I'ts Anwar

I'ts Anwar নিজে হাসুন,অন্যকে হাসার জন্য উৎসাহিত করুন। তাই সবার মুখে হাসি ফোটান, মনে খুলে হাসুন।
(17)

💙💜
16/10/2024

💙💜

পৃথিবীর একমাত্র হেলিকাপ্টার যেটা জমিনেও চলেনা আকাশেও উড়েনা 🙂
14/10/2024

পৃথিবীর একমাত্র হেলিকাপ্টার
যেটা জমিনেও চলেনা আকাশেও উড়েনা 🙂

Please 🙏
09/10/2024

Please 🙏

তিন বান্ধবী যখন একসাথে সেলফি নেয় 😁
09/10/2024

তিন বান্ধবী যখন একসাথে সেলফি নেয় 😁

🟣
08/10/2024

🟣

স্বাধীন দোকানদার 🙂
27/09/2024

স্বাধীন দোকানদার 🙂

25/09/2024

আগমীকাল হাজারো কোটিপতির ভীড়ে ফকির থাকছেন, কে কে
আমার মতো..🐸

সংবাদ বিজ্ঞপ্তিলেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ০৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী২৫ সেপ্টেম্বর ২০২৪ ...
25/09/2024

সংবাদ বিজ্ঞপ্তি

লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ০৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী

২৫ সেপ্টেম্বর ২০২৪ (বুধবার): গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় কক্সবাজার জেলার চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ হন। উক্ত এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ঘটনার সাথে সংশ্লিষ্ট ০৬ জনকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীদের নিকট হতে ২টি দেশিয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃতদের মধ্যে ০৪ জন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সাথে জড়িত ছিল এবং অবশিষ্ট ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছে। আটককৃতরা হলো- মোঃ বাবুল প্রকাশ (৪৪), মোঃ হেলাল উদ্দিন (৩৪), মোঃ আনোয়ার হাকিম (২৮), মোঃ আরিফ উল্লাহ (২৫), মোঃ জিয়াবুল করিম (৪৫) এবং মোঃ হোসেন (৩৯)। আটককৃতদের মধ্যে মোঃ বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগান দাতা। এছাড়াও সে লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করে বলে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করে। অন্যান্য আটককৃতদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মোঃ হেলাল উদ্দিন, গাড়ি চালক মোঃ আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মোঃ আরিফ উল্লাহ এবং তথ্য দাতা মোঃ জিয়াবুল করিম ও মোঃ হোসেন উক্ত ঘটনার সাথে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আটককৃত ০৬ জনকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং সেনাসদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের এর কার্যক্রম চলমান রয়েছে।
সোর্সঃ Bangladesh Army

হয়তো একটু দেরিতে হবে। কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাইই হবে। মনে রেখো তোমার সময়টা খারাপ। তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা ক...
24/09/2024

হয়তো একটু দেরিতে হবে। কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাইই হবে। মনে রেখো তোমার সময়টা খারাপ। তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সবকিছু ফিরিয়ে দেবে।

Believe in yourself, don't lose hope. মনে রেখো তুমিই সেরা, তুমিই সুন্দর।❤️🌸

রাতের অন্ধকারে লুকিয়ে থাকা সৌন্দর্য🪷©Collect ゚
24/09/2024

রাতের অন্ধকারে লুকিয়ে থাকা সৌন্দর্য🪷

©Collect

24/09/2024

গল্প তো সবারই থাকে।
কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস।

একটা হাত রেখে এক হাত নিয়ে বাড়ি ফিরলেন জুলাই বিপ্লবের যোদ্ধা আতিকুল। ফেরার সময় বললেন, ‘এক হাত কেটে ফেলতে হয়েছে তো কী হয়েছ...
24/09/2024

একটা হাত রেখে এক হাত নিয়ে বাড়ি ফিরলেন জুলাই বিপ্লবের যোদ্ধা আতিকুল। ফেরার সময় বললেন, ‘এক হাত কেটে ফেলতে হয়েছে তো কী হয়েছে, আরেকটা হাত আছে। জীবনটাও আছে। অনেকে তো জীবনটাই হারিয়ে ফেলছেন। আর দেশের প্রয়োজনের সময় কিছু একটা করতে পারলাম, এইটাই তো অনেক।’

এই ছেলেটার শত ভাগের অর্ধভাগ দেশপ্রেমও নেই যারা ফেসবুকে নিজেদের মধ্যে কুতর্ক সৃষ্টি করছেন। একটা বিপ্লবের দেড় মাস না যেতেই ‘আমি’ হিসেবে হাজির হয়েছেন। বলি ‘আমি’ থেকে ‘আমরা’ হয়েছিলেন বলেই ফেসবুকে বড় বড় বাতেলা ঝাড়তে পারছেন। এমনকি সতেরো বছর যারা ‘জ্বি হুজুর’ ছিলেন তারাও বড় গপ্পো করছেন।

‘আমি’ মানেই বিভেদ, ‘আমরা’ মানেই ঐক্য। মনে রাখতে হবে ‘আমরা’ই বাংলাদেশ নতুন ভাবে নির্মাণ করতে পারি, ‘আমি’র দ্বারা যা সম্ভব নয়। সুতরাং বিভক্ত না হয়ে বিভেদকারীদের চিহ্নিত করুন।

কেউ দেশ বিক্রি করে টাকা বিদেশে পাঠায় | কেউ দেশ রক্ষা করতে জীবন দেয় ! আজব একটা দেশ বাংলাদেশ 😭
24/09/2024

কেউ দেশ বিক্রি করে টাকা বিদেশে পাঠায় |
কেউ দেশ রক্ষা করতে জীবন দেয় !
আজব একটা দেশ বাংলাদেশ 😭

24/09/2024
বাবা যখন নিজ সন্তানকে স্যালুট দেয়, সেই সন্তানের জীবনে আর পাওয়ার কিছু থাকে না।Salute the real hero 🫡
24/09/2024

বাবা যখন নিজ সন্তানকে স্যালুট দেয়, সেই সন্তানের জীবনে আর পাওয়ার কিছু থাকে না।
Salute the real hero 🫡

Address

Gowainghat

Alerts

Be the first to know and let us send you an email when I'ts Anwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I'ts Anwar:

Videos

Share