Ettihad Zone

Ettihad Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ettihad Zone, Digital creator, banglabazar, Gandaria.
(1)

24/11/2024

খ্রিষ্টান মিশনারি নিয়ে পরিকল্পনাধীন কাজের একটি অংশ হচ্ছে—নিশাচর সিরিজ। এ সিরিজের প্রথম বই ছিল নির্ভীক নিশাচর। বইটিতে বাংলাদেশের পার্বত্যাঞ্চলে মিশনারি তৎপরতার কিছু চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। সিরিজের দ্বিতীয় বই দুরন্ত নিশাচরে গল্পের ফাঁকে আমরা দেখিয়েছি, ভারতবর্ষে কীভাবে মিশনারি তৎপরতা শুরু হয়েছে। সেই সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত খ্রিষ্টান মিশনারি বনাম মুসলিম সোসাইটির নিরব সংঘাতের গল্পও দৃশ্যমান হয়েছে বইয়ের পাতায়। বইয়ে অতীত-ইতিহাসের সাথে আমরা ভবিষ্যতের কিছু পরিকল্পনাকে বর্তমানের আয়নায় দেখাবার চেষ্টা করেছি।

মূলত বইটিকে উপন্যাস বানিয়ে তোলার চেয়ে উদ্দিষ্ট বিষয়ে পাঠকের মাঝে কিছু বার্তা তুলে ধরার প্রয়াস ছিল বেশি। এ সিরিজ আরও দীর্ঘ করার ইচ্ছে, ইনশাআল্লাহ।

19/10/2024

মুফতি আজম আবদুস সালাম চাটগামী রাহিমাহুল্লাহর অনবদ্য রচনা 'ইসলামি অর্থব্যবস্থার মূলনীতি' বইটি নিয়ে চমৎকার রিভিউ দিলেন ভাই মুহা. ইয়াসিন আরাফাত।

Ettihad Publication

07/10/2024

প্রিয় চট্টগ্রামবাসী!
আমরা আসছি আপনার দোরগোড়ায়।

জেলার ২০টি প্রতিষ্ঠানে খুব শীঘ্রই শুরু হবে ইত্তিহাদের ভ্রাম্যমাণ বইমেলা। মেলায় থাকবে নানান আয়োজন; পছন্দের বই দেখেশুনে ডেলিভারি চার্জ ও বিরক্তিকর অপেক্ষার ঝামেলা ছাড়াই ক্রয়ের সুযোগ।

আপনারা প্রস্তুত আছেন তো?

03/10/2024

আজ চট্টগ্রাম ইসলামি বইমেলায় 'কওমি মাদরাসা' বইটির মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। দাওয়াত রইল সকলের। লেখকের অটোগ্রাফসহ বই নেওয়ার সুবর্ণ সুযোগ মিস করবেন না আশা করি। তাঁর রচিত 'ফিদাকা ইয়া রাসুলাল্লাহ' বইটি ইতিমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে।

Ettihad Publication

25/09/2024

গল্পটি ভারতের...

20/08/2024

Ettihad Publication প্রকাশিত এবং বর্তমান সময়ের জনপ্রিয় ঐতিহাসিক মাওলানা ইসমাইল রেহান হাফিজাহুল্লাহর 'সিরাতুন্নবী' কেন পড়বেন?

08/07/2024

ইত্তিহাদ পাবলিকেশন থেকে প্রকাশিত বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ বয়ানসংকলন 'নিদায়ে মিম্বার' নিয়ে কথা বলছেন, আলেম, উসতাদ ও সুলেখক মাওলানা সালিম আবদুল্লাহ।

01/07/2024

মুসলিম উম্মাহর ইতিহাস। এখন পর্যন্ত বাংলাভাষায় সবচেয়ে সাড়াজাগানো একটি ইতিহাস সিরিজ। ইত্তিহাদ পাবলিকেশন থেকে এর অনুমোদিত অনুবাদ হাজারো পাঠকের মন জয় করেছে। প্রতিদিনই পাঠক তার স্বপ্নের এই সিরিজ সংগ্রহ করছেন। এরপর গভীর মনোযোগে ডুব দিচ্ছে হজরত আদম আ. থেকে শুরু করে বর্তমান সময়ের ধারাবাহিক ইতিহাস জানার খোঁজে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে পাঠকসমাজ সিরিজটি বিভিন্নভাবে আমাদের পর্যন্ত তাদের মন্তব্য ও ভালো লাগার বার্তা পৌঁছিয়েছে। সেই ধারাবাহিকতায় ইতিহাসপ্রেমী তারিকুল ইসলাম ভাই হাজির হয়েছেন মুসলিম উম্মাহর ইতিহাসের ভিডিও রিভিউ নিয়ে।

পাঠকের প্রতিটি অভিমত আমাদের নিকট গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারাও চমৎকার ও ঐতিহাসিক এই সিরিজটি নিয়ে আলোচনা শুরু করুন।

মুসলিম উম্মাহর ইতিহাস ১-১৭ খণ্ড

দাওয়া সংস্করণ : ৪০০০ টাকা
উন্নত সংস্করণ : ৫৪০০ টাকা
Ettihad Publication

18/05/2024

আপকামিং ইনশাআল্লাহ...

আজ থেকে শুরু হচ্ছে ঈদ সালামি আয়োজন।৫০০ টাকা প্লাস বই অর্ডার করলেই পাবেন ১০০ টাকা ঈদ সালামি। ১০০০ টাকা প্লাস অর্ডার করলেই...
01/04/2024

আজ থেকে শুরু হচ্ছে ঈদ সালামি আয়োজন।

৫০০ টাকা প্লাস বই অর্ডার করলেই পাবেন ১০০ টাকা ঈদ সালামি। ১০০০ টাকা প্লাস অর্ডার করলেই পাবেন ২০০ টাকা ঈদ সালামি। এ ছাড়া ৫০০ টাকার নিচে যেকোনো অর্ডারে থাকছে আকর্ষণীয় গিফট।

আয়োজনটি চলবে আগামী ৩রা এপ্রিল পর্যন্ত।

15/02/2024

Wafilife.com এ গুরুত্বপূর্ণ বইটির প্রি-অর্ডার চলছে।
৫৫% ছাড়। দুটি প্রিমিয়াম বুকমার্ক। একটি নোটপ্যাড।

* অর্ডার লিংক কমেন্টে দেওয়া আছে।

14/02/2024

মুফতি আজম আবদুস সালাম চাটগামী রহ.-এর আত্মজৈবনিক রচনা আমাদের জন্য হিরকতূল্য। পাঠকপ্রিয় এই আত্মজীবনী নিয়ে অনুভূতি ব্যক্ত করেছেন, লেখক ও গবেষক, যুবায়ের বিন আখতারুজ্জামান।

28/01/2024

ভ্রান্ত মতবাদ ও তার নিরসনে অনন্য এক সিরিজের নাম 'তাজাল্লিয়াতে সফদার'। সিরিজটি বাংলাভাষায় অনূদিত হওয়া বাঙালি পাঠকদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। খুব শীঘ্রই শুরু হওয়া ইত্তিহাদের বাৎসরিক অফারে সিরিজটি পাওয়া যাবে ৬০% মূল্যছাড়ে।

তাজাল্লিয়াত নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন— উসতাদ আবদুল্লাহ আল মাসউদ হাফিজাহুল্লাহ।

Address

Banglabazar
Gandaria
1100

Alerts

Be the first to know and let us send you an email when Ettihad Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Gandaria

Show All