19/11/2024
বঙ্গবন্ধুকে 'জাতির জনক' মনে করে না অন্তবর্তী সরকার উপদেষ্টা নাহিদ ইসলাম
বণিকবার্তা, ১৬ অক্টোবর ২০২৪ • নাহিদ সাহেব তো আগে রাজনীতি
করেননি, তাই তিনি রাজনীতির ভাষা ব্যবহার করেননি। তিনি তার সরকারের দিকে ইঙ্গিত করে এটা বলেছেন। তিনি চাইলে এভাবেও বলতে পারতেন, জনগণ শেখ মুজিবকে জাতির জনক মনে করে না। শেখ মুজিবুর রহমানকে তার দলের লোকেরা ছাড়া কে জাতির জনক মনে করে? বাঙালি জাতির জনক তিনি কীভাবে হলেন? তিনি কি বাঙালি সৃষ্টি করেছেন? তার আগে তার গুরু নেতারা কি অতিবাহিত হননি? যারা সেই দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা ছিলেন, তারও আগে বঙ্গভঙ্গের সময়ের কথা, তখন কি বাঙালিরা নেতৃত্ব দেয়নি? বাঙালি জাতি তো ১৯৭১-এ তৈরি হয়নি। বাঙালি জাতির ১৯৭১-এ শেখ
ইতিহাস আরো অনেক পুরোনো। মুজিব নির্বাচনে জিতেছিলেন। তার দল জিতেছিল। কিন্তু তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। পাকিস্তানীরা তার প্রতি অন্যায় করেছে। সেজন্য এদেশের লোক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু যুদ্ধের সময় তারা কী করেছিল?
মুক্তিযোদ্ধাদের বা সে সময় যারা লেখালেখি। করেছেন তাদের লেখাগুলোতেও আমরা পড়তে পারি যে, আওয়ামী লীগের বাড় বড় নেতাদের প্রায় সবাই তখন ইন্ডিয়া চলে গিয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই শেখ মুজিবুর রহমানকে ২৫ মার্চেই করাচি নিয়ে যাওয়া হয়েছিল। তিনি যখন ১৯৭২- এর ১০ জানুয়ারি ফিরে এসেছেন, বাঙালি জাতি তাকে যথেষ্ট সম্মানও দিয়েছে। কিন্তু আসার পর...?! আসার পর তিনি ক্ষমতায় বসে কী করলেন? ১৯৭৪-এর আগেই তিনি রক্ষিবাহিনীসহ নানা বাহিনীর নাম দিয়ে বিরোধী মতকে জঘন্যভাবে দমন করেছেন, অনেকগুলো দল নিষিদ্ধ করেছেন, এরপর বাকি যে
দলগুলো ছিল তাদেরও দমন করেছেন। ১৯৭৪ সনে তিনি কী করলেন? বাকশাল তথা একদলীয় শাসন কায়েম করলেন। এমন এক ব্যক্তি, যার ইতিহাস এমন- তিনি কীভাবে 'জাতির জনক' হয়ে যান? এত ভুল ও অন্যায় যদি জনক বা পিতা করে, তাহলে তার সন্তানদের অবস্থা কী হবে? তার সন্তানদের অবস্থা তো দেখা হয়েই গেছে। একেবারে তার ঔরসজাত সন্তানই দেখিয়ে গেছেন।
এজন্য উপদেষ্টা তো বলেছেন, অন্তবর্তী সরকার এটা মনে করে না; বরং বাংলাদেশের জনগণই সেটা মনে করে না