Jony Dhar

Jony Dhar create
Im a digital marketer.i have online working.

17/02/2024

কিছু শব্দ নিঃশব্দে থেকে যায়।

মাঝে মাঝে কিছু সময়,অসময়ের মত হয়ে যায়,কারণে অকারণে অনেক কিছু হয়ে যায় নিজের অজান্তে। জানার মাঝে জানতে পারা,বুঝার মাঝে বুঝত...
03/12/2023

মাঝে মাঝে কিছু সময়,অসময়ের মত হয়ে যায়,কারণে অকারণে অনেক কিছু হয়ে যায় নিজের অজান্তে। জানার মাঝে জানতে পারা,বুঝার মাঝে বুঝতে পারাটা কঠিন মনে হয়,

30/06/2023

সময় আসে সময় চলে যায়।সময় আমাদের জন্য অপেক্ষা করে না,কিন্তু আমরা সময়ের জন্য সবসময়ই অপেক্ষা করি। সঠিক সময়ে সঠিক কাজটা না করলে,পরবর্তীতে সেই না করা কাজটা পথে কাটাঁ হয়ে দাঁড়ায়।
সেকেন্ড পার হওয়ার পর যেমন মিনিট আসে,মিনিট এর পর ঘন্টা আসে,ঠিক তেমনি না হওয়া কাজটার জন্য অপেক্ষায় থাকতে হয়।
ভালো হয়তো এখন হচ্ছে না, কিন্তু সৃষ্টিকর্তা লিখে রেখেছেন কার জন্য কোন কাজটা সঠিক এবং সেটি কখন করতে হবে।
ফলাফল হয়তো আজ শূন্য, সঠিক সময় আসলে সেই ফলাফলটা কিন্তু পরিপূর্ণ হবে,তার জন্য লাগবে ধর্য্য।
সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে।

09/12/2022

শিখার কোন শেষ নেই। আমরা প্রতি নিয়েতো কোন কোনো কিছু শিখতেছি।মা-বাবা থেকে শিখতেছি,শিক্ষা গুরু থেকে শিখতেছি, বন্ধুবান্ধবদের থেকে শিখতেছি,এখনো কোন কোনো কিছু শিখেই যাচ্ছি। শিক্ষার কোন বয়স নাই,হয়তো বৃদ্ধ বয়সে ও অনেক কিছু শিখার আছে।
আর এখন শিখতেছি ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং শিখতে এসে দেখি অনলাইনে ইনকাম করা কত সুযোগ আছে। এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা নেওয়ার পর নিজেকে অন্যরকম পরিচয় দিতে পেরে ভালো লাগছে।
এই ফ্রিল্যান্সিং টা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেইটা কোর্স করার পর বুঝতে পারছি। এই কোর্স টা মাধ্যমে বুঝতে পারছি যে আগে কতটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি।তাই আর সময় নষ্ট করতে চাচ্ছি না।সবাই একটু আর্শীবাদ করবেন।যাতে করে নিজেকে অনলাইন জগৎ এ একটা ভালো কিছু করতে পারি।
ধন্যবাদ জানাই বাঁধন দিদিকে। ধন্যবাদ ইমরানুল হক স্যার।
ধন্যবাদ
freelance society
biz family

17/11/2022

২ ভাগে স্কিল টেস্ট হচ্ছে
১ টা MCQ পদ্ধতি
২য়টা প্রজেক্ট এর ধারা
স্কিল টেস্ট এর মাধ্যমে বুঝতে পারলাম নিজের মধ্যে কি কি দক্ষতা আছে।স্কিল টেস্টটা দিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কাজ গুলো যতই করছি তত নতুন কিছু শিখতেছি।
ধন্যবাদ Success Biz Family।
ধন্যবাদ লিডারকে।

06/11/2022

Health
স্বাস্থ্য ঠিক তো মন ও ঠিক।স্বাস্থ্য ভালো না হলে মন ও ভালো থাকে না।
স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত কিছু নিয়ম মেনে চলতে হয়।সকালে ঘুম থেকে ওঠা শুরু রাতে ঘুম যাওয়া পর্যন্ত স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখতে হবে,স্বাস্থ্য ঠিক আছে কিনা।
হাঁটতে হবে,দৌড়াতে হবে,পানি পান করতে হবে,পুষ্টিকর খাবার খেতে হবে,ব্যায়াম করতে হবে,লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে।
স্বাস্থ্য ঠিক রাখতে হলে কিছু এড়িয়ে যেতে হবে,তা হলো ফাস্ট ফুড,বাহিরের তেলের খাবার, হোটেলের খাবার।
স্বাস্থ্য ঠিক রাখতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চিন্তা,চিন্তা যত দূরে রাখবেন স্বাস্থ্য তত ঠিক থাকবে।

05/11/2022

জীবন বড়ই অদ্ভুত
জন্মের সময় নিজে কেঁদে অন্যকে হাসিয়েছে,আর মৃত্যুর সময় সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেছে।
আমরা কেবল এই পৃথিবীতে অতিথি হয়ে জন্ম নিলাম।সময় বেঁধে দিয়েছে সৃষ্টিকর্তা।সময় শেষ তো ডাক তো পড়বে,চলে যেতে হবে কাউকে না জানিয়ে।
ভালো মানুষরা সুখে থাকে কম,দুঃখে থাকে বেশি,বেশিদিন ও বাঁচে না।আর খারাপ মানুষরা যেইটা করুক না কেন তারা বেশিদিন বাঁচে।
কথায় আছে জন্মেলি মৃত্যু তো হইবে।

03/11/2022

রিক্সা
রিক্সার শহরে,গ্রামে বেশিরভাগ দেখা যায়।২ প্রকারের রিক্সা দেখা যায় রাস্তায়।
১টি প্যাডেল রিক্সা
২য় টি মোটর রিক্সা
রিক্সা চালকরা কষ্ট করে যাত্রীদের তাদের গন্তব্য স্থানে পৌঁছায় দে।রোদ,বৃষ্টি তারা কিছুই মানে না।কিছু কিছু রিক্সা চালক দেখা যায় বৃষ্টির মধ্যে মাথায় পলিথিন দিয়ে রাখে যাতে মাথা না ভিজে এবং সেই বৃষ্টির মধ্যে ভিজে তারা তাদের যাত্রীদের গন্তব্য স্থানে পৌঁছায় দে।তাদের উপার্জনের ভরসা হলো রিক্সা।সকালে রিক্সা নিয়ে বের হয়,আর রাতে ফিরে। রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে তারা রিক্সা চালায়।
কিছু যাত্রী রিক্সা ভাড়া নিয়ে তর্কাতর্কি করে ভাড়া কম দেওয়ার জন্য। আর কিছু যাত্রী রিক্সা চালকের কষ্ট দেখে নির্ধারিত ভাড়া থেকে কিছু ভাড়া বাড়িয়ে দে।

10/10/2022

স্বার্থপর
জীবনে উন্নতি করতে হলে স্বার্থপর হতে হবে।কারণ স্বার্থপর ছাড়া কিছু হয় না।
স্বার্থপর হতে হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য।
যতই স্বার্থপরতা দেখাতে পারবেন,ততই জীবনে উন্নতি করতে পারবেন।

13/09/2022
10/09/2022
10/09/2022

পাগলের জীবন হচ্ছেই খুব ভালো জীবন।
না আছে কোন সুচিন্তা, না আছে কোন কুচিন্তা,তার জীবন চলছে তার মতই করেই।না আছে খাওয়ার চিন্তা, না আছে কোন কিছুর পাওয়ার চিন্তা,না আছে কোন কিছু হারিয়ে ফেলার চিন্তা।
সে তার জীবন নিয়ে সুখী। সুস্থ মস্তিষ্কের মানুষের জীবনের চেয়ে পাগলের জীবন অনেক ভালো।অনেক পাগলের পাগলামি দেখে সুস্থ মানুষ ও হাসে,অসুস্থ মানুষ ও হাসে।
পাগল নিজে হাসে,অন্যকে ও হাসায়।
পাগল তার পাগলামির জন্য সেরা।
কোন কিছুর পিছনে ছুটতে হয় না।যেইখানে যায় তার মতন করেই থাকে।

08/09/2022

কাজ
মানুষ বেঁচে থাকে তার কাজের মাধ্যমে।
মানুষ বিভিন্ন রকম কাজ করে,আর সেই কাজ গুলো করার জন্য মানুষ পরিশ্রম করে।
সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে না ঘুমানো পর্যন্ত মানুষ কাজ করে।কাজ ছাড়া মানুষের জীবন অচল।পুরুষ মহিলা উভয়ই কাজ করে।
পুরুষ মহিলার পাশাপাশি শিশুরা ও কাজ করে। কাজ ছাড়া যেন জীবন চলে না।
কাজেই মানুষের পরিচয়।

04/09/2022
22/08/2022

অভিনয়
আমরা বাস্তব জীবনে প্রতি নিয়েতো নিজের সাথে, কারো না কারো সাথে অভিনয় করেই যাচ্ছি। আর এই অভিনয় জগতে শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী হলো মা - বাবা। মা- বাবা বাস্তব জীবনে এমন অভিনয় করেন, কারো বুঝার সাধ্য নাই। তারা তাদের কষ্ট বুঝতে দে না কাউকে । পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা - বাবা।
মা - বাবা শব্দ টা শব্দটা ছোট হলেও, এই শব্দের সাথে জরিয়ে থাকা মানুষ গুলো জীবন বড়ই অদ্ভুত। এই মানুষ গুলো জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায়,ঘটনা গুলো সুখের চাইতে কষ্টের বেশি। সুখের হলে প্রকাশ করবে, আর দুঃখের হলে তো প্রকাশ করার কথা দূরে থাক বুঝতেই দিবে না কাউকে।
মা-বাবা সম্পর্কে লিখতে গেলে লিখা কখনো শেষ হবে না।

যে হারায় সে বুঝে কি হারিয়ে সে😥হাজারো বার ডাকলেও ফিরে আসবে না😥ভালোবাসি অনেক, মুখে বলা হয়নি কখনো, আর এখন বললেও শোনার জন্য ও নেই 😥😥

21/08/2022

কারো সুসময় আবার কারো দুঃসময়।
সময় যেমন কারো জন্য থেমে থাকে না,ঠিক তেমনি মানুষের জীবন ও থেমে না।কারো জীবন আনন্দে যায়,আবার কারো যায় কষ্টের।আর কষ্ট ছাড়া আনন্দ পাওয়াটা খুব কঠিন।আজকে হয়তো তুমি অনেক কষ্টে আছো,তাই বলে যে সারাজীবন কষ্টে থাকবে এমন তো না।শুধু সময়ের অপেক্ষার পালা।
নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো,চেষ্টা করল তুমি যে কোন কাজ করতে পারবে,সেই টা কঠিন কাজ হোক কিংবা সহজ হোক,নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।
নিজের প্রতি বিশ্বাস রেখে কাজে নেমে পড়ো এবং সেই কাজে তুমি সফল হবেই।

15/08/2022

দক্ষতা
কর্মজীবনে আপনার দক্ষতায় আপনাকে অনেক সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।
মানুষের মধ্যে জানা অজানা অনেক দক্ষতা রয়েছে। কারো কম্পিউটারে দক্ষতা,ভালো লিখার দক্ষতা,যে কোন প্রতিষ্ঠান ভালো ভাবে পরিচালনা করে উচ্চ পর্যায়ে নেওয়ার দক্ষতা। কেউ কেউ নিজের দক্ষতা অনুযায়ী কাজ পায় এবং সেই দক্ষতা কে কাজে লাগিয়ে নিজেকে অন্যর কাছে তুলে ধরা। জীবনে দক্ষতা ছাড়া কর্মজীবন শুরু করা অনেক কঠিন।দক্ষতা ছাড়া চাকরি পাওয়া অসম্ভব। চাকরির জন্য দক্ষতার প্রয়োজন হয়,না চাকরির আশা ছেড়েই দিতে হয়।তাই আপনি যেই কাজ করুন না কেন নিজের দক্ষতার সাথে করুন। আর সেই দক্ষতার ফলাফল আপনার সামনেই।

13/08/2022

বেকারত্ব
বেকারত্ব একটি অভিশাপ। দেশে শিক্ষিত বেকারের অভাব নেই, বেকারত্ব নিজের জীবনকে ধংসের মুখে নিয়ে। বেকারত্ব একটি ছেলের জীবন নষ্ট করতে সাহায্য করে।বেকার থাকা যে কত কষ্টের সে বুঝে,যে বেকার থাকে। বেকারের কারণে অনেক ছেলে নেশার ধংস লিলায় মেতে ওঠে,মাদকাসক্ত হয়ে পড়ে।বেকারের কারণে অনেক ছেলে খারাপ পথ বেঁচে নে।বেকারত্ব কারণে অনেক পরিবারে নেমে আসে অন্ধকার।

Address

Hathazari
4330

Alerts

Be the first to know and let us send you an email when Jony Dhar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jony Dhar:

Videos

Share