Shamsunnahar mubasshira mariyam

Shamsunnahar mubasshira mariyam আসসালামুয়আলাইকুম থ্যাংকস ফর জয়নিং মাই ওয়ার্ল্ড
(7)

যদি একা হয়ে যাও,তবে নীরব থাকো,পরিস্থিতি এক থাকবে না,মানুষ হয়তো বদলে যাবে,এক সময় তুমিও বদলে নিবে,তখন তোমার খারাপ সময় ...
15/01/2025

যদি একা হয়ে যাও,
তবে নীরব থাকো,
পরিস্থিতি এক থাকবে না,
মানুষ হয়তো বদলে যাবে,
এক সময় তুমিও বদলে নিবে,
তখন তোমার খারাপ সময় টা,
আর দীর্ঘস্থায়ী হবে না,
ধৈর্য্য ধরে অপেক্ষা করো,
ঠিক এই চাঁদের মতো করে,
একদিন সফলতা ও সুখ,
তোমার আকাশে উঁকি দিবে।

15/01/2025

১ মিনিট ধৈর্য ধরে পড়ুন...
জিবরাঈল (আঃ)কে আল্লাহ তায়ালা তৈরী করলেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন??
আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অত:পর জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে সিজদা করলেন ৩০ হাজার বছর ধরে।
জিবরাঈল (আঃ) মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না।
আল্লাহ তায়ালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লা তায়ালার পক্ষ থেকে কোন খুশির বাণী জানান হল না, জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোন খুশি হন নাই? আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন - জিবরাঈল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও, জিবরাঈল (আঃ) তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতী নূর দ্বারা লিখা রয়েছে- ''লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ''(সাঃ)
জিবরাইল (আঃ) জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ্!! আমার সিজদার সংগে এই কালিমার কি মিল?? আল্লাহ তায়ালা বললেন, ও জিবরাইল শোন আমি আল্লাহ এ দুনিয়া তৈরী করব ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবি-রাসূলগনকে পাঠাব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ কে পাঠাব
এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করব আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরটা করে রাকাত আমার জন্য ফরয করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবির উম্মত তিনবার করে "সুবহা-না রাব্বিয়াল আলা-" পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখ আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহা-না রাব্বিয়াল আলা-" বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছ, আমি আল্লাহ্ আমার বান্দার আমল নামায় এর থেকেও ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব, সুবহানাল্লাহ...!!
এই জন্য মুসা (আঃ) কাঁদছেন, আল্লাহ!! আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও, যে নবীর উম্মত এক সিজদায় জিবরাঈল (আঃ) এর সারা জীবনের ৩০ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল।।
আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি...?
আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন।
আমিন..🤲🤲 🤲🤲

একটা মেয়ে কখনোই সবার সাথে সব কথা শেয়ার করে না।তাই কখনো যদি কোনো মেয়ে তোমার সাথে " জানো কি হয়েছে....দিয়ে কথা শুরু করে,   ...
15/01/2025

একটা মেয়ে কখনোই সবার সাথে সব কথা শেয়ার করে না।
তাই কখনো যদি কোনো মেয়ে তোমার সাথে " জানো কি হয়েছে....দিয়ে কথা শুরু করে,
that's means
তুমি সত্যিই তার প্রিয় একজন,তার কাছে তোমার importance অনেক।
তাই যার কাছে যতটা গুরুত্ব পাবেন ঠিক ততটাই দেওয়ার চেষ্টা করবেন।

দিন যতই যাচ্ছে মনে হচ্ছে সামনে ভয়ংকর কিছু অপেক্ষা করছে, হে আল্লাহ আপনি সকল সমস্যার সমাধান করে দিন সঠিক পথে চলার তৌফিক দ...
14/01/2025

দিন যতই যাচ্ছে মনে হচ্ছে সামনে ভয়ংকর কিছু অপেক্ষা করছে, হে আল্লাহ আপনি সকল সমস্যার সমাধান করে দিন সঠিক পথে চলার তৌফিক দান করুন 🤲

সপ্ন দেখি একদি'কে আর বাস্তবতা নিয়ে যায় আরে'ক দিকে "..!! 😔💚🌻
14/01/2025

সপ্ন দেখি একদি'কে আর বাস্তবতা নিয়ে যায় আরে'ক দিকে "..!! 😔💚🌻

আধুনিকতার যুগে এসে, চোঁখের নিচে পড়া কালো দাগের নাম দিয়েছে তারা ডার্ক সার্কেল।অথচো এই দাগের মধ্যে লেপ্টে আছে কত মুহূর্ত ক...
14/01/2025

আধুনিকতার যুগে এসে, চোঁখের নিচে পড়া কালো দাগের নাম দিয়েছে তারা ডার্ক সার্কেল।
অথচো এই দাগের মধ্যে লেপ্টে আছে কত মুহূর্ত কত মানুষের হারিয়ে যাওয়ার গল্প, দীর্ঘ নির্ঘুম রাতের অজস্র কান্না,কত হাহাকার,কত্ত অপূর্ন স্বপ্ন। সবই এখানেই লেপ্টে আছে।।

কোন চিটিং করা যাবে না,,,,,,,,,
14/01/2025

কোন চিটিং করা যাবে না,,,,,,,,,

14/01/2025

দিনের শুরুতে সবাইকে জানাই শুভ সকাল

কবুতরের মাংস ভুনা।❤️❤️ কবুতর কার কার পছন্দ।।।
13/01/2025

কবুতরের মাংস ভুনা।❤️❤️ কবুতর কার কার পছন্দ।।।

নতুন আলু দিয়ে কষিয়ে গরুর গোশত রান্না 🍲এক বাটি গরুর গোশত তরকারি তো নয় যেন এক বাটি ভালোবাসা 😋😋🥰
13/01/2025

নতুন আলু দিয়ে কষিয়ে গরুর গোশত রান্না 🍲
এক বাটি গরুর গোশত তরকারি তো নয় যেন এক বাটি ভালোবাসা 😋😋🥰

সব নারী-ই সুন্দর কেউ রূপে,কেউ গুণে,কেউ বা ত্যাড়ামিতে...!😎
13/01/2025

সব নারী-ই সুন্দর
কেউ রূপে,কেউ গুণে,কেউ বা ত্যাড়ামিতে...!😎

পারলে উত্তর দিন,এটা কি ফল!!🥺🤔❤️
13/01/2025

পারলে উত্তর দিন,এটা কি ফল!!🥺🤔❤️

Today is best photo
13/01/2025

Today is best photo

১. আলু ৫০০গ্রাম =১৫টাকা,  ২. বেগুন ৫০০ গ্রাম=১০ টাকা, ৩. শিম ৫০০ গ্রাম=১০ টাকা,৪. গাজর ৫০০ গ্রাম=১৫ টাকা, ৫. ফুল কপি ১কে...
13/01/2025

১. আলু ৫০০গ্রাম =১৫টাকা,
২. বেগুন ৫০০ গ্রাম=১০ টাকা,
৩. শিম ৫০০ গ্রাম=১০ টাকা,
৪. গাজর ৫০০ গ্রাম=১৫ টাকা,
৫. ফুল কপি ১কেজি=১৫ টাকা,
৬. পেঁয়াজ ৫০০ গ্রাম=২৫ টাকা,
৭. সয়াবিন তেল ৫০০ গ্রাম= ৮৫ টাকা,
৮. সরিষার তেল ১২০ গ্রাম= ২০ টাকা,
৯. পাঙ্গাশ মাছ ১২০০ গ্রাম= ১৭০ টাকা।
মোট ৩৫০ টাকার বাজার।
যেটা ১মাস আগেও প্রায় ১০০০ টাকার বাজার।

যারা এই শীতে কাঁচা খেজুর রস খায়া সেলফি তুলতেছেন , লিখতেছেন - ‘ Yes ! felling excited ! ‘ কালকে না আবার পল্টি দিয়া অজ্ঞান...
13/01/2025

যারা এই শীতে কাঁচা খেজুর রস খায়া সেলফি তুলতেছেন , লিখতেছেন - ‘ Yes ! felling excited ! ‘ কালকে না আবার পল্টি দিয়া অজ্ঞান হয়া থাকেন , একটু খেয়াল রাইখেন ।
যতো রকম এনকেফালাইটিস এই দুনিয়ায় আছে তার প্রায় ৪০-৫০% এর ভেক্টর ই বাদুর ।
বাদুর শীতকালে খেজুরের রস খায় , লালাতে মিশে থাকে নিপাহ এনকেফালাইটিসের জীবাণু । কাঁচা খেজুরের রসে জীবাণু ঢেলে দিয়ে উড়ে চলে যায় ।

কাঁচা খেজুরের রস খায়া ‘ Feeling excited !!! ‘ লিখতে গিয়া অজ্ঞান হইয়া আইসিইউতে পইড়া থাইকেন না , নিজের খেয়াল রাইখেন । নাইলে অজ্ঞান হবার আগে লিখতে হইতে পারে - ‘ Felling হিজি বিজি হিজি বিজি and permanently relaxed ! ‘

নিপা এনকেফালাইটিসে মৃত্যুর হার ৭০% এরও বেশি ।

পেটে বাচ্চা নিয়ে মাতৃকালীন ফটোশুট করলেন অভিনেত্রী রূপসী চ্যাটার্জী ...🤰🤰
13/01/2025

পেটে বাচ্চা নিয়ে মাতৃকালীন ফটোশুট করলেন অভিনেত্রী রূপসী চ্যাটার্জী ...🤰🤰

এই মানুষটি কোনো ভিক্ষুক বা ভবঘুরে নন।।তিনি লিও টলস্টয়—বিশ্বসাহিত্যের এক মহান নাম। রাশিয়ার এই মহান ঔপন্যাসিক এবং দার্শন...
13/01/2025

এই মানুষটি কোনো ভিক্ষুক বা ভবঘুরে নন।।

তিনি লিও টলস্টয়—বিশ্বসাহিত্যের এক মহান নাম। রাশিয়ার এই মহান ঔপন্যাসিক এবং দার্শনিকের লেখা উপন্যাস *"War and Peace"* এবং *"Anna Karenina"* আজও সাহিত্যের শ্রেষ্ঠ কীর্তিগুলোর অন্যতম বলে বিবেচিত। বাস্তববাদী সাহিত্যের একজন অগ্রগণ্য পথিকৃৎ হিসেবে তার অবদান অপরিসীম।

তবে শুধু সাহিত্যিক প্রতিভার জন্যই নয়, টলস্টয় স্মরণীয় তার জীবনের দর্শন এবং মানবতার প্রতি অগাধ ভালোবাসার জন্য। ধনসম্পদ, আরাম-আয়েশের জীবন, সবকিছু তিনি ত্যাগ করেছিলেন। তার বিশ্বাস ছিল, গৃহহীনদের জন্য আশ্রয় এবং ক্ষুধার্তদের জন্য খাবার নিশ্চিত করাই মানবতার প্রকৃত সেবা। তার জীবন ছিল এক জীবন্ত উদাহরণ যে, প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় ত্যাগের মধ্য দিয়ে।

লিও টলস্টয় ১৮২৮ সালের ৯ই সেপ্টেম্বর রাশিয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কিন্তু বিলাসী জীবন তাকে কখনো টানেনি। বরং জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার তাগিদে তিনি আত্মনিবেদন করেছিলেন সাহিত্য, দর্শন, এবং মানুষের কল্যাণে। ১৯১০ সালের ২০শে নভেম্বর তিনি পরলোকগমন করেন। কিন্তু তার রচনা এবং আদর্শ আজও মানুষের মননে অমর হয়ে আছে।

টলস্টয়ের লেখা শুধু কাহিনি নয়; তার রচনাগুলোতে নৈতিকতা, ন্যায়বোধ, এবং মানবিকতার গভীর প্রশ্ন উঠে এসেছে। মানুষ কিভাবে নিজের জীবনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে বৃহত্তর কল্যাণে আত্মনিয়োগ করতে পারে, তার প্রতিফলন দেখা যায় তার রচনায়।

✅তার কিছু বিখ্যাত উক্তি আজও আমাদের প্রেরণা জোগায়:
-“তোমার ধর্ম সম্পর্কে আমাকে কিছু বলার দরকার নেই; তোমার কাজের মধ্যে তা আমি দেখতে চাই।”
- “যদি তুমি নিজের কষ্ট অনুভব করো, তবে তুমি জীবিত। কিন্তু যদি তুমি অন্যের কষ্ট অনুভব করো, তবে তুমি প্রকৃত মানুষ।”

টলস্টয়ের প্রভাব শুধুমাত্র সাহিত্য জগতে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং দার্শনিক। তার অহিংস প্রতিরোধের দর্শন এবং সরল জীবনের আদর্শ মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিং জুনিয়রের মতো নেতাদের গভীরভাবে প্রভাবিত করেছিল। গান্ধী নিজেই একাধিকবার বলেছেন, টলস্টয়ের আদর্শ তার জীবনে এক বিশেষ ভূমিকা রেখেছে।

টলস্টয়ের জীবন ও কাজ আমাদের শেখায় যে মানবতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করা কতটা মহৎ। তিনি দেখিয়েছেন, জীবনের প্রকৃত সার্থকতা পাওয়া যায় অন্যের জন্য কিছু করার মাধ্যমে। টলস্টয় শুধু একজন সাহিত্যিক নন; তিনি মানবতার একজন পথপ্রদর্শক।

Address

Sonir Akhra, Baspotti , Ershadullah Road, Daina , Jatrabari, Dhaka
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Shamsunnahar mubasshira mariyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share