জাতীয় সংসদে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ
গতকাল ১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং মহান জাতীয় সংসদে বক্তব্য রাখেছেন জননেতা জনাব মহিউদ্দিন আহমেদ মাননীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জ-১ তিনি প্রথম অধিবেশনে প্রথম বক্তব্যে সিরাজদিখান, শ্রীনগের মানুষের সুখ-দূঃখের কথা বলেন।
বক্তব্যে তিনি মুন্সিগঞ্জে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক মেডিকেল কলেজ,হিমাগারের কথা বলেন।
সিরাজদিখান বাসীর জন্য তিনি মোল্লাবাজার ও তালতলা ব্রিজের কথা বলেন এবং শ্রীনগরে একটি ইপিজেড স্থাপনের করার কথা বলেন
সিরাজদিখান ও শ্রীনগের প্রতিটি স্কুলের মাঠগুলো খেলায় উপযুক্ত করার কথা বলেন।
#মুন্সিগঞ্জ #somoytv #শ্রীনগর @followers
ওয়ালিদের স্বজনদের সাক্ষাৎকার
কুন্ডের বাজার এলাকা থেকে গতকাল হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু ওয়ালিদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারিখ- ১০ আগষ্ট ২০২১
আজ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন মজিদপুর দয়হাটা গ্রামের আঃহামিদ মোল্লার ছেলে মজিদপুর দয়হাটা কে সি আই এর ২০২১ সালের এস এস সি পরীক্ষার্থী মিহাদ পারভেজ তার মায়ের অপমানের প্রতিবাদে করার কারনে তার উপরে রবিবার (৮আগষ্ট) অমানবিক অত্যাচারের স্বীকার হয়
এর কারনে মজিদপুর দয়হাটা কে সি আই এর সকল শিক্ষার্থী ও এলাকাবাসীর সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত করা হয়।
তারিখ-০৪ আগষ্ট ২০২১
প্রকাশিত-০৯:৩৭পিএম
পরীমনির বাসায় যা যা পেল র্যাব
তারিখ- ২৩ জুলাই ২০২১
পদ্মা সেতুর পিলারে রোরো ফেরির ধাক্কা, আহত ২০
পদ্মা সেতুর ১৭নং(পিলার) ধাক্কা লাগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রোরো ফেরি শাহ জালাল ২০জন যাত্রী আহত হয়েছে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাধারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেললে এই দূর্ঘটনার কবলে পরে ফেরিটি তবে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে আসায় বড় সমস্যা না হওয়ায় চালক শেষ পর্যন্তে শিমুলিয়াঘাটে এসে ফেরি নোঙর করতে পেরেছে।
রোরো ফেরি শাহ পরাণের চালক আব্দুর রহিম জানান, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে এসময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা লাগে।
সংগ্রহকৃত-ভিডিও
তারিখ-২১এপ্রিল ২০২১
আজ উওরা ১০ নম্বর সেক্টর তুরাগ বালুর মাঠে বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০০ ঘর আসহায় মানুষ গুলো এখন খোলা আকাশের নিচে দিশেহারা হয়ে গেছেন বস্তির মানুষ গুলো।
গত ১৯ এপ্রিল ২০২১ সন্ধ্যা ৭:৩০ সময় মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানার বীরতারা ইউনিয়ন মজিদপুর দয়হাটা গ্রামের খান বাড়ীর ছেলে ও V.BTv24 মুন্সিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার ছালে আহমেদ খান ছিয়াম (২৫) এর উপরে সন্ত্রাসী কিশোর গ্যাং এর হামলা হয় এতে ছিয়াম গুরুতর আহত হন।
অনেক আগের থেকেই ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিলো এবং ছিয়াম খান নামের একটি ফেসবুকে ফেক একাউন্ট খোলে কিশোর গ্যাং এর চক্রটি ওই আইডি থেকে বিভিন্ন মানুষকে তারা মেসেজ করে খরাপ কাথাবার্তা হুমকি দেওয়া হচ্ছে এর জন্যে ছিয়াম বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে তিনি জানিয়েছেন, ছিয়ামের উপরে হামলা চলাকালে কিশোর গ্যাংয়েরা এলাকাবাসির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই সময় এলাকাবাসিরা কিছুসংখ্যক হামলাকারি দের ধরে গণপিটুনি দেয়
এই হামলার সাথে জড়িত ছিলো বীরতারা গ্রামের আরিফ, রাসেল,নয়ন,সা
"চেষ্টা করেছিলেন রাষ্ট্র ক্ষমতা দখলের"
বিস্তারিত দেখুন ভিডিওতে সময় টিভি - প্রচারে V.BTv24
তারিখ-১৮/০৪/২০২১
রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস।