ইত্যাদি Swapno Exclusive

  • Home
  • ইত্যাদি Swapno Exclusive

ইত্যাদি Swapno Exclusive ইত্যাদির প্রতি ভালোবাসা থেকেই এই পেইজের সৃষ্টি।

ইত্যাদির প্রতি ভালবাসা থেকেই ইত্যাদি পেইজ তইরি করা হয়!

ইত্যাদির সাথে আমাদের কোন সরাসরি সম্পৃক্ততা না থাকলেও এই পেইজের মুল উদ্দ্যেশ্য হচ্ছে সমাজের প্রতি ইতিবাচক ভূমিকা রাখার। তাই এখানে সচেতনতামূলক, সাম্প্রতিক খবরাখবর, এবং মানবতাবাদী লেখালেখি করব। আশা করি মানুষ হিসেবেই আমাদের পাশে সবসময় থাকবেন।

মাগরিবের আগে বিকেলের ২ ঘন্টা ক্রিকেট, আহা সেই দিন গুলো! 🙂
01/02/2025

মাগরিবের আগে বিকেলের ২ ঘন্টা ক্রিকেট, আহা সেই দিন গুলো! 🙂

31/01/2025
🚪মেহগনি কাঠের দরজা- ৬৫০০/= ( ডিজাইন সহ)🚪গামারি কাঠের দরজা- ৭,০০০/=🚪কাঁঠাল কাঠের দরজা- ১০,৫০০/=(১০০% সার)🚪যশোর সেগুন কাঠে...
30/01/2025

🚪মেহগনি কাঠের দরজা- ৬৫০০/= ( ডিজাইন সহ)

🚪গামারি কাঠের দরজা- ৭,০০০/=
🚪কাঁঠাল কাঠের দরজা- ১০,৫০০/=
(১০০% সার)

🚪যশোর সেগুন কাঠের দরজা- ১২৫০০/=
🚪আকাশমনি কাঠের পাল্লা ৮৫০০/=

🚪চিটাগাং সেগুন কাঠের দরজা- ১৬,০০০/=১০% পল থাকবে সর্বোচ্চ

🚪চিটাগাং সেগুন কাঠের দরজা- ২০,০০০/=
(১০০% সার)
🚪বার্মাটিক সেগুন কাঠের পাল্লা ৪৫০০০/= ( বর্তমান কাঠের দাম অনুযায়ী)
রং/বারনিশ/পলিশ বাদে মূল্য দেওয়া হয়েছে !!

বারনিশ :
হ্যান্ড পলিশ ২৫০০🌈

মেশিন দ্বারা পলিশ
লেকার বারনিশ ৬০০০🌈

⛩️মেহেগুনী চৌকাঠ এর মূল্য ২৫০০/=
⛩️সেগুন কাঠের চৌকাঠ ৬৫০০/=
⛩️লোহা কাঠের চৌকাঠ ৬০০০/=
⛩️চিটাগং শীলকড়ই ৫৫০০/=
⛩️আকাশমনি ৩৫০০/=

সারাদেশে ফ্রী ডেলিভারি 🚚

আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা-

Factory: 1230 west Kazipara 🛒showroom 621 west Kazipara Mirpur Dhaka 1216

𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞 MD Mahbub Hossain 📞 01675-365 665 (WhatsApp imo)

💥💥 আপনার কষ্টার্জিত টাকার নির্মাণাধীন বিল্ডিংয়ের দরজা গুলো যেখানে সেখানে অডার বুকিং না দিয়ে,,, দরজার গুনগত মান যাচাই করে...
28/01/2025

💥💥 আপনার কষ্টার্জিত টাকার নির্মাণাধীন বিল্ডিংয়ের দরজা গুলো যেখানে সেখানে অডার বুকিং না দিয়ে,,, দরজার গুনগত মান যাচাই করে,,,,, কারখানা ও শোরুম ভিজিট করে,,,,তারপরে অডার বুকিং দিন,,,

✅ আমাদের দরজার বৈশিষ্ট্য,,,

১/ ১০০% সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠের তৈরি।

২/ পাকা সাইজ / পুরুত্ব ১.৫" ইঞ্চি কাঠের তৈরি।

৩/ উন্নত মানের আঠা দিয়ে ফিংগার জয়েন্ট দেওয়া হয়

৪/ অভিজ্ঞ কারিগর দিয়ে দরজা তৈরি করা হয়

৫/ সলিড ফ্রেশ,, বাছাইকৃত কাঠ দিয়ে তৈরি করা হয়

🚪মেহগনি কাঠের দরজা- ৮,০০০/=
(১০০% সার)

🚪 মেহগনি কাঠের 2D নকশা দরজা -৬৫০০/=
( কেমিক্যাল টিট মেন্ট করা)

🚪 মেহগনি কাঠের 3D নকশা দরজা -৯,০০০/=
( কেমিক্যাল টিট মেন্ট করা)

🚪গামারি কাঠের দরজা- ৭,৫০০/=

🚪কাঁঠাল কাঠের দরজা- ১০,৫০০/=
(১০০% সার)

🚪 আকাশি কাঠের দরজা -৮,০০০/=
( ১০০% সারি)

🚪যশোর সেগুন কাঠের দরজা- ১৭,৫০০০/=
( ১০০% সারি)

🚪 টাঙ্গাইলের সেগুন কাঠের দরজা- ১৯,৫০০/=
(১০০%সার)

🚪চিটাগাং সেগুন কাঠের দরজা- ১৬,০০০/=

🚪চিটাগাং সেগুন কাঠের দরজা- ২০,০০০/=
(১০০% সার)

রং/বারনিশ/পলিশ বাদে মূল্য দেওয়া হয়েছে !!

বারনিশ :
হ্যান্ড পলিশ ২,৫০০/=

মেশিন দ্বারা পলিশ
লেকার বারনিশ ৬,৫০০/=

(চৌকাঠ এর মূল্য ২,৫০০/=)

🚪 লোহা কাঠের চৌকাঠ =৫৫০০৳

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা

🛒শাহাজালাল ডোরস

🏡 ৬২১ পশ্চিম কাজীপাড়া মিরপুর ঢাকা ১২১৬

☎️ 01675-365665

যে কাঠের দরজা তে ৩০ বছরের রিপ্লেস মেন্ট গেরান্টি দেওয়া হয়

সমগ্র বাংলাদেশ ফ্রী ডেলিভারি দেওয়া হয়🚚

মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যা*ন্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ র...
27/01/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!
ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যা*ন্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যা*ন্সার কোনো মর*ণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মা*রা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।
তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যা*ন্সার। উপায়গুলো হচ্ছে:-
১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যা*ন্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।
২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যা*ন্সার।
মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমো*থেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।
৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যা*ন্সার সেরে যাবে।
চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যা*ন্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।
উল্লেখ্য, ক্যা*ন্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।
সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।
তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যা*ন্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

সাইকেল চালানো দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক—এটা শোনার পর হাসি আসা স্বাভাবিক। তবে একটু ভেবে দেখুন, এর মধ্যে লুকিয়ে আছে এ...
27/01/2025

সাইকেল চালানো দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক—এটা শোনার পর হাসি আসা স্বাভাবিক। তবে একটু ভেবে দেখুন, এর মধ্যে লুকিয়ে আছে একটি গভীর বার্তা।

একজন সাইকেল চালক বা হেঁটে চলা ব্যক্তি আসলে কী কী করেন না?

তিনি গাড়ি কেনেন না।

লোন নেন না।

গাড়ির বীমা করান না।

তেল কেনেন না।

গাড়ির সার্ভিসিং বা পার্কিংয়ের খরচ করেন না।
শারীরিকভাবে সুস্থ থাকেন, ফলে মোটা হন না।

এখন এই সুস্থতা আবার দেশের অর্থনীতির জন্য "ক্ষতিকর"!

কারণ:

তিনি বেশি ওষুধ কেনেন না।

হাসপাতালে যান না বা ডাক্তার দেখান না।

তিনি GDP-তে উল্লেখযোগ্য খরচের জায়গা তৈরি করেন না।

তার বিপরীতে, একজন ফাস্ট ফুড ব্যবসায়ী কী করেন?

১০ জন হার্টের চিকিৎসক,
১০ জন দাঁতের ডাক্তার এবং ১০ জন ওজন কমানোর পরামর্শদাতা বা ট্রেনারের জন্য কাজের সুযোগ তৈরি করেন।

আর যারা পায়ে হেঁটে চলেন, তারা তো আরও "ক্ষতিকর"! কারণ, তারা সাইকেলটাও কেনেন না।

শিক্ষণীয় বার্তা:

এটি নিছকই একটি রসিকতার আড়ালে বড় একটি সত্যকে তুলে ধরে—আমাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যকর অভ্যাসগুলো অর্থনীতির কোনো বিশেষ অংশে সরাসরি প্রভাব ফেলে না। তবে এটি সামগ্রিকভাবে সমাজের জন্য উপকারী। আপনার সুস্থতা শুধু আপনার নয়, পরোক্ষভাবে একটি সুস্থ জাতি তৈরিতে সাহায্য করে।

তাই, অর্থনীতির চিন্তা বাদ দিয়ে নিজের স্বাস্থ্যকেই অগ্রাধিকার দিন। নিজে সুস্থ থাকুন, অন্যদেরও সুস্থ থাকার অনুপ্রেরণা দিন!

লেখাঃ সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধীর প্রাণী: ৩ কিমি চলতে কত বছর লাগে?আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে ধীর প্রাণীটির নাম স্লথ? এই প্রাণী এতই ধ...
27/01/2025

বিশ্বের সবচেয়ে ধীর প্রাণী: ৩ কিমি চলতে কত বছর লাগে?

আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে ধীর প্রাণীটির নাম স্লথ? এই প্রাণী এতই ধীরগতির যে, এটি একদিনে মাত্র ৩-৪ মিটার পর্যন্ত চলতে পারে!

স্লথের এমন ধীর গতি কেন?
এর কারণ হলো স্লথের মেটাবলিজম খুব ধীর। তারা দিনের ১৫-২০ ঘণ্টা ঘুমায় এবং গাছের ডালে ঝুলে সময় কাটায়। খাবার হজম করতেও তাদের কয়েক দিন লেগে যায়!

তাহলে প্রশ্ন হলো, স্লথ যদি ৩ কিমি পথ পাড়ি দিতে চায়, তাহলে কত বছর লাগবে? হিসাব করলে দেখা যায়, এতে তাদের প্রায় ৫-৬ বছর লেগে যাবে!

এত ধীর হলেও, স্লথরা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। কারণ তাদের এই ধীরতা শিকারিদের চোখ এড়িয়ে বেঁচে থাকতে সাহায্য করে।

মজার তথ্য: স্লথ এত অলস যে, মাঝে মাঝে তারা গাছ থেকে পড়েও যায় কারণ তারা ঘুমের সময় ডাল শক্ত করে ধরতে ভুলে যায়!

সংগৃহীত

উন্নত এবং আধুনিক ও রুচিসম্মত কাঠের দরজা কিনুন শাহাজালাল ডোরস থেকে 🌈
25/01/2025

উন্নত এবং আধুনিক ও রুচিসম্মত কাঠের দরজা কিনুন শাহাজালাল ডোরস থেকে 🌈

মানসম্মত আধুনিক ও রুচিশীল ডিজাইনের কাঠের দরজা কিনুন!!
24/01/2025

মানসম্মত আধুনিক ও রুচিশীল ডিজাইনের কাঠের দরজা কিনুন!!

বিশ্বস্ততায় সেরা মানের কাঠের দরজা কিনুন 🚪
18/01/2025

বিশ্বস্ততায় সেরা মানের কাঠের দরজা কিনুন 🚪

বিশ্বস্ততার সাথে যেকোনো কাঠের দরজা কিনুন গ্যারান্টি সহকারে🚪
17/01/2025

বিশ্বস্ততার সাথে যেকোনো কাঠের দরজা কিনুন গ্যারান্টি সহকারে🚪

একটি অসাধারন শিক্ষানীয় গল্প:একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে...
16/01/2025

একটি অসাধারন শিক্ষানীয় গল্প:
একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো । ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিলো। সে ভাবলো যে পরে যে বাড়ীতে যাবে , সেখানে
গিয়ে সে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাড়ীতে গেল
খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন । সে খাবারের কথা বলতে ভয় পেলো। সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইলো । মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্থ । তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস
দুধ এনে দিলেন । ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল" আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য?" মহিলা বলল "তোমাকে কোন কিছুই দিতে হবে না । ছেলেটা বলল "আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে । তাহলে আমি
আপনাকে মনের অন্ত:স্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ।" ছেলেটার নাম
ছিলো স্যাম কেইলি । স্যাম যখন দুধ খেয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে এল, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো । স্যাম এর বিধাতার উপর ছিলো অগাধ বিশ্বাস । তাছাড়া সে কখনো কিছু
ভুলতো না ।
অনেক বছর পর ঐ মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরলো ।
স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যার্থ হল । তখন
তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে ।
যেখানে দুলর্ভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয় ।
ডা: স্যামকেইলি কে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো । যখন ডাঃ
স্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন , তার
চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠলো । তিনি
তাড়াতাড়ি ঐ মহিলাকে দেখতে গেলেন । ডাক্তারের এপ্রোন পরে
তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে
চিনতে পারলেন । তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে , যেভাবেই
হোক তিনি মহিলাকে বাঁচাবেনই । ঐ দিন থেকে তিনি ঐ রোগীর
আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন । অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো । ডাঃ স্যাম কেইলি হাসপাতালের
একাউন্টেন্টকে ঐ মহিলার চিকিৎসার বিল দিতে বললেন, কারণ
তার সাইনছাড়া ঐ বিল কার্যকর হবে না । ডাঃ স্যাম কেইলি ঐ বিলের কোণায় কি যেনো লিখলেন এবং তারপর সেটা ঐ মহিলার কাছে পাঠিয়ে দিলেন । মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে। কারণ তিনি জানেন যে এতো দিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি
সারা জীবনেও জীবনেও শোধ করতে পারবেন না ।
অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো । তিনি পড়তে লাগলেন "আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ।" এবং বিলের নিচের সাইন করা ছিলো ডাঃ স্যাম কেইলির নাম। মানুষকে সাহায্য করুন , যতটা
আপনার পক্ষে সম্ভব । হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি।|

#সংগৃহীত

সঙ্গীর খোজে ৩টি মহাসাগর পারি দিয়েছিলো এই পুরুষ তিমি বিজ্ঞানিরা এক্সপেরিমেন্ট করছে, যে আমরা মানুষদের যেমন কাছের মানুষ হার...
16/01/2025

সঙ্গীর খোজে ৩টি মহাসাগর পারি দিয়েছিলো এই পুরুষ তিমি বিজ্ঞানিরা এক্সপেরিমেন্ট করছে, যে আমরা মানুষদের যেমন কাছের মানুষ হারিয়ে ফেললে কষ্ট পাই। তেমনই তিমি মাছের ও কি কষ্ট হয় কি না, আর এই এক্সপেরিমেন্ট করার একটাই কারন, যে পৃথিবীতে সকল প্রানির মধ্যে তিমির বুদ্ধি বেশি, এমনকি মানুষের চাইতেও বেশি। তাই মহিলা তিমিকে বন্দি করে পুরুষ তিমির গায়ে জিপিএস ট্র্যাকার লাগায় বিজ্ঞানিরা। এতে দেখা যায় যে পুরুষ তিমিটা ১৫২ দিন কোনো জায়গায় না থেমে ৩ টি মহাসাগর অতিক্রম করে। তারপর তীরে এসে মারা যায়, আর তীরে আসার একটাই কারন, যে তীমি যখন মৃত্যুবরন করে জোরে একটা ডাইভ (লাফ)দেয় তীরে এসে। তারপর মারা জাওয়ার পর এক্সপেরিমেন্ট করে জানা জায় যে তিমিটা মূলত দির্ঘদিন অনাহারে থাকার কারনে মারা গেছে। তো এতে বোঝা গেল যে তীমি আর মানুষের মধ্যে বেশি একটা পার্থক্য নেই। আর তীমি মাছের শুধু বুদ্ধিই দিছে। সৃষ্টিকর্তা তাদেরকে সেই বুদ্ধিটা প্রকাশ করার জন্য ভাষা বা হাত কোনোটিই দেন নি। সত্যিই আল্লাহর সৃষ্টি বড়ই মনোমুগ্ধকর, [আলহামদুলিল্লাহ ] আসা করি বুঝতে পেরেছেন।❤️ ধন্যবাদ ❤️

আপনার পছন্দের দরজা অর্ডার করুন একবারে সাশ্রয় মুল্যে 🚪
15/01/2025

আপনার পছন্দের দরজা অর্ডার করুন একবারে সাশ্রয় মুল্যে 🚪

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ইত্যাদি Swapno Exclusive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share