Publicvoice24.com

Publicvoice24.com Real Massage for Public
(110)

ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ। ১৪ ফেব্রুয়ারী উপলক্ষ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ এই নোটিশ টানিয়েছে
13/02/2024

ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ। ১৪ ফেব্রুয়ারী উপলক্ষ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ এই নোটিশ টানিয়েছে

দেশটিতে ধিরে ধিরে ফিরছে সবাই
13/02/2024

দেশটিতে ধিরে ধিরে ফিরছে সবাই

পাওনা টাকা চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যান্টিন মালিককে মেরে দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছে হল শাখা ছাত্রলীগ...
12/02/2024

পাওনা টাকা চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যান্টিন মালিককে মেরে দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছে হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন অভি।

শুরু হচ্ছে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা
11/02/2024

শুরু হচ্ছে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা

মারকাযুত তাকওয়ায় ট্রা*ন্স/জেন্ডার নিয়ে ব্যতিক্রমি ফতোয়া প্রতিযোগিতাঢাকার ঐতিহ্যবাহী গবেষণামূলক ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান, ...
10/02/2024

মারকাযুত তাকওয়ায় ট্রা*ন্স/জেন্ডার নিয়ে ব্যতিক্রমি ফতোয়া প্রতিযোগিতা

ঢাকার ঐতিহ্যবাহী গবেষণামূলক ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান, দেশের প্রখ্যাত ইসলামী মোটিভেশনাল স্পিকার ও ব্যবসায়ী আলেম মুফতী হাবিবুর রহমান মিছবাহ প্রতিষ্ঠিত মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকায় দিনব্যাপী প্রতিযোগিতা, ইলমী মুহাজারা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারী শনিবার মারকাযের অডিটোরিয়ামে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চার অধিবেশনে এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি সম্পন্ন হয়। প্রায় ৩০০ প্রতিযোগী এবং পাঁচ শতাধিক উচ্চতর গবেষণার শিক্ষার্থীর উপস্থিতিতে প্রাণবন্ত এই আয়োজনে বিজয়ীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক মুফতী মিযানুর রহমান সাঈদ। বিশেষ অতিথি আলহাজ্ব আবদুর রহমান। জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরীদী, বিশিষ্ট কলামিস্ট গাজী আতাউর রহমান, ইসলামী আলোচক মুফতী শামসুদ্দোহা আশরাফী, কবি সাইফ সিরাজ, মুফতী শরীফ মালিক, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক তোফায়েল গাজালি, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক মুনশি মোহাম্মদ উবায়দুল্লাহ, উপস্থাপক ইলিয়াস হাসান, পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হাছিব আর রহমান, হাফেজ রুহুল আমীন ও হাফেজ আব্দুল করীম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ট্রা*ন্স/জেন্ডার ফিতনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনা ও ইসলামী আইন বিষয়ে অধ্যয়ণরত শিক্ষার্থীদের নিয়ে সকাল ৮ টা থেকে ১০.৩০ পর্যন্ত লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। এতে ৬টি গ্রপে ৩জন করে মোট ১৮ জনকে ১ লক্ষ ৫০ হাজার টাকার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে মুফতী হাবিবুর রহমান মিছবাহ লিখিত মৌলিক বই “চেঞ্জ ইউর মাইন্ড” হাদিয়া দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুফতী মিযানুর রহমান সাঈদ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এমন আয়োজন চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মারকাযুত তাকওয়ার এই ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে অত্যন্ত হৃদয়াগ্রাহী মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক মুফতী হাবিবুর রহমান মিছবাহ বলেন, ফতোয়া বিভাগের শিক্ষার্থীদের নিয়ে দেশে বলার মতো পরিকল্পিত কিংবা সুশৃঙ্খল তেমন কোনো অবকাঠামো নেই। বিচ্ছিন্নভাবে যত্রতত্র ফতোয়া বিভাগ চালু হওয়ায় ফতোয়া বিভাগের মর্যাদা ও আবেদন হারাচ্ছে দিনদিন। এই বিভাগ নিয়ে পরিকল্পিত ও গোছালো কাজ করার ব্যাপারে আশা ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত : মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা একটি ঐতিহ্যবাহী উচ্চতর গবেষণামূলক শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের প্রসিদ্ধ এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১১ বছর ধরে শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ ও মুফতীয়ানে কেরামের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে।

10/02/2024

মারকাযুত তাকওয়ার ব্যতিক্রমি প্রতিযোগিতা অনুষ্ঠান ও ইলমি মুহাজারা সর্বশেষ অধিবেশন থেকে সরাসরি...

পাকিস্তান পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন পাকিস্তানের প্রশিদ্ধ মাদরাসা জামিয়াতুর রশিদের মুহতামিম মাওলানা আবদুর রহিম
10/02/2024

পাকিস্তান পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন পাকিস্তানের প্রশিদ্ধ মাদরাসা জামিয়াতুর রশিদের মুহতামিম মাওলানা আবদুর রহিম

10/02/2024

মারকাযুত তাকওয়ার ব্যতিক্রমি প্রতিযোগিতা অনুষ্ঠান ও ইলমী মুহাজারা থেকে সরাসরি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব (সা'দপন্থী) চলছে। আজ ৯ ফেব্রুয়ারী (শুক্রবার) শুরু হয়ে আগামী ১১ ফেব্রুয়ারী (রবিবার) আখেরী মুনা...
09/02/2024

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব (সা'দপন্থী) চলছে। আজ ৯ ফেব্রুয়ারী (শুক্রবার) শুরু হয়ে আগামী ১১ ফেব্রুয়ারী (রবিবার) আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।

এর আগে ইজতেমার প্রথম পর্ব (আলমি শুরাপন্থী) গত ২ ফেব্রুয়ারী (শুক্রবার) শুরু হয়ে ৪ ফেব্রুয়ারী (রবিবার) আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

08/12/2023

উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তন | মুসলমানদের হৃদয়ে র*ক্তক্ষরণ | হাছিব আর রহমান

তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান #পাবলিকভয়েস #সংবাদ
18/11/2023

তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান
#পাবলিকভয়েস
#সংবাদ

 #পাবলিকভয়েস #সংবাদ
17/11/2023

#পাবলিকভয়েস
#সংবাদ

 #পাবলিকভয়েস #আন্তর্জাতিক #সংবাদ
17/11/2023

#পাবলিকভয়েস
#আন্তর্জাতিক
#সংবাদ

 #পাবলিকভয়েস  #সংবাদ
17/11/2023

#পাবলিকভয়েস
#সংবাদ

 #পাবলিকভয়েস #সংবাদ #রাজনীতি
17/11/2023

#পাবলিকভয়েস
#সংবাদ
#রাজনীতি

Address

Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Publicvoice24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Publicvoice24.com:

Videos

Share

Category

পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম : প্রত্যাশা ও আমাদের অবস্থান

২০১৮ সালের ডিসেম্বর মাসে দেশসেরা কয়েকজন মিডিয়া ব্যাক্তিত্বের হাত ধরে পাবলিক ভয়েসের পরীক্ষামূলক যাত্রা শুরু। এতটা উদ্যোম আর পাঠকপ্রিয়তা নিয়ে পথচলা শুরু হবে প্রথমে সেটা ধারণায় ছিল না আমাদের। পরীক্ষামূলক আত্মপ্রকাশের পর একটু একটু করে আশাতীতভাবে পাঠক জমা হতে শুরু করে ।

এটা আমাদের বেশ অনুপ্রাণিত করেছে। পাবলিক ভয়েসের সাথে সংশ্লিষ্ঠ সকলের সম্মিলিত চেষ্টায় দৈনিক ৫০ হাজার প্লাস পাঠক ভিজিট করেন তাদের প্রিয় পোর্টাল পাবলিক ভয়েস। এ অবস্থায় আমরা আরও পরিণতির দিকে যাওয়ার চূড়ান্ত পরিকল্পনা করি। ফলে বিজ্ঞাপন নেওয়া থেকেও বিরত থাকি পোর্টালকে আরও শক্তিশালী করব বলে। পরবর্তিতে বিজ্ঞাপনের আহ্বান করব।

কিন্তু আল্লাহ তায়ালার অনুগ্রহ ও পাঠকের ভালোবাসায় সেটা সম্ভব হয়েছে। সর্বপরি মাত্র ৭ মাসে ১২ হাজারের অধিক নিউজ আপ হয়েছে পাবলিক ভয়েসে। ফলে একটি বৃহৎ সাইটে রূপ নিয়েছে পোর্টালটি। আর এ কারণেই বড় একটি পাঠকগোষ্ঠী তৈরি হয়েছে বলে আমাদের ধারণা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমরা সর্বমহলের পাঠক সংগ্রহ করার চেষ্টা করেছি বলেই নিউজের ব্যাপারে কোনো কার্টেসি করিনি আমরা। সর্বমহল থেকেই এখন বিশাল সংখ্যার পাঠক রয়েছে পাবলিক ভয়েসে।

এই বিশাল সংখ্যার পাঠক সামাল দেওয়ার জন্য কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, যেটা শুরু থেকে সেভাবে খেয়াল করতে পারিনি আমরা। ওয়েবসাইটের মান উন্নয়নে পাঠকদের চাহিদা অনুসারে যেসব টেকনিক্যাল বিষয়ে কাজ করা দরকার ছিল, বিভিন্ন কারণে সেটাকে কাভার করতে পারিনি আমরা।

Nearby media companies


Other Newspapers in Jatrabari

Show All