Beauty of International Islamic University Chittagong.

Beauty of International Islamic University Chittagong. Let's explore the natural beauty of our University to others.

12/01/2025

আসুন বাচাঁর জন্য জানি।

প্রশান্তি❤️© Black Hornet
07/10/2024

প্রশান্তি❤️
© Black Hornet

Hey IIUCian! Guess the place.❄️ Black Hornet
04/10/2024

Hey IIUCian! Guess the place.
❄️ Black Hornet

Trying to explore the campus in different way!© Black Hornet & Black Hornet
30/04/2024

Trying to explore the campus in different way!

© Black Hornet & Black Hornet

ক্যাম্পাসের যত ফুল।পার্ট ২.© Black Hornet & Black Hornet
29/04/2024

ক্যাম্পাসের যত ফুল।
পার্ট ২.

© Black Hornet & Black Hornet

ক্যাম্পাসের যত ফুল!© Black Hornet  & Black Hornet
29/04/2024

ক্যাম্পাসের যত ফুল!
© Black Hornet & Black Hornet

10/04/2024

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কনটেস্টটি প্রতিযোগি স্বল্পতার কারনে পোস্টপোনড করা হয়েছে। যদিও আমরা অনেক রিচ পেয়েছি কনটেস্ট পোস্ট এ কিন্ত প্রতিযোগি খুব কম পেয়েছি। যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের নিরাশ হওয়ার কোনো কারন নেই। আমরা খুব শীগ্রই আমাদের অন্য আরেকটি কনটেস্ট পরিচালনা করবো। সে কনটেস্ট এ আপনাদের এই কনটেস্ট এ করা পোস্ট গুলা সহ কাউন্ট করা হবে।

পরিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।


Let's go...
30/03/2024

Let's go...

📌মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট 📌

আসন্ন ঈদকে সামনে রেখে প্রথমবারের মত Beauty of International Islamic University Chittagong. & Black Hornet এর সমন্বয়ে আয়োজন করছি মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট। এই কনটেস্টটি সকলের জন্য উন্মুক্ত। বিজ্ঞ (ফটোগ্রাফার) বিচারকদের মাধ্যমে নির্বাচিত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকবে সার্টিফিকেট সহ আকর্ষণীয় পুরষ্কার। তাই সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

⚠ কনটেস্ট এ অংশগ্রহণ করার নিয়মাবলি:-

১) ছবি Black Hornet গ্রুপে আপলোড করতে হবে।
২) প্রাকৃতিক সৌন্দর্য্যের ছবি হতে হবে।
৩) কনটেস্ট এর জন্য একটি পোস্ট এ একাধিক ছবি আপলোড দেয়া যাবেনা তবে আলাধা আলাধা পোস্ট এ একাধিক ছবি আপলোড দিতে পারবেন।
৪) অবশ্যই ফোনে তোলা ছবি হতে হবে। ক্যামেরার ছবি গ্রহণযোগ্য নয়।
৫) ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ ক্যাপশন, ছবির ডিভাইস এবং লোকেশন উল্লেখ করে দিতে হবে সাথে এই হ্যাশট্যাগ টি দিয়ে দিবেন ক্যাপশন এ। যেমন:-
Device:- Pixel 7 pro (এখানে আপনার ছবি যে ডিভাইসে তোলা তার নাম দিবেন
Location:- Chittagong (এখানে আপনার ছবি যে লোকেশন এ তোলা তার নাম দিবেন)

৬) অন্য কারো ছবি কখনোই গ্রহনযোগ্য নয়। নিজের তোলা ছবি আপলোড করবেন।
৭) অবশ্যই ছবিতে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকতে পারবেনা। কারন সেরা ছবি গুলা আমরা পেইজে ফিচার করবো আপনাদের ক্রেডিট দিয়ে।
৮) ম্যানুপুলেটেড ছবি গ্রহনযোগ্য তবে তা ক্যাপশনে উল্লেখ করে দিবেন। এবং
৯) অতিরিক্ত এডিট পরিহার করবেন যেন ছবির কোয়ালিটি না হারায়।

উপরোক্ত নিয়ম সমূহ মেনে সবাই কনটেস্ট এ অংশগ্রহণ করবেন।

⚠ কনটেস্ট এর বিজয়ী নির্বাচন এর নিয়ম:-

১) রুচিশীল, সৃষ্টিশীল এবং সৃজনশীল ছবি গ্রহনযোগ্যতা পাবে বেশি। তাই দেখিয়ে দিন আপনাদের ক্রিয়েটিভিটি। আমরা বিশ্বাস করি আপনারা তা করে দেখাবেন।
২) বিজয়ী নির্বাচন এর ক্ষেত্রে অবশ্যই তার ছবির এঙ্গেজমেন্ট অগ্রাধিকার পাবে। যেমন: যার ছবিতে রিয়েক্ট, শেয়ার এবং কমেন্ট বেশি থাকবে সে কিঞ্চিৎ এগিয়ে থাকবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের ফ্রেন্ডদের ইনবাইট, মেনশন এবং শেয়ার করতে বলতে পারেন এবং আপনারা ও তা করতে পারেন।
৩) ২৮ই রমজান পর্যন্ত ছবি আপলোড করে কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন। চাঁদ-রাত (ঈদের আগের রাত) এ আমরা আমাদের পেইজ এবং গ্রুপ থেকে বিজয়ী ঘোষণা করবো।

অংশগ্রহণকারী সকলকে গ্রুপে ইনবাইট এবং পেইজে ফ্রেন্ডদের ইনবাইট করার জন্য অনুরোধ করা যাচ্ছে যেনো আপনাদের পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন।

(বি:দ্র:- আপনাদের সুবিধার্থে গ্রুপ এবং পেইজ সমূহের লিংক কমেন্ট বক্সে দেয়া হলো)

আসন্ন ঈদকে সামনে রেখে চলমান রমজান মাসে,  ইসলামের বিভিন্ন সৌন্দর্য্যমন্ডিত নিদর্শন এবং মহান আল্লাহতায়ালার সৃষ্টিকে নানান ...
15/03/2024

আসন্ন ঈদকে সামনে রেখে চলমান রমজান মাসে, ইসলামের বিভিন্ন সৌন্দর্য্যমন্ডিত নিদর্শন এবং মহান আল্লাহতায়ালার সৃষ্টিকে নানান আঙ্গিকে প্রচার করার লক্ষে আমরা প্রথমবার এর মত খুবই শীঘ্রই মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট এর আয়োজন করতে যাচ্ছি।

📌 অভিজ্ঞ বিচারক এর দ্বারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্বাচিত হওয়া প্রতিযোগীদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে ঈদ উপহার।

বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন

𝙽𝚊𝚝𝚞𝚛𝚎 𝚍𝚘𝚎𝚜 𝚗𝚘𝚝 𝚕𝚒𝚔𝚎 𝚎𝚖𝚙𝚝𝚢 𝚜𝚙𝚊𝚌𝚎!লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তরহে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই ...
16/06/2023

𝙽𝚊𝚝𝚞𝚛𝚎 𝚍𝚘𝚎𝚜 𝚗𝚘𝚝 𝚕𝚒𝚔𝚎 𝚎𝚖𝚙𝚝𝚢 𝚜𝚙𝚊𝚌𝚎!

লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর
হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপোবন

নিশ্চই আল্লাহ এক এবং অদ্বিতীয়।
05/11/2022

নিশ্চই আল্লাহ এক এবং অদ্বিতীয়।

প্রকৃতি বেচেঁ থাকার তীব্র আকুতি।
17/10/2022

প্রকৃতি বেচেঁ থাকার তীব্র আকুতি।

ভাসমান শিমুল তুলো!
14/10/2022

ভাসমান শিমুল তুলো!

Address

Sitakund
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty of International Islamic University Chittagong. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share