24/02/2022
বন্ধ হয়ে গেছে তাদের দু'ঠোঁটের মাঝ পথ।
গতকাল থেকে সোশাল মিডিয়ায় আমিরুল হিন্দ,আকাবীরের উত্তরসূরী,কওমি অঙনের সূর্য ও গৌরবময় কৃতি সন্তান,লাখো ছাত্রদের উস্তাদে মুহতারাম হজরত আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী দা.বা. এর অমূল্য দু'টি বাণী কিংবা দুটি উত্তর ফেসবুকের পাতায় বাসছে। প্রতিটি মুমিনের দুঠোঁটের মাজে আটকিয়ে আছে তার অমূল্য দুটি প্রশ্নোত্তর।
তাকে চতুর্দিকে ঘিরে সংবাদিক ভাইয়েরা ভারতের চলমান ইস্যু নিয়ে গতকাল মেয়েদের পর্দা সংক্রান্ত একটি প্রশ্ন আরশাদ মাদানি এর দিকে ছুঁড়ে মারলো।
সংবাদিক ভাইদের ছুঁড়ে মারা সেই প্রশ্নের উত্তরটি তিনি হাঁটা অবস্থায় একেবারেই সহজতার সাথে এমন ভাবে উত্তর দিয়েছেন যা পুরো মুসলিম সমাজ কে চমকিয়ে দিয়েছে। তিনি বলেন,
"যার মধ্যে লজ্জা-শরম যতটুকু, তার জন্য পর্দা ততটুকুই প্রয়োজন। আর যে যতটুকু নির্লজ্জ, তার জন্য পর্দা ততটুকু নিষ্প্রয়োজন"
দ্বিতীয় প্রশ্ন ও তার সর্ণখচিত উত্তর,
একদিন ইন্ডিয়ার জনপ্রিয় অনুষ্ঠান "আপ কি আদালতে" গেস্ট হয়ে ছিলেন হজরত আরশাদ মাদানী৷ সেদিন হযরতকে "মু ল্ ক ও মাযহাব" অর্থাৎ দেশ এবং ধর্ম বিষয়ে সংবাদিক ভাইদের নানা রকমের দুস্কর এবং জটিল প্রশ্নগুলোর সম্মখীন হয় হজরত আরশাদ মাদানী।
এ অনুষ্ঠানে সংবাদিক ভাইয়েরা হজরত কে প্রশ্ন করেছিলো।
জনাব! আপ কে পাছ ইছ দেশ কি যিয়াদা আহমিয়্যাত হ্যায়, নাকে ইসলাম কি যিয়াদাহ আহমিয়্যাত হ্যায়? অর্থাৎ আপনার নিকট দেশের গুরুত্ব বেশি নাকি ধর্মের গুরুত্ব বেশি?
প্রশ্নের প্রতিউত্তরে হজরত রিপ্লাই স্বীয় প্রশ্ন করেন উপস্থাপককে যে, জনাব আপনার চোখ ক'টি?
উপস্থাপক বললেন, হজরত দু'টি চোখ আমার৷ সাথে সাথে হযরত বললেন, তাহলে দয়া করে আমাকে একটু বলেন আপনার কাছে কোন চোখ বেশি গুরুত্বপূর্ণ! ডান চোখ, না বাম চোখ? সাংবাদিক ভাইয়েরা অবাক হয়ে বললেন, এ কেয়সা সুওয়াল হ্যায়? মেরি দুনো আঁক মেরে লিয়ে বরাবর আহমিয়্যাত রাখতি হ্যায়৷
অর্থাৎ আমার দুচোখ আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এক বরাবর।
তখন মুহতারাম হজরত বললেন, এমনিভাবে আমার দেশ ও ধর্ম আমার দুই চোখের ন্যায়। দুনোটাই আমার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।
দুটি প্রশ্নের বিচক্ষণতা এবং হেকমতপূর্ণ উত্তর শোনে হতবিহ্বল হয়ে গেছে সংবাদিক ভাইয়েরা। কেমন জানি তারা বোকা হয়ে গেছে। তাদের জবানে তালা পড়ে গেছে। ব্লক হয়ে গেছে তাদের দুঠোঁটের মাঝ পথ। দুটি উত্তরে তাদের হাজারো প্রশ্নের উত্তর হয়ে গেছে