কাগজ প্রকাশন - Kagoj Prokashon

কাগজ প্রকাশন - Kagoj Prokashon Save up to 85% from retail. We are the best consignment luxury place in Southern California. We buy,

09/06/2021
ঈদসংখ্যা ছাড়া আমাদের ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না। সারা বছর অপেক্ষা থাকে একসঙ্গে অনেক বৈচিত্র্যপূর্ণ লেখা পড়ার। বরাবরের মতো...
11/05/2021

ঈদসংখ্যা ছাড়া আমাদের ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না। সারা বছর অপেক্ষা থাকে একসঙ্গে অনেক বৈচিত্র্যপূর্ণ লেখা পড়ার। বরাবরের মতো বাংলা ট্রিবিউন অনলাইনে ঈদসংখ্যা প্রকাশ করল এবারও। কোভিড-১৯ অতিমারির বিষণ্নতা ও বেদনার মধ্যেও আমাদের ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।

ঈদসংখ্যা ছাড়া আমাদের ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না। সারা বছর অপেক্ষা থাকে একসঙ্গে অনেক বৈচিত্র্যপূর্ণ লেখা পড়ার। বর....

ফ্রানৎস রোহ জাদুবাস্তবতা শব্দটি তৈরি করেছিলেন চিত্র সমালোচনার জন্য। অভিব্যক্তিবাদের পরে অর্থাৎ উত্তর-অভিব্যক্তিবাদ (পোস্...
30/03/2021

ফ্রানৎস রোহ জাদুবাস্তবতা শব্দটি তৈরি করেছিলেন চিত্র সমালোচনার জন্য। অভিব্যক্তিবাদের পরে অর্থাৎ উত্তর-অভিব্যক্তিবাদ (পোস্ট-এক্সপ্রেশনিজম) কালে চিত্রকলা বিমূর্ততার শৈলী থেকে সরে সাধারণ বাস্তবতার পথে ফিরে আসতে শুরু করলে, সেই ফিরে আসার জয়গান গেয়ে ১৯২৫ সালে ফ্রানৎস রোহ তাঁর এই প্রবন্ধটি লিখেছিলেন। প্রবন্ধটির শিরোনামে জন্ম নিয়েছিল ‘জাদুবাস্তবতা’ শব্দটি।

এ বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মুহম্মদ মুহসিনের ‘জাদুবাস্তবতা’। প্রকাশ করেছে কাগজ প্রকাশন। প্র.....

আজ ২৬ মার্চ। বাঙালির দীর্ঘ লড়াই-সংগ্রামের পরিণতির দিকে যাত্রার সুবর্ণক্ষণ। ১৯৭১ সালের এই দিনে বাঙালি পাকিস্তানি হানাদার ...
25/03/2021

আজ ২৬ মার্চ। বাঙালির দীর্ঘ লড়াই-সংগ্রামের পরিণতির দিকে যাত্রার সুবর্ণক্ষণ। ১৯৭১ সালের এই দিনে বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনির বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে।

আজ ২৬ মার্চ। বাঙালির দীর্ঘ লড়াই-সংগ্রামের পরিণতির দিকে যাত্রার সুবর্ণক্ষণ। ১৯৭১ সালের এই দিনে বাঙালি পাকিস্তান.....

জন্ম‌দি‌নে
11/03/2021

জন্ম‌দি‌নে

বিংশ শতাব্দীর নব্বই দশকের অন্যতম এবং অগ্রগণ্য একজন কবি শামীম রেজা।  সোমবার (৮ মার্চ) বিশাল পরিসরে উদযাপিত হলো তা....

উত্তর দেবে কী মেয়েটির এসএমএসের? অধ্যাপক শাহেদ গোলাপী নামের মেয়েটির অবয়বটি আবারো চিন্তা করে। একটি শিশিরে ভেজা তাজা গোলাপী...
04/02/2021

উত্তর দেবে কী মেয়েটির এসএমএসের? অধ্যাপক শাহেদ গোলাপী নামের মেয়েটির অবয়বটি আবারো চিন্তা করে। একটি শিশিরে ভেজা তাজা গোলাপী গোলাপ চোখের সামনে ভেসে বেড়ায়। কিন্তু কিন্তু...।

গোলাপের কাঁটাকে বড্ড ভয় যে অধ্যাপকের!

একঝাঁক পাখি উড়ে গেল। পাখিগুলোর কী যে নাম—তা কে জানে? দু-একটা হাঁস হেলেদুলে পুকুরের সামনের কাদায় পা দিলো। পুকুরের...

আমি মনে করি, নির্দিষ্ট ক্যাটেগরিতে বই রাখার সুবিধায়, আমরা ‘আগস্ট আবছায়া’কে ঐতিহাসিক উপন্যাস বলি। আর তা ঠিক এ কারণে যে, হ...
14/01/2021

আমি মনে করি, নির্দিষ্ট ক্যাটেগরিতে বই রাখার সুবিধায়, আমরা ‘আগস্ট আবছায়া’কে ঐতিহাসিক উপন্যাস বলি। আর তা ঠিক এ কারণে যে, হত্যাকাণ্ডের ব্যাপারটি এই উপন্যাসের কেন্দ্র বিন্দু। কিন্তু কেন্দ্রবিন্দু কেবল একটি কেন্দ্রবিন্দু। আসলে যেকোনো কেন্দ্রের বাইরে বৃহত্তর একটি পরিধি আছে। সেখানে অনেক কিছু ঘটে। আপনি যদি নিবিড়ভাবে দেখেন, এই কেন্দ্র আসলে শুধু একটি প্রত্নতাত্ত্বিক ব্যাপার।

মাসরুর আরেফিন সাহিত্যের পরিমণ্ডলে যাত্রা শুরু করেন কবি হিসেবে। এই শতাব্দীর প্রথম দিকে। কাব্যগ্রন্থ ‘ঈশ্বরদী, ....

গঙ্গাচড়া বাজার থেকেই আমার পরের যাত্রা শুরু। সেদিন ধামুরের চরের উপর দিয়ে তিস্তার বর্তমান ধারা পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি বেল...
04/01/2021

গঙ্গাচড়া বাজার থেকেই আমার পরের যাত্রা শুরু। সেদিন ধামুরের চরের উপর দিয়ে তিস্তার বর্তমান ধারা পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি বেলা ফুরিয়ে যাওয়ায়। ফেরার পথে চরের কৃষাণরাই পরামর্শ দিয়েছিল, নদী দেখতে চাইলে এত কষ্ট করার দরকার কী?

পূর্বপ্রকাশের পর ভ্যানগাড়িটা দাঁড়িয়ে আছে বাঁধের ঠিক মাঝামাঝি, কিন্তু চালককে কোথাও দেখতে পেলাম না। দোকানের সিমে.....

26/12/2020
26/12/2020

জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন জেমকন গ্রুপের পরিচালক কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ

অবশেষে এক সন্ধ্যায় যাওয়া গেল তাঁর আপন আলয়ে। গিয়ে বুঝলাম গাম্ভীর্য তাঁর অনুল্লেখ্য আবরণ-মাত্র, যদি তাঁর ভেতরকার প্রাণফোয়া...
21/12/2020

অবশেষে এক সন্ধ্যায় যাওয়া গেল তাঁর আপন আলয়ে। গিয়ে বুঝলাম গাম্ভীর্য তাঁর অনুল্লেখ্য আবরণ-মাত্র, যদি তাঁর ভেতরকার প্রাণফোয়ারার দেখা পাওয়া যায় তবে মনজুরে মওলার মতো অতুলনীয় বন্ধু কমই হয়।

এই সেদিন আবুল হাসনাত ভাই চলে যাওয়ার পর মনজুরে মওলা ফোন করে শোনালেন ‘আকাশই শুধু’ শিরোনামে তাঁর একটা এলিজি; দু’....

কিন্তু তবুও আমার সঙ্গে বছর ছয়েক আগের কিছু মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে হওয়া কথোপকথন, আর স্মৃতি থেকে কিছু বলি! উনি তো গ...
17/12/2020

কিন্তু তবুও আমার সঙ্গে বছর ছয়েক আগের কিছু মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে হওয়া কথোপকথন, আর স্মৃতি থেকে কিছু বলি! উনি তো গত বেশ কয়েক বছর ধরে কানে কম শুনতেন, তাই আমাদের কথা হতো, মোবাইলে ম্যাসেজের মাধ্যমে বা দেখা হলে। এরকম প্রচুর ম্যাসেজ, সবগুলো আর লিখে রাখা নেই। খুব তাড়াহুড়োতে কয়েকটি পেলাম।

আমি শুনেছি, ১৯৬০-এ কোনো এক সময় আমার মা, সুজাতা আমাকে কোলে করে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের একেবারে উত্তর সীমান্তে, ডুয়.....

একাধিক দ্বন্দ্বের মধ্যে এই বিজয়ের ইতিকথা। প্রথমত ইংরেজ বনাম ভারতীয়, পরে বাঙালি বনাম অবাঙালি— পরিণামে স্বাধীন বাংলাদেশ।
15/12/2020

একাধিক দ্বন্দ্বের মধ্যে এই বিজয়ের ইতিকথা। প্রথমত ইংরেজ বনাম ভারতীয়, পরে বাঙালি বনাম অবাঙালি— পরিণামে স্বাধীন বাংলাদেশ।

ভারতবর্ষ বহুমাত্রিক বিচিত্র দেশ—বহু জাতি, বহু ভাষী, বহু ধর্ম-বিশ্বাসী মানুষের বসতি এখানে দীর্ঘকাল থেকে। কাজেই .....

08/12/2020

জেমকন সা‌হিত‌্য পুরস্কার ২০২০ এর সংক্ষিপ্ত তা‌লিকা ঘোষণা করছেন জেমকন সা‌হিত‌্য পুরস্কার ২০১৮ বিজয়ী কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক প্রশান্ত মৃধা।

নদীর একেবারে তীর ধরে সরু মাটির ধুলোভরা পথ বুড়িরহাট-মহীপুর পাকা রাস্তার সমান্তরালে গঙ্গাচড়া সদর পর্যন্ত চলে গেছে। পায়ে-হা...
08/12/2020

নদীর একেবারে তীর ধরে সরু মাটির ধুলোভরা পথ বুড়িরহাট-মহীপুর পাকা রাস্তার সমান্তরালে গঙ্গাচড়া সদর পর্যন্ত চলে গেছে। পায়ে-হাঁটা লোকজন, মোটরসাইকেল, ভ্যানগাড়ি, এমনকি দুয়েকটা ব্যাটারিচালিত অটোরিকশা সেই পথ দিয়ে চলাচল করছে। এই দুই রাস্তার মাঝখানে বাড়িঘর, যৎসামান্য সওদা সাজিয়ে রাখা দু-একটা দোকান, পুকুর, কিছু চাষজমি। এই বাড়িগুলো অন্যরকম

পূর্ব প্রকাশের পর কিন্তু এখন শান্ত কৃশ তিস্তার তীরে বোল্ডারের স্তূপের ওপর বসে বড়শি ফেলে ধ্যানস্থ হয়ে আছে লোকজন&mdash...

জেমকন সাহিত্য পুরস্কার ২০২০-এর সংক্ষিপ্ত তালিকা গতকাল শুক্রবার ঘোষণা করা হয়েছে। জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কাগজ প্র...
05/12/2020

জেমকন সাহিত্য পুরস্কার ২০২০-এর সংক্ষিপ্ত তালিকা গতকাল শুক্রবার ঘোষণা করা হয়েছে। জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কাগজ প্রকাশনের ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে ‘জেমকন সা‌হিত‌্য পুরস্কার ২০১৮’ বিজয়ী কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক প্রশান্ত মৃধা এ ঘোষণা দেন। এই তালিকায় কবিতা, গল্প ও উপন্যাস মিলিয়ে মোট ৭টি বই রয়েছে; যার মধ্যে কবিতার ২টি, ছোটগল্পের ১টি এবং উপন্যাসের ৪টি বই।

জেমকন সাহিত্য পুরস্কার ২০২০-এর সংক্ষিপ্ত তালিকা গতকাল শুক্রবার ঘোষণা করা হয়েছে। জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠা...

04/12/2020

জেমকন সা‌হিত‌্য পুরস্কার ২০২০ এর সংক্ষিপ্ত তা‌লিকা ঘোষণা করছেন জেমকন সা‌হিত‌্য পুরস্কার ২০১৮ বিজয়ী কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক প্রশান্ত মৃধা।

আর দুই-আড়াই কিলোমিটার এগোলেই মহীপুর বাজার। পাঁচ বছর আগে শেষ যেবার এসেছিলাম, ব্রিজের কাজ তখনও অনেক বাকি। নদীর ভাঙনে মহীপু...
01/12/2020

আর দুই-আড়াই কিলোমিটার এগোলেই মহীপুর বাজার। পাঁচ বছর আগে শেষ যেবার এসেছিলাম, ব্রিজের কাজ তখনও অনেক বাকি। নদীর ভাঙনে মহীপুর বাজার বারবার সরে গেছে; তারপর নতুন তীরের কাছে আবার গড়ে উঠেছে। বর্তমান বাজার তাই বহুবারের নতুন বাজার।

নদীতে যাওয়ার পথটা আর আগের মতো নেই। সেই আট-নয় বছরের শৈশবে এই পথ দিয়ে পায়ে হেঁটে যখন চত্রার বিলের ওপর ছোট ফুপুর বাড়ি য...

Address

Kagoj Prokashon, 1st Floor, Ulab Campus B, Road : 7/A
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when কাগজ প্রকাশন - Kagoj Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাগজ প্রকাশন - Kagoj Prokashon:

Videos

Share