মাকতাবাতুল ক্বলব-مكتبة القلب

মাকতাবাতুল ক্বলব-مكتبة القلب সুস্থ সাহিত্যের বিকাশ
(5)

হিজাব তাকওয়া অর্জনের একটি উত্তম পন্থা। প্রকৃত অর্থে তাকওয়াবান বা মুত্তাকি হলো ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ...
12/09/2024

হিজাব তাকওয়া অর্জনের একটি উত্তম পন্থা। প্রকৃত অর্থে তাকওয়াবান বা মুত্তাকি হলো ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশসমূহ মেনে চলে।

বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকাশনায়: মাকতাবাতুল ক্বলব

11/09/2024

Reach Down 👎

হিজাব ইজ মাই চয়েজ' স্লোগান দিয়ে অর্ধ-উলঙ্গ হিজাবিদের আজ দেখা যায় যত্রতত্র। নিচের দিকে ওয়েস্টার্ন ড্রেস আর মাথায় পাতলা ফ...
10/09/2024

হিজাব ইজ মাই চয়েজ' স্লোগান দিয়ে অর্ধ-উলঙ্গ হিজাবিদের আজ দেখা যায় যত্রতত্র। নিচের দিকে ওয়েস্টার্ন ড্রেস আর মাথায় পাতলা ফ্যাশনেবল নজরকাড়া একটি হিজাব পরিধান করে নারী যদি নিজেকে মুক্ত স্বাধীন মনে করে নিজের চয়েজ-মতো বাইরে চলাফেরা করে তবে তো তার জন্য ধ্বংস অনিবার্য।

বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকাশনায়: মাকতাবাতুল ক্বলব

মাসজিদে বা যে-কোনো জায়গায় যেখানে নন-মাহরামদের উপস্থিতি থাকবে সেখানেই নারীরা সুগন্ধি লাগিয়ে যাওয়া হারাম। যারা এমনটা করেন ...
09/09/2024

মাসজিদে বা যে-কোনো জায়গায় যেখানে নন-মাহরামদের উপস্থিতি থাকবে সেখানেই নারীরা সুগন্ধি লাগিয়ে যাওয়া হারাম। যারা এমনটা করেন তাদের সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

"যে নারী সুগন্ধি ব্যবহার করল অতঃপর লোকদের পাশ দিয়ে এ উদ্দেশে অতিক্রম করল যে, তারা যেন তার সুঘ্রাণ পায়, তাহলে সে ব্যভিচারী।" [সুনানুন নাসায়ি, হাদিস: ৫১২৬]

বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকাশনায়: মাকতাবাতুল ক্বলব

আমরা আল্লাহর ইবাদত করব-যাতে ক্ষতি থেকে বাঁচতে পারি এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারি।বই: সবর : ভরসা রাখুন আল্লা...
07/09/2024

আমরা আল্লাহর ইবাদত করব-
যাতে ক্ষতি থেকে বাঁচতে পারি এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারি।

বই: সবর : ভরসা রাখুন আল্লাহর ওপর
লেখক: আহমেদ হুরাইরা

"আর তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রাচীন জাহিলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না।" [সূরা আহজাব, ৩৩]নারীর প...
05/09/2024

"আর তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রাচীন জাহিলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না।" [সূরা আহজাব, ৩৩]

নারীর প্রধান আবাসস্থল হলো তার গৃহ। সাধারণত গৃহাভ্যন্তরে অবস্থান করা নারীর জন্য শোভনীয়। খুব প্রয়োজন ব্যতীত নারীদের বের না হওয়া উচিত। অনেক নারীদের হরহামেশাই বাইরে বের হতে দেখা যায়। আজ এখানে তো কাল ওখানে। খুব-ই প্রয়োজন হলে তখনও শরিয়াহ-সম্মত হিজাব রক্ষা করেই নারীকে বাইরে বের হতে হবে।

বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকশনা: মাকতাবাতুল ক্বলব-مكتبة القلب

অন্তরের সুস্থতার একটি নিদর্শন হলো যদি তার প্রাত্যহিক কোনো অজিফা কিংবা কোনো সওয়াবের কাজ হাতছাড়া হয়ে যায়, তখন সে তার জন্য ...
04/09/2024

অন্তরের সুস্থতার একটি নিদর্শন হলো যদি তার প্রাত্যহিক কোনো অজিফা কিংবা কোনো সওয়াবের কাজ হাতছাড়া হয়ে যায়, তখন সে তার জন্য এমনভাবে ব্যথিত হয় যে, লোভী কৃপণ লোক তার মূল্যবান সম্পদ হারালেও অতোটা ব্যথিত হয় না

~ বই : পরিশুদ্ধ ক্বলব❣️

স্বামীর জন্য সাজসজ্জা করা ইসলামে নিষেধাজ্ঞা নেই, বরং অনুপ্রাণিত করা হয়েছে। নারীরা শরিয়াতের লিমিটের মধ্যে সাজসজ্জা করবে শ...
03/09/2024

স্বামীর জন্য সাজসজ্জা করা ইসলামে নিষেধাজ্ঞা নেই, বরং অনুপ্রাণিত করা হয়েছে। নারীরা শরিয়াতের লিমিটের মধ্যে সাজসজ্জা করবে শুধুমাত্র প্রিয়তম স্বামীকে সন্তুষ্ট করার উদ্দেশে। স্বামীর জন্য নিজেকে সর্বদা সুরভিত করে রাখায় দীনদার নারীত্বের এক আনন্দ আছে। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য হলো স্ত্রী নিজেকে পরিপাটি করে রাখবে, সাজসজ্জা গ্রহণ করে নিজের সৌন্দর্য একান্তই স্বামীর নিকট প্রদর্শন করবে। নারী সুন্দর সুচারুরূপে সু-সজ্জিত হয়ে, সুগন্ধি মেখে সুরভিত হয়ে নিজেকে মেলে ধরবে একমাত্র প্রিয়তম স্বামীর উদ্দেশে।

অন্যদিকে কোনো নারী বা পরপুরুষকে দেখানোর উদ্দেশে হলে অবশ্যই তাকে গুনাহগার হতে হবে।

আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

'যে-ব্যক্তি দুনিয়াতে সুখ্যাতি ও প্রদর্শনীর পোশাক পরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন।' [মুসনাদুল ইমাম আহমাদ, হাদিস: ৬২৪৫]

বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকাশনায়: মাকতাবাতুল ক্বলব

02/09/2024

হিজাব নিজেকে আবৃত করুন বইটির রেজাল্ট যে কবে দেব 😑
দেরির জন্য দুঃখিত

পর্দাহীনতা চারিত্রিক পদস্খলনের অন্যতম পথ। কেননা বেপর্দার মাধ্যমে নারী-পুরুষের দৃষ্টি আকর্ষণ বেড়ে যায়। পর্দাহীনতার কারণে ...
01/09/2024

পর্দাহীনতা চারিত্রিক পদস্খলনের অন্যতম পথ। কেননা বেপর্দার মাধ্যমে নারী-পুরুষের দৃষ্টি আকর্ষণ বেড়ে যায়। পর্দাহীনতার কারণে ইবলিশ নারী-পুরুষ উভয়কেই চরিত্রিকভাবে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে যুবসমাজের জন্য পর্দাহীনতা মারাত্মক ধ্বংসের কারণ।চারিত্রিক ও নৈতিক অবক্ষয়সহ যাবতীয় ক্ষতি থেকে নিজেদের নিরাপদ রাখতে পর্দার মতো ফরজ বিধান পালন করা অপরিহার্য ইমানি দায়িত্ব।

বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকাশনায়: মাকতাবাতুল ক্বলব-مكتبة القلب

আর যারা শরিয়া-মোতাবেক পরিপূর্ণ হিজাব পালন করে তাদেরকে কতরকম কথা শুনতে হয়! পরিবেশ যতই নাজুক হোক-না-কেন একজন পর্দানশিন মুম...
31/08/2024

আর যারা শরিয়া-মোতাবেক পরিপূর্ণ হিজাব পালন করে তাদেরকে কতরকম কথা শুনতে হয়! পরিবেশ যতই নাজুক হোক-না-কেন একজন পর্দানশিন মুমিন নারী উপহাস, ঠাট্টা-মশকারি ও হাসাহাসি উপেক্ষা করে নিয়মিত পর্দা রক্ষা করেন। আর এদিকে অসংখ্য নারী আছে যাদেরকে হিজাবের তালিম করলে তারা হাজার রকম বাহানা প্রেজেন্ট করতে পারে। তারা আসলে পারেও বটে। বলে, মনের পর্দাই বড় পর্দা, আজকাল হিজাব পরে মেয়েরা কত কুকর্ম করে, আসলে মুখ কাভার করলে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় অথবা বলবে আমার হাসবেন্ড হিজাব পছন্দ করে না, ইসলামে তো হাজবেন্ডকেও সন্তুষ্ট রাখার আদেশ এসেছে! আসলে এমন হাস্যকর অযৌক্তিক সব বাহানা কি কিয়ামতের দিন প্রেজেন্ট করতে পারবেন? তখন কি আপনার হাসবেন্ড আসবে আপনাকে বাঁচাতে?

বই: হিজাব নিজেকে আবৃত করুন || পৃষ্ঠা: ৭৭
প্রকাশনায়: মাকতাবাতুল ক্বলব

30/08/2024

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)

"পাছে লোকে কিছু বলে" তাই নিজেকে পর্দায় আবৃত করতে পারছি না। আমার হঠাৎ এমন পরিবর্তনে তারা কী মনে করবে? তারা কী বলবে?আল্লাহ...
29/08/2024

"পাছে লোকে কিছু বলে" তাই নিজেকে পর্দায় আবৃত করতে পারছি না। আমার হঠাৎ এমন পরিবর্তনে তারা কী মনে করবে? তারা কী বলবে?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি-খুশি করার জন্য আশেপাশের লোকদের সমালোচনা কিংবা হাসিঠাট্টার পাত্র হতে দ্বিধাবোধ করে না-যারা সত্যিকারেই প্রত্যাবর্তন করতে চায়।

বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকশনায়: মাকতাবাতুল ক্বলব

প্রশ্ন: পরিপূর্ণ পর্দা করে ফেসবুকে ছবি আপলোড করলে কি গুনাহ হবে? আমার হাজবেন্ড ধার্মিক। সে আমাকে পরিপূর্ণ পর্দায় রাখে; কি...
28/08/2024

প্রশ্ন: পরিপূর্ণ পর্দা করে ফেসবুকে ছবি আপলোড করলে কি গুনাহ হবে? আমার হাজবেন্ড ধার্মিক। সে আমাকে পরিপূর্ণ পর্দায় রাখে; কিন্তু সে আমাদের দুজনের ছবি এবং আমার সিঙ্গেল ছবি তার ফেসবুক আইডিতে আপলোড করেছে সেখানে আমি পরিপূর্ণ পর্দায় ছিলাম আমি তাকে নিষেধ করেছি যাতে ফেসবুকে ছবি আপলোড না করে। কিন্তু সে বলেছে পরিপূর্ণ পর্দা করে যদি বাইরে বের হওয়া যায় বা বাইরে যাওয়া যায় তাহলে ফেসবুকে ছবি আপলোড করলে দোষের কি। আমার কাছে মনে হয় তার কথায় যুক্তি আছে। কিন্তু ইসলাম কি বলে ইসলামে কি এটা জায়েজ?

উত্তর: ইসলামের মৌলিক বিধান হচ্ছে, জড়বস্তুর ছবি তোলা ও আঁকায় শরয়ি কোনো বিধিনিষেধ নেই। আর প্রাণীর ছবি প্রয়োজন ছাড়া তোলা, সংরক্ষণ করা, প্রকাশ করা, ব্যবহার করা হারাম।

অনেক বিশেষজ্ঞের মতে ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা, কম্পিউটার ও মোবাইলে সংরক্ষিত ছবিও 'নিষিদ্ধ ছবি'র অন্তর্ভুক্ত বিধায় এটিও হারাম। তাই তাদের মতে ফেসবুক, টুইটার ইত্যাদিতে ছবি আপলোড করাও হারাম।

প্রশ্ন: আমি কি আমার হাত বা পায়ের ছবি অথবা আমার নেকাব পরা ছবি ফেইসবুকে পোস্ট করতে পারি? অথবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল হিশেবে ব্যাবহার করতে পারি? এই ব্যাপারে ইসলাম কী বলে? উত্তর: ফেসবুকে অথবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েরা নিজেদের হাত-পায়ের ছবি কিংবা বিনা প্রয়োজনে হিজাব পরিহিত ছবি আপলোড করা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ। তবে যদি সম্পূর্ণ হিজাব মেনে চলা হয় এবং চোখসহ সম্পূর্ণ চেহারা ঢেকে রাখা হয় তখন কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের হিজাব পরিহিত ছবি আপলোড করা নাজায়েজ নয়। কেননা, ফকিহগণের নিকট একটি স্বীকৃত মূলনীতি হলো, লাভের চেয়ে ক্ষতিরোধের গুরুত্ব বেশি। আর একজন সচেতন মুসলিম নারী মানেই এটা বুঝতে পারার কথা যে, ইন্টারনেটে বিশেষ করে ফেসবুকে নিজেদের এ-জাতীয় ছবি আপলোড করার মাঝে কোনো জরুরাত কিংবা বেনেফিশিয়াল কিছু নেই। যা আছে তা হলো ফিতনা এবং নিজেদের নিরাপত্তাহীনতা।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- 'নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে চুপিসারে দেখে। নারী নিজ প্রভুর সবচে' নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।' (সুনানুত তিরমিজি, হাদিস: ১১৭৩)

লক্ষণীয় বিষয় হলো, রাসুলুল্লাহ উক্ত কথাটি সাহাবিদের উদ্দেশে যেই সময়ে বলেছেন সেই সময়ে নিশ্চয় নারী-সাহাবিরা হিজাববিহীন বের হতেন না। সুতরাং কারো যদি ন্যূনতম কমনসেন্স থেকে থাকে তাহলে তার বোঝার কথা যে, নারীদের সব ধরনের পোশাক ও সৌন্দর্য পরপুরুষের সামনে থেকে আড়ালে রাখাটাই হলো মূল। তবে বিশেষ প্রয়োজন হলে ভিন্ন কথা। তখন ফিতনার আশঙ্কা না থাকলে সম্পূর্ণ হিজাবের সঙ্গে পরপুরুষের সামনে নিজেকে প্রকাশ করলে কোনো সমস্যা নেই। (শাইখ উমায়ের কোব্বাদি)

কত চমৎকার ভাবেই না শাইখরা উত্তর দিয়েছেন। আশা করি আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়েছি। আমি আমার প্রিয় বোনদের কাছে করজোড় রিকোয়েস্ট করব, ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ ও অন্যকোনো যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি আপলোড করবেন না। যারা ইতিমধ্যে আপলোড করে ফেলেছেন, তারাও প্লিজ অতিদ্রুত সরিয়ে নিন। আদুরে গলায় বিনয়চিতে পায়ে ধরে বলছি, নিজেদের লজ্জাবতী বানিয়ে ফেলুন। গুটিয়ে নিন সবার সামনে থেকে। আড়ালে-আবড়ালে আশ্রয়স্থল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এতটুকু করুন! দেখবেন সেদিন শেষ বিচারের মাঠে তিনি আপনার জন্য কত কী আয়োজন করবেন আপনি তা দূরতম কল্পনায়ও কোনোদিন করতে পারবে না।

বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকাশনায়: মাকতাবাতুল ক্বলব

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কেয়ামতের নিদর্শনসমূহের একটি হলো- বেহায়াপনা ও অশ্লীলতা।|| মুসনাদে বাজ্জ...
25/08/2024

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কেয়ামতের নিদর্শনসমূহের একটি হলো- বেহায়াপনা ও অশ্লীলতা।

|| মুসনাদে বাজ্জার, হাদিস: ৭৫৬৮ ||
বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকাশনায়: মাকতাবাতুল ক্বলব

বই হাতে পেয়ে ছবি তুলে পাঠিয়েছেন এক পাঠিকা মা শা আল্লাহ 🖤
25/08/2024

বই হাতে পেয়ে ছবি তুলে পাঠিয়েছেন এক পাঠিকা
মা শা আল্লাহ 🖤

আমাদের ঘোষণা অনুযায়ী দশ দিনে কোটিপতি হওয়ার উপায় বইটি বিক্রয়ের সম্পুর্ন টাকা বন্যার্তদের জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছি আলহামদ...
24/08/2024

আমাদের ঘোষণা অনুযায়ী দশ দিনে কোটিপতি হওয়ার উপায় বইটি বিক্রয়ের সম্পুর্ন টাকা বন্যার্তদের জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ।
আপনার সামর্থ্য অনুযায়ী আপনিও আস সুন্নাহ ফাউন্ডেশনে হাদিয়া পাঠিয়ে দিতে পারেন নির্দ্বিধায় ইন শা আল্লাহ।

24/08/2024

আগে ইসলামিক বইয়ের অনলাইন বুকশপ ছিলো,কিন্তু এখন কাজ করেন না, ফ্রি আছেন,
এমন কেউ পেইজে এড আছেন?

22/08/2024

আগামী ২ দিন আমাদের
"দশ দিনে কোটিপতি হওয়ার উপায় " বইটি
যত কপি সেল হবে তার পুরো টাকাই বন্যা তহবিলে দান করে দেওয়া হবে ইন শা আল্লাহ।

বই হাতে পেয়ে ছবি তুলে পাঠিয়েছেন এক পাঠিকামা শা আল্লাহ 🖤
22/08/2024

বই হাতে পেয়ে ছবি তুলে পাঠিয়েছেন এক পাঠিকা
মা শা আল্লাহ 🖤

22/08/2024

আপনার যতটুকু সামর্থ্য আছে, আস সুন্নাহ ফাউন্ডেশনে নির্দ্বিধায় ডোনেশন পাঠাতে পারেন।

22/08/2024

ফেনী সহ বন্যা কবলিত এলাকাগুলো ভালো নেই💔

আল্লাহ হেফাজত করুন 🤲

হিজাব হলো নারী-পুরুষ উভয়ের হৃদয়ের পবিত্রতার উপায়।বই: হিজাব-নিজেকে আবৃত করুন, পৃষ্ঠা: ৪৬প্রকাশনী: মাকতাবাতুল ক্বলব
21/08/2024

হিজাব হলো
নারী-পুরুষ উভয়ের হৃদয়ের পবিত্রতার উপায়।

বই: হিজাব-নিজেকে আবৃত করুন, পৃষ্ঠা: ৪৬
প্রকাশনী: মাকতাবাতুল ক্বলব

21/08/2024

আগে ইসলামিক বইয়ের অনলাইন বুকশপ ছিলো,কিন্তু এখন কাজ করেন না ফ্রি আছেন,
এমন কেউ পেইজে এড আছেন?

প্রথম প্রথম যে-কোনো কাজে অভ্যস্ত হতে একটু কষ্ট সাফার করতে হয়। পর্দা শুরু করতে এমনই প্রথমদিকে একটু কষ্ট সাফার করতে হবে। ক...
20/08/2024

প্রথম প্রথম যে-কোনো কাজে অভ্যস্ত হতে একটু কষ্ট সাফার করতে হয়। পর্দা শুরু করতে এমনই প্রথমদিকে একটু কষ্ট সাফার করতে হবে। কষ্ট সাফার করলেই যে আপনার জন্য রব্বে কারিমের দরবারে রয়েছে অশেষ পুরস্কার।

বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকাশনায়: মাকতাবাতুল ক্বলব

প্রিয় বোন আমার! আমরা যখন নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে ব্যস্ত সময় পার করছি, তখন কাফনের দোকানদার ভাই হয়তো আমাদের সেই কাফ...
19/08/2024

প্রিয় বোন আমার! আমরা যখন নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে ব্যস্ত সময় পার করছি, তখন কাফনের দোকানদার ভাই হয়তো আমাদের সেই কাফনের দিকে তাকিয়ে ভাবছেন- 'কখন আসবে কাস্টমার?'

বই: হিজাব নিজেকে আবৃত করুন
প্রকাশনায়: মাকতাবাতুল ক্বলব

প্রিমিয়াম বুকমার্ক আসতে যাচ্ছে ইন শা আল্লাহ....
18/08/2024

প্রিমিয়াম বুকমার্ক আসতে যাচ্ছে ইন শা আল্লাহ....

দুনিয়ার কাজ প্রচুর ধৈর্য ও একাগ্রতা নিয়ে করতে পারি। গুনাহ হবে এমন কাজ করলেও দ্বিধাবোধ করি নাহ। অথচ নামাজে দাঁড়ালেই আমাদে...
18/08/2024

দুনিয়ার কাজ প্রচুর ধৈর্য ও একাগ্রতা নিয়ে করতে পারি। গুনাহ হবে এমন কাজ করলেও দ্বিধাবোধ করি নাহ। অথচ নামাজে দাঁড়ালেই আমাদের মনের অস্থিরতা বেড়ে যায়। আমরা সব কাজেও স্বস্তি পেলেও আল্লাহর আনুগত্যের স্বস্তি পাই না কেন!

কেন আমরা ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করতে পারি না? কেন ইবাদতের মাঝে সালাফাদের মতো স্বাদ অনুভূতি হয় না?

এর একটি উত্তর হলো পাপ। এই পাপ আমাদের অন্তরকে পুড়িয়ে দিয়েছে, আল্লাহর ভালোবাসা, তাঁর আনুগত্যের স্বাদ নষ্ট করে দিয়েছে।

Address

Shop No./08, Qawmi Market(2nd Floor), 65/1 Pyari Das Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when মাকতাবাতুল ক্বলব-مكتبة القلب posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাকতাবাতুল ক্বলব-مكتبة القلب:

Videos

Share

Category



You may also like