Bangla Waaz- বাংলা ওয়াজ

Bangla Waaz- বাংলা ওয়াজ ইসলামিক আলোচনা, জিজ্ঞাসা ও তথ্য নির্ভর একটি পেজ।
(1)

নির্দেশ অমান্য করায় আল্লাহ পাক স্বয়ং প্রথম নবী আদম (আঃ) এর কথাও শোনেন নি, তাকে বেহেশত থেকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। সেখা...
31/03/2024

নির্দেশ অমান্য করায় আল্লাহ পাক স্বয়ং প্রথম নবী আদম (আঃ) এর কথাও শোনেন নি, তাকে বেহেশত থেকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন।

সেখানে কোথাকার কোন ছাপড়ি এসেছে, 'Allah Will Understand' ফতোয়া নিয়ে! এরা জেনা করবে, ব্যাভিচার করবে আর বলবে 'Allah Will Understand'!

29/03/2024
10/10/2023

ইউক্রেন নিজ দেশ রক্ষায়, রাশিয়ায় হামলা করলে সেটা হলো দেশপ্রেম।

আর ফিলিস্তিন নিজ ভূমি রক্ষায়, কয়েক দশক ধরে চলা ইজরায়েলের আগ্রাসনের জবাব দিলে সেটা হলো 'সন্ত্রাসবাদ

পশ্চিমাদের এমন নীতিই, তাদের পরিচালিত মিডিয়াতে সভ্যতা ও সুবিচারের ধারক বাহক হিসেবে আখ্যায়িত হয়।

24/08/2023

হুজুরের মুখে শুনুন কিছু গুরুত্বপূর্ণ কথা.....

23/08/2023

আসসালামলাইকুম
সবাই কেমন আছেন?

30/07/2023

মানুষ আল্লাহ্‌র শ্রেষ্ঠজীব কিন্তু আমাদের উপর কেন বিপদ আসে?

শায়খ আহমাদুল্লাহ হুজুরের জীবনের বাস্তব ঘটনাটি শুনে দেখুন

29/07/2023

মহররম মাসের রোজার ফজিলত

বেশি বেশি শেয়ার করুন
ও অন্যদের দেখার সুযোগ করে দিন

25/07/2023

আল্লাহ সকলের কান্না কবুল করুন।

আল্লাহ আমাদের সকলের দুয়া কবুল করুন! আমিন
23/07/2023

আল্লাহ আমাদের সকলের দুয়া কবুল করুন! আমিন

19/05/2023

পবিত্র কুরআনের শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি।

16/05/2023

মানুষ কেন ভুলে যায়?

চমৎকার বয়ানটি শুনুন ও শেয়ার করে টাইমলাইনে রাখুন।

আপনার টাইমলাইনে হাদীসটি শেয়ার করেসবাইকে আমল করার সুযোগ করে দিন!.........
07/05/2023

আপনার টাইমলাইনে হাদীসটি শেয়ার করে
সবাইকে আমল করার সুযোগ করে দিন!.........

হাদীসটি শেয়ার করে রেখে দিন আপনার টাইমলাইনে! জাজাকাল্লাহ খাইরান!
06/05/2023

হাদীসটি শেয়ার করে রেখে দিন আপনার টাইমলাইনে!

জাজাকাল্লাহ খাইরান!

05/05/2023

ঢাকায় অনূভূত হলো ভয়াবহ ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ছিলো ৫.২

উৎপত্তিস্থল নরসিংদী!

জাকির নায়েক বলেন, কেউ যদি জিজ্ঞেস করেন আমার সফলতার মূলমন্ত্র কী? আমি বলব- 'স্বল্প চাহিদা' ।বর্তমান সময়ে আমার ও আমার পরি...
02/05/2023

জাকির নায়েক বলেন, কেউ যদি জিজ্ঞেস করেন আমার সফলতার মূলমন্ত্র কী? আমি বলব- 'স্বল্প চাহিদা' ।

বর্তমান সময়ে আমার ও আমার পরিবারে খরচ মেটাতে মাসে ৪০,০০০ টাকা (২০০০ রিংগিট) লাগে । দাওয়াতের কাজে যে টাকা লাগে সেটার হিসেব আলাদা । কিন্তু, পরিবারের পেছনে মাত্র ৪০,০০০ টাকা, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়েই আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কর পারি ।

মালয়েশিয়ায় আসার পর আমার অনেককিছুই বদলে যায়। আল্লাহর প্রতি আমার ইমান বেড়ে যায়, আলহামদুলিল্লাহ্ । আমি আমার স্ত্রীকে বলি, “আমি যে সম্পত্তি হারিয়েছি, সেটার জন্য চিন্তা করো না। ধরে নাও আমরা শূন্য থেকে শুরু করব । আল্লাহ যদি আমাদেরকে কিছু ফিরিয়ে দেন, সেটা হবে বোনাস ।”

আমার এখন মাত্র ৪০ হাজার টাকায় সংসার চলে ।
পৃথিবীর অনেক সম্পদশালী ব্যবসায়ী আমাকে বলেন, “জাকির নায়েক, আপনার কী লাগে আপনার মাসে কত টাকা লাগে? আমরা ব্যবস্থা করব।”

আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলি, “আমার কিছুই লাগবে না।”
আমি যা উপার্জন করি, তার বেশিরভাগই দান করি । কত উপার্জন করি সেটা বলব না ।
আমি এখনও কোনো আলোচনা করলে সেটার ব্যয় আমি বহন করি । বিমানের টিকিট, হোটেল ভাড়া সব আমার টাকায় করার চেষ্টা করি ।

মালয়েশিয়ায় আসার আগে আমি তেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতাম না। মালয়েশিয়ায় আসার পর আমার স্ত্রী ও ডক্টর ইয়াসির কাদির পরামর্শে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হই ।

আমার ইউটিউব সাবস্ক্রাইবার ছিল চার লক্ষের মতো। এখন সেটা ত্রিশ লক্ষ, আলহামদুলিল্লাহ ।
আমার ফেসবুক ফলোয়ার্স ছিল এক কোটি চল্লিশ লক্ষ, এখন সেটা প্রায় দুই কোটি সাতাশ লক্ষ ।

আগে আমি সাপ্তাহিক প্রোগ্রাম করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ্, আমি সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব করতে পারি ।

বর্তমানে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে পারি। আমি যখনই তাদের সাথে দেখা করার সুযোগ পাই, সেই সুযোগকে আমি কাজে লাগাতে চাই। আমি চাই কুরআন-সুন্নাহর আলোকে তাদেরকে দাওয়াত দিতে ।

ভারতে থাকাবস্থায় আমি দৈনিক তিন ঘণ্টা ঘুমাতাম। মালয়েশিয়ায় আসার পর আমি দৈনিক গড়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা ঘুমাই। ভারতে থাকাবস্থায় নামাজকেন্দ্রিক ইবাদাতে আমি কম সময় দিতে পারতাম । কর্মব্যস্ততা অনেক বেশি থাকত। এখন আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ নামাজে পর্যাপ্ত সময় দিতে পারি ।

মুম্বাইয়ে থাকাবস্থায় আমি পৃথিবীর সবচেয়ে বড় দাওয়াতি সংগঠন পরিচালনা করতাম । আমাদের অফিসে পাঁচশোজনের বেশি লোক কর্মরত ছিল । চেন্নাই, লন্ডনে আমাদের অফিস ছিল ।

এখন ‘জুম' অ্যাপের মাধ্যমেই সবকিছু করতে পারছি। এখন আমার মাত্র পাঁচজন সহকর্মী আছেন ।
সবকিছুই আল্লাহর সাহায্যের কারণে সম্ভব হয়েছে । আল্লাহর সাহায্য ছাড়া আমি কিছুই নই । আমি জীবনের কোনো কিছু নিয়ে আফসোস করিনি। আমি জানতাম, আমি যতই চেষ্টা করি না কেন, আমার ভাগ্যে যা আছে, আমি তাই পাব ।

আমার কাজ শুধু চেষ্টা করে যাওয়া, আফসোস করা নয় ।

- Zakir Naik; My Life My Story

30/04/2023

সন্তানের জন্য বাবা মায়ের কি করনীয়??

শুনুন...

29/04/2023

যে ঘটনা বারবার শুনতেই ভালোলাগে......!

বিজ্ঞাপনহীন আরোও ইসলামিক ভিডিও পেতে লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন!

Address

Bashundhara Shopping Mall
Kalabaga
1206

Telephone

+8801686063047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Waaz- বাংলা ওয়াজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies