Amdadul Haque

Amdadul Haque This is JISHAN I am a Professional Digital Marketer expert. I have been working successfully for 2 y

05/08/2022

ফ্রিল্যান্সিং জগ‌তে নতুন হি‌সে‌বে প্রবেশ কর‌তে চা‌চ্ছেন কিন্তু বুঝ‌তে পার‌ছেন না কিভা‌বে শুরু কর‌বেন? তাই আজ আমরা নতুনদের জন্য ফ্রিল্যান্সিং শুরু করার কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি। তাহ‌লে এক নজ‌রে দে‌খে নিন নতুনরা কিভা‌বে ফ্রিল্যান্সিং শুরু কর‌তে পা‌রেন৷

বাংলাদেশী ফ্রিল্যান্সারদের সংখ্যা দিন‌ দিন বে‌ড়ে চ‌লে‌ছে৷ সেই সা‌থে প্রতিটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নতুনরা নি‌জে‌দের জায়গা তৈরি করে নি‌চ্ছে তাদে দক্ষতা অনুযায়ী৷ ত‌বে নতুন হি‌সে‌বে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রয়োজন স‌ঠিক গাইডলাইন৷

প্রাথ‌মিকভা‌বে ফ্রিল্যান্সিং কি বা কে‌নো সে‌সব বিষ‌য়ে নতুনরা জান‌লেও কিভা‌বে আস‌লে যাত্রা শুরু কর‌বে সে বিষ‌য়ে তারা অস্পষ্ট৷ নতুন‌দের মা‌ঝে ফ্রিল্যান্সিং নি‌য়ে বি‌ভিন্ন জিজ্ঞাসার ম‌ধ্যে অন্যতম হ‌লো- ‘কিভাবে ফ্রিল্যান্সিং শুরু কর‌তে পা‌রি?’ মূলত এই বিষ‌য়ে সুস্পষ্ট ধারণার অভা‌বে অ‌নে‌কের দক্ষতাই সফলতার মুখ দে‌খতে পায়না৷

এই ‌‌আর্টিকে‌লে নতুন‌দের সুবিধার্তে ফ্রিল্যান্সিং এর শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি একটা দিক নি‌র্দেশনা দেওয়ার চেষ্ঠা করেছি৷

ফ্রিল্যান্সিং শুরুর প্রাথ‌মিক দক্ষতা
প্রত্যেক ফ্রিল্যান্সা‌রের জন্য কিছু বে‌সিক জিনি‌সে পারদর্শী হওয়া আবশ্যক৷ নি‌জের পছ‌ন্দের সেক্ট‌রে দক্ষতার পাশাপা‌শি যেসব বিষ‌য়ে পারদর্শীতা না থাক‌লেই নয় –

১. ‌বেসিক কম্পিউটার জ্ঞান
এই প্রযু‌ক্তি‌নির্ভর বি‌শ্বে ক‌ম্পিউটার এক‌টি অ‌বি‌চ্ছেদ্য অংশ৷ আর ফ্রিল্যান্সার‌দের জন্য ক‌ম্পিউটার যেন সফল হওয়ার গেটও‌য়ে৷ কারণ অনলাই‌নে ক্লা‌য়েন্টরা যেসব কাজ দি‌য়ে থা‌কেন তা সম্পন্ন করার জন্য ক‌ম্পিউটারই একমাত্র স‌র্বোচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ডিভাইস৷ মোবাই‌লে সব সেক্ট‌রের কাজ যথাযথভাবে সম্পন্ন করা কখনই সম্ভব নয়৷ আর ক‌ম্পিউটা‌রের বে‌সিক কাজ যেমন ওয়ার্ড, এ‌ক্সেল, টাই‌পিং, গুগল ড্রাইভ ইত্যাদি কাজ জানা খুবই গুরুত্বপূর্ণ৷

২. ইন্টার‌নেট ব্যবহার
‌যে‌হেতু ফ্রিল্যান্সিং এর কাজগু‌লো অনলাই‌নে করা হ‌য়ে থা‌কে সে‌হেতু ইন্টার‌নেট ব্রাউ‌জিং জানার কো‌নো বিকল্প নেই৷ সার্চ ই‌ঞ্জিন, যেকোন কিছু রির্সাস করে সমাধান বের করার দক্ষতা এবং বি‌ভিন্ন সফটওয়্যারের কাজ জানা থাকলে কাজ করার সময় কো‌নো বাঁধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থা‌কেনা৷

৩. ইং‌রে‌জি দক্ষতা
‌ইং‌রে‌জি ভাষা সব কর্মক্ষে‌ত্রেই এক‌টি অত্যাবশ‌কীয় দক্ষতা৷ ফ্রিল্যান্সিং এর বেলায়ও ‌সে‌টি ব্যতিক্রম নয়৷ ইং‌রে‌জির দক্ষতা কাজ পে‌তে, ক্লা‌য়েন্ট এর সা‌থে যোগা‌যোগ কর‌তে ও মা‌র্কেট‌প্লে‌সে নি‌জের অবস্থান তৈ‌রি কর‌তে অন্যতম হা‌তিয়ার হি‌সে‌বে কাজ ক‌রে৷ ফ্রিল্যান্সিং এ বে‌শিরভাগ ক্লা‌য়েন্টই বি‌দেশী, তাই ক্লা‌য়েন্ট‌দের সা‌থে কাজ করার জন্য ইং‌রে‌জি লিখা ও বলায় পারদর্শীতা সর্বপ্রথম আবশ্যক৷ তারা স্কাইপ, মে‌সেন্জার, লিংকইন এর মত প্ল্যাটফ‌র্মে আপনার ইন্টার‌ভিউ ইং‌রে‌জি‌তে নি‌য়ে থা‌কে৷ সে‌ক্ষেত্রে কমিউ‌নি‌কেট কর‌তে না পার‌লে ফ্রিল্যান্সিং জগ‌তের প্রতি‌যোগীতায় আপ‌নি একদম পেছ‌নে প‌ড়ে যা‌বেন

31/07/2022

🫠🫠🫠

Address

EAST MEKHAL
Hathazari
4330

Telephone

+8800971606697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amdadul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amdadul Haque:

Share