ইত্যাদি Swapno Exclusive

  • Home
  • ইত্যাদি Swapno Exclusive

ইত্যাদি Swapno Exclusive ইত্যাদির প্রতি ভালোবাসা থেকেই এই পেইজের সৃষ্টি।

ইত্যাদির প্রতি ভালবাসা থেকেই ইত্যাদি পেইজ তইরি করা হয়!

ইত্যাদির সাথে আমাদের কোন সরাসরি সম্পৃক্ততা না থাকলেও এই পেইজের মুল উদ্দ্যেশ্য হচ্ছে সমাজের প্রতি ইতিবাচক ভূমিকা রাখার। তাই এখানে সচেতনতামূলক, সাম্প্রতিক খবরাখবর, এবং মানবতাবাদী লেখালেখি করব। আশা করি মানুষ হিসেবেই আমাদের পাশে সবসময় থাকবেন।

09/12/2024

ইসলামিক কুইজ
হয়রত মোহাম্মদ (সঃ) এর ডাকনাম কি ছিল!☺️

কাঠের দরজায় সেরা শাহাজালাল ডোরস!
07/12/2024

কাঠের দরজায় সেরা শাহাজালাল ডোরস!

পলিশ রং ও লেকার এর জন্য সেরা মানের কাঠের দরজা কিনুন শাহাজালাল ডোরস থেকে 🌈
06/12/2024

পলিশ রং ও লেকার এর জন্য সেরা মানের কাঠের দরজা কিনুন শাহাজালাল ডোরস থেকে 🌈

ছোট্ট বেলায় এই রকম মেহমান হওয়ার সৌভাগ্য হয়েছে আপনার? আমার হয়েছে কিন্তু
05/12/2024

ছোট্ট বেলায় এই রকম মেহমান হওয়ার সৌভাগ্য হয়েছে আপনার?
আমার হয়েছে কিন্তু

একটি সুন্দর ডিজানের কাঠের দরজা যা বাসাকে আরও আকর্ষণীয় করে তোলে!
05/12/2024

একটি সুন্দর ডিজানের কাঠের দরজা যা বাসাকে আরও আকর্ষণীয় করে তোলে!

আঞ্চলিক ভাষায় শাকগুলোকে আপনারা কি নামে ডাকেন।
03/12/2024

আঞ্চলিক ভাষায় শাকগুলোকে আপনারা কি নামে ডাকেন।

02/12/2024
ধান কাটার পর অবশিষ্ট এই অংশকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলে?
02/12/2024

ধান কাটার পর অবশিষ্ট এই অংশকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলে?

এক বাসায় গিয়েছিলাম নিমন্ত্রনে,ভাল মন্দ খাবার রান্না হইছে।। বাড়ির বারান্দায় একজন মহিলাকে দেখলামভাতের প্লেট নিয়ে ছালার উপ...
01/12/2024

এক বাসায় গিয়েছিলাম নিমন্ত্রনে,
ভাল মন্দ খাবার রান্না হইছে।। বাড়ির বারান্দায় একজন মহিলাকে দেখলাম
ভাতের প্লেট নিয়ে ছালার উপর বসে আছে,,
সামনে প্লেটে ভাত কয়টা আমার এক মুঠিরও কম হবে হয়তো।।
আমার আবার অভ্যেস খারাপ, কোথাও গেলে বাড়ীর সবাইকে কমবেশি জিগ্যেস করি, তাই সেবারও জিজ্ঞেস করলাম।।
- দাদি, ভাল আছেননি?
- হহ ভালা,,,আইন্নেরে চিনলাম না
- চিনবেন না,, তয় এই কয়ডা ভাত নিয়া বইসা আছেন ক্যান।। খাননা কেন? -"বৃদ্ধা বলতে লাগলেন বউ নাকি কয়ডা পোলাও রানচিন,,এল্লাইগ্যা বয়া রইছি দেহি দেয়নি। দিলে পোলাও কয়ডা খায়াম"।।
ভেবেছিলাম ভিক্ষুক হবে হয়তো, কিন্তু না যে বাড়িতে বেড়াতে গেছি সে বাড়িরই মুরব্বি।।
গলাদিয়ে খাবার নামবেনা জেনে অন্যদেরকে রেখে আমি আগেই চলে আসলাম৷৷

কিছু কথা আপুদের উদ্দেশ্যেঃ আপু তোমাকেও জন্ম দিয়েছে এক মা। তুমিও কারও মা হবে।। উজার করে না দিয়ো মুখটা বেজার করে দিয়ো,, তবুও দিয়ো নইলে মানুষগুলো যাবে কোথায় বলো।।

তোমারওতো গায়ের চামড়া ঢিলে হবে, তোমারওতো পেটে ভাজ পরবে, তুমিও একসময় অচল হয়ে যাবে একটু দেখো।। মুখে খাবার তুলে না দিতে পারো, প্লেটটা সামনে ঠেলে দিয়ো, এক মুঠোর বেশিতো আর লাগেনা......

01/12/2024
কাঠের দরজা জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান শাহাজালাল ডোরস ✔️
30/11/2024

কাঠের দরজা জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান শাহাজালাল ডোরস ✔️

আমিন
29/11/2024

আমিন

পছন্দের দরজা কিনুন শাহাজালাল ডোরস থেকে একেবারে সাশ্রয় মুল্যে!
28/11/2024

পছন্দের দরজা কিনুন শাহাজালাল ডোরস থেকে একেবারে সাশ্রয় মুল্যে!

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :প্রিয় অভিভা...
28/11/2024

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

👉একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

👉একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

👉একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷

👉একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

👉যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

👉তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

👉আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

👉প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

👉একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷

👉প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ইত্যাদি Swapno Exclusive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share