবে। বোরকা রাখা লাগবে ঢিলা,ফিটিং তারা সহ্য করবেনা। আপনি অনলাইন ক্লাস করতে বসলে সে আপনাকে এক্টিভ দেখবে। সে ভয় পাবে,আপনাকে অন্য কেও কেড়ে নিয়ে নিচ্ছে নাতো? প্রচুর সন্দেহ করবে। আপনার ফেসবুক,গুগল ইত্যাদি যত একাউন্ট আছে। সব কিছুর পাওয়ার্ড নিয়ে যেতে চাইবে। কারণ এইটা নয় সে আপনাকে বিশ্বাস করেনা। কারণ এইটা,তার বিশ্বাস আপনি কারো ফাঁদে পড়ে না ভেঙে দেন। সে আপনার সাথে অনেক লড়াই করবে। খেয়াল করলে হয়তো দেখবেন,যা করে সবটাই আপনাকে ঘিরে। সে যেটা নিয়েই চিল্লায়,সেটি আপনার ভালো করার জন্যেই চিল্লাবে। আপনার সেটি পছন্দ হবেনা, আপনি নিজেকে বন্দি খাঁচাতে ভাববেন। মূলত সেটি রাইট,এই ছেলেটি আপনাকে বন্দিই করতে চায়। তবে ওর মনে। সে চাইবে আপনি সারাক্ষণ তাকে ভাবুন। রাস্তা বা আশেপাশের ছেলে বাদ,কোনো মুভির হিরোকেও যদি আপনি ক্রাশ বলেন। সে প্রচুর আঘাত পাবে। এই জাতের ছেলেদের আপনি সাইকো রুপে দেখলে,তারা সাইকো। আর যদি আপনি তাকে প্রেমিক চোখে দেখেন,জীবন সঙ্গী চোখে দেখেন। ওর চেয়ে পারফেক্ট আপনার এই দুনিয়াতে কাওকে মনে হবেনা। নারী,আপনি তো পুরুষের মানুষিক আস্থা। তখন সে আপনাকে আলাদা কেও ভাবেনা,সে ভাবে তার দেহের একটি অংশ আপনিও। আর যেমন আপনার মাথায় ব্যাথা উঠলে পুরো শরীর যন্তণা দেয় । ঠিক তেমনি আপনাকে হারানো বা আপনার ক্ষতি তাকে ক্ষয় করে দিতে সক্ষম।
আপসোস, এই জাতের ছেলেরাই ধোকা বেশি খায়। যে টাইম পাস করে,সে আপনার কথা ভাববেও না। শাষণ করবেনা। আর আপনি ভাববেন, আমার মানুষটা কত ভালো।আমাকে কত ছাড় দেয়। বোন,যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছো। সে যদি তোমাকে শাষণই না করে,তাকে পারফেক্ট ভাবছো কিভাবে তুমি?
আর যে জাতের ছেলেটা তোমাকে পাওয়ার জন্য তোমার সাথেই লড়াই করে,সেই ছেলেটাকেই ধোকা দিয়ে দিচ্ছো। এইজন্য ইতিহাস সাক্ষী, বিয়ের পর ৯০% মেয়েরা এক্স এর কাছে আসতে চায়। কয়টা জীবন নষ্ট করলা বলো,স্বামী,সন্তান,বয়ফ্রেন্ড সবটাকে তো তুমি নিজের হাতেই শেষ দিলে। অথচ শুরুতে মানুষটাকে ধরে রাখলে,সবটাই ঠিক হতো।
কি ভাবছেন,ধোকা খাওয়া পুরুষটা আপনি চলে যাবার পরেও অপেক্ষা করে? হ্যাঁ করে। কারণ তার বিশ্বাস হবেই না তার বিচ্ছেদ হয়েছে। এইভাবে দিনের পর দিন অপেক্ষা করবে। ডিপ্রেশন ঘেরাও করবে। যন্ত্রণা পেতে পেতে যখন এই ছেলেটার মনেও ঘৃণা জন্মে যাবে। কসম করে বলছি বোন,তুমি এই মানুষটাকে আর কোনোদিন আগের মতো পাবেনা। মেয়েদের ঘৃণা জন্মালে মানুষটাকে ভুলে যায়। আর ছেলেদের ঘৃণা জন্মালে,মানুষটাকে শেষ করে দিতেও হাত কাঁপবে না। এইজন্য দেশে এসিড আর মেয়েদের নির্যাতনের সংখ্যা প্রবল। যে আপনাকে পাগলের মতো ভালোবাসতো,একদিন সে আপনাকে সবচেয়ে বড় শত্রু ভাববে। হিসেবটা মিলিয়ে দেখুন,এখানেও আপনি আছেন। ঘৃণা হোক বা ভালোবাসা। সে আজও আপনাকে নিয়েই পড়ে আছে।
তাই নিজের মানুষটাকে বুঝুন। যদি দেখেন সে আপনার জন্য আপনার সাথেই ঝগড়া করে। সেটিকে ভালোবাসার রুপে দেখুন।😊
©Collected