নিউজ ঝিনাইদহ অল টাইম

নিউজ ঝিনাইদহ অল টাইম ঝিনাইদহ জেলার সকল সংবাদ সবার আগে

04/12/2024
হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর।জেরা প্রতিনিধি,ঝিনাইদহ ...
04/12/2024

হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর।

জেরা প্রতিনিধি,ঝিনাইদহ :

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ২টি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও একটি হত্যা মামলায় ২দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার সকালে ঝিনাইদহ আমলি আদালতের বিচারক রুমানা আফরোজ তাদের দুজনের এ রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে কোরআন অবমাননার প্রতিবাদ ও ইসলাম বিদ্বেষী ব্লগারদের ঔদ্ধত্যপূর্ণ লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করে ওলামা মাশায়েখরা।
সেসময় তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের আগস্ট মাসের ২৬ তারিখে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক এমপি শফিকুল ইসলামসহ ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গত ১১ জুন রাজধানীতে ডিবি পুলিশের হাতে আটক হন মিন্টু।পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু থানায় আরও ৪টি হত্যা মামলা করা হয়। এগুলোর মধ্যে ২০১৩ সালে ঝিনাইদহ শহরের হাটের রাস্তার মোড়ে আবদুস সালাম ও ২০১৫ সালে শহরের মডার্ন মোড়ে তরিকুল ইসলামকে হত্যার ঘটনায় পৃথক মামলায় তাকে আদালতে তোলা হয়েছিল।
আদালত সূত্র আরও জানা যায়, মঙ্গলবার সকাল সাতটায় সাইদুল করিমকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
এরপর সকাল সাড়ে ৭টায় তাকে কাঠগড়ায় তোলা হয়। সিআইডির পক্ষ থেকে আদালতে সালাম হত্যা মামলায় ৭দিন ও তরিকুল হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে তাদেরকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করের বিচারিক আদালত। আদালতে আসামির পক্ষে আইনজীবী ইসমাইল হোসেন, আবদুল মান্নান ও সামছুজ্জামান শুনানিতে অংশ নেন।

এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মামুন আবদুল্লাহ জানান, ওই দুই মামলায় যথাক্রমে ১০ ও ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন তারা। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

ঝিনাইদহ র‍্যাব-৬ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আরাপপুর বাসস্ট্যান্ডের জামতলা এলাকার নিজ বাসা হতে ঝিনাইদহ -১ আসনের সাবেক সংসদ...
12/09/2024

ঝিনাইদহ র‍্যাব-৬ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে
আরাপপুর বাসস্ট্যান্ডের জামতলা এলাকার নিজ বাসা হতে
ঝিনাইদহ -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার গ্রেফতার করেছে।

03/09/2024
30/08/2024

ছাত্র শিবিরের সাবেক নেতাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ শহর শাখায় উদ্যোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

19/08/2024

ঝিনাইদহ সদর থানায়
জেলা আওয়ামীলীগ, ছএলীগ,যুবলীগ সহ ৪৪৬ জনের বিরুদ্ধে মামলা

ছাত্র আন্দোলনের মুখে ছুটি নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ দলবাজ দুই পুলিশ কর্মকর্তাকে অপসারণআসিফ কাজল, ঝিনাইদ...
18/08/2024

ছাত্র আন্দোলনের মুখে ছুটি নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের
কার্যালয় ত্যাগ দলবাজ দুই পুলিশ কর্মকর্তাকে অপসারণ

আসিফ কাজল, ঝিনাইদহঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে ছুটি নিয়ে কার্যালয় ত্যাগ করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এছাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদকে ছাত্রদের দাবির মুখে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। রোববার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্র্বতীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের কঠোর মনোভাবের কারণে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ৩ দিনের ছুটি নিয়ে এক রকম কর্মস্থল থেকে পালিয়ে যান। ২৫ ব্যাচের এই বিসিএস কর্মকর্তা ২০২৩ সালের ৩ এপ্রিল ঝিনাইদহ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে স্থানীয় আ’লীগ নেতাদের সঙ্গে যোগসাজসে জেলা প্রশাসক দপ্তর, চক্ষু হাসপাতাল, কালেক্টরেট স্কুলসহ বিভিন্ন দপ্তরে নিয়োগ বানিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তার দুর্ব্যবহারে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন অতিষ্ঠ। জেলা প্রশাসকের চেয়ারে বসে তিনি দলীয় নেতার মতো আচার আচরণ করতেন বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অভিযোগ করে। এক পর্যায়ে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বিক্ষোভের মুখে অফিস ছাড়তে বাধ্য হন। জেলা প্রশাসক অফিসের পর বিক্ষুদ্ধ ছাত্রজনতা ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদকে অপসারণে দাবী জানাতে থাকেন। এ সময় পুলিশ সুপার আজিম উল আহসানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাবিক মোহাম্মদ আল হাসান, সমন্বয়ক আবু হুরাইরা ও সাইদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাত করে ছাত্র আন্দোলনের সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ছাত্রনেতারা দ্রæত দুই পুলিশ কর্মকর্তাকে ঝিনাইদহ ছাড়ার আল্টিমেটাম দিলে পুলিশ সুপার ছাত্রদের দাবীর মুখে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদকে ছুটি দিয়ে কর্মস্থল ছাড়ার কথা জানান। এ সময় বিপুল সংখ্যক ছাত্রজনতা ভুয়া ভুয়া বলে শ্লোগান দিতে দিতে পুলিশ সুপারের কার্যালয় ত্যাগ করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতœা খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও আব্দুস সালামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমন্বয়ক আবু হুরায়রা গনমাধ্যমকর্মীদের জানান, প্রশাসনে ফ্যাসিষ্ট খুনি হাসিনার কোন দোসরকে রাখা হবে না। তারা প্রশাসনে ঘাপটি মেরে থেকে আবারো আ’লীগকে সংগঠিত করার চেষ্টা করছে। অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদ নিজেদের ছাত্রলীগের টোকাই কর্মী বলে পরিচয় দিতেন। ছাত্র আন্দোলনের সময় এই দুই পুলিশ কর্মকর্তার ভুমিকা ছিল ছাত্রলীগের ক্যাডার বাহিনীর মতো। এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জেলা প্রশাসকের বিরুদ্ধে প্রশাসনকে দলীয়করণ, নিয়োগ বানিজ্য ও স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগ তোলেন।

07/08/2024

ঝিনাইদহে জামাত শিবিরের থানা পাহারা

06/08/2024

#ঝিনাইদহ

06/08/2024

তিতা হলেও সত্যি গণভবন থেকে যারা লুটপাট করলেন তারা বুঝাই দিলেন সুযোগ পাইলে আপনারাও ওদের মতোই দেশটাকে খাইতেন।কোনো পার্থক্য নাই!

আর এখন যারা ভাংচুর করতেছেন ভুলে যাইয়েন না এসব আমাদের ট্যাক্সেই গড়ে উঠেছিল। খালি গদি কিন্তু কম ভয়ঙ্কর না! বিজয়ের এক ঘন্টা পার না হতেই দেশের যে পরিমাণ ক্ষতি করলেন, আপনারা কিভাবে দেশ রক্ষা করবেন? আমার তো মনে হয় দেশ স্বাধীন হয়নি আরো ধংস হইছে।

গণভবন থেকে যে যা নিয়ে আসলেন, কালকে গিয়ে ফেরত দিয়ে আসেন, পারবেন না???

এটুকু সৎ নিজে না হলে একজন সৎ নেতা পাবেন এমন আশা কইরেন না!!

18/07/2024

ব্রেকিং নিউজ
রণক্ষেত্র ঝিনাইদহ শহর
ছাএ-পুলিশ সংঘর্ষ
চলছে

দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহতঝিনাইদহ প্রতিনিধি-দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে নাতি। ...
18/07/2024

দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-
দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে নাতি। বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটে। নিহত শিশু সিয়াম (১২) ভাটই গ্রামের ভ্যান চালক বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু সিয়াম ঝিনাইদহ শহরের একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করে। বৃহস্পতিবার ভোরে শিশু সিয়ামের দাদা কিনার উদ্দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। সকালে মৃত দাদাকে দেখতে যায় শিশু সিয়াম। দেখে বাড়ি ফেরার পথে পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই আখ সেন্টারের সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। পরে হাইওয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শিশুটি মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। সেসময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের খন্ড চিত্র
16/07/2024

ঝিনাইদহের খন্ড চিত্র

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ ঝিনাইদহ অল টাইম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share