সকল চাকুরীর সর্বশেষ খবর ও বিজ্ঞপ্তি Job Latest News and Circular

  • Home
  • Bangladesh
  • Jessore
  • সকল চাকুরীর সর্বশেষ খবর ও বিজ্ঞপ্তি Job Latest News and Circular

সকল চাকুরীর সর্বশেষ খবর ও বিজ্ঞপ্তি Job Latest News and Circular Any Govt. Job Latest Circular and News pete like din.
যে কোন চাকুরীর সর?
(20)

যে কোন চাকুরীর সর্বশেষ খবর, বিজ্ঞপ্তি ও প্রস্তুতির জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইট-
www.mcqstudybd.com

যাদের বাসা ও অফিসে wifi আছে তারা আমার মত পথে ব্যবহারের জন্য টেলিটকের আজীবন মেয়াদের ৩০৯ টাকার ২৫ জিবি ইন্টারনেট প্যাকেজ ব...
15/04/2024

যাদের বাসা ও অফিসে wifi আছে তারা আমার মত পথে ব্যবহারের জন্য টেলিটকের আজীবন মেয়াদের ৩০৯ টাকার ২৫ জিবি ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে পারেন। আপনার ০১৩, ০১৪, ০১৬, ০১৭, ০১৮ ও ০১৯ এর সিমটি নাম্বার ঠিক রেখে MNP এর মাধ্যমে বিনামূল্যে টেলিটকে রূপান্তর করুন এবং দারুন সব সুবিধা ভোগ করুন। দেশের টাকা দেশেই রাখুন।
িদেশী_অপারেটর

GST গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ে ০১ টি Subject Choice ফরম-এ সকল শিক্ষার্থীর আবেদনের সমান সুযোগ রেখে ইউনিটভিত্তিক মেধা...
21/08/2022

GST গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ে ০১ টি Subject Choice ফরম-এ সকল শিক্ষার্থীর আবেদনের সমান সুযোগ রেখে ইউনিটভিত্তিক মেধাক্রম অনুযায়ী কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের Subject Choice অনুযায়ী প্রতি সিটের বিপরীতে একজন শিক্ষার্থীকে বরাদ্দ দেয়ার ব্যবস্থাই হলো Per Seat One student allotment system (আসন প্রতি একজন শিক্ষার্থী বরাদ্দ ব্যবস্থা)। শিক্ষার্থীদের ভোগান্তি সম্পূর্ণ কমিয়ে ফেলে সকল বিশ্ববিদ্যালয়ের ১০০% আসন পূর্ণ করার জন্য এই সিস্টেমটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ তৈরিকৃত এই সিস্টেমটি অতি অল্প সময়ের মধ্যে গুচ্ছের মূল ডাটাবেজ ও সিস্টেমের সাথে সংযোগ করা যাবে। এই সিস্টেমটি বাস্তবায়িত হলে অভিভাবক, শিক্ষার্থী সকলের যেমন ভোগান্তি কমবে এবং পছন্দমত বিষয়ে শিক্ষার্থীরা পড়তে পারবে তেমনি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো সিট ফাঁকা থাকবে না।

Demo link:
সাবজেক্ট চয়েস ফরমের ডেমো: https://www.mcqstudybd.com/gst/index.php

নিরাপত্তা ব্যবস্থা: সিস্টেমটি ইন্টারনেট কানেকশনবিহীন কম্পিউটারে পরিচালনা করা হবে বিধায় হ্যাক হওয়ার কোনরূপ সম্ভাবনা নেই। সিস্টেমটি Latest programming Language দ্বারা লিখিত হয়েছে বিধায় কোডিং জনিত ত্রুটি মুক্ত।

ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: HTML5, CSS3, PHP, JavaScript, JQuery Ajax, Bootstrap, MySQLi.

কার্যপদ্ধতি: এটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। এই সিস্টেমটির মূল কার্যক্রম ৩য় ধাপ থেকে। নিম্নে ধাপসমূহ বিস্তারিত উল্লেখ করা হলো:
ধাপ ০১: GST ইউনিটভিত্তিক রেজিস্ট্রেশন পূর্বের ন্যায় সম্পন্ন হবে এবং যথারীতি ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।
ধাপ ০২: GST ইউনিটভিত্তিক মোট মার্ক ও SSC, HSC রেজাল্ট অনুযায়ী একটি মেধাক্রম প্রকাশ করতে হবে।
ধাপ ০৩: Subject Choice প্রক্রিয়া: (Online)
প্রত্যেক শিক্ষার্থী Login করে Subject Choice অপশন থেকে GST গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয় হতে তার পছন্দমত ৫০ টি Subject চয়েস দিতে পারবে। । সাবজেক্ট চয়েস দেয়ার সময় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টের জন্য প্রদত্ত শর্তাবলী প্রয়োগ করা হবে এবং প্রত্যেক শিক্ষার্থী শুধুমাত্র তার যোগ্য সাবজেক্টগুলোই চয়েস ফরমে দেখতে পারবে। এই সাবজেক্ট চয়েসের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীকে এই সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে ০১টি করে সাবজেক্ট বরাদ্দ প্রদান করা হবে। ব্যবহারিক আছে এমন সাবজেক্ট (যেমন যবিপ্রবির PESS) এই সাবজেক্ট চয়েস প্রক্রিয়ার বাইরে থাকবে এবং এই সকল সাবজেক্টে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আলাদা সাবজেক্ট চয়েস ফরম পূরণ করতে হবে ও ব্যবহারিক শেষে তাদের মেধাক্রম অনুযায়ী সংশ্লিষ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি সম্পন্ন করবে। সাবজেক্ট চয়েস প্রক্রিয়া ০৩টি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো:

উদাহরণ ০১: একজন শিক্ষার্থীর বাড়ি যশোর। তার ইচ্ছা যবিপ্রবিতে অধ্যয়ন করবে । সে সাবজেক্ট চয়েস দেয়ার সময় যবিপ্রবির ২৬টি সাবজেক্ট তার পছন্দমত ক্রমানুযায়ী চয়েস দেয়ার পর বাকী ২৪ টি চয়েস খুলনা বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্ট চয়েস দিতে পারবে।

উদাহরণ ০২: একজন শিক্ষার্থীর বাড়ি যশোর। তার ইচ্ছা যে কোনো বিশ্ববিদ্যালয়ে CSE অথবা EEE অথবা Pharmacy পড়বে। এক্ষেত্রে সে ২২ টি বিশ্ববিদ্যালয়ের তার পছন্দ ক্রমানুযায়ী ঐ ৩টি সাবজেক্টকে চয়েস হিসেবে দিতে পারবে।

উদাহরণ ০৩: একজন শিক্ষার্থীর বাড়ি যশোর। তার ইচ্ছা যে কোনো বিশ্ববিদ্যালয়ে CSE অথবা EEE বিষয়ে পড়তে না পারলে যবিপ্রবিতে যে কোন সাবজেক্টে পড়বে। তো সাবজেক্ট চয়েস দেয়ার সময় সে সকল বিশ্ববিদ্যালয়ের CSE এবং EEE কে সাবজেক্ট চয়েস দেয়ার পর বাকী চয়েসগুলো যবিপ্রবির বাকী সাবজেক্ট দিয়ে পূরণ করতে পারবে।

এই সিস্টেমে একজন শিক্ষার্থী তার সর্বোচ্চ পছন্দ অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে পারছে এবং একই সাথে ২২ টি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেয়ার সুযোগ পাচ্ছে।

ধাপ ০৪: প্রতি শিক্ষার্থীর বিপরীতে সাবজেক্ট বরাদ্দ: (Offline)
Online থেকে প্রাপ্ত সাবজেক্ট চয়েস ডাটাবেস এই সিস্টেমের ডাটাবেসে যুক্ত করা হবে। এরপর মাত্র ১ ক্লিকের মাধ্যমে মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট চয়েসের ভিত্তিতে ফাঁকা আসনে শিক্ষার্থী বরাদ্দ দেয়া হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ অটোমেটিক প্রক্রিয়া। কোটার শিক্ষার্থীদের জন্য আলাদা সাবজেক্ট বরাদ্দ প্রদান করা হবে এবং তাদের ক্ষেত্রেও ধাপ ৪ থেকে ১০ পর্যন্ত একই রকমভাবে আলাদা চালনা করার ব্যবস্থা রয়েছে এই তৈরিকৃত সিস্টেমে।

ধাপ ০৫: শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া: (Online)
সাবজেক্ট বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে এবং কিছু শিক্ষার্থী মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। তাদের সিটগুলো যাতে ফাঁকা না থাকে এজন্য সাবজেক্ট বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের থেকে ৫০০০/- অথবা ১০০০০/- টাকা বুকিং মানি নিয়ে তাদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির পূর্বে এই টাকা স্ব স্ব বিশ্ববিদ্যালয়কে GST কর্তৃপক্ষ প্রদান করবে।

ধাপ ০৬: ১ম পর্যায়ে সাবজেক্ট বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বুকিং মানি নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা আলাদা করা হবে এবং খালি আসন বের করা হবে।

ধাপ ০৭: ভর্তি বাতিল প্রক্রিয়া: (Online)
বুকিং মানি দিয়ে ভর্তি কনফার্ম করা একজন শিক্ষার্থী যে কোনো সময় Login করে ভর্তি বাতিল অপশন থেকে ভর্তি বাতিল করবে এবং বুকিং মানি থেকে অনলাইন খরচ কর্তনপূর্বক শিক্ষার্থীকে অবশিষ্ট বুকিং মানি ফেরত প্রদান করা হবে। এ প্রক্রিয়ায় ভর্তি বাতিল করতে হলে মোবাইলে/ইমেইলে কোড প্রেরণের মাধ্যমে শিক্ষার্থীকে যাচাই করে নেয়া হবে যাবে অন্য কেহ অসৎ উদ্দেশ্যে অন্যের ভর্তি বাতিল করে দিতে না পারে।

ধাপ ০৮: অটো মাইগ্রেশন (Offline)
প্রত্যেক শিক্ষার্থীর অটোমাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। একজন শিক্ষার্থী যে কোনো মেরিট লিস্টে তার পছন্দের সাবজেক্ট পেয়ে গেলে সে Login করে যে কোনো সময় অটো মাইগ্রেশন বন্ধ করতে পারবে। ১ম পর্যায়ে বুকিং দেয়া শিক্ষার্থীদেরকে পুনরায় মেধাক্রম অনুযায়ী ধাপ ০৪ এর প্রক্রিয়ার মাধ্যমে চালনা করে অটো মাইগ্রেশন প্রক্রিয়ায় পুনরায় চূড়ান্ত সাবজেক্ট বরাদ্দ দেয়া হবে। এছাড়া ভর্তি না হওয়া খালি আসনে এবং ভর্তি বাতিলের কারণে খালি আসনসমূহে ধাপ ৪ এর প্রক্রিয়া চালনা করে সাবজেক্ট বরাদ্দ দেয়া হবে। তবে যে সকল শিক্ষার্থী অটো মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ রাখবে তাদের পূর্বে বরাদ্দ পাওয়া সাবজেক্ট বহাল থাকবে। সকল বিশ্ববিদ্যালয়ের সকল সিট পূর্ণ না হওয়া পর্যন্ত ধাপ ০৪ থেকে ধাপ ০৮ পর্যন্ত পর্যায়ক্রমে চালনা করা হবে। ১ম পর্যায়ে প্রদানকৃত সাবজেক্ট বরাদ্দকৃত শিক্ষার্থীদের তালিকাকে ১ম মেরিট, ২য় পর্যায়কে ২য় মেরিট, ৩য় পর্যায়কে ৩য় মেরিট, এভাবে বিবেচনা করা যায়।

ধাপ ০৯: চূড়ান্ত ভর্তির তালিকা প্রকাশ
সকল বিশ্ববিদ্যালয়ের সকল সিট পূর্ণ হওয়ার পর অথবা ক্লাস শুরুর ১ মাস আগে একটি সর্বশেষ অটো মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করতে হবে। এই রেজাল্টটি হবে চূড়ান্ত মেরিট লিস্ট। চূড়ান্ত মেরিট লিস্টে সাবজেক্ট বরাদ্দ পাওয়া শিক্ষার্থীরা সর্বশেষ তাদের বরাদ্দকৃত সাবজেক্ট সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে হাজির হবে এবং বুকিং মানি ব্যতীত অন্যান্য ফিস পরিশোধের পর প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা প্রদান পূর্বক ভর্তি কার্যক্রম সমাপ্ত করবে এবং সংশিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্মতির ভিত্তিতে অটোমাইগ্রেশন বন্ধ করে দিবেন।

ধাপ ১০: ভর্তি সমাপ্তকরণ
সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা প্রদান পূর্বক ভর্তি কার্যক্রম সমাপ্ত করার পরও কিছু আসন খালি থাকবে। এই আসন পূর্ণ করার জন্য প্রথমে অটোমাইগ্রেশন চালু থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে ধাপ ৪ চালনা করা হবে এবং ওয়েটিং লিস্ট থেকে খালি আসন পূর্ণ করা হবে। যদি কোনো শিক্ষার্থীর সর্বশেষ অটোমাইগ্রেশনে বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে সে তার সকল কাগজপত্রাদিসহ ভর্তির সকল অর্থ ফেরত পাবে এবং নতুন বরাদ্দ পাওয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে অর্থ ও সকল কাগজপত্রাদি জমা প্রদানপূর্বক ভর্তি সমাপ্ত করবে। এরপর সকল বিশ্ববিদ্যালয় একযোগে ক্লাস শুরু করাতে পারবে এবং ক্লাস শুরু হয়ে গেলে ২/১ টি আসন খালি থাকলেও আর বরাদ্দ প্রদান করা হবে না।

Address

Jessore, Khulna
Jessore
1000

Alerts

Be the first to know and let us send you an email when সকল চাকুরীর সর্বশেষ খবর ও বিজ্ঞপ্তি Job Latest News and Circular posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সকল চাকুরীর সর্বশেষ খবর ও বিজ্ঞপ্তি Job Latest News and Circular:

Share

Category

Our Story

যে কোন চাকুরীর সর্বশেষ খবর, বিজ্ঞপ্তি ও প্রস্তুতির জন্যে আমাদের সাথে থাকুন

Nearby media companies