Wtv24

Wtv24 wtv24 ওয়ার্ল্ডটিভি২৪
সত্যের পথে দুরন্তে বিশ্বময় আমাদের পথচলা,
দৃপ্ততা দিয়ে দৃঢ়তায় সবার জন্য কথা বলা! media, news Broadcasting

02/10/2023
02/10/2023
02/10/2023
02/10/2023
02/10/2023
02/10/2023
02/10/2023
16/09/2023
16/09/2023
12/09/2023

আবদুল্লাহ জিয়া, কুষ্টিয়া হতে ফিরে : কুষ্টিয়া সদরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তৃণমূলে গূঢ় গুঞ্জন চলছে।

26/08/2023
26/08/2023
25/08/2023

প্রধান উপদেষ্টা : বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক(সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন এবং সাবেক সচিব, গণপ্র...

19/08/2023
19/08/2023
19/08/2023
19/08/2023
19/08/2023
19/08/2023
19/08/2023
18/08/2023
18/08/2023
18/08/2023
25/07/2023
25/07/2023
25/07/2023
18/07/2023

*আগামীকাল ১৯ জুলাই মঙ্গলবার থেকে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নতুন যোগাযোগের নিয়ম কার্যকর করা হবে:-*

02/07/2023
24/06/2023
20/06/2023

স্টাফ রিপোর্টার, ঢাকা, : সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লে: কর্ণেল (অব:) বীরম...

17/06/2023

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য বৈশিষ্ট্য প্রত্.....

16/06/2023

স্টাফ রিপোর্টার, ঢাকা : বরিশাল সিটি নির্বাচন এ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী মুফতি ফয়জুল্লাহর উপর হা.....

তৃণমুলের নেতাকর্মী হতে জনবিচ্ছিন্ন নরসিংদীর শিবপুরের জহিরুল হক ভুইয়া মোহন এমপি’র নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থ...
11/09/2022

তৃণমুলের নেতাকর্মী হতে জনবিচ্ছিন্ন নরসিংদীর শিবপুরের জহিরুল হক ভুইয়া মোহন এমপি’র নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী
নরসিংদী-৩(শিবপুর) সংসদীয় আসনের সাংসদ তৃণমুলের নেতাকর্মী হতে জনবিচ্ছিন্ন জহিরুল হক ভুইয়া মোহন এমপি’র নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নেত্রীর বরাতে আগাম ঘোষনা করেছেন। তার সমর্থিত কিছু কর্মীর মাধ্যমে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মোহনকে নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব দিবেন এটি শোনা যাচ্ছে।
উল্লেখ্য, নরসিংদীর শিবপুরে ২০০৩ সালে র্গামেনটস ব্যবসায়ী হিসেবে আওয়ামী লীগে যোগদান করেন জহিরুল হক ভূঁইয়া মোহন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শিবপুরের মাটি ও মানুষের নেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক এমপি শহীদ রবিউল আওয়াল খান কিরনের ভাগিনা পরিচয়ে নরসিংদী-৩ শিবপুর আসন থেকে নৌকার মনোনয়ন পান জহিরুল হক ভূইয়া মোহন।
সে সময় স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে প্রতিদ্বন্ধিতা করে নৌকার গণজোয়ারে জয়লাভ করেন তিনি। এমপি নির্বাচিত হওয়ার পর তিনি নিজস্ব বলয় সৃষ্টির মাধ্যমে দলের তৃণমূল নেতাকর্মী ও সধারণ জনগনের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এতে শিবপুরের আপামর জনগন এমপি মোহনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেন।
যার ফলে, ২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে ৩১ হাজার ভোটে বিএনপি-জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ সিরাজুল ইসলাম মোল্লার কাছে পরাজিত হন এমপি মোহন। পরাজয়ের কারন হিসেবে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের অহেতুক দোষারোপ করেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাঘাব ইউনিয়নের কুন্দার পাড়ায় নৌকার এজেন্ট হত্যাকান্ডের নাটকীয় ট্রাজেডীর ফলে জহিরুল হক ভূইয়া মোহন স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ সিরাজুল ইসলাম মোল্লাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
এছাড়াও নির্বাচিত হওয়ার পর এমপি মোহন অতীতের ন্যায় রাজনীতির মাঠে আধিপত্য ও নিজস্ব বলয় সৃষ্টি করার অপেচেষ্টায় পুনরায় তৃণমূল আওয়ামী লীগ, সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মী এবং জনগনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
যার ফলে ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারচর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এমপি মোহনের নিজ ভোট কেন্দ্র থেকে ৯৪ ভোট পায় নৌকা মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী এবং পাশর্^বর্তী ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে ৭৪ ভোট ও ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে ৮৫ ভোট সর্বমোট ২৫৩ ভোট পায় আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী।
তাছাড়া শিবপুর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে এমপি মোহনের নিজ ইউনিয়ন সাধারচর সহ দুলালপুর,জয়নগর ও বাঘাব মোট ৪টি ইউনিয়নে নৌকার এমন ভরাডুবিতে শিবপুর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা হতাশ ও তার প্রতি চরম ক্ষুব্দ।
এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে যে সকল স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এমপি মোহন, এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও বেশি ক্ষুব্দ ও বিস্মিত হয় এবং তুমুল বিতকের্র সৃষ্টি করেন।
এমতাবস্থায়, এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন আসন্ন ১৭ই সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন জননেত্রী শেখ হাসিনা নাকি তাকে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিবেন বলে নিশ্চিত করেছেন। এমন ঘোষণায় দলীয় নেতাকর্মী ও জনমনে চরম হতাশা ও হাস্যোরোলের সৃষ্টি করেছেন।

নরসিংদী আওয়ামীলীগে পরিচ্ছন্ন ও স্থিতিশীল রাজনীতি উপহার দিতে সাবেক সভাপতি হিরু এমপি কে পুনরায় সভাপতি দেখতে চায় তৃণমুল আল...
11/09/2022

নরসিংদী আওয়ামীলীগে পরিচ্ছন্ন ও স্থিতিশীল রাজনীতি উপহার দিতে সাবেক সভাপতি হিরু এমপি কে পুনরায় সভাপতি দেখতে চায় তৃণমুল আলীগ

নরসিংদীর জেলা আওয়ামীলীগের মুল নেতৃত্বে থাকার লড়াইয়ে গ্রুপিংয়ে দ্বিধাবিভক্ত হয়ে টানটান উত্তেজনা বিরাজ করেছে বিগত দুই বছর ধরে। সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন ভুইয়ার নতজানু ও গ্রুপিংএ জড়িয়ে যাবার কারণে ওই কমিটি ভেঙ্গে দেয় কেন্দ্রীয় আওয়ামীলীগ।

দীর্ঘ বিরতির পর আগামী ১৭ সেপ্টেম্বর ২০২২ জেলা সম্মেলনে পরিচ্ছন্ন ও নীতিবান সাবেক সেনাবাহিনীর অফিসার, রনাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা লে. কর্নেল(অব.) নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এমপি’কে পুনরায় সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল আওয়ামীলীগ।

এ বিষয়ে জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক প্রার্থী, আফতাব উদ্দিন ভূঁইয়া
পদ্মাটিভি২৪কে বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের ত্যাগের মুল্যায়ন করা ও তৃণমূল আওয়ামীলীগের কর্মী ও সাধারণ নৌকার ভোটারদের সাথে সুসম্পর্ক করার পুরস্কার স্বরূপ আমরা প্রত্যাশা করছি জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রানপ্রিয় সাবেক সভাপতিকে পুনরায় আমাদের মাঝে উজ্জ্বল নেতৃত্বের ধারাবাহিকতার জন্য সভাপতির দায়িত্ব দিবেন।

আর আমার দীর্ঘ ত্যাগের পুরস্কারস্বরুপ আমাকে যদি জেলা আলীগ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন তাহলে আমি হাইব্রিডমুক্ত ও অনুপ্রবেশমুক্ত পরিচ্ছন্ন রাজনীতি উপহার দেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের বিচক্ষন সভাপতির সাথে দায়িত্বশীল সুসম্পর্ক রেখে।

নামপ্রকাশে অনিচ্ছুক তৃণমুলের একাধিক আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানান, নরসিংদীতে ক্ষমতার রাজনীতিতে আশু কালবৈশাখী হবার মত ঝড়ো হাওয়া শুরু হয়েছে। জেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যহতির পর আওয়ামীলীগ ছেড়ে জাতীয়পার্টি করা নেতা জিএম তালেবকে জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও এখনও হৃদয়ে পাকিস্তানী চেতনা ধারণকারী পাকিস্তানের পেশোয়ার প্রদেশের নামে নরসিংদীতে পেশোয়ারী দরবার শরীফ নামে পিরালী খানকা চালুকারী বিএনপি জামায়াতের মদদপুষ্ঠ পীরজাদা কাজী আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদাণ করে সত্যিকার মুক্তিযদ্ধের নেতৃত্বাধীন দল আওয়ামীলীগে বিভক্তি তৈরী করা হয়েছে।

তাছাড়া এই নতুন নেতৃত্ব তাদের ক্ষমতা ও নেতৃত্ব পাকাপোক্ত করতে ইতোপুর্বে ৩ উপজেলা আওয়ামীলীগের সভাপতিদের অব্যহতি দেয়ার সকল ভুমিকা রেখেছিল।

তারা আরো বলেন, তৃণমুলের ভোটে ও বার বার কাউন্সিলে নির্বাচিত সভাপতিদের বিরুদ্ধে দলে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের ষড়যন্ত্রের বাস্তবায়ন এটি। তারা জননেত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় নরসিংদীর আওয়ামী রাজনীতিকে বিরোধী রাজনীতি কোনঠাসা করে রাখবে। যা দলের ক্রান্তিকালের জন্য মহা হুমকিস্বরুপ।

উল্লেখ্য যে,
সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মইন ইউ আহমেদ কে আওয়ামীলীগের নেতাকর্মীদের কে গ্রেফতার ও হয়রানী না করতে এবং জননেত্রী শেখ হাসিনার কথা শুনে যেন জাতীয় নির্বাচন দেন সে সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দেন জেনারেল মইন ইউ আহমেদ এর সিনিয়র অফিসার লে: কর্নেল (অব), নজরুল ইসলাম হিরু।

আরেকটি ঘটনা যা বলছে,
বঙ্গবন্ধুর সন্তান শহীদ লে. জামাল এর সিনিয়র অফিসার ততকালীন আর্মির মেজর বর্তমানে লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম হিরু এমপি;
পদ্মাটিভি ২৪ কে জানান, ১৫ আগষ্ট এ যেদিন বঙ্গবন্ধুসহ তার মেজো ছেলে লেঃ জামাল কে হত্যা করা হলে সারাদেশে এই পরিবারের সদস্যদের জন্য কোন মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন হবার ঘটনা ঘটার খবর না মিললেও তিনি নিজ দায়িত্বে ১৫ আগষ্ট সেনা ব্যারাকে লে ঃ জামাল এর জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
এসকল ঘটনাবলী জননেত্রী শেখ হাসিনা জানেন বলেই এই নেতাকে ২০০৯ সালে নেত্রী নিজে ডেকে নিয়ে সংসদ সদস্য হবার এবং পরবর্তীতে তাকে প্রতিমন্ত্রীসহ নরসিংদী জেলা আওয়ামীলীগ এর দায়িত্ব প্রদান করেন।
দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার পরাকাষ্ঠা স্থাপন করার কারনেই তৃণমূল আওয়ামীলীগের শীর্ষ আস্থাভাজন হিসেবে জননন্দিত হন এই নেতা।

এসকল নজির প্রদর্শনের কারনে সমর্থকগণ সাধারণ সম্পাদক হিসেবে নতুন কাউকে দায়িত্ব দিয়ে পুনরায় এ সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে সাবেক দায়িত্ব পালন করা সভাপতিকে পুন: স্বপদে বহাল করার আহবান জানিয়েছেন।

07/07/2022

কুষ্টিয়ার কৃতিসন্তান মাহবুবুল আলম হানিফ এমপি দেশের জনমানুষের আস্থার বাতিঘর আবদুল মালেক

তৃণমুল টকশো আাবদুল মালেক, সভাপতি, ৭ নং ওয়ার্ড, পৌর আওয়ামীলীগ,দদর, কুষ্টিয়া,
সঞ্চালক : আবদুল্লাহ জিয়া, চীফ রিপোর্টার, ওয়ার্ল্ডটিভি২৪

05/07/2022

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার লে. কর্নেল(অব) ফারুক খান এমপি’কে পুনরায় মন্ত্রী হিসেবে দেখতে চাই-আলমগীর হোসেন সরদার

তৃণমুল টকশো : আলোচক : আলমগীর হোসেন সরদার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, ভাসানটেক থানা আওয়ামীলীগ, ঢাকা মহানগর উত্তর।
সঞ্চালক : আবদুল্লাহ জিয়া, চীফ রিপোর্টার, ওয়ার্ল্ডটিভি২৪

Address

South Jatrabari
Jatrabari
1336

Telephone

+8801911860840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wtv24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wtv24:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Jatrabari

Show All

You may also like