KSA NOBAB

KSA NOBAB সৌদি আরবের বিভিন্ন জায়গার সুন্দর ভিডিও দেখতে সাথে থাকুন

সাংবাদিক জগতে আসিফ ইকবাল  কাজল নামটা একটি ব্র্যান্ড,ঝিনাইদহের অগণিত সাংবাদিকদের গুরু তিনি।আর যারা তাকে প্রেসক্লাব থেকে ব...
02/08/2023

সাংবাদিক জগতে আসিফ ইকবাল কাজল নামটা একটি ব্র্যান্ড,ঝিনাইদহের অগণিত সাংবাদিকদের গুরু তিনি।
আর যারা তাকে প্রেসক্লাব থেকে বহিস্কৃত করার পোস্ট করেছে ফেসবুকে তারাই তার হাতে গড়া

আর আমার জামাই বিটা আসিফ কাজলের থেকে প্রতিনিয়ত তাদের বেশির ভাগ লোক নিউজ ধার করে নিজেদের বলে পেট চালায়।

সব চাইতে বড় কথা হলো ঝিনাইদহের বুকে আজ বহু চিটার বাটপার, সন্ত্রাস, ডাকাত দলের প্রধান,মাল খোর সাংবাদিকের সাইনবোর্ড নিয়ে নিজেদের বড় হুনু মনে করছে তারা হয়তো তাদের অতীত ভুলে গেছে এজন্য এমন ফাল পাড়ছে।

এজন্যই বাংলা প্রবাদে আছে সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বিটা যাদের নলি ভরে গিলালেন সারাকাল, তারাই নিজেদের বড় হুনু ভাবছে হাস্যকর। তবে বেশি বাড়া ভালো না।

আর যারা এইকাজে লিপ্ত তারা ভালো করেই যানো আসিফ কাজল কে?

চেনা বামনের পৈতা লাগেনা। আসিফ কাজল নিজেই একটি প্রতিষ্ঠান। হাজারো মানুষের প্রিয় মানুষ প্রিয় সাংবাদিক আসিফ কাজল। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বহিষ্কার আদেশে তার জনপ্রিয়তায় ভাটা পড়বে ভাবার অবকাশ নেই। আসিফ কাজল হাজারো ভক্ত হৃদয়ে ছিলেন আছেন ও থাকবেন ইনশাআল্লাহ, দোয়া ও শুভ কামনা রইলো অবিরাম।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (৩০ তম ব্যাচ) নাজিয়া সুলতানা এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছ...
25/07/2023

ডেঙ্গু আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (৩০ তম ব্যাচ) নাজিয়া সুলতানা এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি। তিনি আজ সকাল ১১ টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি ৮ মাসের গর্ভবতী ছিলেন মর্মে জানা যায়।
আল্লাহ্ মরহুম নাজিয়া সুলতানা কে জান্নাত বাসী করুন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

30/05/2023

শৈলকুপায় মায়ের হাতে-- সন্তানের মৃ--ত্যু
খুবই দুঃখ--জনক ঘটনা-

মহেশপুরে পলাশ হত্যার একমাত্র ঘাতক সুমন তিন দিনেও গ্রেফতার হয়নিস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে পল...
29/05/2023

মহেশপুরে পলাশ হত্যার একমাত্র ঘাতক
সুমন তিন দিনেও গ্রেফতার হয়নি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে পলাশ হত্যাকারী তার আপন চাচাতো ভাই সুমনকে পুলিশ তিন দিনেও গ্রেফতার করতে পারেনি। সুমন ওই গ্রামের আশাদুল ইসলামের ছেলে। হত্যার পর সুমন স্বপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রামবাসি তার বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। জানা গেছে, স্ত্রী সাকিলা খাতুনের সঙ্গে কথা বলতে নিষেধ করায় গত শনিবার রাতে (২৭ মে) চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ বিশ্বাস (৩৫) নিহত হন। ঝিনাইদহের মহেশপুরের মদনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। ঘটনার পর থেকেই তার চাচাতো ভাই সুমন আলী পলাতক রয়েছেন। স্থানীয়রা জানান, বিভিন্ন সময় পলাশ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে হাসি-ঠাট্টা করে কথা বলতেন চাচাতো দেওরা সুমন আলী। এ নিয়ে পলাশ ও সুমনের মধ্যে প্রায়ই বাকবিতন্ডা সৃষ্টি হতো। শনিবার রাতেও পলাশ তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন সুমনকে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে প্রথমে তার স্ত্রী সাকিলার উপর চড়াও হয়। পরে পলাশের বুকের বামপাশে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহেশপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কমর্তকর্তা আসাদুর রহমান জানান, সুমনকে আটকের চেষ্টা চলছে। দ্রæত তাকে আইনের আওতায় আনা হবে।

হাস্যকর, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলা ২০২৩, ঝিনাইদহ। উল্লেখ্য যে, ব্যাপক প্রচার-প্রচারনা, উন্নতমানের সাউণ্ড সিসট...
28/05/2023

হাস্যকর, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলা ২০২৩, ঝিনাইদহ।

উল্লেখ্য যে, ব্যাপক প্রচার-প্রচারনা, উন্নতমানের সাউণ্ড সিসটেম সহ সুবিশাল উন্মুক্ত মঞ্চ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুধু যাদের থাকার কথা, তারাই নাই।

ছোট বড় দিয়ে মোট স্টলের সংখ্যা ৪৩টি। এর মধ্যে সব থেকে ছোট ৯টি, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য বরাদ্দ। তার মধ্যে ২টা ফাঁকা।
আর বাকি ৩৪টি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত নিম্ন মানের কাপড়, চুরি-মালা আর অস্বাস্থ্যকর খাবারের দোকানদারদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

আবার, যারা ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা হিসেবে স্টল নিয়েছে, তার অধিকাংশই বাড়ি থেকে পিঠা, ভাজাপোড়া খাবার তৈরি করে এনে বিক্রয় করছে। আর বাকি কিছু মেয়েদের পোশাক বিক্রয় করছে। দেখে মনে হলো এদের সবারই বাড়ি এই শহরেই এবং প্রকৃত ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা নই।

আমরা পারতাম না, আমাদের জেলার গ্রামের যে সব ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা আছে যারা বছরের পর বছর ধরে নিরলস পরিশ্রম করে তাদের তৈরি করা পন্য বাজারজাত করার চেষ্টা করছে। তাদেরকে খুজে সরকারের এই গুরুত্বপূর্ণ ক্ষুদ্র ও কুটির শিল্প বিপ্লব -এর উদ্যোগের সাথে সম্পৃক্তত করতে। মানে, এই মেলাই কিছু স্টল বরাদ্দ দিতে।
যদি বিভিন্ন জেলা থেকে এই চুরি-মালা বিক্রেতাদের খুঁজে আনা সম্ভব হয়েছে। তাহলে আমাদের জেলার গ্রাম বাংলার উদ্যোক্তাদের খুঁজে পাওয়া কি খুব কঠিন হতো।

যদিও আমাদের জেলার উন্নয়ন পরিকল্পনা কারীদের এই রকম ব্যার্থতা নতুন কিছু নই। কিন্তু, বার-বার এরকম হতে থাকলে ঝিনাইদহ জেলার মানুষদের জীবন যাত্রার কোন কালেই উন্নতিতে রুপ নিবে না।

★ আপনার মতে, আমাদের জেলার গ্রামের সহজ-সরল ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের প্রসারের জন্য কি কি করা যেতে পারে...?

ছবি ঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক
(পুরাতন ডিসি কোর্ট চত্বর)
ঝিনাইদহ সদর।

12/05/2023

ঝিনাইদহ সদরের ডাকবাংলা বাজারে সড়ক দুর্ঘটনায় একজন অজ্ঞাত মহিলা নিহত!

শৈলকুপার সাপখোলা গ্রামে গভীর রাতে ঘুমন্ত নারী পুরষের ন**গ্ন-অর্ধন*গ্ন ছবি ও ভিডিও ধারনের আলোচিত ঘটনায় জুলকার ও জান্নাতি ...
05/05/2023

শৈলকুপার সাপখোলা গ্রামে গভীর রাতে ঘুমন্ত নারী পুরষের ন**গ্ন-অর্ধন*গ্ন ছবি ও ভিডিও ধারনের আলোচিত ঘটনায় জুলকার ও জান্নাতি নামে দুইজন গ্রেফতার। ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন

02/05/2023

কার সাথে তোমাকে বেশী মানায়....????

01/05/2023

পলাতক দুই ফাঁসির আসামিকে গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।

ঝিনাইদহ সদর উপজেলার  কুমড়াবাড়ীয়া সরকারি  প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুবিশাল মাঠভরা পাকা ধানক্ষেত। শনিবারের বিকালের অকাল বর...
29/04/2023

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুবিশাল মাঠভরা পাকা ধানক্ষেত। শনিবারের বিকালের অকাল বর্ষনে কৃষকের বুকভরা সোনালী স্বপ্ন কাটাধান এখন পানিতে ভাসছে।

পাপী চোখেও ভালবাসা সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ।স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃবহুল আলোচিত ঝিনাই...
21/04/2023

পাপী চোখেও ভালবাসা সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ।

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
বহুল আলোচিত ঝিনাইদহের একমাত্র অনলাইন ভিক্তিক ঐতিহ্যবাহী ব্যাতিক্রমী সংগঠন ❝পাপী চোখেও ভালবাসা❞র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ।

আজ ২১ এপ্রিল রোজ শুক্রবার জুম্মার নামাজের পর থেকে ঝিনাইদহের বিভিন্ন অঞ্চলে প্রায় অর্ধশত সুবিধা বঞ্চিত শিশুদের বাসায় ঈদের উপহার সামগ্রী পৌছায় দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পাপী চোখেও ভালবাসা' সংগঠনের পরিচালক এডমিন ইমু চৌধুরী , সংগঠনের সদস্য আবু সালেহ সম্পদ, রিহাদ হোসেন, মোঃ আকতারসহ আরো অনেকেই

উপহার সামগ্রী বিতরণ শেষে অনলাইন সংগঠন পাপী চোখেও ভালবাসা'র এডমিন সাংবাদিকদের বলেন,তিনি দীর্ঘ দিন যাবত তার সংগঠনের সদস্যদের সাথে নিয়ে রক্তদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছেন। সমাজের বিত্তবানদের সহয়তা পেলে তিনি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য আরো কিছু কাজ করবেন।

ইচ্ছে নামক পাখি গুলো....! 🥀কল্পনার আকাশে ভালো মানায় বাস্তবে নাহ...! ☺️
20/04/2023

ইচ্ছে নামক পাখি গুলো....! 🥀
কল্পনার আকাশে ভালো মানায় বাস্তবে নাহ...! ☺️

20/04/2023

আমাদের হরিণাকুন্ডু'র ছেলে আমাদের অহংকার, আমাদের গর্ব জনাব সাইদুল করিম মিন্টু।
এই প্রচন্ড রোদ্রের মধ্যে ভর দুপুরে ৪২ ডিগ্রি তাপমাত্রায় শহরে রিক্সায় ঘুরে ঘুরে রিক্সা,ভ্যান,ইজিবাইক চালকসহ হাড় ভাঙা পরিশ্রমী মানুষ এবং সুবিধা বঞ্চিতের হাতে ঈদ বস্ত্র এবং চাল,ডাল, তেলের কার্ড বিতরণ করছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক জননন্দিত সফল পৌর মেয়র জননেতা জনাব সাইদুল করিম মিন্টু।
স্যালুট মানবতার ফেরিওয়ালা
আপনার এই জাতীয় হাজার হাজার মহান কর্মযজ্ঞে থাকতে পেরে আমার মানব জীবন ধন্য।

"নারী তুমি পুরুষ চিনতে চাও?... নির্জনতায় প্রিয়তমার সাথে একটুখানি সময় কাটাও..-পুরুষ তুমি নারী চিনতে চাও..? তবে শূন্য প...
20/04/2023

"নারী তুমি পুরুষ চিনতে চাও?...
নির্জনতায় প্রিয়তমার সাথে একটুখানি সময় কাটাও..

-পুরুষ তুমি নারী চিনতে চাও..? তবে শূন্য পকেটে প্রেয়সীকে নিয়ে রেস্টুরেন্টে কিংবা শপিংমলে যাও.🌸

ঝিনেদার নাম করা সিনেমা হলের মধ্যে একটা ❝প্রিয়া সিনেমা হলের,❞ সেই কাল-এই কাল।কে বলবে, এই সিনেমা হল'টি এক সময় সকাল থেকে মধ...
20/04/2023

ঝিনেদার নাম করা সিনেমা হলের মধ্যে একটা ❝প্রিয়া সিনেমা হলের,❞ সেই কাল-এই কাল।

কে বলবে, এই সিনেমা হল'টি এক সময় সকাল থেকে মধ্য রাত পর্যন্ত লোকে-লোকারন্য থাকত। ঝিনাইদের পুরাতন দিনের মানুষদের কতনা স্মৃতি কথা জড়িত আছে এই সিনেমা হল'টি কে ঘিরে।
আজ, সবই গল্প কথা হয়ে মাঝে-মাঝে কিছু বয়স্ক ব্যক্তিদের নিকট স্মৃতি কথা শোনা যায়। আবার, স্থাপনাটি আজ ধ্বংসের পথেও চলমান।

উল্লেখ্য, পাকিস্তান আমলে ১৯৬৪ সালে মৌলিক গনতন্ত্রী মিলনায়তন নির্মিত হয়, যা বি.ডি হল, আর.ডি হল, বা প্রিয়া হল নামে পরিচিত। এখানে বিভিন্ন সময় নাটক মঞ্চায়িত হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হত । এই ভবনে শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয় এবং এই হলে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হত।

ছবি ঃ কবি সুকান্ত সড়ক
আদর্শপাড়া, ঝিনাইদহ সদর।

19/04/2023

কোটচাঁদপুরে সাইদুল নামে এক মাটি ব্যবসায়ী কে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়

18/04/2023

🌧️🌧️🤲🤲

বৃষ্টিপ্রার্থনা করে আজ ৯ ঘটিকার সময় ঝিনাইদহ উজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইস্তিসকার সালাতের বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে: ইমাম পরিষদ,ঝিনাইদহ

18/04/2023

প্রত্যেক গার্ডিয়ানের উচিত ঈদের আগেই হাউজ টিউটর/প্রাইভেট টিউটরদের স্যালারি পরিশোধ করে দেওয়া। সম্ভব হলে ঈদ উপলক্ষে মাসিক স্যালারির সাথে আরও কিছু বাড়িয়ে দিতে পারেন কিংবা কিছু উপহার দিতে পারেন।

ভুলে গেলে চলবে না; তাদের জীবনেরও অনুভূতি আছে। আছে ভালো লাগার, মন্দ লাগার অনুভূতি। তাদের শখ আছে মা-বাবা পরিবার পরিজনদের সাথে আনন্দঘন ঈদের। তাদেরও ভীষণ ইচ্ছে হয়- নিজের উপার্জিত টাকায় মা-বাবা, ভাই-বোনকে ঈদে কিছু কিনে দিতে। কিন্তু স্টুডেন্ট লাইফ শেষ করে গার্ডিয়ান হয়ে গেলে অনেকে সেটা ভুলে যান। ঈদে আপনার নতুন নতুন জামা-কাপড় কিনতে ইচ্ছে করে; হাউজ টিউটর/প্রাইভেট টিউটরের ইচ্ছে করে না?

আপনার হাউজ টিউটর/প্রাইভেট টিউটের মন হাসিখুশি থাকলে প্রত্যাশা থেকে ভালো সার্ভিস পাবেন বলে আশা করা যায়। তাই মনে করি, খুশি হয়ে তাদের কিছু দিলে ঠকবেন না বরং জিতবেন। ঈদের আগে তার স্যালারিটা দিয়ে দিলে সে হাসিখুশি মনে ঈদটা করতে পারবে। ঈদের পর আরও ভালোভাবে পড়াতে ইচ্ছে করবে তার। আপনি তাকে আপন না ভাবলে সে কীভাবে আপনাকে আপন ভেবে শিক্ষার্থীকে ভালো পড়াবে?

কালেক্টেড ---

12/04/2023

ঝিনাইদহে জেলা কারাগারের মহিলা কারারক্ষীর আত্নহ #ত্যা!!

আগুন কেড়ে নিল আশ্রয়হীদের বাড়িঘর জেলা প্রশাসকের ঘটনাস্থল পরিদর্শনস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহম্ম...
09/04/2023

আগুন কেড়ে নিল আশ্রয়হীদের বাড়িঘর
জেলা প্রশাসকের ঘটনাস্থল পরিদর্শন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহম্মদপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা গনেশ, ক্লান্ত দুপুরে ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ হৈচৈ শুনে বাইরে এসে দেখেন ঘরে দাউ দাউ আগুন জ¦লছে। বুঝে ওঠার আগেই পুড়ে গেছে ঘরে থাকা নানা আসবাবপত্র, টাকা-পয়সা, টিনশেডের রান্নাঘর ও গোয়ালঘর। শুধু গনেশই নয়, এমন ৫/৬টি পরিবারের মাথা গোজার ঠাই নিমিশেই ভস্মিভুত হয়। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। গত ১বছর আগে এই আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু হয়। সম্প্রতি মানুষগুলো নিজ নিজ ঘর বুঝে পেয়ে বসতি শুরু করেছে। কিন্তু সবকিছু স্বাভাবিক হওয়ার আগেই ঘর-বাড়ি হারিয়ে পড়েছেন অথৈ সাগরে। শনিবার দুপুরে লাগা এ আগুনে প্রকল্পের ৩০ টি ঘরের মধ্যে ২০টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে ১০টি ঘর। বেশীরভাগ বসতির সামনের অংশের টিনশেডের রান্নাঘর, গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে অগ্নিকান্ডের সময় হুড়োহুড়ি করে মালামাল সরাতে গিয়ে শিশু সজিব তার পিতা তাহের সহ ৩ জন আহত হয়েছন। সজিব ও তাহের কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে আগুনে ঘরের আসবাব সহ সবই পুড়ে গেছে খোকন-সাবিনা দম্পতির। ২০ নাম্বার ঘরের বসতি সাবিনা খাতুন জানান, শুধু ঘর থেকে একটি ভ্যান সরাতে পেরেছেন, আর সবই পুড়ে গেছে। আগুন নেভাতে আসা প্রত্যক্ষদর্শী মো: হাশেম জানান, দূর থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে শুধু আগুন আর আগুন দেখতে পেয়ে দৌড়ে নেভাতে চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস কে খবর দেন। আগুনে ক্ষতিগ্রস্থরা জানান, মুহূর্তেই আগুনে সব পুড়ে গেছে। সন্তানদের ছাড়া আর কোন মালামাল সরাতে পারেননি। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সনজয় কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের শৈলকুপা শাখার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে ঝিনাইদহ থেকে আরো দুটি ইউনিট যোগ দেয়। আশপাশে পানির স্বল্পতা থাকায় বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে। রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। শৈলকুপা উপজেলা নিবার্হী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, আশ্রয়ণ প্রকল্পে লাগা আগুন দ্রæত নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তিনি বলেন ঘটনার পরপরই জেলা

মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধে তিনজন জখমস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামে জমি সংক্রান্ত...
09/04/2023

মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধে তিনজন জখম

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীসহ ৩জন আহত হয়েছে। আহতরা হলেন, মুনছুর আলী ও তার দুই মেয়ে ফাতেমা খাতুন ও সালেহা। পুলিশ ও গ্রামবাসি জানায়, বাশবাড়ীয়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মুনছুর আলী ও একই গ্রামের আফাজ উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। মুনসুর আলীর ছেলে আব্দুল মালেক অভিযোগ করেন, বিল্লাল হোসেনের ছেলে মোঃ ইরশাদ আলী (২৫),আফাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২০), নিয়ামত আলীর ছেলে মোঃ বিল্লাল হোসেন(৪৮) ও আফাজ উদ্দিন(৫২) তাদের বাড়িতে জোর পূর্বক ঢুকে জমি দখলের চেষ্টা করে। এ সময় মুনছুর আলী বাধা দিতে গেলে তাকে মারধর করে। তাকে কুপিয়ে জখম করা হয়। পিতাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন তার দুই মেয়ে ফাতেমা ও সালেহা খাতুন। তাদেরও মারপিট ও শ্লিলতাহানীর চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা আহতদেরকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম আহাম্মেদ জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

ঝিনাইদহ শৈলকুপা ও হরিণাকুন্ডুতে র‌্যাব ও পুলিশের অভিযান ৫ মাদক কারবারি গ্রেফতারস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহ শহরের পা...
09/04/2023

ঝিনাইদহ শৈলকুপা ও হরিণাকুন্ডুতে র‌্যাব ও
পুলিশের অভিযান ৫ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকা থেকে পুলিশ পাঁচশ পিস ইয়াবাসহ তিন মাদক পাচজারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পয়রা চত্তরে একটি ফলের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চাপড়ি গ্রামের দয়াল চন্দ্রের ছেলে দিপ্ত কুমার বিশ্বাস (৩৫), একই গ্রামের মুন্সি রফিকুলের ছেলে সেনাবাহিনী থেকে চাকরীচ্যুত মোঃ তৌহিদুল ইসলাম (৩৬) ও নৃশিংহপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ হযরত আলী (২০)। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, মাদকের চালান যাওয়ার তথ্য পেয়ে পুলিশ সুপার মোঃ আশিকুর রহমানের নির্দেশে পুলিশের একটি টহলদল শহরের পায়রা চত্বরে অবস্থান গ্রহন করেন। এ সময় এক মাদক ব্যবসায়ী দিপ্ত ঘটনাস্থলে পৌছালে পুলিশ তাকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক তৌহিদ ও হযরত আলীকে গ্রেফতার করে। এদিকে ঝিনাইদহ র‌্যাব হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর এলাকায় তল্লাসী চৌকি বসিয়ে তিন কেজি গাঁজাসহ কুষ্টিয়ার পিয়ারপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে শাহিনুর রহমান ঠান্ডুকে আটক করে। একই দিন শৈলকুপা বাজারের চৌরাস্তার মোড় থেকে ১৯৫ পিস ইয়াবাসহ শৈলকুপার বিজুলিয়া গ্রামের বিল্লাল জোয়ারদারের ছেলে হৃদয় জোয়ারদারকে গ্রেফতার করে।

জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রুপের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত।স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃঝিনাইদহে জনপ্রি...
17/03/2023

জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রুপের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত।

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খেলনা, খাবার সহ কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শহরের দেবদারু এভিনিউ ইকো পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হেব্বি গরুর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহান লিমন, মর্নিং বেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক শাহিনুর রহমান লিটন, ঝিনাইদহের ঐতিহ্য ফেসবুক পেজের এডমিন সাইদুল ইসলাম টিটো, সমাজকর্মী সুরভী ইসলাম, সৈয়দ জীবন, দীপ আহমেদ, সাহেব শোলক সহ আরো অনেকে। এসময় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খেলনা খাবার সহ বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ।

উপস্থিত অতিথিরা বলেন, স্বাধীনতার স্থপতি ও বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সব সময় পাশে থেকে কাজ করে যাবে গ্রুপ ফাউন্ডেশন।

"বিকাশ থেকে নাহিদ বলছি(ছদ্মনাম), বিকাশ এ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার মোবাইলে যে OTP কোড গিয়েছে ঐটা বলুন অন্যথায় আপনার বি...
17/03/2023

"বিকাশ থেকে নাহিদ বলছি(ছদ্মনাম), বিকাশ এ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার মোবাইলে যে OTP কোড গিয়েছে ঐটা বলুন অন্যথায় আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে দেওয়া হবে।" ঠিক এভাবেই প্রতারণা করে ঝিনাইদহ জেলা সহ দেশের বিভিন্ন এলাকা হতে হ্যাকিং এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক রাজু সহ তার গ্যাং।

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার) মহোদয় বিকাশ প্রতারণার বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ডিবি, ঝিনাইদহের একটি চৌকস টিমকে নির্দেশ প্রদান করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ভুক্তভোগী দীপক মন্ডল, পিতা-শংকর মন্ডল,সাং- সোতা,থানা- কালিগঞ্জ,জেলা - সাতক্ষীরা এর প্রদত্ত অভিযোগটি তদন্ত করে বিকাশ প্রতারক চক্রের অন্যতম সদস্য মোঃ রাজু শেখ,পিতাঃ মোঃ দাউদ শেখ,গ্রাম -চর মহেশপুর,থানা - শ্রীপুর, জেলা - মাগুরাকে গ্রেফতার করে।

এ সংক্রান্তে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।

16/03/2023

১৬-০৩-২০২৩
বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ের স্পোর্টস অনুষ্ঠান থেকে
৮ম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ ❗

একটি হারানো বিজ্ঞপ্তি আসসালামু আলাইকুম। সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে.... মোছা: মিনি খাতুনস্বামী : জমির মিয়া গ্রাম: রামচন...
15/03/2023

একটি হারানো বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম। সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে.... মোছা: মিনি খাতুন

স্বামী : জমির মিয়া গ্রাম: রামচন্দ্রপুর। ইউনিয়ন ৪ নং দৌলতপুর। থানা:হরিনাকুন্ড। জেলা: ঝিনাইদহ

শনিবার ০৪/০৩/২০২৩ আনুমানিক দুপুর ১২ টার দিক নিজ বাসা থেকে নিখোজ (মানসিক ভারসাম্যহীন) । তার সন্ধানের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কেউ যদি তাকে দেখে থাকেন বা খোঁজ পেয়ে থাকেন। তবে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।

মো: জমির মিয়া
মোবাইল : +8801779894927 / 01730660869

অনুগ্রহ করে সকলে বেশি বেশি শেয়ার করুন

14/03/2023

ঝিনাইদহের শৈলকূপায় স্ত্রীর হত্যার দায়ে স্বামী আব্দুল হালিমকে মৃত্যুদন্ড।

12/03/2023

বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব এসএম রফিকুল ইসলামকে ঝিনাইদহ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ঝিনাইদহের ডিসি মনিরা বেগমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।

সময় নদীর স্রোতের মতো কারো জন্য অপেক্ষা করেনা,দেখতে দেখতে আবারো এই বিশেষ দিন চলে এলো, যে দিনে আমি আমার প্রিয় মাতৃভূমি বাং...
09/03/2023

সময় নদীর স্রোতের মতো কারো জন্য অপেক্ষা করেনা,দেখতে দেখতে আবারো এই বিশেষ দিন চলে এলো, যে দিনে আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও আমার প্রিয় শহর ঝিনাইদহ ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলাম। সকল প্রসংশা আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বাবা মা সহ সকলের দোয়ার ভালো আছি।
মিস করি সবাইকে।

ঐতিহাসিক ৭ ই মার্চ,জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  পুষ্পমাল্য অর্...
07/03/2023

ঐতিহাসিক ৭ ই মার্চ,জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং আলোচনা সভা,পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশিকুর রহমান,বিপিএম,পিপিএম (বার) পুলিশ সুপার,ঝিনাইদহ।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মো: আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোঃ ইমরান জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ।

নতুন রুপে, ঝিনাইদহ নামকরণের ক্রমাগত নাম ফলফল চত্বর।(ঝিনুক-ঝিনাই-ঝিনেই-ঝিনেদা-ঝিনাইদহ)শুধু কিছু পরিস্কার-পরিছন্ন করাই এর ...
07/03/2023

নতুন রুপে, ঝিনাইদহ নামকরণের ক্রমাগত নাম ফলফল চত্বর।
(ঝিনুক-ঝিনাই-ঝিনেই-ঝিনেদা-ঝিনাইদহ)

শুধু কিছু পরিস্কার-পরিছন্ন করাই এর রুপ পরিবর্তন হয়ে গেছে। ফলে, এই সুন্দর্য্য বর্ধন স্থানটি যেন প্রাণ ফিরে পেয়েছে।
এমনই আমাদের জেলায় অসংখ্য দর্শনীয় স্থান আছে, যে গুলো দির্ঘ দিন পরিস্কার-পরিছন্ন না করার ফলে দৃশ্যমান হয়ে উঠে না।

★ এই পরিস্কার-পরিছন্ন করার আইডিয়া যার মাথা থেকেই আসুক না কেন, অবশ্যয় প্রসংশার দাবীদার...?

ছবি ঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক
(পুরাতন ডিসি কোর্টের সামনে)
ঝিনাইদহ সদর।

07/03/2023

ঝিনাইদহে স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসি।

যশোর জেলা স্কুলের কৃতি শিক্ষার্থী ফাহাদের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃযশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ ...
06/03/2023

যশোর জেলা স্কুলের কৃতি শিক্ষার্থী
ফাহাদের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ খাইরুল ইসলাম ও রেশমা ইয়াসমিন দম্পত্তির একমাত্র পুত্র ফাহাদ মুনতাসির ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার গৌরব অর্জণ করেছে।

সে যশোর জিলা স্কুলের ছাত্র। ফাহাদ ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী ফলসী গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব নূরুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষকের পৌত্র। এছাড়া ফাহাদের বাবা খাইরুল ইসলামসহ অন্য আর একজন দাদা রহিবুল ইসলাম এবং দাদী সুলতানা রাজিয়া বিচারক ও ছোট চাচা আনোয়ারুল কবীর মিটুল সহকারী পুলিশ সুপার। ফাহাদ ভবিষ্যতে মানবিক গুনাবলী সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে চায়। সে স্বজন শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থী।

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে গ্যাস্ট্রিকেরট্যাবলেট উত্তোলনের হিড়িকহারুন বিশ্বাস/ নাজমুস সাকিব৪৫ বছর বয়সি আনোয়ারা বেগম ভুগছে...
05/03/2023

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে গ্যাস্ট্রিকের
ট্যাবলেট উত্তোলনের হিড়িক

হারুন বিশ্বাস/ নাজমুস সাকিব
৪৫ বছর বয়সি আনোয়ারা বেগম ভুগছেন ডায়াবেটিক রোগে। চেকআপের জন্য নিয়মিত তিনি আসেন ঝিনাইদহ সদর হাসপাতালে। তার পেটে গ্যস্ট্রিকের তেমন সমস্য না থাকলেও তিনি নিয়মিত অমিপ্রাজল গ্রুপের গ্যাসের বড়ি নিয়ে সেবন করেন। এই বড়ি তিনি সরকারী ভাবে ফ্রি নিয়ে থাকেন। আনোয়ারা বেগমের মতো রমেচা খাতুনও নিয়মিত হাসপাতালের গ্যাস্ট্রিকের বড়ি সেবন করেন। আনোয়ারা বা রমেচা বেগমরা জানেন না দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের বড়ি সেবনের ভয়বহতা। চিকিৎসকরা বলছেন, রোগীরা সরকারী হাসপাতালের চেম্বারে এসে নিজের কষ্টের কথা না বলে সরাসরি ডাক্তারদের কাছে গ্যাসের বড়ি চান। শতকরা ৮০ ভাগ রোগী নিজেরাই গ্যাসের বড়ি চেয়ে নেন। ফলে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠির জীবন হুমকীর মুখে পড়েছে। গ্যাস্ট্রিকের বড়ির এই ভয়ংকর অপব্যবহার কমাতে না পারলে নিয়মিত অমিপ্রাজল সেবনকারীদের স্বাস্থ্য ঝুকির মুখে পড়তে পারে। ঝিনাইদহ সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, প্রতিদিন আউটডোরে ২০ হাজার এন্টি আলসারেন্ট ড্রাগ বিতরণ করা হয়। এই হিসেবে সপ্তহে এক লাখ চল্লিশ হাজার গ্যাসের বড়ি নিচ্ছেন মানুষ। গ্যাসের বড়ির পাশাপাশি প্রতিদিন চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক প্যারাসিটামল দশ হাজার ও ক্যালসিয়াম বড়ি সমপরিমান বিতরণ করা হচ্ছে। সদর হাসপাতালের ডিপ্লোমা ফার্মাসিস্ট রুহুল আমিন জানান, দিন যতই যাচ্ছে গ্রহনের প্রবণতা বাড়ছে। তিনি বলেন বছরে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ৫৭ লাখ এন্টি আলসারেন্ট ড্রাগের চাহিদা রয়েছে। অথচ ২/৩ বছর আগেও মানুষের মাঝে এই প্রবণতা ছিল না। হরিণাকুন্ডুর বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম জানান, লম্বা সময় ধরে যদি কেউ এন্টি আলসারেন্ট ড্রাগ গ্রহন করে তাহলে তার হাড় ক্ষয় রোগ হতে পারে। সমাজে কিন্তু হাড় ক্ষয় রোগ এখন বেশি ধরা পড়ছে। আর এই রোগটি হচ্ছে চল্লিশ বছর পার হলে। তিনি বলেন, বাজারে প্যারাসিটামল জাতীয় ঔষধের পরই সর্বোচ্চ বিক্রিত ঔষধ হচ্ছে এন্টি আলসারেন্ট ড্রাগ। দেদারসে মানুষ বছরের পর বছর এসব ওষুধ খেয়ে আসছে। ফার্মেসি থেকে সহজেই মানুষ এসব কিনতে পারছে প্রেসক্রিপশন ছাড়া। সঠিক রোগ নির্ণয় ছাড়াই মানুষ নিজেরা এসব ঔষধ খেয়ে আসছে। ঝিনাইদহ সদর হাসপাতালের সাবেক মেডিসিন বিশেষজ্ঞ ও বর্তমান ঢাকার গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আব্দুল ফাত্তাহ বলেন, এন্টি আলসারেন্ট ড্রাগ চিকিৎসক কখন প্রেসক্রাইব করি বা কতদিনের জন্য করা হয় সেটা জানা প্রয়োজন। সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যা আছে বলে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হচ্ছে বুক জ্বালা পোড়া, পেটে ব্যথা, হজম না হওয়া, গ্যাস নির্গত হওয়া ও ক্ষুধা অনুভূত না হওয়া। এসব লক্ষণ সাধারণত পেপটিক আলসার ডিজিজ, নন আলসার ডিসপেপসিয়া বা গল স্টোন জাতীয় সমস্যার জন্য হয়ে থাকে। তবে বেশীর ভাগই লাইফ স্টাইল সঠিক না হওয়ার কারনেই হয়ে থাকে। যেমন সময়মত আহার না করা, বেশি বেশি পানি পান না করা, তেল, মসলা ও ভাজাপোড়া জাতীয় খাবার খাওয়া। রোগ নির্ণয়ের জন্য রোগের ইতিহাসের পাশাপাশি Endoscopy, USG এসব পরীক্ষা করা প্রয়োজন। রোগ নির্ণয় হলেই কেবলমাত্র এন্টি আলসারেন্ট ড্রাগ প্রেসক্রাইব করা উচিত, তাও সর্বোচ্চ ৮ সপ্তাহের জন্য। এর বেশি কোনভাবেই নয়। ডাঃ আব্দুল ফাত্তাহ বলেন, লম্বা সময় ধরে এসব ঔষধ খেলে ডায়রিয়া, বমি ভাব, পেটে ব্যথা হতে পারে। তবে জটিল বা মারাত্মক পার্শপ্রতিক্রিয়া হচ্ছে আরো বেশি গ্যাস্ট্রিক তৈরি হওয়া। তিনি বলেন, র্গ্যাস্ট্রিকের বড়ি পাকস্থলিতে সব ধরণের এসিড সিক্রেশন বন্ধ করে দয়। ফলে খাবারের সঙ্গে যে খারাপ জিনিসগুলো প্রবেশ করে তা এসিড সিক্রেশন বন্ধ হয়ে গেলে জীবানু ধ্বংস হয় না। ফলে এসিডের অভাবে আবারো পকস্থলিতে গন্ডগোল বাধতে পারে। তা হলো Hyper Gastrinemia । চিকিৎসকদের ভাষ্যমতে, নিউমোনিয়া বা ডায়রিয়ার মত ইনফেকশন হতে পারে অ্যাসিড সিক্রেশন কমে যাওয়ার কারণে। এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এসব মিনারেল শরীরে কমে গিয়ে ফ্র্যাকচার পর্যন্ত হতে পারে। তবে সবচেয়ে মারাত্মক পার্শপ্রতিক্রিয়া হচ্ছে Parital Cell Hypertrophy হয়ে Gastric Carcinoma বা পাকস্থলীর ক্যান্সার। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম জানান, সচেতনতা বৃদ্ধি ছাড়া এই গ্যাসের বড়ি সেবনের প্রবণাতা রোধ করা যাবে না। তিনি বলেন, ঝিনাইদহ হাসপাতালে সবচে বেশি গ্যাসের বড়ি নেন মহিলারা। সংসারের কাজের কারণে হয়তো তারা সময় মতো পানি পান করতে পারেন না। ফলে গ্যাস্ট্রিকের প্রথম ধাপে তারা আক্রান্ত হন। নিয়ম মেনে যদি তারা প্রথম ধাপ উতরাতে পারতেন তবে এন্টি আলসারেন্ট ড্রাগ গ্রহন প্রয়োজন হতো না।

কালীগঞ্জে স্প্রিটপানে তিনজনের মৃত্যু অসুস্থ ৪ জনস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্প্রিটপানে তিন জনে...
03/03/2023

কালীগঞ্জে স্প্রিটপানে তিনজনের
মৃত্যু অসুস্থ ৪ জন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্প্রিটপানে তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের হারুনের ছেলে জাহাঙ্গীর হোসেন খা (৩৩), ঢাকালে পাড়ার খোকনের ছেলে রাজিব হোসেন (২৭) ও আড়াপাড়ার অনিল কুমারের ছেলে বিপুল (৪৫)। এ ঘটনায় এখনো আশংকাজনক অবস্থায় পালিয়ে চিকিৎসা নিচ্ছে চার জন। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। জানা গেছে, বৃহস্পতিবার কালীগঞ্জ শহরের রেজা হোমিও হল থেকে স্প্রিট কিনে পান করেন মৃত ব্যক্তিরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা অসুস্থ হয়ে পড়ে। লোক জানাজানির ভয়ে তারা পালিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। একে একে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। কালীগঞ্জ শহরের কলেজ পাড়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। জাহাঙ্গীর হোসেন খার ভাই আলমগীর খা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার ভাই বাড়ি এসে গোঙাতে থাকে। মধ্যরাতে তিনি মারা যান। শুনেছেন তিনি স্প্রিট পান করেছিলেন। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, প্রথমে আমরা ৫ জনের মৃত্যুর খবর পেয়েছিলাম। পরে তিনজনের সত্যতা পেয়েছি। তিনি বলেন যারা এই অবৈধ স্প্রিট বিক্রির সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা উচিৎ। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, তারা তিনজনের মৃত্যুর কথা শুনেছেন। এদিকে রেজা হোমিও হলের মালিক এ ঘটনার পর থেকে গাঢাকা দিয়ে আছেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। উল্লেখ এর আগেও কালীগঞ্জে স্প্রিট ও মদ পানে ১৪ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে

02/03/2023

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা এক নারীর। পিবিআইকে তদন্তের নির্দেশ

28/02/2023

খাদ্য গুদামের ৮৯ লাখ টাকার চাল আত্মসাৎ
ঝিনাইদহ দুদকে এক খাদ্য পরিদর্শকের
বিরুদ্ধে দুর্নীতির মামলা

হার্ডলাইনে পুলিশ সুদখোরদের মরণদশাস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই সুদের কারবারীকে আটক করেছ...
26/02/2023

হার্ডলাইনে পুলিশ সুদখোরদের মরণদশা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই সুদের কারবারীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে রেজাউল ও শরিফুল নামের দুই ভাইকে আটক করা হয়। তারা ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের ওই দুই ব্যক্তি মানুষের কাছে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলো। সুদের টাকা দেওয়ার সময় বøাঙ্ক চেক ও স্ট্যাম্প স্বাক্ষর করিয়ে নেয়। পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিলো। সুদের কারবারি রেজাউল ও শরিফুলের জোরজোবরদস্তিতে অতিষ্ঠ হয়ে সুদে টাকা নেওয়া ব্যক্তিরা থানায় অভিযোগ দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগীতায় সকালে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, ৪ টি স্ট্যাম্প ও ১৫০ পাতার তালিকা খাতা। বিকেলে পুলিশের পক্ষ থেকে দ্রæত বিচার আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।

Address

Jhenida
7300

Telephone

+966578979627

Website

Alerts

Be the first to know and let us send you an email when KSA NOBAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KSA NOBAB:

Share