হাটহাজারী মাদ্রাসা

হাটহাজারী মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য বর্তমান জানতে আমাদের সাথেই থাকুন!

হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হতে না পার এক সাথী ভাইয়ের আর্তনাদ! নতুন ছাত্রদের ভর্তির বিষয়ে এমন ভোগান্তির শেষ কোথায়?
23/04/2024

হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হতে না পার এক সাথী ভাইয়ের আর্তনাদ! নতুন ছাত্রদের ভর্তির বিষয়ে এমন ভোগান্তির শেষ কোথায়?

হাটহাজারী মাদ্রাসায় দাওরা হাদিসের দরস গাহে ফরম নেওয়ার জন্য ফজরের আগে থেকে শতাধিক ছাত্রের ভীড়! আল্লাহ সবাইকে কবুল করুক"
22/04/2024

হাটহাজারী মাদ্রাসায় দাওরা হাদিসের দরস গাহে ফরম নেওয়ার জন্য ফজরের আগে থেকে শতাধিক ছাত্রের ভীড়!
আল্লাহ সবাইকে কবুল করুক"

জরুরী এলান
21/04/2024

জরুরী এলান

21/04/2024
হাটহাজারী মাদ্রাসায় সমস্ত তাখাসসুসের ফরম বিতরণের কাজ শিক্ষা ভবনের ৪র্থ তলায় উলুমুল হাদিসের দরস গাহে এখনো চলমান!
21/04/2024

হাটহাজারী মাদ্রাসায় সমস্ত তাখাসসুসের ফরম বিতরণের কাজ শিক্ষা ভবনের ৪র্থ তলায় উলুমুল হাদিসের দরস গাহে এখনো চলমান!

দাওরা হাদিসে ভর্তি ইচ্ছুক নতুন যারা  দরখাস্ত জমা দিয়েছিলেন।  তাদের কে শিক্ষা ভবনের ৩য় তলায় মেশকাতের দরস গাহে এখন ফরম দেও...
21/04/2024

দাওরা হাদিসে ভর্তি ইচ্ছুক নতুন যারা দরখাস্ত জমা দিয়েছিলেন। তাদের কে শিক্ষা ভবনের ৩য় তলায় মেশকাতের দরস গাহে এখন ফরম দেওয়া হচ্ছে!

সাথে যা নিয়ে আসতে হবে!প্রথমে ১২০ টাকা দিয়ে একটি রশিদ ও ফরম উঠাতে হবে। ফরমটি পূরন করে দাওরার পরিক্ষার রেজাল্টের ফটো কপি ভ...
21/04/2024

সাথে যা নিয়ে আসতে হবে!
প্রথমে ১২০ টাকা দিয়ে একটি রশিদ ও ফরম উঠাতে হবে। ফরমটি পূরন করে দাওরার পরিক্ষার রেজাল্টের ফটো কপি ভোটার বা জন্ম নিবন্ধের ফটো কপি,এবং একটি ভর্তি দরখাস্ত ও পাসপোর্ট সাইজের একটি ছবি দিয়ে পিন লাগিয়ে জমা দিতে হবে।
এবং ছোট একটি ছবি প্রবেশ পত্রে লাগানোর জন্য তাদের কাছে জমা দিতে হবে। যা তারা আপনাকে দিয়ে দিবে।
এবং বুধবারে লিখিত পরিক্ষায় যাদের কে বাঁচায় করা হবে। শুধু মাত্র তারাই শনিবারের মুখিক পরিক্ষায় অংশ গ্রহন করতে পারবে।
এবং মুখিক পরিক্ষায় যাদের কে বাঁচায় করা হবে তারাই শুধু ভর্তি হতে পারবে।
বি:দ্র:এটি শুধু তাখাসসুস পড়তে ইচ্ছুক এমন ছাত্রদের জন্য!

হাটহাজারী মাদ্রাসায় আগত নতুন ছাত্রদের ভর্তি ফরম উঠানোর জন্য মুফতি জসিমউদদীন সাহেবের যে সাইন প্রয়োজন তা এখন দেওয়া হচ্ছে! ...
20/04/2024

হাটহাজারী মাদ্রাসায় আগত নতুন ছাত্রদের ভর্তি ফরম উঠানোর জন্য মুফতি জসিমউদদীন সাহেবের যে সাইন প্রয়োজন তা এখন দেওয়া হচ্ছে!
স্থান :- মেইন গেটের বাম পাশে

দারে জাদিদের দ্বিতীয় তলায় (শোয়াইব সাহেবের) রুমে দাওরার পুরাতন ছাত্রদের ফরম জমা নেওয়া হচ্ছে!
20/04/2024

দারে জাদিদের দ্বিতীয় তলায় (শোয়াইব সাহেবের) রুমে দাওরার পুরাতন ছাত্রদের ফরম জমা নেওয়া হচ্ছে!

হাটহাজারী মাদ্রাসায় পুরাতন যারা দাওরা পড়বেন!তাদের ফরম আসরের পর বড় মসজিদে জমা নেওয়া হবে!!
20/04/2024

হাটহাজারী মাদ্রাসায় পুরাতন যারা দাওরা পড়বেন!
তাদের ফরম আসরের পর বড় মসজিদে জমা নেওয়া
হবে!!

প্রিয় জামিয়াতে নতুন পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম চলমান!
20/04/2024

প্রিয় জামিয়াতে নতুন পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম চলমান!

17/04/2024

হাটহাজারী মাদ্রাসা ভর্তি বিজ্ঞপ্তি

আগামী ৭ শাওয়াল, ১৪৪৫ হিজরী মুতাবেক ১৭ এপ্রিল ২০২৪ বুধবার হতে জামিয়ার সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

ভর্তিচ্ছুক ছাত্রদের জ্ঞাতব্য

নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে জামিয়ায় ছাত্রদের ভর্তির অনুমতি দেয়া হয়

• আচার-আচরণ, চাল-চলন, পোষাক-পরিচ্ছদ তালেবুল ইলমের মানসম্পন্ন হওয়া।

• শরীয়াহ পরিপন্থি কোন কার্যকলাপে লিপ্ত না হওয়া।

• প্রচলিত রাজনীতি ও আইন-শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের সাথে কোনভাবেই সম্পৃক্ত না থাকা।

জামিয়ার ক্লাস ও ছাত্রাবাস সহ ক্যাম্পাসে ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকা।

⚠️ নতুন ছাত্রদের জন্য বিশেষ নিয়ম

উল্লেখিত শর্ত ছাড়াও ভর্তিচ্ছুক নতুন ছাত্রদেরকে সাবেক শিক্ষা-প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা জামিয়ার শুভাকাঙ্খী বা নির্ভরযোগ্য কোন আলেমের প্রত্যয়নপত্রের মূল কপি দরখাস্তের সাথে দাখিল করতে হবে।

সাদাকা ফান্ড থেকে খোরাকী পাওয়ার উপযুক্ততা-

* অবশ্যই গরীব, এতিম ও সাদাকা খাওয়ার উপযুক্ত হতে হবে। * ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

* শাওয়াল মাসের মধ্যে ভর্তি হতে হবে।

নতুন ছাত্রদের জন্য ভর্তি পরীক্ষার নিয়মাবলী

* জামাতে ইয়াযদাহুম হতে কানযুদ্দাক্বায়েকু জামাত পর্যন্ত ভর্তি পরীক্ষা মৌখিকভাবে হবে।

* 'শরহে বেকায়া' জামাত হতে 'দাওরায়ে হাদীস' পর্যন্ত ভর্তি পরীক্ষা লিখিত হবে।

* ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র বিতরণ ৭ শাওয়াল, ১৪৪৫ হিজরী।

* আবেদনপত্র জমাদান ও ছবিযুক্ত প্রবেশপত্র বিতরণ ৮ শাওয়াল, ১৪৪৫ হিজরী।

* লিখিত ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ ১৪ শাওয়াল, ১৪৪৫ হিজরী।

* ভর্তি পরীক্ষার তিন দিনের মধ্যে উত্তীর্ণ ছাত্রদের নাম প্রকাশ করে ভর্তি ফরম বিতরণ করা হবে।

• শুধুমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্ররাই জামিয়ায় ভর্তির সুযোগ পাবে।

বিঃদ্রঃ জামিয়ার সাথে সংযুক্ত মাদ্রাসা সমূহ )مدارس ملحقة( হতে আগত ভর্তিচ্ছুক ছাত্রদের জায়েযা নেওয়ার পর ভর্তি কার্যক্রম পূর্বের নিয়মেই সম্পন্ন করা হবে।

লিখিত পরীক্ষার বিবরণ

প্রশ্ন

জামাত সমূহ

নির্ধারিত কিতাব সমূহ

مشکاة، جلالين، ميبدي، شرح عقائد

কাঙ্খিত উত্তর



দাওরায়ে হাদীস (তাকমীল)



هداية أول هداية للي سلم العلوم، مقامات، مختصر المعاني، نور الأنوار

ان

ات

মিশকাত

হিদায়া আখেরাইন

هداية أول هداية ثاني مقامات، نور الأنوار (كتاب السنة)



হিদায়া আওয়ালাইন

شرح وقاية، قطبي مختصر المعالي من أول نفحة العرب

80

8'

শরহে বেকায়া



সমাপনী বর্ষ ১৪৪৫ হি./২০২৪খ্রি. ১৩

شرح جامي اسم كنز الدقائق شرح تهذيب، أصول الثاني، نفحة العرب

পবিত্র মাহে রমযানের ছুটি শেষে দেশের সর্ববৃহৎ ও প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলূম ম...
16/04/2024

পবিত্র মাহে রমযানের ছুটি শেষে দেশের সর্ববৃহৎ ও প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সকল বিভাগ আগামী কাল বুধবার খোলা হবে এবং একই দিন নতুন শিক্ষাবর্ষ (১৪৪৫-৪৬হি.)এর ভর্তি কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

আনুষ্ঠানিকভাবে জামিয়া খোলার আগে ঈদের পর দিন থেকেই ইলম পিপাসু ছাত্রদের দলে দলে আগমন শুরু হয়েছে। আবাসিক হলে সিট বরাদ্দের আগে নতুন ছাত্রদের অস্থায়ী বিশ্রামের জন্য বিভিন্ন শ্রেণীকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যেই মাদ্রাসা খোলার আগে আগত ছাত্ররা বিভিন্ন দরসগাহ ও মসজিদে অবস্থান করছেন। আগামী কাল বুধবার মাদ্রাসা খোলার পর নতুন/পুরাতন ছাত্রদের ভর্তি ফরম বিতরণ এবং আবাসিক হলে সিট বরাদ্দের কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

হাটহাজারী মাদরাসায় ভর্তি-ইচ্ছুক ছাত্র ভাইদের করনীয়! ✍ আগামী (৭ শাওয়াল ১৪৪৫ হিজরী মোতাবেক ১৭ এপ্রিল ২০২৪ইং) বুধবার হতে জা...
16/04/2024

হাটহাজারী মাদরাসায় ভর্তি-ইচ্ছুক ছাত্র ভাইদের করনীয়!

✍ আগামী (৭ শাওয়াল ১৪৪৫ হিজরী মোতাবেক ১৭ এপ্রিল ২০২৪ইং) বুধবার হতে জামিয়ার সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে নতুন শিক্ষাবর্ষ ১৪৪৫-৪৬হি. সনের ভর্তি কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

✍ উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারী একটি মকবুল জামিয়া। এ জামিয়ার প্রকৃত তালিবুল ইলম হওয়াটা বড়ই সৌভাগ্যের ব্যপার। স্রেফ মেধা আর যোগ্যতার বলে হাটহাজারীতে ভর্তি হওয়া যায় না। অনেক তুখোর মেধাবী ছাত্রকেও হাটহাজারীর ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হতে দেখেছি। তাই ভর্তি পরীক্ষার পূর্ণ প্রস্তুতির সাথে সাথে কৃতকার্য হওয়ার জন্য মহান প্রভুর দরবারে কায়মনোবাক্যে দুআ করুন। ভর্তি পরীক্ষা নিয়ে আলাদা কোন ভয়ভীতি বা টেনশনের কারণ নেই, মেহনত করুন আল্লাহ তায়া’লা আসান করবেন।

✍ বাড়ি থেকে আসার সময় আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সাথে নিয়ে আসবেন।

✍ কয়েক কপি পাসপোর্ট সাইজ ও কয়েক কপি স্টাম্প সাইজ ছবি সাথে রাখুন। ভর্তি কার্যক্রমে ছবির প্রয়োজন হয়। হাটহাজারীতে এসে ছবি তুলতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তাই এসব আগ থেকেই রেডি করে আনলে ভোগান্তি কম হবে।

✍ মুলহেক তথা হাটহাজারী মাদরাসার সাথে সংযুক্ত মাদরাসা সমূহ হতে আগত ভর্তিচ্ছুক ছাত্র ভাইরা অবশ্যই সাবেক মাদরাসার টিসি/ছাড়পত্র/মার্কশীট ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনবেন।

✍ দারুল উলুম হাটহাজারী বড় এদারা। নতুন ছাত্র ভাইয়েরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসার পর থাকার সিট,খাবার ইত্যাদি নিয়ে নানা পেরেশানি ভোগ করেন। পেরেশানির কোন কারণ নেই, মাদরাসার আবাসিক হলে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ সিটের ব্যবস্থা আছে। খাবার ও আবাসিক হলে সিট বরাদ্দ পেতে আপনার নিজ জেলার বা যে কোন পুরাতন ছাত্র ভাই থেকে পরামর্শ ও সহযোগিতা নিন।

✍ মাদরাসার আবাসিক হলে সীট বরাদ্দ পেতে আরবী/উর্দূ ভাষায় নাযেমে দারুল ইক্বামাহ (দা.বা.) বরাবর একটি দরখাস্ত লিখে নিজের সাথে রাখুন। দরখাস্ত জমা দিয়ে সীট বরাদ্দ পাওয়া যায়।

✍ শফীক মঞ্জিল, দারুল আমান, শিক্ষা ভবন, দারে জাদিদ, নূর মঞ্জিল, আহমদ মঞ্জিল এগুলো মাদরাসার বিভিন্ন ভবনের নাম। আপনি যেই ভবনে সীট নিতে আগ্রহী সেই ভবনে থাকা পুরাতন ছাত্রদের থেকে সেই ভবনে সীট নেওয়ার বিষয়াদি জেনে নিন।

✍ আপনার থানা/ জেলায় যেই ওস্তাদজী মাহে রমজানে মাদরাসার পক্ষ থেকে
তাহসিলের জন্য সফর করেন পুরাতন ছাত্রদের সহযোগিতায় সেই ওস্তাদজীর সাথে সাক্ষাৎ করুন। আবাসিক হলে সীট পেতে সহজ হবে।

✍ ভর্তি পরীক্ষা,ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ, ফরম জমা দেওয়া ইত্যাদি নিয়মাবলি জানতে পুরাতন ছাত্রদের সহযোগিতা নিন।

✍ পুরাতন ছাত্রদের সহযোগিতা নিন। হাটহাজারীর ভর্তি, সীট, খানা ইত্যাদি সংক্রান্ত সকল কার্যক্রম সহজ ও আসান হবে। পুরাতন ছাত্রদের মধ্যে জেলা ভিত্তিক একজন জিম্মাদার নিযুক্ত থাকে। মাদরাসায় উপস্থিত হয়ে আপনার জেলার জিম্মাদারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ নিন।

✍ মাদরাসার আসার পর থেকে প্রতি ওয়াক্তের নামায মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে পড়ুন। জরুরী বিষয় সম্পর্কে যাবতীয় এ'লান বা ঘোষণা মসজিদেই করা হয়।

বর্তমানে মহিলাদের পাচঁ ওয়াক্ত নামাযসহ জুমআ ও ঈদের জামাতে শরিক হয়ে নামায আদায় করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। (সূরা আহযাব, ...
10/04/2024

বর্তমানে মহিলাদের পাচঁ ওয়াক্ত নামাযসহ জুমআ ও ঈদের জামাতে শরিক হয়ে নামায আদায় করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম।
(সূরা আহযাব, আয়াত নং-৩৩, সহীহ বুখারী, হাদিস- ৮৬৯,

হযরত জুবায়ের ইবনুল আওয়াম (রাযি.) তাঁর পরিবারের কোনো নারীকে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযে যেতে দিতেন না। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস- ৫৮৪৬)।

কুরআন ও হাদিসের এ সমস্ত অকাট্য প্রমাণাদির কারণে ফুকাহায়ে কেরাম মহিলাদের জুমআ, ঈদ ও জামাতে নামায পড়া বর্তমান পরিস্থিতি অনুপাতে হারাম বলেছেন।

07/04/2024

২০২৪ ইং হায়াতুল উলিয়া পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম!

সালাতুতু তাসবিহের নামাজ হচ্ছে যার মধ্যে অধিক পরিমাণে তাজবীহ পড়া হয়। এর ফজিলত হলো- বিগত জীবনের গোনাহ মাফ করে দেওয়া হয় এ...
07/04/2024

সালাতুতু তাসবিহের নামাজ হচ্ছে যার মধ্যে অধিক পরিমাণে তাজবীহ পড়া হয়।
এর ফজিলত হলো- বিগত জীবনের গোনাহ মাফ করে দেওয়া হয় এবং বিপুল পরিমানে সাওয়াব পাওয়া যায়।
এটি পড়ার নির্দিষ্ট কোন সময় যেকোনো সময় পড়া যায়।
এবং এটি নফল নামাজের মধ্যে অন্যতম একটি নামাজ।
সালাতুত তাসবিহ হচ্ছে চার রাকাত নামাজ।
যার প্রত্যেক রাকাতে নিম্ন বর্ণিত দোয়াটি ৭৫ বার করে মোট ৩০০ বার পড়তে হবে।

سُبْحاَنَ الله وَالْحَمدُ للهِ وَلآَ اِلَهَ اِلاَّاللهُ وَاللهُ اَكْبرُ

উচ্চারণ : সুবহানাল্লাহ, ওয়াল হামদু লিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।

সালাতুত তাজবিহ পড়ার নিয়ম :-
প্রথম রাকাতে সূরা ফাতেহা এবং কেরাত পড়ার পর দাঁড়ানো অবস্থায় দোয়াটি ১৫ বার পড়বে।
তারপর রুকু করবে এবং রুকুর তাসবিহ পড়া শেষ হলে দোয়াটি ১০ বার পড়বে।
এরপর রুকু থেকে উঠে তাসবীহ পড়ার পর দোয়াটি ১০ বার পড়বে।
তারপর সেজদায় গিয়ে তাজবীহ পড়ে দোয়াটি ১০ বার পড়বে।
তারপর সোজা হয়ে বসে ১০ বার দোয়াটি পড়বে।
তারপর দ্বিতীয় সেজদায় গিয়ে তাজবীহ পড়ে দোয়া টি ১০ বার পড়বে।
প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা শেষ করার পর অল্প সময় বসে দোয়াটি ১০ বার পড়ে দাঁড়িয়ে যাবে।

এভাবে চার রাকাত শেষ করবে।
দ্বিতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে দ্বিতীয় সিজদা করার পর সোজা হয়ে বসে দোয়াটি ১০ বার পড়ে তাশাহুদ,দরুদ শরীফ এবং দোয়া মাছুরা পড়ে সালাম ফিরাবেন।

২০২৪ ইং হাটহাজারী মাদ্রাসায় ভর্তি বিজ্ঞপ্তি!
06/04/2024

২০২৪ ইং হাটহাজারী মাদ্রাসায় ভর্তি বিজ্ঞপ্তি!

ইচ্ছা পূরণের নামাযকেই সালাতুল হাজত বলা হয়। নিয়ম কোন হালাল চাহিদা পুরনের জন্য আল্লাহ’র সন্তষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল ...
06/04/2024

ইচ্ছা পূরণের নামাযকেই সালাতুল হাজত বলা হয়।
নিয়ম
কোন হালাল চাহিদা পুরনের জন্য আল্লাহ’র সন্তষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল সালাত আদায় করাকে সালাতুল হাজত” বলা হয়

কখন পড়বেন:
কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক-মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়!

নির্দিষ্ট কোনো নিয়ম নেই। হাজতের নিয়তে অন্যান্য নামাজের মতোই দু-রাকাত নফল নামাজ আদায় করবেন!

সালাতুল 'হাজত’ নামাজের আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে।
এই দোয়া পড়তে পারেন মুনাজাতে

ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ
ﺍﻟْﺤَﻠِﻴﻢُ ﺍﻟْﻜَﺮِﻳﻢُ ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ
ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣُﻮﺟِﺒَﺎﺕِ ﺭَﺣْﻤَﺘِﻚَ
ﻭَﻋَﺰَﺍﺋِﻢَ ﻣَﻐْﻔِﺮَﺗِﻚَ ﻭَﺍﻟْﻐَﻨِﻴﻤَﺔَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺑِﺮٍّ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻣَﺔَ
ﻣِﻦْ ﻛُﻞِّ ﺇِﺛْﻢٍ ﻟَﺎ ﺗَﺪَﻉْ ﻟِﻲ ﺫَﻧْﺒًﺎ ﺇِﻟَّﺎ ﻏَﻔَﺮْﺗَﻪُ ﻭَﻟَﺎ ﻫَﻤًّﺎ ﺇِﻟَّﺎ
ﻓَﺮَّﺟْﺘَﻪُ ﻭَﻟَﺎ ﺣَﺎﺟَﺔً ﻫِﻲَ ﻟَﻚَ ﺭِﺿًﺎ ﺇِﻟَّﺎ ﻗَﻀَﻴْﺘَﻬَﺎ ﻳَﺎ
ﺃَﺭْﺣَﻢَ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ ‎

উচ্চারণ: লাইলাহা‬ ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছআলুকা মুজিবাতি রাহমাতিক; ওয়া আজা-ইমা মাগফিরাতিক, ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিউ ওয়াস‌ সালামাতা মিন কুল্লি ইছমিন লা তাদাঅলি- জাম্বান ইল্লা গাফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিজান- ইল্লা কাজাইতাহা ইয়া আর হামার রাহিমীন।

ঋন ও মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রৌপ্য। বা এর সমপরিমাণ টাকা কারো কাছে থাকে। এবং এর ...
05/04/2024

ঋন ও মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রৌপ্য।
বা এর সমপরিমাণ টাকা কারো কাছে থাকে।
এবং এর উপর যদি এক বছর অতিক্রম হয় তাহলে ৪০ভাগের এক ভাগ অর্থাৎ প্রতি ৪০ হজারে এক হাজার টাকা যাকাত আদায় করতে হবে।
*সর্বোচ্চ মানের সাড়ে সাত তোলা স্বর্ণ মূল্য (৭৩৮,৩৩০) টাকা।
*সর্বোচ্চ মানের সাড়ে ৫২ তোলা রৌপ্য মূল্য (৯০০১৬) টাকা।

গোসল ফরজ হওয়া অবস্থাতে কেউ যদি সেহরি খায়! তাহলে তার রোজা হয়ে যাবে!অর্থাৎ সেহেরী খাওয়া বা রোজার জন্য পবিত্রতা শর্ত নয়।...
28/03/2024

গোসল ফরজ হওয়া অবস্থাতে কেউ যদি সেহরি খায়! তাহলে তার রোজা হয়ে যাবে!
অর্থাৎ সেহেরী খাওয়া বা রোজার জন্য পবিত্রতা শর্ত নয়।
বরং সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত খানা, পানাহার, স্ত্রীর সঙ্গম, থেকে বিরত থাকা শর্ত।

রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দ্বারা দাঁত পরিষ্কার করলে রোজা ভঙ্গ হবে নাকারণ এগুলোর স্বাদ গলা পর্যন্ত পৌঁছায় পেটে পৌঁছা...
24/03/2024

রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দ্বারা দাঁত পরিষ্কার করলে রোজা ভঙ্গ হবে না
কারণ এগুলোর স্বাদ গলা পর্যন্ত পৌঁছায় পেটে পৌঁছায় না।
তবে এমনটা করা মাকরূহ (অপছন্দনীয় কাজ) আর যার রোজা যতবেশি মাকরূহ থেকে মুক্ত হবে ততবেশি আল্লাহর কাছে পছন্দীয় হবে।

রোজা অবস্থায় ইনজেকশন বা সেলাইন নিলে রোজা ভঙ্গ হবে না! কারণ ইনজেকশন করে তরল পদার্থ শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। এবং তা গ...
23/03/2024

রোজা অবস্থায় ইনজেকশন বা সেলাইন নিলে রোজা ভঙ্গ হবে না!
কারণ ইনজেকশন করে তরল পদার্থ শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। এবং তা গোশতেই থেকে যায়। পেটে বা মস্তিষ্কে ঔষধ পৌঁছে না।
তদ্রুপ সেলাইল নিলে সেই ঔষধ রগেই চলাচল করে। পেটে বা মস্তিষ্কে পৌঁছে না। আর রোজা ভঙ্গ হওয়ার জন্য শর্ত হলো পেটে বা মস্তিষ্কে পৌঁছা। যা এর মধ্যে পাওয়া যায় না।
সুতরাং এর দ্বারা প্রতীয়মান হয় যে,
রোজা অবস্থায় ইনজেকশন বা সেলাইন নিলে রোজা ভঙ্গ হবে না!
তবে রোজা মাকরূহ হবে।

রাসূল (সা:) বলেছেন,তিন ব্যক্তির দোয়া কবুল হয়!১/ রোজাদারের ইফতারের সময়কার দোয়া!২/ ন্যায়পরায়ণ বাদশাহ দোয়া!৩/ মাজলুমের দোয়া...
23/03/2024

রাসূল (সা:) বলেছেন,তিন ব্যক্তির দোয়া কবুল হয়!
১/ রোজাদারের ইফতারের সময়কার দোয়া!
২/ ন্যায়পরায়ণ বাদশাহ দোয়া!
৩/ মাজলুমের দোয়া!
বি:দ্র:- বর্তমান সমাজে ইফতারের পূর্বে সম্মিলিতভাবে দোয়া করার প্রথা চালু হয়েছে তা শরীয়তে প্রমাণিত নেই!

রাসূল (সা:) শীতের মাসের রোজা কে গনিমত বলেছেন!
15/03/2024

রাসূল (সা:) শীতের মাসের রোজা কে গনিমত বলেছেন!

হাটহাজারী মাদ্রাসার!
15/03/2024

হাটহাজারী মাদ্রাসার!

14/03/2024

মুসলমানদের সাথে দুর্নীতি করে নিজেকে মুসলিম দাবি কর?
অথচ হাদিসের ভাষায় মুসলমানের সংজ্ঞা হলো :- প্রকৃত মুসলমান ঐ ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে।

রোজার প্রতিদান সপর্কে একাধিক হাদিস রয়েছে।তার মধ্যে তিনটি হাদিস হলো:-১/ রাসূল (সা:) বলেছেন,যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ কে...
12/03/2024

রোজার প্রতিদান সপর্কে একাধিক হাদিস রয়েছে।
তার মধ্যে তিনটি হাদিস হলো:-
১/ রাসূল (সা:) বলেছেন,যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ কে সন্তষ্টি করার জন্য রমজানের রোজা রাখবে, আল্লাহ তা'লা তার পূর্বের সকল ছগিরা গুনাহ মাফ করে দিবেন।
২/ রাসূল (সা:) বলেছেন,রোজাদারের মূখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশকেআম্বরের ঘ্রাণ থেকেও অধিক প্রিয়।
৩/ রাসূল (সা:) বলেছেন, কেয়ামতের দিন আরশের নিচে দস্তরখানা বিছানো হবে, এবং কিছু সংখ্যক লোক সেখানে বসে খানা খাবে। এবং অন্য লোকদের হিসাব নেওয়া হবে। এদেরকে দেখে একে অপর কে বলবে এরা কারা যারা হিসাব থেকে মুক্ত?
উত্তরে বলা হবে এরা ঐ সকল লোক যারা দুনিয়াতে রোজা রেখেছিল। এবং তোমরা রোজা রাখোনি বরং দিনের বেলায় আহার করতে।

Address

Hathazari
4000

Alerts

Be the first to know and let us send you an email when হাটহাজারী মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাটহাজারী মাদ্রাসা:

Videos

Share

Nearby media companies