Education Watch l ATN Bangla

Education Watch l ATN Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Education Watch l ATN Bangla, Media/News Company, Fulbaria.

07/11/2024
07/11/2024

শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচ। বিশেষ আয়োজন-মানসম্মত শিক্ষা ও শিক্ষকের মর্যাদা।
পাওয়ার্ড বাই- হাবীবুল্লাহ বাহার কলেজ।
দেখুন ৯ নভেম্বর, শনিবার, সকাল ১১.০০ টায়।
পরিকল্পনা: মো. মানসুরুল হক, পরিচালনা: মো. খলিলুর রহমান। চোখ রাখুন এটিএন বাংলায়।

05/11/2024

কোনো পত্রিকার পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে তিনি লেখালেখির মাধ্যমে নিজের বুদ্ধিবৃত্তিক অবস্থান ও বক্তব্য তুলে ধরতে পারেন।

05/11/2024

'মব জাস্টিস’
(উশৃঙ্খল জনগোষ্ঠীর বিচার)

03/11/2024

বেশি বেশি পড়ার অভ্যাস থাকলে স্বাভাবিকভাবেই লেখার দক্ষতা ভালো হয়। যেহেতু নিয়মিত পড়ার মাধ্যমে শব্দভাণ্ডার ও কল্পনাশক্তি উন্নত হয়। তাই, একজন ভালো পাঠক একজন ভালো লেখক হয়ে ওঠেন। এখানে শুধু কল্পকাহিনী, বই, উপন্যাস লেখার কথা বলা হচ্ছে না। নিয়মিত বই পড়ার অভ্যাস ব্যক্তিগত ও পেশাগত জীবনে কিছু লেখার দক্ষতাকেও উন্নত করে। তাই যত বেশি বই পড়া হবে, লেখার দক্ষতা তত উন্নত হবে।

ছবি সংগৃহীত

03/11/2024

এডুকেশন ওয়াচ নির্বাহী পরিষদের সংস্কার ভাবনা
1. কারা সদস্য হবেন-যে বা যারা এককালীন ন্যূনতম ৫০,০০০ টাকা অনুদান প্রদান করবেন তারাই কেবল নির্বাহী পরিষদের সদস্য হবেন।
2. নির্বাহী পরিষদের সভাপতি-যে এককালীন ন্যূনতম ১০০,০০০ টাকা অনুদান প্রদান করবেন, সেই কেবল নির্বাহী পরিষদের সভাপতি হওয়ার যোগ্য হবেন। দাতা একাধিক হলে লটারির মাধ্যমে দুবছরের জন্য মনোনীত হবেন।
3. প্রতি তিন মাসে নির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
4. এছাড়া বিশেষ প্রয়োজনে নির্বাহী পরিষদের বিশেষ সভার আয়োজন করা যেতে পারে।
5. নির্বাহী পরিষদের সংস্কারের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।

02/11/2024

আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই: দীপ্তি চৌধুরী

01/11/2024

সম্পাদকের বলা-না বলা কথা l ১৭ বছরে এডুকেশন ওয়াচ l মো. খলিলুর রহমান l প্রতিষ্ঠাবার্ষিকী ১ মার্চ ২০০৮

সফলতার পেছনে মায়ের সীমাহীন অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এইচএসসি কৃতী শিক্ষার্থী
01/11/2024

সফলতার পেছনে মায়ের সীমাহীন অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এইচএসসি কৃতী শিক্ষার্থী

01/11/2024

সাক্ষাৎকার গ্রহণ করছেন Education Watch l ATN Bangla অনুষ্ঠানের পরিচালক মোঃ খলিলুর রহমান।

01/11/2024

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে।

লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে।
হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে। আর এখন বলেন জীবন এত তিতা কেন?

দোষটা কার ছিল? যার কিছু নেই, তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখেনা, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয়না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেননা?

আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করছেন, তখন হয়তো অপরপ্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে। আপনি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পাবেন, আর সে পাবে একাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল- যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে।

আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস এসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল। কয়েকটা বছর শেষে ফলাফল - সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিশিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএ'র সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্যতো হওয়ারই কথা!

যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা,আপনি সে বয়সে করেছেন এনজয়। তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন; এনজয় তো অনেক দূরের বিষয়।

আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটিই তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই। তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার।

দিন শেষে হতাশ হয়ে বলেন -'শালার, ভাগ্যটাই খারাপ'! No dear, You are totally wrong. আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এতো নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্টও তাই।
সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি। কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ ।
সংগৃহীত

01/11/2024

মানসম্মত শিক্ষা ও শিক্ষকের মর্যাদা l ৯ নভেম্বর, শনিবার, সকাল ১১.০০ টায় l ATN Bangla l বিশেষ আয়োজন

আজকের দৈনিক ইত্তেফাক-১ নভেম্বর ২০২৪
01/11/2024

আজকের দৈনিক ইত্তেফাক-১ নভেম্বর ২০২৪

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Education Watch l ATN Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Education Watch l ATN Bangla:

Videos

Share

Nearby media companies