Pure Bangla TV

Pure Bangla TV WELCOME to the Official fan page of Pure Bangla. ││▌ All Rights Reserved.▐││▌

03/06/2022

ব্রেকিং-

বোরকা পরা নারীদের সাংবিধানিক অধিকার : হাইকোর্ট। রিটকারী, রাজারবাগ দরবার শরীফ।

বাংলাদেশের দেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশের উচ্চ আদালত। একই সাথে বোরকা পরা নারীদের সাংবিধানিক অধিকার হিসেবে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

21/05/2022

এলিমিনেটর খেলতে কলকাতার পথে RCB

লিগ টেবিলের প্রথম চার:-
১. গুজরাট টাইটানস: ১৪ ম্যাচে ২০ পয়েন্ট।
২. রাজস্থান রয়্যালস: ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট।
৩. লখনউ সুপার জায়ান্টস: ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট।
৪. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৪ ম্য়াচে ১৬ পয়েন্ট।

আইপিএল ২০২২-এর প্লে-অফের সূচি:-
প্রথম কোয়ালিফায়ার: গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস (২৪ মে, কলকাতা)।

এলিমিনেটর: লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২৫ মে, কলকাতা)।

দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী দল (২৭ মে, আমদাবাদ)।

ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল (২৯ মে, আমদাবাদ)।

লিগ টেবিলের প্রথম তিনটি স্থানে থেকে কারা প্লে-অফে যাচ্ছে, সেটা আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। কারা চার নম্বরে শেষে প্লে-অফে যাবে, সেটাও নির্ধারিত হয়ে যায় শনিবার।

লড়াই ছিল আরসিবি ও দিল্লির মধ্যে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি ক্যাপিটালস হেরে বসায় টুর্নামেন্ট থেকে ছিটকে যান ঋষভ পন্তরা। প্লে-অফে জায়গা করে নেয় ব্যাঙ্গালোর।

আগামী ২৪ মে কলকাতার ইডেন গার্ডেন্সে লিগ টপার গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। যারা জিতবে, সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। যে দল হারবে, এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামবে। লখনউ সুপার জায়ান্টস ২৫ মে ইডেনেই তারা এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।

21/05/2022

বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ১০

দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কনেবাড়িতে যাওয়ার পর বেলা ৩টার দিকে বরপক্ষের লোকজনকে খাবার খেতে দেওয়া হয়। এ সময় খাবারসংকট দেখা দেয়। এরপরই শুরু হয় দুই পক্ষের তর্কবিতর্ক। এর মধ্যেই খেতে বসা বরের বাবা আতাউর রহমান তাঁর খাবারের প্লেট ‘অপরিষ্কার’ থাকার অভিযোগ তোলেন। তিনি কনের বাবাকে সেখানে ডেকে আনেন এবং খাবারভর্তি অপরিষ্কার প্লেট ছুড়ে মারেন তাঁর শরীরে। এরপরই হাতাহাতি থেকে শুরু হয় মারামারি। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

বর-কনেপক্ষের লোকজন হাতের সামনে যা পেয়েছেন, তা নিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজনও এতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিয়ে ছাড়াই বরকে নিয়ে ফিরে যান বরপক্ষের লোকজন।

কনের চাচা জানান, ১০০ জন বরযাত্রী নিয়ে বরপক্ষের লোকজন আসবেন, এমনটাই কথা ছিল। কিন্তু তাঁরা এসেছেন প্রায় ১৫০ জন। এতে তাৎক্ষণিকভাবে খাবারের একটু সংকট তৈরি হয়। নতুন করে খাবার রান্নার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু বরের বাবা ‘অপরিষ্কার প্লেট’–এর অভিযোগে কনের বাবার শরীরে খাবারভর্তি প্লেট ছুড়ে মারলে বিষয়টি তাঁদের সম্মানে লাগে। এরপরই এ ঘটনা ঘটে।

তবে বরপক্ষের লোকজনের ভাষ্য, বিয়েবাড়িতে তাঁদের লোকজনকে খেতে বসিয়ে অসম্মান করা হয়েছে। বরযাত্রী সংখ্যায় বেশি গিয়েছে, এই অভিযোগ সত্য নয়। ১০০ জনেরও কম লোক নিয়ে তাঁরা কনেবাড়িতে গিয়েছিলেন। কনেপক্ষের কাছে অসম্মানিত হওয়ায় তাঁরা বিয়ে না করিয়ে বর নিয়ে চলে আসেন।

এসআই রাকিবুল ইসলাম বলেন, বরপক্ষকে খেতে বসানোর পর খাবার সংকট তৈরি হওয়া ও ‘অপরিষ্কার প্লেট’–এর দোহাই দিয়ে কনের বাবার শরীরে খাবারভর্তি প্লেট ছুড়ে মারার ঘটনায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কোনো পক্ষই এখনো থানায় এসে লিখিত অভিযোগ দেননি।

21/05/2022

এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ না দিয়ে পিএসজিতেই থেকে যাচ্ছেন, এই গুঞ্জন বেশ আগেই শুরু হয়েছিল। ফরাসি ক্লাবটি লোভনীয় সব প্রস্তাব দিয়েছে এমবাপ্পেকে। শুধু সই করার বোনাস হিসেবেই ৩০ কোটি ইউরো, আর বছরে ১৫ কোটি ইউরো বেতনের প্রস্তাব দেওয়ার খবর জানিয়েছে ইউরোপের সংবাদমাধ্যম।

এক বিবৃতিতে বলা হয়েছে, 'পিএসজি আনন্দের সঙ্গে ঘোষণা করছে কিলিয়ান এমবাপ্পে ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তি করেছেন ফ্রান্সের এই স্ট্রাইকার।'

পিএসজির সমর্থকদের ধন্যবাদ জানিয়ে এমবাপ্পে বলেছেন, 'ফ্রান্স এবং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পিএসজির সমর্থকদের ধন্যবাদ। বিশেষ করে গত কয়েক মাসে যেভাবে আপনারা সমর্থন দিয়েছেন। আমরা পাশাপাশি পথ চলে প্যারিসে জাদু দেখাব।'

21/05/2022

সোনার দাম আরেক দফা বাড়ছে

এক লাফে ভরিতে বাড়ছে ৪ হাজার ১৯৯ টাকা। তাতে প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়াচ্ছে ৮২ হাজার ৪৬৪ টাকা। নতুন এই দর কাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

মূল্যবৃদ্ধি পাওয়ায় কাল রোববার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের জন্য ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের জন্য ৬৭ হাজার ৫৩৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরির দাম পড়বে ৫৬ হাজার ২২০ টাকায়।

এর আগে গত ৩ মার্চ সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। তখন প্রতি ভরির দাম ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। উল্লেখ্য, স্বাধীনতার আগের বছর ১৯৭০ সালে সোনার ভরি ছিল ১৫৪ টাকা।

21/05/2022

Monkeypox in India

বিষয়টিকে আর হালকাভাবে নিচ্ছে না ভারতও। কেন্দ্র সরকারের তরফে অতিরিক্ত সতর্কতা জারি করা হল এই বিষয়ে। শুক্রবার এই অসুখটি নিয়ে সতর্কতার কথা জানিয়ে দিল সরকার। কী কী বলা হয়েছে সেখানে?

পৃথিবীর বিভিন্ন দেশে দ্রুত গতিতে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। ইউরোপের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, স্পেন, পর্তুগালে ব্যাপক সংখ্যায় ছড়িয়ে পড়েছে এটি। তবে সবচেয়ে মারাত্মক অবস্থা জার্মানির। বহু মানুষ আক্রান্ত সেখানে। এর বাইরেও কানাডা, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও পাওয়া গিয়েছে এই রোগের সংক্রমণ।

বর্তমান পরিস্থিতিকে আর হালকাভাবে নেওয়ার নেই। এমনই বুঝিয়ে দেওয়া হল ভারতের কেন্দ্র সরকারের তরফে। করোনার ভয় কাটতে না কাটতেই যেভাবে মাঙ্কিপক্স ছড়াতে শুরু করেছে, তাতে ভারত আর বিষয়টিকে হালকাভাবে নেবে না— তা বোঝা গেল শুক্রবারের ঘটনাতেই।

এবার বিদেশ থেকে ভারতে ঢোকার সব ক’টি পথেই কড়া স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেওয়া হল সরকারের তরফে। আন্তর্জাতিক বিমানবন্দর তো বটেই, স্থলপথ এবং জলপথে ভারতে পৌঁছোনোদের জন্যও এই স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেওয়া হল।

ভারতের National Institute of Virology-কে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁরা বিদেশ থেকে ভারতে আসছেন, তাঁদের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ আছে কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। বিশেষ করে যাঁদের এই অসুখের উপসর্গ আছে, তাঁদের পরীক্ষা করতেই হবে বলে জানানো হয়েছে।

21/05/2022

𝐍𝐄𝐖 𝐏𝐀𝐍𝐃𝐄𝐌𝐈𝐂 𝐃𝐈𝐒𝐄𝐀𝐒𝐄 : 𝐌𝐎𝐍𝐊𝐄𝐘𝐏𝐎𝐗

মাঙ্কিপক্স হল একটি বিরল রোগ যা মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। মাঙ্কিপক্স মধ্য ও পশ্চিম আফ্রিকা জুড়ে দেখা যায়, প্রায়ই গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্টের কাছাকাছি অঞ্চল গুলোতে এর প্রভাব বেশি।

করোনা আতঙ্কের মধ্যেই আবার উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। গত ৭ মে লন্ডনে প্রথম এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের ভাইরাসের খোঁজ মেলে। এরই মধ্যে ভাইরাসটি পর্তুগাল, স্পেন, ইউরোপ ও আমেরিকার মতো কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে।

🔴 চিকেন পক্স নাকি মাঙ্কিপক্সে আক্রান্ত বুঝবেন যেভাবেঃ
মাঙ্কিপক্স সম্পর্কে অনেকেরই এখনো তেমন কোনো ধারণা নেই। ওখানকার চিকিৎসকরা বলছেন, এটি এক বিশেষ ধরনের বসন্ত রোগ। প্রাণীদেহের মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি। বিশেষ করে, ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়ায়।

🔴 কতটা সংক্রামক মাঙ্কিপক্স?
মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি। শ্বাসনালি, শরীরে তৈরি হওয়া কোনো ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের শরীরের প্রবেশ করতে পারে মাঙ্কিভাইরাস।
বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে এটাই ধারণা করেছিলেন। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, সঙ্গমের মাধ্যমেও একে অপরের শরীরে ছড়াতে পারে মাঙ্কিপক্সের ভাইরাস।

🔴 মাঙ্কিপক্স ভাইরাসের লক্ষণ কী কী?
একবার কোন ব্যাক্তি এ রোগে সংক্রমিত হলে তার ৪ দিন পরে লক্ষণগুলি বিকাশ শুরু করে।

১. কাঁপুনি দিয়ে জ্বর
২. বমি বমি ভাব বমি
৩. নিঃশ্বাসের দুর্বলতা
৪. মাথা যন্ত্রণা,
৫. শরীরের মাংশ পেশিতে ব্যথা,
৬. শরীরের বিভিন্ন লসিকা গ্রন্থি (লিম্ফনোড) ফুলে ওঠে
৭. ফুসকুড়ি, প্রধানত মুখ, বুকে শরীরের অন্যান্য অংশে
৮. স্কিন বাম্প হওয়া বা ফোলা
৯. তরল ভরা পুস্টুলস
১০. স্কিনে প্যাপিউলস বা ফোস্কা হওয়া
১১. ভূত্বক গঠন,

ধীরে ধীরে সেই ক্ষত আরও গভীর হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। গুটি বা জলবসন্তের সঙ্গে মাঙ্কিপক্সের উপসর্গে মিল আছে বলে অনেকেই প্রাথমিক পর্যায়ে এই রোগকে বসন্ত বা চিকেন পক্স বলে ভুল করছেন

🔴 চিকেন পক্স ও মাঙ্কিপক্সের মধ্যে পার্থক্য কোথায়?
মাঙ্কিপক্সকে অনেকেই চিকেন পক্স বলে ভুল করছেন। চিকেন পক্সের মতো মাঙ্কিপক্সের ক্ষেত্রেও শরীরে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিচ্ছে।
চিকেন পক্সের ক্ষেত্রে শরীরে লালচে রঙের ঘামাচি বা ব়্যাশের মতো গুটি গুটি বের হবে। মাঙ্কিপক্সের ক্ষেত্রেও এমনটি ঘটে। শরীরে ব্যথা, কাপুনি দিয়ে জ্বর ইত্যাদি লক্ষণে চিকেন পক্সের সঙ্গে মাঙ্কিপক্সের মিল আছে।
চিকেন পক্সের ভাইরাস শরীরে প্রবেশ করার ৫-৭ দিনের মধ্যে শরীরে ফুসকুঁড়ির সৃষ্টি করে। সেটা ধীরে ধীরে জলভরা ফোস্কার মতো আকার নেয়। পরে ফোস্কার ভিতরের রস ঘন হয়ে পুঁজের মতো হয়। ৭-১০ দিন পর থেকে তা শুকোতে থাকে।

অন্যদিকে মাঙ্কিপক্সের ইনকিউবেশন পিরিয়ড ৫-২১ দিন পর্যন্ত হতে পারে। জ্বর দেখা দেওয়ার ১-৩ দিনের মধ্যে (কখনো কখনো আরও বেশি) রোগীর একটি ফুসকুড়ি তৈরি হয়। যা প্রায়শই মুখে শুরু হয়, তারপর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। মাঙ্কিপক্সে আক্রান্ত হলে তা সারতে ২-৪ সপ্তাহ লাগতে পারে।

তরলযুক্ত এই ফুসকুড়িগুলো পরে ত্বকের দাগেরও সৃষ্টি করছে। উপসর্গগত সাদৃশ্য থাকলেও চিকেন পক্স ও মাঙ্কিপক্সের লক্ষণগুলোর মধ্যে প্রধান পার্থক্য হলো, মাঙ্কিপক্সের কারণে লিম্ফ নোডগুলো ফুলে যায় (লিম্ফ্যাডেনোপ্যাথি)। তবে গুটিবসন্ত বা চিকেন পক্স হলে আবার এ সমস্যা হয় না।

লিম্ফনোড হলো একটি ডিম্বাশয় বা কিডনি আকৃতির অঙ্গ। এটি লসিকাতন্ত্রের ও অভিযোজিত রোগপ্রতিরোধ ব্যবস্থাপনার একটি অঙ্গ। লিম্ফনোডগুলো সারা শরীর জুড়ে বিস্তৃতভাবে উপস্থিত থাকে। মাঙ্কিপক্সের ভাইরাস শরীরে ঢুকলে লিম্ফনোডগুলো ফুলে ওঠে।
এলোপ্যাথিতে চিকেন পক্সের মতো রোগের প্রতিকার থাকলেও এই বিরল রোগ নিরাময়ের এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আফ্রিকায় মাঙ্কিপক্সে আক্রান্ত ১০ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

🔴 হোমিওপ্যাথিক চিকিৎসাঃ
হোমিওপ্যাথিতে রোগীর লক্ষণভিত্তিক চিকিৎসার কারণে যেকোন রোগেরই সুন্দর স্থায়ী চিকিৎসা রয়েছে।

লক্ষণ সাদৃশ্যে হোমিওপ্যাথিক মেডিসিনঃ Rhustox, Sarracenia purpurea, Variolinum, Vaccininum, Malandrinum, Pulsatilla, Antim crud, Sulphur, Thuja, etc.

লেখকঃ
Dr-Bipul Chowdhury
Lecturer, Chandpur Homoeopathic Medical College & Hospital.
Sr. Consultant : CHOWDHURY HOMOEO MEDICAL CENTER

17/05/2022

ইউরোর বিপরীতে রুবলের দাম পাঁচ বছরের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি

লেনদেনে চলমান নিষেধাজ্ঞার মাঝেই ইউরোর বিপরীতে রুবলের দাম বেড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে।

২০১৭ সালের জুনে ইউরোর বিপরীতে রুবলের দাম ছিল সর্বোচ্চ ৬৪.৯৪২৫। শুক্রবার মস্কো এক্সচেঞ্জে ইউরোর বিপরীতে রুবলের দাম ১.৬ শতাংশ বেড়ে ৬৬.০৫ টাকা হয়, যা পাঁচ বছর আগের রেকর্ডের কাছাকাছি।

অন্যদিকে ডলার প্রতি রাশিয়ান মুদ্রা রুবলের দাম ৬৪ টাকা ছাড়িয়েছে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারির পর গত শুক্রবার রুবলের দাম ডলারের বিপরীতে সর্বোচ্চ ৬৩.২১ টাকায় পৌঁছে।

চলতি বছর বিশ্বের মুদ্রাবাজারে রুবলের উন্নতি শীর্ষে। ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর আর্থিক খাত রক্ষার্থে মূলধন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় রাশিয়া, যা রুবলের দাম বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

তবে গ্যাসের পরিবর্তে পুতিন রুবলের মাধ্যমে লেনদেনে জোর দেওয়া এই ঘটনায় কতটুকু প্রভাব রেখেছে তা নিশ্চিত নয়।

রসব্যাংক অ্যানালিস্টস এক বিশ্লেষণে জানায়, রাশিয়া মূলধন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ায় রুবলের দাম মহামারি-পূর্ব অবস্থায় এসেছে। তবে চলতি বছরের শেষ নাগাদ ডলার প্রতি রুবলের দাম ৯০ টাকায় নামবে বলেও পূর্বাভাসে জানায় তারা।

"অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রক এই বিধিনিষেধগুলোর মধ্যে সামঞ্জস্য আনতে পারে। ততদিন পর্যন্ত ডলার প্রতি রুবলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে ৬৩ থেকে ৭০ টাকার মধ্যে থাকতে পারে।"

রুবলের দামের সঙ্গে বেড়েছে রাশিয়ার স্টক সূচকও।

এসময় ডলার নির্ভর আরটিএস সূচক ৪.২ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ১৮০.১ পয়েন্টে। অন্যদিকে রুবল নির্ভর মোএক্স রাশিয়ান সূচক ২.৭ শতাংশ বেড়ে দুই হাজার ৩৬৮.৬ পয়েন্টে পৌঁছে।

-- দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড
-- purebangla.com

16/05/2022

জাতির উদ্দেশে ভাষণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তাঁদের হাতে আর মাত্র এক দিনের পেট্রল মজুদ আছে

বিক্রমাসিংহে বলেন, অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শ্রীলঙ্কার এখন জরুরিভাবে সাড়ে সাত কোটি ডলার প্রয়োজন। এই মুহূর্তে আমাদের হাতে মাত্র এক দিনের পেট্রল আছে। আগামী কয়েক মাস আমাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন সময় হবে।’

জ্বালানি ছাড়াও দেশে জীবন রক্ষাকারী ১৪ ধরনের ওষুধের সংকট তৈরি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, এসব সংকট থেকেই শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তাঁর পরিবারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। গত সপ্তাহে সরকার সমর্থক ও আন্দোলনকারীদের সংঘর্ষে ৯ জন নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হন। ওই বিক্ষোভ–সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহেন্দ্র রাজাপক্ষে, যিনি প্রেসিডেন্ট গোতাবায়ার বড় ভাই।

জাতির উদ্দেশে ভাষণে বিক্রমাসিংহে বলেন, এ পরিস্থিতিতে ত্যাগ স্বীকার ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ভারতীয় ঋণে কেনা পেট্রল ও ডিজেলের দুটি চালান কয়েক দিনের মধ্যে এসে পৌঁছাবে। তখন কিছুটা স্বস্তি ফিরবে।

-- purebangla.com

16/05/2022

জেমস ফ্রাংক জেমস আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন

ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনে স্মোক বোমা ছুড়ে এলোপাতাড়ি গুলি করেছিলেন জেমস। এতে ১৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

১২ এপ্রিল নগরজুড়ে ছড়িয়ে পরে আতঙ্ক।

জেমস ফ্রাংক (৬২) কী কারণে সাবওয়েতে হামলা করেছিলেন, এর সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি। তার ব্যবহার করা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে, নানা বিষয়ে তিনি হতাশ ও ক্ষুব্ধ ছিলেন। কৃষাঙ্গদের জীবনযাত্রা থেকে শুরু করে নিউইয়র্ক সিটির গৃহহীনতা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। মেয়র এরিক অ্যাডামসেরও সমালোচনা করেছেন। সর্বোপরি একজন ক্ষুব্ধ-হতাশ মানুষের ছবি পাওয়া গেছে তাঁর চালচলন বিশ্লেষণ করে। জেমস ফ্রাংকের বিরুদ্ধে আনা অভিযোগে দণ্ড হলে তার ন্যূনতম ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

১৩ মে শুক্রবার ব্রুকলিনের ফেডারেল আদালতে হাজির করা হয়। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বিরুদ্ধে সিটির সাবওয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। আদালতে তার আইনজীবী বলেছেন, ফ্রাংক জেমস সম্পূর্ণ নির্দোষ। তার মক্কেল নিজেই পুলিশে ধরা দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ২৫ জুলাই।

-- purebangla.com

16/05/2022

সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর বুস্টার ডোজ কমপ্লেক্সের সামনে ছিনতাই করতে এসে জনতার হাতে আটক হয়েছেন ৫ জন নারী ছিনতাইকারী।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্র জানা যায়, কোভিড-১৯ এর বুস্টার ডোজ রুমের সামনে টিকা নিতে তিনি লাইনে দাঁড়ান তার সাথে কিছুর দাঁড়ায়। কিন্তু কিছুক্ষন পরই নারী ছিনতাইকারী চক্র তাকে ঘেরাও করে এলোপাতাড়ি কিল-ঘুসি ও ধাক্কা মেরে ফেলে দেয়। এ সময় হামিদা বেগমের গলায় থাকা চেইন ছিনিয়ে নেয় নারী ছিনতাইকারীরা।

ছিনতাইকারীরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাগারসুরা এলাকার লাল মিয়ার স্ত্রী তাছলিমা (২৪), একই এলাকার হারিছের স্ত্রী কুলসুমা (২৫), একই এলাকার রফিজের স্ত্রী খালন (২৫), একই উপজলার দৌলতপুর এলাকার জাকির মিয়ার স্ত্রী বৃষ্টি (১৯), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বুরুদা কালাপানি এলাকার আব্দুল মালেকের মেয়ে মালেকা (১৮)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এই ৫ জন নারী ছিনতাইকারী ছিনতাই করতে এসে জনতার হাতে আটক হন।

তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

15/05/2022

স্কুলের ড্রেস পরিহিত অবস্থায় গলিতে দাঁড়িয়ে ধূমপান করছিল ওই ছাত্রীরা। সেই দৃশ্যের ভিডিও গোপনে ধারণ করে তাদের সহপাঠীরা।

গাজীপুরে একটি স্কুলের ছাত্রীদের ধূমপানের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর চার ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। ওই চার ছাত্রী গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলে, রমজান মাসে কোচিং শুরুর আগে চার ছাত্রী ধূমপান করে। এ সময় পাশে থাকা সহপাঠীরা তাদের ধূমপানের ভিডিও মোবাইলে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দিলে শিক্ষকরা ভিডিও দেখে অভিভাবকদের জানান।

এ বিষয়ে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, রমজান মাসে স্কুল বন্ধ থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। গত মঙ্গলবার অভিভাবকদের ডেকে এনে চার ছাত্রীকে মৌখিকভাবে স্কুলে না আসার জন্য বলা হয়েছে। বিষয়টি গাজীপুর শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘ধূমপানের ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। ’

--- purebangla.com

15/05/2022

ভারতীয় টেলি অভিনেত্রী পল্লবী দে'র রহস্যমৃত্যু। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে অভিনেত্রীর। কী কারণে এই মৃত্যু, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

পল্লবীর টেলিভিশন যাত্রা খুব বেশিদিনের নয়। প্রথম বড় চরিত্র, কালারস বাংলা-র রেশমঝাঁপি-তে। তার পরেই বড় ব্রেক ছিল নায়িকার ভূমিকায় 'আমি সিরাজের বেগম'।

ধীরেধীরে, টেলি জগতের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পল্লবী। কালার্স বাংলার 'রেশম ঝাঁপি', ‘কুঞ্জছায়া’, ‘আমি সিরাজের বেগম’-এর মতো ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। সেই তাঁরই মৃত্যুতে শোকের ছায়া টলি পাড়ায়।

-- purebangla.com

15/05/2022

আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যে একজন বন্দুকধারীর হামলায় দশ জন নিহত

এই ঘটনা ঘটিয়েছে সন্দেহে আঠারো বছর বয়সী একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে এই সন্দেহভাজন বাফেলো শহরের একটি ব্যস্ত সুপারমার্কেটে ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে।

পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের ঘটনা অনলাইনে সরাসরি সম্প্রচারের জন্য সে একটি ক্যামেরাও ব্যবহার করছিল।

বাফেলো পুলিশের কমিশনার জোসেফ গ্রামাগ্লিয়া বলেন, মোট তের জন ব্যক্তিকে সে গুলি করে। এর অধিকাংশই ছিল কৃষ্ণাঙ্গ।

ওই সুপারমার্কেটের নিরাপত্তাকর্মী ছিলেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, তিনি সন্দেহভাজনকে গুলি করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিহত হন তিনি। পুলিশ বলছে, সন্দেহভাজন একটি উচ্চ ক্ষমতার রাইফেল বহন করছিল। তার গায়ে ছিল বডি আর্মার, মাথায় ছিল হেলমেট।

আটক হওয়ার আগে পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে চলে যায় সন্দেহভাজন, যা টানটান উত্তেজনার সৃষ্টি করে। এক পর্যায়ে সে আত্মসমর্পণ করে।

হামলার পরবর্তী ঘটনাপ্রবাহের বর্ণনা করতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তা বাফেলো নিউজকে বলেন, "এটা ছিল একটি হরর সিনেমার সেটের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার মত, কিন্তু সবই বাস্তব। এটা ছিল একটা যুদ্ধক্ষেত্রের মত"।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এই ঘটনাটিকে "ঘৃণ্য এক সহিংসতা" বলে বর্ণনা করেছেন এবং বলেছেন তিনি বাফেলোতে যাচ্ছেন।

--- purebangla.com

19/04/2022
19/04/2022

বিদেশ থেকে দেশে আসার আগে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণের পদ্ধতি এখনও চালু করেনি স্বাস্থ্য অধিদফতর।

এখনও কাগজের ফরম পূরণ করে দেশে আসার পর বিমানবন্দরে জমা দিতে হবে। এই ফরমটি ফ্লাইটে কেবিন ক্রদের কাছ থেকে পাবেন। দেশে আসার পর বিমানবন্দরেও পাবেন।

নানা রকম ফেসবুক পেজে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম চালু হয়েছে বলে প্রচার হচ্ছে, যা সঠিক নয়। এই ফরম পূরণ করলে দেশে আসা যাবে না বলেও অপ্রচার করছে নানা নামের ফেসবুক পেজ।

এসব প্রচারে বিভ্রান্ত হচ্ছেন প্রবাসীরা। অনেকে অনলাইনে ফরম পূরণ করছেন। যদিও তাদের আবার দেশে এসে বিমানবন্দরে কাগজের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হচ্ছে।

19/04/2022

নবীনগরে মাদক সম্রাট মনেক দেশীয় অস্ত্র,ও ইয়াবা সহ গ্রেফতার
মো.সেলিম রেজা-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)নূরে আলমের নেতৃত্বে ও সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই,আশরাফুল ইসলাম সহ সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মাদক সম্রাট,ডাকাতি,চুরি,হত্যাসহ ডজনখানেক মামলার আসামি আব্দুল মন্নাফ(৫০)ওরফে মনেক কে মঙ্গলবার(১৯/০৪)উপজেলার নুরজাহানপুর গ্রামে বিশেষ অভিযানে মনেকের নিজ বাড়ি থেকে মাদক ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।এসময় তার এক সহযোগী কেও আটক করা হয়।ঐসহযোগী হচ্ছে থোল্লাকান্দি গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে তারেক (২২),।

মনেক কে এর আগেও থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায় কিন্তু জেল থেকে বেড়িয়ে এসে মাদক,বেচাকেনা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়।

মনেক নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে।থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়,মনেক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে,এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।থানা সূত্র জানায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চুরি,ডাকাতি,অস্ত্র,সন্ত্রাসী,চাদাবাজি সহ এক প্রায় ডজন মামলা রয়েছে।

থানা পুলিশের হাতে গ্রেফতারের খবর শুনে এলাকাবাসী মাঝে স্বস্তি ফিরে এসেছে পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)নুূরে আলম জানান,মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে ২০০ পিস ইয়াবা বড়ি ও দেশীয় অস্ত্র সহ মনেক কে তার এক সহযোগী সহ গ্রেফতার করেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)আমিনুর রশিদ সাংবাদিকদের জানায়,মনেকের বিরুদ্ধে মাদক,অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বুধবার(২০/০৪)বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

19/04/2022

নিউমার্কেট এলাকায় সংঘর্ষে একজনের মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে

নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত একজন মারা গেছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

নিহত তরুণের নাম নাহিদ হোসেন (২০)। তিনি ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান ছিলেন। তার বাসা কামরাঙ্গীর চরে। ছয় মাস আগে তিনি বিয়ে করেছেন। ডা. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

ডা. আলাউদ্দিন বলেন, ‘বর্তমানে মোরসালিন নামে আরও একজন লাইফ সাপোর্টে রয়েছেন। তিনিসহ তিন জন চিকিৎসাধীন। অপর দুজন হলেন শিক্ষার্থী কানন চৌধুরী ও দোকান কর্মচারী ইয়াছিন।’

--- purebangla.com

19/04/2022

ঢাকার নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

মোবাইল অপারেটর সুত্রে জানা যায়, সরকারি নির্দেশনা পাওয়ার পর মঙ্গলবার সোয়া ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হলো।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দশনা না দেয়া পর্যন্ত নিউমার্কেট এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকবে।

--- purebangla.com

09/04/2022

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মৃত্যুবরণ করেন। আজ নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।

ক্যান্সারে আক্রান্ত নার্গিস বেগমের চিকিৎসা চলছিল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

সাকিবের পারিবারিক সূত্র থেকে জানা যায়, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসা হচ্ছে না সাকিবের। মেয়েকে একা রেখে এই মুহূর্তে সাকিব দেশে আসতে পারছেন না। মেয়ের স্কুল খোলা থাকায় তার সঙ্গে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে সাকিবকে। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।

21/02/2022

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডিতরা নির্দেশ জারি করেছিল, 'যারা বাংলা ভাষা বলবে ও শুনবে তারা রৌরব নামক নরকে যাবে।' ওই সময় তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নির্যাতিত বাঙালিদের মুক্ত করতে এগিয়ে আসেন এবং ১২০৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৮ জন ঘোড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে স্বাধীন করেন। বক্তারা বলেন, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যম সেই দিন শুধু ভূমির বিজয় হয়নি, সঙ্গে মুক্ত হয়েছিল বাঙ্গালিদের মুখের ভাষা ‘বাংলা’।

ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলেন, 'মুসলমান সম্রাটরা বর্তমান বঙ্গ-সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ-সাহিত্য মুসলমানদেরই সৃষ্ট, বঙ্গ-ভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা।' অধ্যাপক ও গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এ দেশে আরও কয়েক শতকের জন্য পূ্র্বের শাসন অব্যাহত থাকত, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্মৃত-প্রায় হয়ে অতীতের গর্ভে নিমজ্জিত হতো।'

মধ্যযুগে মুসলিম শাসকদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার যে সাহিত্যচর্চা শুরু হয়, তার মাধ্যমে বাংলা ভাষা একটি পরিপূর্ণ ভাষা হিসেবে আত্মপ্রকাশের যোগ্যতা অর্জন করে।

বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা যুগে যুগে আরও হয়। ১৮শ’ সনে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বাংলা ভাষার আরবি ও ফারসি শব্দ বাদ দিয়ে সংস্কৃত শব্দ প্রবেশের উদ্দেশ্যে সাহিত্যচর্চা শুরু করে। তারা দেখাতে চায়—বাংলা ভাষার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই।

মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে প্রচার করা হয়, বাংলা ভাষায় প্রথম কুরআন মাজিদ অনুবাদ নাকি গিরিশ চন্দ্র সেন করেছেন। অথচ ১৮৮৬ খ্রিষ্টাব্দে গিরিশ চন্দ্র সেনের অনুবাদের বহু আগে ১৮০৮ খ্রিষ্টাব্দে বাংলা ভাষায় কুরআন মাজিদের আংশিক অনুবাদ করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। এরপর ১৮৩৬ খ্রিষ্টাব্দে মৌলবি নাঈমুদ্দিন পূরো কুরআনের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। অথচ এ ইতিহাস প্রচার করা হয় না।

সুত্র: খন্দকার কামরুল হুদা, স্বাধীনতা সংগ্রাম ও শেখ মুজিব, ১৯৯৫, পৃ. ৩২, বাংলাপিডিয়া

((>হারিয়ে যাওয়া ইতিহাস

04/12/2021

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনার নতুন আতঙ্ক অমিক্রন। ইতিমধ্যে করোনাভাইরাসের এই নতুন ধরনের ভ্যারিয়েন্ট ৩৮ দেশে ...

23/10/2021

মৃত্যুটা একটু অন্যরকম। কিন্তু ঘটনাটি হৃদয় বিদারক। এক রকম ঘোষণা দিয়েই মৃৃত্যুর পথ বেছে নিলেন বিজিবির এক সিপাহী। ঘ...

23/10/2021

আন্ত-র্জাতিক ডেস্কঃ দশটি দেশের রাষ্ট্রদূতদের অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তুরুস্কের প্রেসিডেন্ট এ দেশগ...

20/10/2021
15/10/2021

নিজস্ব প্রতিবেদকঃ কন্ঠ শিল্পী সোনালী নওরিন (স্বর্ণার) জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয.....

15/10/2021
https://purebangla.com
12/10/2021

https://purebangla.com

পিউরবাংলা.কম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলা নিউজ পোর্টালগুলির একটি। অনলাইন সংবাদ পোর্টাল নির্ভীক তদন্তমূল.....

12/10/2021
12/10/2021
12/10/2021

Address

Sontek Main Road
Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Pure Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pure Bangla TV:

Share