দৈনিক বাংলা নিউজ

দৈনিক বাংলা নিউজ দৈনিক বাংলা নিউজ মানুষের কথা বলে।

17/04/2024

সবজীর দাম এখন সহনীয় পর্যায়ে। যারা সিন্ডকেট করে তারা জাতীর অশুভ সন্তান। চাষীরা ঠিকই কমদামে সব্জি বিক্রি করে থাকে।

05/02/2024
20/12/2023

ইচ্ছা করলেই চালানো যাবেনা কেজি স্কুল - মানতে হবে সরকারি শর্ত
★★★★★★★★★★★★★★★★★★★★★★
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন) নিবন্ধন বিধিমালা ২০২৩ এর
**********************************************
#সার সংক্ষেপ

#পাঠদান অনুমতি ফি (১ বছরের জন্য)
*বিভাগীয় শহর- ৫০০০ টাকা
*জেলা শহর - ৩০০০ টাকা
*উপজেলা শহর- ২০০০ টাকা

#নিবন্ধন ফি (৫ বছরের জন্য)
*বিভাগীয় শহর- ১৫০০০ টাকা
*জেলা শহর - ১০০০০ টাকা
*উপজেলা শহর- ৮০০০ টাকা

#নিবন্ধন নবায়ন ফি (৫ বছরের জন্য)
*বিভাগীয় শহর- ৭৫০০ টাকা
*জেলা শহর - ৫০০০ টাকা
*উপজেলা শহর- ৪০০০ টাকা

#সংরক্ষিত তহবিলে জমা রাখতে হবে
*বিভাগীয় শহর- ১ লক্ষ টাকা
*জেলা শহর - ৭৫ হাজার টাকা
*উপজেলা শহর- ২৫ হাজার টাকা

#স্কুলের সকল আয় সাধারণ তহবিলে জমা থাকতে হবে

#ব্যাক্তির নামে প্রতিষ্ঠানের নাম করন করতে ৫ লক্ষ টাকা সংরক্ষণ তহবিলে জমা দিতে হবে।

#শিক্ষার্থী:শিক্ষক অনুপাত = ৩০ঃ১

#জমি বা ভাড়া বাসায় জমির পরিমাণ
*বিভাগীয় শহর- ০.৮ শতক
*জেলা শহর - ০.১২ শতক
*উপজেলা শহর- ০.৩০ শতক

#সরকার শিক্ষককে সরকার প্রশিক্ষণ প্রদান করবে।

#টিচারদের বেতন স্ব স্ব স্কুল কমিটিকে বহন করত হবে।

#স্কুল পরিচালনা কমিটি (মেয়াদ ৩ বছর)
#প্রধান শিক্ষক - সদস্য সচিব
#শিক্ষক প্রতিনিধি - ১ জন
#অভিভাবক - ২জন
#প্রতিষ্ঠাতার মধ্য হতে -২জন
#নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক - ১ জন

মোট ৭ জন

প্রতি দুই মাসে একবার সভা করতে হবে।

একটি সুন্দর ও তথ্যবহুল লেখা
13/12/2023

একটি সুন্দর ও তথ্যবহুল লেখা

নরসিংদী জেলার সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সীমাবদ্ধতা লিঙ্ক পান Facebook Twitter Pinterest ইমেল অন্যান্য অ্যাপ ডিসেম্বর ১১, ২০২৩  মহস...

শিক্ষক প্রশিক্ষনে অনিশ্চয়তা ; নতুন নির্দেশনার অপেক্ষা=====================================বিশেষ সংবাদদাতা || দেশ নতুন কা...
07/12/2023

শিক্ষক প্রশিক্ষনে অনিশ্চয়তা ; নতুন নির্দেশনার অপেক্ষা
=====================================
বিশেষ সংবাদদাতা || দেশ নতুন কারিকুলাম নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা। এরই মধ্যে মাউশি ও শিক্ষাবোর্ডের নির্দেশনাক্রমে উপজেলা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ শুরুর কথা ছিল ৯ ডিসেম্বর। এদিকে আসন্ন প্রশিক্ষণের অনিশ্চয়তা সংক্রান্ত বেশ কিছু নিউজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।

এদিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ইস্যু করা একটি চিঠি উপজেলার স্কুল-মাদরাসার প্রধান শিক্ষক ও সুপারদের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, উপজেলা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মাউশির নির্দেশনায় এ চিঠি ইস্যু করা হয়েছে বলেও তাতে উল্লেখ করা হয়।

মানিকগঞ্জের এরুপ নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সারাদেশের প্রশিক্ষনগ্রহনেচ্ছুক শিক্ষকদের মধ্যে ব্যাপক জিজ্ঞাসা দেখা দেয়। অনেকেই বিভিন্ন উপজেলা বা জেলা শিক্ষা অফিসে এ বিষয়ে জানতে চাইলে কোন সুনির্দিষ্ট তথ্য তারা জানাতে সমর্থ হয়নি। ভুলক্রমে’ জারি করা চিঠি

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন বলেন, চিঠিটি আসলে ভুলক্রমে দেওয়া হয়েছিলো। আমরা আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাইনি।
চিঠিটি প্রস্তুতকারী সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আসাউদ জামান সাংবাদিকদের বলেন, আমরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে মৌখিক অবগত হয়ে প্রশিক্ষণটা পেছাতে পারে বলে চিঠি দিয়েছি। যেহেতু ৯ ডিসেম্বর প্রশিক্ষণ হবে উল্লেখ করে চিঠি দিয়েছিলাম, সেজন্য মৌখিকভাবে জেনেই চিঠিটি দিয়েছি এটা নিয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি। এটার জন্য আমরা দুঃখিত।

তবে প্রশিক্ষণ স্থগিতের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা আদেশের চিঠি ইস্যু করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক অধ্যাপক মাহফুজ আলী এক বক্তব্যে সাংবাদিকদের বলেন, প্রশিক্ষণের জন্য আমরা শিক্ষকদের তালিকা চেয়েছিলাম। তালিকায় কিছু অতিরিক্ত নাম অনুমিত হওয়ায় তালিকাটা আমরা যাচাইবাছাইয়ের কাজ করছি। এক্ষেত্রে প্রশিক্ষন আয়োজনে দুএকদিন পিছিয়ে যেতে পারে বলে তিনি ধারনা দেন। তবে স্পষ্ট কবে নাগাদ শুরু হরে হবে এ বিষয়ে কিছু জানা যায় নি।তবে এ বিষয়ে নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ স্কিমের পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী বলেন, প্রশিক্ষণটা সারাদেশে একযোগে হবে। স্থগিত হলেও সারাদেশে একযোগে স্থগিত হবে। আমি স্পষ্ট করে বলছি, এমন কোনো লিখিত নির্দেশনা আমরা দেইনি যে প্রশিক্ষণ স্থগিত করেছি।

উল্লেখ্য , অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ৯-১৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। প্রথম পর্যায়ে ইআইআইএনধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষণ গ্রহন করবে পরবর্তীতে জানুয়ারি মাসে সুবিধাজনক সময়ে দ্বিতীয় পর্যায়ে ইআইআইএনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এ নিউজ লেখা পর্যন্ত মাউশি বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রশিক্ষণ স্থগিত বিষয়ে বিষয়ে কোন নতুন কোন আদেশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নি।

30/11/2023

নরসিংদীর মেয়ে। পোস্টটি শেয়ার করে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন প্লিজ।

আমাদের ইতিহাস
24/11/2023

আমাদের ইতিহাস

হাতিরপুল, ঢাকা।

হাতিরপুলের নীচে ছিল একটি রেললাইন। তৎকালীন বৃটিশ সরকারের আমলে ঢাকার তেজগাঁও থেকে কাওরানবাজার, হাতিরপুল, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে গুলিস্তানের ফুলবাড়িয়া পর্যন্ত রেলপথটির নির্মাণ কাজ শুরু হয় ১৮৯৩ সালে এবং চালু হয় ১লা মে, ১৮৯৫। এই রেলপথের উপর তৈরি করা হয় একটি পুল। এই পুল দিয়ে একসময় হাতি পারাপার হতো। হাতিদেরকে রেললাইনের উপরের পুল দিয়ে পিলখানা থেকে হাতিরঝিলে নিয়ে যাওয়া হতো গোসল করাতে। নুড়ি পাথর আর স্লিপারের কারণে রেললাইনের উপর দিয়ে হাতিরা হাঁটতে পারতো না। তাই তারা যেতো তৈরিকৃত উপরের পুল দিয়ে। আর সেই থেকেই এটির নাম হলো হাতিরপুল।

বর্তমানের গাউছিয়া মার্কেটের পাশ দিয়ে বাটা সিগনাল ক্রস হয়ে হাতিরপুল দিয়ে পরিবাগ হয়ে রমনা থানার পাশ দিয়ে মগবাজার ওয়্যারলেস মোড় পেরিয়ে মধুবাগের দিকে যে রাস্তাটি গেছে - এই পুরো রাস্তাটির নাম ছিল এলিফ্যান্ট রোড, এই পুরাতন রাস্তার পাশে এখনো একটি পুরাতন মসজিদ রয়েছে যার বর্তমান নাম রমনা থানা মসজিদ, ব্রিটিশ লাইব্রেরীর পুরাতন ছবিতে এই মসজিদটির দেখা মিলে, ইতিহাস থেকে আরও জানা যায় আজকের জনবহুল এলিফ্যান্ট রোড এলাকাটি ১৮০০ সালে ছিলো বিশাল আকৃতির গাছ-গাছালিতে ঘেরা ছোটখাট বনাঞ্চল। পরবর্তীতে গাছ-পালা কেটে হাতি চলাচলের জন্য রাস্তা তৈরি করা হয়। এই এলিফ্যান্ট রোড দিয়েই শত শত হাতির পাল চড়িয়ে বেড়াতেন মাহুতরা। পরবর্তীতে সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত 'নিউ এলিফেন্ট রোড' নামের আড়ালে আদি এলিফেন্ট রোডের পরিচয়টি হারিয়ে গেছে। সুতরাং এলিফ্যান্ট রোড দুইটি একটি পুরাতন এলিফ্যান্ট রোড অপরটি নতুন এলিফ্যান্ট রোড।

হাতিসহ অন্যান্য যানবাহন চলাচলের এই রেলওয়ে ওভারব্রিজের কারণেই ব্রিজের নাম হয় হাতিরপুল এবং ব্রিজের জন্যই এলাকাটি হাতিরপুল নামেই পরিচিতি লাভ করে। তখন মানুষেরা এই পুল, হাতি আর ট্রেন দেখতে এখানে আসতো। পুলের নিচে কাছাকাছি অবস্থানে ছোট খাট কয়েকটি খাবারের হোটেল ছিল। আর ছিলো ছোট্ট একটি বাজার। বাজার বলতে তখন রেল লাইনের উপর কয়েকটা অস্থায়ী দোকান। পঞ্চাশ এর দশকের মাঝামাঝি সময়ে সেখানে বসতি গড়ে উঠতে শুরু করে। হাতিরপুল বাজার তখনও হয়নি। নূতন বাসিন্দারা নিজেদের প্রয়োজনে পুঁজি বিনিয়োগ করে কিছু লোককে এখানে বেচাকেনা করতে বলেন, সেখান থেকেই এ বাজারের গোড়াপত্তন। ১৯৬৯ সালে কমলাপুরে রেলস্টেশন তৈরি করার সময় রেললাইনও পরিবর্তিত করে ঘুরিয়ে দেওয়া হয়, তেজগাঁও হতে রেল লাইন বর্তমানের সোনারগাঁও ক্রসিং , মগবাজার হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত রেললাইন তৈরি করা হয় এবং অবশেষে ১৯৬৯ সালের দিকে ঢাকা রেলস্টেশনটি গুলিস্তানের ফুলবাড়িয়া হতে কমলাপুর স্থানান্তরিত করা হয়। তেজগাঁও হতে হাতিরপুল, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে গুলিস্তানের ফুলবাড়িয়া পর্যন্ত যে রেললাইন ছিল তা পরিত্যক্ত অবস্থায় অনেকদিন পড়ে থাকে, ১৯৬৯ থেকে ১৯৭৪ পর্যন্ত পুলে ওঠার জন্য টাকা দিয়ে রিকশা ঠেলে দেয়ার জন্য লোক পাওয়া যেতো। এই পুল পারাপারের জন্য যে সব ছোট ছোট ছেলেরা ছিলো, তাদেরকে প্রতিবার পারাপারের জন্য দিতে হতো ২ থেকে ৩ আনা। এরা ৪/৫ জনে দলবেঁধে রিকশা ঠেলতো। এভাবে রিকশায় চেপে পুল পার হওয়া যেতো। এই পথেই ছিলো শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীদের পৈতৃক বাড়িটা। হালকা হলুদ রঙের বাংলো প্যাটার্নের বাড়িটির নাম ছিল 'দারুল আফিয়া'। হাতিরপুল পার হয়ে যাতায়াত করতে হতো দারুল আফিয়ায়, শহীদ মুনীর চৌধুরীর বাড়িতে। ১৯৭১ সালে সেখান থেকেই তাকে তুলে নিয়ে গিয়েছিল রাজাকাররা।

তৎকালীন রমনা এলাকার চারপাশে বেশ কিছু খাল ছিল। যেগুলো এখন মানচিত্র আর কাগজে-কলমে আছে, বাস্তবে নেই। হাতিগুলোকে নেওয়ার জন্য খালের উপর নির্মিত হয়েছিলো সেতু। এক সময় বর্তমানের প্রায় সীমান্ত স্কয়ার থেকে হাতিরঝিল হয়ে একদিকে গুলশান পর্যন্ত অন্যদিকে ডেমরা পর্যন্ত নৌ চলাচল পথ ছিল। এক সময় হাতিরপুল ভেঙ্গে নীচের লাইন বরাবর যে রাস্তাটি নির্মাণ করা হয় সেই রাস্তার নাম রাখা হয়েছিলো পেনিট্রেটর রোড। কেন এমন একটা অদ্ভুত নাম রাখা হয়েছিল, আর কীভাবেই বা এলাকাটা হাতিরপুল বাজার হয়ে গেল জানা যায়নি। এখন যেখানে মোতালেব প্লাজা টাওয়ার গড়ে উঠেছে, সেখানে ছিল একটি সুইপার কলোনি। নাম ছিল 'মোতালেব কলোনি'। মোতালেব কলোনির মধ্যে পাঁচটি দোতলা বাড়ি ছিল। কাঁঠালবাগানের ঢালে পরিত্যক্ত রেললাইন ছিল।

ওপাশে ছিল পরীবাগ মসজিদ, ছিল পাওয়ার হাউসটাও। সেসময় হাতিরপুল সংলগ্ন পরিবাগ এলাকায় অনেক গাছগাছালি ও খাল ছিলো। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীরা না-কি এই পুলের উপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গুলিবর্ষণ করেছিল। হাতিরপুলটি ছিল খাড়া এবং উঁচু যার ফলে দুর্ঘটনা লেগেই থাকতো।

১৯৭০ এর দশকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল এই হাতিরপুল ভাঙা নিয়ে। রিপোর্টে উল্লেখ করা আছে, ৫০ বছরের পুরোনো এই পুলটি ভাঙা হবে নগরে নতুন রাস্তা তৈরি করার জন্য। পৌরসভা এই পুল ভাঙ্গার কাজটি করবে। নতুন রাস্তা তৈরির জন্য ব্যয় ধরা হয়েছে দেড় লক্ষ টাকা। ফুলবাড়িয়া-তেজগাঁও রেললাইনের উপর দিয়ে পরিবাগ ও ধানমন্ডি এলাকার মধ্যে যান চলাচলের সহজ উপায় ছিলো এই হাতিরপুল বা রেলওয়ে ওভার ব্রিজটি। নগর সংস্কারের জোয়ারে ও আকাশচুম্বি অট্টালিকা তৈরির জন্য এই পুলটি ভাঙ্গা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছিলো, 'যদিও এই পুলটি ঐতিহাসিক এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যমন্ডিত ছিলো, কিন্তু সেসময়ের নগর পরিকল্পনাবিদরা বলেছিলেন রেলওয়ে স্টেশন কমলাপুরে সরিয়ে নেয়ার পর এই পুলের আর দরকার নাই।'

১৯৭৪ এ ব্রিজটি ভেংগে ফেলা হয় নগর সম্প্রসারন এর প্রয়োজনে, এবং অবশেষে আশির দশকে পরিত্যক্ত রেললাইনটিও উঠিয়ে ফেলে সেখানে যানবাহন চলাচলের রাস্তা করা হয় এবং নামকরণ করা হয় সোনারগাঁও রোড। সুতরাং বর্তমানে সোনারগাঁও রোড টি পুরোপুরি পরিত্যক্ত রেললাইনের উপর প্রতিষ্ঠিত।

অনেক ইতিহাসেও আছে একসময় মোঘল ও ইংরেজ আমলে ঢাকায় অনেক হাতি ছিল। যে রাস্তা দিয়ে নেয়া হতো সেটাই আজকের এলিফ্যান্ট রোড। রমনার চারপাশে বেশ কিছু খাল ছিল। হাতিগুলোকে নেওয়ার জন্য খালের উপর নির্মিত হয় সেতু। পিলখানা থেকে বর্তমান হাতিরপুল এলাকায় হাতি চলাচলের জন্য বর্তমানের ইস্টার্ন প্লাজা ও পরিবাগ বরাবর যে সেতু বা পাকা পুল নির্মাণ করা হয়েছিল হাতি পারাপারের জন্য, যা পরবর্তীতে হাতিরপুল নামে পরিচিতি লাভ করে।

চিত্র: ছবিটি ১৯৬০ দশকের শেষের দিকে, দৈনিক অবজারভার পত্রিকা হতে নেওয়া, চিত্রের শিরোনাম ছিল:
"A Dacca-bound train stops under the Hatir Pool Ele-phant Road bridge at 6 a.m. en Sept. 20-OBSERVER"

Colorized
তথ্য: বিভিন্ন সূত্র হতে সংকলিত।

23/11/2023

আজকের বাজার দর(23/11/23)

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন।২১ নভেম্বর ২০২৩ তারিখে জেলা প্রশাসক...
22/11/2023

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন।

২১ নভেম্বর ২০২৩ তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে তিনি ভূমি অফিস চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন। এছাড়া রেকর্ডরুম ও বিভিন্ন রেজিস্টার বইসহ নবনির্মিত ভূমি অফিস পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান কাউছার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক প্রমুখ।

21/11/2023

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নিয়োগ পরীক্ষার তারিখ পেছালো। বিস্তারিত কমেন্টে

21/11/2023

রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত: উদ্ধারে আসা রিলিফ ট্রেনের ভুম বিকল - বিস্তারিত কমেন্টে

১০ প্রধান শিক্ষক ও ২৭ সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে
21/11/2023

১০ প্রধান শিক্ষক ও ২৭ সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে

চট্টগ্রামঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ প্রধান শিক্ষক ও ২৭ সহকারী প্রধান শিক্.....

20/11/2023

নরসিংদী জেলায় গত দেড় দশকে (২০০৯-২০২৩) সরকারের প্রায় ৩১৪ টি প্রকল্পের সূচনা হয়েছে, যার মোট প্রকল্প ব্যয় আনুমানিক ৩৩ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মাঝে ১৯১ টি ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। প্রায় সাড়ে পনের হাজার কোটি টাকা ব্যয়ে সরকারের অন্যতম বড় মেগা প্রকল্প দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা মাননীয় প্রধানমন্ত্রী গত ১২ নভেম্বর ২০২৩ উদ্বোধন করেছেন। প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে পাঁচদোনা থেকে ঘোড়াশাল সার্ভিস লেনযুক্ত মহাসড়ক, আন্তঃজেলা ও আঞ্চলিক মহাসড়ক এবং সাসেক ঢাকা-সিলেট হাইওয়ের মতো প্রকল্পে নরসিংদী জেলা পেয়েছে মোট ১৭৮১ কিমি পাকা রাস্তা, যার দ্বারা ১৫ লক্ষ ব্যবহারকারী সরাসরি উপকারভোগ করছেন। শীতলক্ষ্যা নদীর তীরে সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয়ে রিপাওয়ারিং-কৃত ঘোড়াশাল বিদ্যুত কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ১৩৮০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। মেঘনা নদীর ওপর ২০২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘শেখ হাসিনা সেতু’ পারি দিয়ে অনায়াসে যাতায়াত করছেন নরসিংদীর ২৫ লক্ষাধিক মানুষ। ইতোমধ্যে আশ্রয়ণ-২ প্রকল্প শতভাগ বাস্তবায়নের মাধ্যমে নরসিংদী জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। নরসিংদী জেলায় এ সমস্ত সমাপ্ত ও বাস্তবায়িত প্রকল্পসমূহ নিয়ে জেলা প্রশাসন, নরসিংদী সম্প্রতি “উন্নয়ন অভিযাত্রায় নরসিংদী” নামক একটি প্রকাশনা বের করেছে।
[প্রকাশনাটির সফটকপি কমেন্টে দেওয়া হলো।]

20/11/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নরসিংদী জেলার পাঁচটি নির্বাচনী এলাকার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, নরসিংদী কর্তৃক নরসিংদী-৫ নির্বাচন...
20/11/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, নরসিংদী কর্তৃক নরসিংদী-৫ নির্বাচনী এলাকার নির্বাচন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি।

20/11/2023
19/11/2023
নরসিংদী প্রেস ক্লাব দ্বি বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির ছবি। সভাপতি দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মো:...
19/11/2023

নরসিংদী প্রেস ক্লাব দ্বি বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির ছবি। সভাপতি দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মো:নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মোবারক হোসেন।

বেসরকারি স্কুল-কলেজের ৫ হাজার ৮৪৮ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে রয়েছেন...
19/11/2023

বেসরকারি স্কুল-কলেজের ৫ হাজার ৮৪৮ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে রয়েছেন স্কুলের ৫ হাজার ২৯১ জন এবং কলেজের ৫৫৭ জন শিক্ষক-কর্মচারী।

নিউজ ডেস্ক।। বেসরকারি স্কুল-কলেজের ৫ হাজার ৮৪৮ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কম.....

শুনতে কেমন জানি শুনালেও এই বাজার সেই বাজার না। এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হবে।
18/11/2023

শুনতে কেমন জানি শুনালেও এই বাজার সেই বাজার না। এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হবে।

15/11/2023

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা - বিস্তারিত কমেন্টে

নির্বাচনী তফসিল ঘোষনা। প্রতীক বরাদ্ধ ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ ০৭ জানুয়ারী।
15/11/2023

নির্বাচনী তফসিল ঘোষনা। প্রতীক বরাদ্ধ ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ ০৭ জানুয়ারী।

ঢাকা থেকে কক্সবাজার রেলপথেসবগুলো স্টেশনের নাম  এবং ঢাকা থেকে  দুরত্ব ও ভাড়ার তালিকা। ১) ঢাকা    ০০২) তেজগাঁও    ৬.৪৪৩) ব...
14/11/2023

ঢাকা থেকে কক্সবাজার রেলপথে
সবগুলো স্টেশনের নাম এবং ঢাকা থেকে দুরত্ব ও ভাড়ার তালিকা।

১) ঢাকা ০০
২) তেজগাঁও ৬.৪৪
৩) বনানী ১০.৮৬
৪) ঢাকা ক্যান্টনমেন্ট ১৩.২৭
৫) ঢাকা বিমানবন্দর ১৮.২৮
৬) টঙ্গী জংশন ২২.৯৩
৭) পুবাইল ৩১.৯৯
৮) নলছাটা বিলুপ্ত
৯) আড়িখোলা ৩৯.৬৩
১০) ঘোড়াশাল ফ্লাগ ৪৬.৮৭
১১) ঘোড়াশাল ৪৮.০৮
১২) জিনারদী ৫২.৫১
১৩) নরসিংদী ৫৭.৩৪
১৪) আমিরগঞ্জ ৬২.৫৭
১৫) খানাবাড়ী ৬৫.৭৯
১৬) হাঁটুভাঙা ৭০.২২
১৭) মেথিকান্দা ৭৩.৮৪
১৮) শ্রীনিধি ৭৭.৮৬
১৯) দৌলতকান্দি ৮৩.০৯
২০) ভৈরব বাজার জংশন ৮৭.১১
২১) আশুগঞ্জ ৯০.৩১
২২) তালশহর ৯৪.৭৩
২৩) বি বাড়িয়া ১০৩.৯৯
২৪) পাঘাচং ১১০.৮৩
২৫) ভাতশালা ১১৪.৮৫
২৬) আখাউড়া জংশন ১২০.০৮
২৭) গঙ্গাসাগর ১২৪.৫০
২৮) ইমামবাড়ী ১৩০.৫৪
২৯) কসবা ১৩৫.৩৭
৩০) মন্দাবাগ ১৪১.৮১
৩১) সালদানদী ১৪৩.৮২
৩২) শশীদল ১৪৭.৪৫
৩৩) রাজাপুর ১৫৩.৮৯
৩৪) সদর রসুলপুর ১৬১.১৩
৩৫) কুমিল্লা ১৬৭.৫৭
৩৬) ময়নামতি ১৭১.১৯
৩৭) লালমাই ১৭৯.৬৫
৩৮) আলিশ্বর ১৮৫.২৪
৩৯) লাকসাম জংশন ১৯১.১৯
৪০) নাওটি ১৯৮.৮৪
৪১) লাঙ্গল কোট ২০৪.৪৭
৪২) হাসানপুর ২০৯.৭০
৪৩) গুনবতি ২১৭.৭৫
৪৪) শর্শদী ২২২.৯৯
৪৫) ফেনি জংশন ২৩১.৪৪
৪৬) কালিদহ ২৩৬.২৭
৪৭) ফাজিলপুর ২৪১.৯০
৪৮) মুহুরীগঞ্জ ২৪৫.৫৩
৪৯) চিন কি আস্তানা ২৫১.৯৭
৫০) মাস্তান নগর ২৫৭.২০
৫১) মীরের সরাই ২৬২.৮৩
৫২) বারতাকিয়া ২৬৮.০৭
৫৩) নিজামপুর কলেজ ২৭৩.৩০
৫৪) বাবৈয়া ঢালা ২৭৭.৩২
৫৫) সীতাকুণ্ড ২৮৩.৭৬
৫৬) বাড়বকুণ্ড ২৮৯.০০
৫৭) কুমিরা ২৯৭.৮৫
৫৮) ভাটিয়ারী ৩০৭.১১
৫৯) ফৌজদার হাট ৩০৯.৫২
৬০) কৈবলাধাম ৩১৪.৭৭
৬১) পাহাড়তলী ৩১৬.৭৮
৬২) চট্টগ্রাম কেবিন ৩১৯.১৯
৬৩) চট্টগ্রাম ৩২০.৭৯
৬৪) ঝাউতলা ৩২৪.১
৬৫) চট্টগ্রাম পলিটেকনিক ৩২৫.৬৪
৬৬) ষোলশহর জংশন ৩২৬.৯৫
৬৭) জান আলীর হাট ৩৩৩.২৫
৬৮) গোমদন্ডি ৩৩৮.৩৩
৬৯) বেঙ্গুড়া ৩৪২.৫৩
৭০) ধলঘাট ৩৪৬.১৫
৭১) খান মোহনা ৩৪৮.৯৬
৭২) পটিয়া ৩৫১.৩৭
৭৩) চক্রশালা ৩৫৪.১৮
৭৪) খরনা ৩৫৫.৭৯
৭৫) কাঞ্চন নগর ৩৫৯.১
৭৬) খানহাট ৩৬১.০২
৭৭) হাসিমপুর ৩৬৪.২৪
৭৮) দোহাজারী ৩৬৭.৮৬
৭৯) সাত কানিয়া ৩৭৬.৬২১
৮০) লোহাগাড়া ৩৮৯.৪৬০
৮১) হারবং ৪০৫.৩৬০
৮২) চকোরিয়া ৪১৬.৯২৫
৮৩) ডুলহাজারা ৪২৭.৫৮৬
৮৪) ইসলামাবাদ ৪৪০.৪৪১
৮৫) রামু ৪৫৭.১০১
৮৬) কক্সবাজার ৪৬৯.৪৩০

এখানে উল্লেখ্য ঢাকা থেকে কক্সবাজার রেলপথে বড় ৭ রেলসেতু আছে এই সেতুগুলোর জন্য মুল ভাড়ার সঙ্গে আরো ৪০ কিমি পন্টেজ চার্জ যুক্ত হবে👍.

♦️চট্টগ্রাম-কক্সবাজার ভাড়া...

১. দ্বিতীয় শ্রেণী ৫৫৳
২. দ্বিতীয় শ্রেণী(এক্সপ্রেস) ৭০৳
৩. কমিউটার ট্রেন ৮৫৳
৪. সুলভ শ্রেণী ১০৫৳
৫. শোভন শ্রেণী ১৭০৳
👉শোভন চেয়ার ২০৫৳
👉স্নিগ্ধা (এসি চেয়ার) ৩৮৬৳
👉প্রথম চেয়ার/সিট ৩১১৳
👉প্রথম বার্থ ৪৬৬৳
👉এসি সিট ৪৬৬৳
👉এসি বার্থ ৬৯৬৳
(Collected)

12/11/2023
12/11/2023
07/11/2023

"সংস্কৃতি একটি বহতা নদীর মত" পরিশীলন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর আনন্দ ভ্রমনে অভিমত প্রকাশকালে প্রফেসর ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী

29/10/2023

শেখেরচর বাবুরহাটে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ারসার্ভিসের ১১টি ইউনিট। কোটি টাকার ক্ষতির আশংকা।

বিএনপি-জামাতের রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপরে হামলার প্রতিবাদে আগামীকাল বাংলাদেশের সকল প্রেস ক্লাবে বিক্ষোভ ...
29/10/2023

বিএনপি-জামাতের রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপরে হামলার প্রতিবাদে আগামীকাল বাংলাদেশের সকল প্রেস ক্লাবে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

Address

DC Road Narsingdi
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বাংলা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক বাংলা নিউজ:

Videos

Share



You may also like