Jhorna's Dream

Jhorna's Dream ༎༅
❥━༊প্রতিটা স্বঁপ্নই রঙিন হয় বাস্তবতা গুলো সাদা কালো হয় -!彡_____ღ᭄
(12)

রাত কিবা দিন; কেউই ফেরার নেইঅথচ মনে হয় আমি অপেক্ষা করে আছি!কোথাও কোনো অসম্পূর্ণতা নেইঅথচ মনে হয় আমি সম্পূর্ণ দিকশূন্য! র...
13/12/2023

রাত কিবা দিন; কেউই ফেরার নেই
অথচ মনে হয় আমি অপেক্ষা করে আছি!
কোথাও কোনো অসম্পূর্ণতা নেই
অথচ মনে হয় আমি সম্পূর্ণ দিকশূন্য!

রাত তবুও জেগে থাকে ভোরের আশায়
আমাকে জাগিয়ে রাখে কোন হতাশায়!
কোথাও শব্দ নেই,ডাকছে না কেউ
অথচ বুকের ভিতর ভাঙনের ঢেউ!

বই : মন খারাপের মন ভালো নেই 🤍

এইযে এতগুলো দিন গত হয়ে গেলআমি আপনাকে দেখি না আপনি দেখেন না আমায়আমার কিন্তু খুব পোড়ে, পুড়ে যায়।রাত শেষে ভোর এলেআমার ইচ্ছ ...
11/12/2023

এইযে এতগুলো দিন গত হয়ে গেল
আমি আপনাকে দেখি না
আপনি দেখেন না আমায়
আমার কিন্তু খুব পোড়ে, পুড়ে যায়।

রাত শেষে ভোর এলে
আমার ইচ্ছ করে সকালের সাথে সাথে
আপনাকেও দেখতে, প্রিয় নাম ধরে ডাকতে।

সন্ধ্যা হলেই মনে হয়
নীড়ে ফেরা পাখির মতোন
আপনিও ফিরে আসুন।
অদেখার অসুখে ভুগতে থাকা
আমার আমিটাকে সারিয়ে তুলুন।

আপনার ওখানে কি
রাত শেষে সকাল আসে না?
আঁধার কেটে গিয়ে ভোর হাসে না?
সকালের সাথে সাথে আপনারও কি
আমাকে দেখতে ইচ্ছে করে না?
সন্ধ্যা পাখির নীড়ে ফেরা দেখে
আপনারও কি ইচ্ছে করে না
আমার কাছে ফিরে আসতে?

কবিতা : অদেখার অসুখ

ভালোবাসি বলেই— ঘৃণা করার অধিকার পেয়েছেন। এইযে অবহেলা করেন, অপেক্ষায় রাখেন।আমার নামে ঘৃণার আধুলি জমান বুকের ভেতর। ভালোবাস...
10/12/2023

ভালোবাসি বলেই—
ঘৃণা করার অধিকার পেয়েছেন।
এইযে অবহেলা করেন, অপেক্ষায় রাখেন।
আমার নামে ঘৃণার আধুলি জমান বুকের ভেতর।

ভালোবাসি বলেই—
এসবের অধিকার পেয়েছেন।
জুড়ে আছি বলেই—
বারবার ছুঁড়ে ফেলার ভয় দেখিয়েছেন।

যদি ভালো না বাসতাম তবে
ঘৃণা কিংবা অবহেলার অধিকার পেতেন না।
আমি ভালো না বাসলে—
আপনার ঘৃণা করার যোগ্যতাও থাকে না।

একদিন—
'ভালোবাসি না' বলে দিয়ে
সব অধিকার তুলে নিব।

08/12/2023

কেউ দূরে যেতে বললেই
দূরত্ব বাড়াতে হবে?
'ভালো থাকো' বললেই
কেন বলে দিতে হবে বিদায়!

কেউ দূরত্ব চাইলে
আমি দূর থেকে তাকে চাইবো,
কেউ ছেড়ে যেতে চাইলে
আমি বাতাসে কুড়াবো বিশ্বাস।

কেবলমাত্র মানুষই কাছে আসে
দূরত্ব দাঁড় করাবার জন্য।
অথচ দেখুন, কত শত দূরত্বের গল্প বুকে পুষেও
আকাশ কীভাবে সবকিছু নিজের ভিতর
এক ফ্রেমে ধারণ করে আছে!

আপনি দুরত্ব চাইলেন,
আর আমি দূর থেকে আপনাকে চাইলাম।

কবিতা :পার্থক্য

03/12/2023

ডিয়ার সিস্টার্স আন্ড ব্রাদার্স, আল্লাহমুখী হোন। সমস্ত এক্সপেকটেশন শুধু আল্লাহর প্রতি রাখুন।

কারণ আপনার রিজিক, খাবার, জামা, সুস্থতা, সম্পদ, উত্তম নেককার স্বামী, নেককার সন্তান, বাবা-মায়ের সন্তুষ্টি, সুন্দর সুখের সংসার, আপনার প্রতি আপনার স্বামীর ভালবাসা, যত্ন, আর্থিক সহায়তা, আপনার বাসস্থান, আপনার মনের শান্তি সব কিছু একদম সব কিছু আসে আল্লাহর পক্ষ থেকে, আপনার স্বামী থেকে না, একটা সরষে দানা পরিমাণ কিছুই আপনার স্বামী থেকে আসে না। আসে আল্লাহর তরফ থেকে, যে মেয়ের জামাই নাই সেই মেয়েও একজন বিবাহিতা মেয়ের মত খাওয়াদাওয়া করছে, জামাকাপড় পরছে, বিছানা পেতে ঘুমাচ্ছে, হাসির কারণে হাসছে, দুঃখের কারণে কাঁদছে।

আল্লাহ আপনার তাকদিরে যা লিখে রেখেছেন, আপনি দুয়া করে করে আল্লাহ থেকে যা আদায় করে নিতে পারছেন তাই আপনার পাওনা। তা-ই আপনার তাকদির, তা-ই আপনার পরীক্ষা, তা-ই আপনার নিয়ামাহ। স্বামী কিংবা অন্য কেউ শুধু মাত্র উসিলা, আপনার তাকদিরে যা আছে তা আপনা পর্যন্ত পৌঁছাতে।

আপনার স্ত্রীর আনুগত্য, আমানতদারিতা, একজন আবিদা, শাকিরা, সাবিরা স্ত্রী, স্ত্রীর দিল থেকে পাওয়া মুহব্বত, দেখতে সুন্দরী, কুররাতু আইয়ুন, একজন উত্তম স্ত্রী, উত্তম মা, পরিবারের প্রতি সহানুভূতিশীল এমন স্ত্রী যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন তবেই আপনি এমন কাউকে পেতে পারেন।
যদি না পান তবে স্ত্রীর দোষ না, ওটা আপনার তাকদির, ওটা আপনার জন্য পরীক্ষা আল্লাহর পক্ষ হতে। স্ত্রীর কাছ থেকে যদি সুকুন না পান, খেদমত না পান, নম্র আচরণ না পান, স্ত্রী যদি মজার মজার রান্না না পারে তবে স্ত্রী হিসেবে তাকে দোষ দিবার আগে নিজের নাসিব নিয়ে ভাবা দরকার, কারণ খোদ স্ত্রীই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এসেছে, তার যাবতীয় গুণাবলী তো আর যৌতুক হিসেবে আসে নাই, ঐগুলোও আল্লাহর তরফ থেকেই এসেছে। আল্লাহ কেন আপনাকে এমন দিলেন? কেন পরীক্ষা দিলেন? আল্লাহ যদি নিয়ামাহ দিয়ে রাখেন তবে তা যেমন আল্লাহর পক্ষ থেকে, যদি পরীক্ষা দিয়ে রাখেন তবেও তা আল্লাহর পক্ষ থেকে।

আমরা তাই-ই পাই যার যোগ্য বা আমরা ডিজার্ভ করি, আমরা তাই-ই পাই যা আমাদের জন্য উত্তম, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমরা তাই-ই পাই যা আমরা নিজেদের আমল দ্বারা কামাই করে নেই।

থার্ড পারসনের প্রভাবে কখনওই আমাদের কিছু হয় না। থার্ড পারসন একটা উসিলা মাত্র। সেই উসিলায় আল্লাহ আমাদের পাওনা পাইয়ে দেন। যেমন কেউ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল, কেউ ব্রেইন স্ট্রোক করে মারা গেল, কেউ শ্বাস আটকে মারা গেল, এইযে জ্বর, ব্রেইন স্ট্রোক, শ্বাস আটকে আসা এগুলো মৃত্যু আসার উসিলা মাত্র, এখানে জ্বর, ব্রেইন স্ট্রোককে দোষ দিয়ে লাভ আছে?

যেসব মেয়েরা স্বামী দ্বারা পরীক্ষায় আছেন, আর যেসব ছেলেরা স্ত্রী দ্বারা পরীক্ষায় আছেন, পাশেপাশের মানুষজনের সুখশান্তি দেখে আফসুস না করে আল্লাহর কাছে নিজেদের উত্তমটা চান, কষ্ট থেকে পানাহ চান, বর্তমান কষ্টকর হালত সহজ করে দিতে বলেন, না হয় পরিবর্তন করে উত্তম কোনো বিনিময় দিতে বলেন।

একজন আরেকজনের প্রতি এমনভাবে নির্ভরশীল হয়ে পইড়েন না যে মনে হবে সে আমাকে ভুলে গেলে আমি খাব কী, আমি চলব কীভাবে! নির্ভরশীল আল্লাহর উপর হোন, রিজিক আল্লাহ দিবেন। কারও অবহেলায় যদি পথেঘাটে পড়ে থাকতে হয় তাও শোকর আদায় করেন, আল্লাহ এটাই আপনার নসিবে রেখেছেন।

আপনাদের আতংক দেখে মনে হয় আমরা দুনিয়ার জন্যই বাঁচি, আমাদেরকে দুনিয়াতে সুখি হতেই হবে। দুনিয়াতেই সব পাইতে হবে। পরিপূর্ণ হইতেই হবে। আমাদের জন্য মনে হয় জান্নাত নামক কিছুই নাই, নিয়ামাহতে ভরপুর কোনো কিছু আমাদের জন্য সাজানো হচ্ছে না। তাই আমরা পরীক্ষাবিহীন শান্তিপূর্ণ একটা জীবন চেয়ে ধুঁকে ধুঁকে মরছি।
জামাই ছেড়ে চলে গেলে, বা আরেক বিয়া করলে শেষ আমার জিন্দেগী, দুনিয়াই আমার সব, আখিরাত বলতে কিছু নাই আমার জন্য, জান্নাত বলতে কিছু নাই আমার জন্য।

আল্লাহু আকবার, যেভাবে খাবলাইয়া আঁকড়াইয়া জামাইরে ধরে রাখেন রিজিকদাতা মনে করে, সেভাবে যদি আল্লাহকে ধরতে পারতেন, উনার উপর ফানা ফানা হয়ে তাওয়াককুল করতে পারতেন, তবে এই অন্তরে যে সুকুন আপনি অনুভব করতেন তা দুনিয়ার আর কোনো কিছুতে করতেন না। আল্লাহই আপনার জন্য যথেষ্ট এটাকে যদি গাঁইথা নিতে পারেন দিলে তাহলে আর কোনো কিছু হারানোর আর কাউকে নিজের কোনো কিছুর ভাগ দেওয়ার ভয় থাকত না।

যখন ফুঁৎকারে ইয়া নাফসি ইয়া নাফসি বলে উঠে বুক চাপড়াবেন তখন কই থাকবে আপনাদের এই শিং মাছের মত পিছলা জামাই? যারে হারানোর ভয় করেন ১৯ থেকে ২০ হলেই?

ইয়া নাফসি করার সময়টা বাস্তব সত্য, এখনই করেন ইয়া নাফসি। সমস্ত এক্সপেকটেশন শুধুমাত্র আল্লাহ থেকে করেন। শিরকি তাবিজ ব্যবহারের বিষয়ে একটা হাদিস আছে, যে কেউ যখন কোনো কিছুকে নিজের হেফাজতকারী মনে করে তখন আল্লাহ তাকে সেই বস্তুর উপর সোপর্দ করে দেন। অর্থাৎ আল্লাহকে হেফাজতকারী হিসেবে মানলে আল্লাহ উনার পক্ষ থেকে হিফাজত করতেন। আর যে বস্তুর উপর(শিরকি তাবিজ) আমি আস্থা রাখছি যে এটা আমাকে হিফাজত করবে তবে এই বস্তুতে যতটুক ক্ষমতা আছে আমাকে হিফাজত করার আমি ততটুক পাব। এখন আমরা ভাল করেই জানি এমন শিরকি তাবিজে কতটুক ক্ষমতা থাকে আর সেটা আমাদের জন্য কতটুক মঙ্গলজনক হয়।

আল্লাহর উপর তাওয়াক্কুল করলে অফুরন্ত পাবেন। আর জামাইর উপর করলে পাবেন তার ইনকাম আর মানসিকতা যত্তুক, ততটুক।

বেশ কিছুদিন খুব নিখুঁ'তভাবে পর্যবেক্ষণ করার পর ফলাফলে যা দেখলাম তা হলো - আমার চারপাশে আমি ছাড়া আপন বলতে আর কেউ নেই। না প...
27/10/2023

বেশ কিছুদিন খুব নিখুঁ'তভাবে পর্যবেক্ষণ করার পর ফলাফলে যা দেখলাম তা হলো - আমার চারপাশে আমি ছাড়া আপন বলতে আর কেউ নেই। না পরিবারের কেউ, না কোনো ভালো বন্ধু আর না প্রিয়জন। কেউ না!

এটা কোনো আফসোস নয় এটা খুব বাজে একটা উপলব্ধি। এইতো সেদিন, যখন নিজেকে খুব করে অসহায় লাগছিলো তখন ইচ্ছে করছিলো এই মনখা'রা'পের ভার কারো কাঁধে তুলে দিয়ে কিছুটা হালকা হতে। কিন্তু অনেক খোঁজার পরেও কাউকে পেলাম না নিজের ভেতরে বয়ে যাওয়া ঝড়ের গতিটাকে একটু কমিয়ে নেওয়ার জন্য।

যে বন্ধুটা কর্মচ্যুতি, বি'চ্ছে'দ এসবের মানসিক চাপ সহ্য করতে না পেরে ছুটে এসেছিলো আমার কাছে, তাকে খুব সময় নিয়ে যতোটা সম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি মনের অবস্থাকে অন্যদিকে ঘুরিয়ে মনটাকে একটু হালকা করে দিতে। এবং হয়েছেও বেশ। এখন সে ভালোই আছে, সব কিছু নিপুণভাবে গুছিয়েও নিয়েছে। অথচ এখন আর ভুল করেও আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না।

প্রিয়জন? নাহ্! হতে পারি নি কারোর। অবশ্য আমি বো'কার মতো ভেবে বসেছিলাম তাকে, যার প্রায়োরিটি লিস্টের তলানীতেও আমি ছিলাম না। আমার নির্ঘুম রাত, চোখের কালসিটে, বিষণ্ণতা তার কাছে ছিলো শুধুই হাসির খোরাক। অবশ্য আমাকে সে কখনো প্রিয়জন ভাবেই নি, যতোটা আমি তাকে ভেবেছিলাম।

পরিবার নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কারণ তারা তো ভালোই চায় সবসময়। অথচ তাদের এই ভালো চাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমার আমিটা হারিয়ে গেছি বহু আগে। নাহ্! কেউ বোঝার চেষ্টাও করে নি। কিংবা খুব দরদ মাখানো হাত দিয়ে দু'গাল ধরে জিগ্যেসও করে নি আমি ভালো আছি কিনা? ভালোই হয়েছে এতে অবশ্য। নয়তো এমন কর্মকাণ্ডে নিজের ভেতরের দুঃ'খগুলো বের হয়েই আসতো!

এভাবেই তো চলছে জীবন। আর চলবেও! তারপর একদিন ঝরে যাওয়া পাতার মতো টুপ করে ঝরে যাবো। কেউ টেরও পাবে না যে, বুকের ভিতরে কতোটা দুঃ'খ লুকিয়ে একটা মানুষ ফুরিয়ে গেলো।

_ নাবিলা মুন্নি নুসাইবা

23/10/2023

" অসম্ভব জেনেও আমি চাইবো,
কারন আমার রব রহমান, তার কোন অভাব নেই।

চাওয়া টা তো শুধুই আমার রবের নিকটে ইন শা আল্লাহ।
আর চাইতে পারা রবের দুয়ারে কড়া নাড়া এটাই অনেক বড় নেয়ামত।

আর দেবেন কি দিবেননা,সেটা উনার হেকমত। আমার প্রচেষ্টা আমি অব্যহাত রাখবো ইনশা'আল্লাহ!
কেননা হতাশা আমাদের জন্য হারাম।

দুয়ার উত্তর নিয়ে চিন্তা করবেন না, যতক্ষণ আল্লাহ আপনাকে দুআ করার ক্ষমতা দেন, এটি তাঁর রহমতের চিহ্ন। "

— উমর ইবনে খাত্তাব (রা.)

16/10/2023

কেন মুসলমানদের নিকট মসজিদুল আকসা এতটা গুরুত্বপূর্ণ?

১. এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।

২. এখানেই আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা) সকল নবী-রাসূল ও ফেরেশতাদের নিয়ে জামাতে নামাজ পড়েছিলেন। সেই জামাতের ইমাম ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী-রাসূল অংশগ্রহণ করেছিলেন।

৩. এখান থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মিরাজে যাত্রা করেছিলেন।

৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান (আলাইহিস সালাম) এর নাম।

৫. এই মসজিদের সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা) এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।

৬. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।

৭. এই মসজিদের পাথরের গায়ে সূরা ইয়াসিন সম্পূর্ণ লেখা রয়েছে।

৮. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে সম্ভব নয়।

৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।

১০. পবিত্র কোরআনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ পাক এই মসজিদ নিয়ে আলোচনা করেছেন।

১১. মসজিদটি মুসলমানদের প্রথম কিবলা। রাসূল (সা:) প্রথম দিকে এদিকে লক্ষ্য করে নামাজ আদায় করতেন। মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে কিবলা পরিবর্তনের ওহী নাজিল হয়। ❤️

15/10/2023

এক আঁধার রাতে আমাকে ভালোবাসে এমন মানুষের সংখ্যা গুনলাম! তারপর ঘৃনা করে যারা তাদের চেয়ে অধিক মানুষই ভালোবাসে তা আবিষ্কার করলাম!

হিসাবের খাতা মেলাতে গিয়ে দেখি, "নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দেয়া মানুষ শুধুই তারা, যারা কেবল আল্লাহর জন্যই ভালোবাসে!"

আর ঘৃনার স্থান পেলাম শুধুই দুনিয়াবি নিষ্ঠুরতাকে কেন্দ্র করে! অবশেষে আমি প্রাপ্তির খাতাই বেশি পেলাম আর অপ্রাপ্তি-কে ভুলে আলহামদুলিল্লাহ বললাম! ❤️

15/10/2023

আমার ছয় বছরের কোন ছেলে বাচ্চাকে দেখলেই মনে হয়, আহা! এই বয়সেই তো আমাদের রসূল ﷺ তাঁর বাবা-মা দুজনকেই হারান। তার বাবাকে তো তিনি‌ জন্মের আগেই হারিয়ে ফেলেছেন। ছোট্ট ৬ বছরের বালক থাকতে মাও পৃথিবী ছেড়ে চলে গেলেন।

একটা ছয় বছরের বাচ্চাকে ঘিরে মা-বাবার কত আয়োজন দেখি! অথচ প্রিয় রসূল ﷺ এসবের কিছু পাননি। ইয়াতীম হিসেবে বড় হয়েছেন।

মাঝে মাঝে চিন্তা করি, তিনিও কি এরকম হাসিখুশি বাচ্চাই ছিলেন? এইটুকুন ছেলে যার হেসেখেলে দিন কাটানোর কথা, তবে তার ভাগ্যে জোটেনি মায়ের মমতা অথবা বাবার আদর?

আমরা যারা ছোট বয়সে অথবা বড় হয়েও কোন এক সময় মা-বাবাকে হারাই, জীবনের সেই প্রচন্ড কষ্টের একটা প্রতিফলন প্রিয় রসূল ﷺ এর জীবনে দেখতে পারি।

আবার যে মা-বাবা বুকে পাথর দিয়ে তার কোন এক সন্তানকে কবরে শুয়ে দিয়ে এসেছেন, সেও তার জীবনের এই অসহনীয় কষ্টের প্রতিফলন প্রিয় রসূল ﷺ এর জীবনে দেখতে পারছেন। রসূল ﷺ তার জীবদ্দশায় একমাত্র কন্যা ফাতিমা (রা) ছাড়া বাকি প্রত্যেকটি সন্তানকে মৃত্যুবরণ করতে দেখেছেন।

আমাদের জীবনের প্রতিটি কষ্টের কোন না কোন এক রূপের উদাহরণ আমরা রসূল ﷺ এর জীবনে পেয়েই যাব।

নিজেকে কখনো জিজ্ঞেস করেছি যে, রসূল ﷺ কে আমি আসলেই কতটুকু চিনি? ব্যক্তিগত জীবনের ঘটনার সাথে তাঁর জীবন থেকে পাওয়া গাইডলাইন গুলো কতটুকু সচেতন ভাবে মিলানোর চেষ্টা করি?

প্রিয় রসূল ﷺ হচ্ছেন সেই আন্তরিক বান্দা যিনি সিজদা অবনত অবস্থায় তার রবকে স্মরণ করছিলেন। তখন একদল কুরাইশী গুন্ডা এসে তার মাথার উপর উটের পচা নাড়িভুঁড়ির ভার চাপিয়ে দেয়। ময়লা নাড়িভুঁড়ির প্রচন্ড চাপে তিনি ﷺ নিঃশ্বাস নিতে পারছিলেন না!

তার ১০+ বছরের কন্যা ছোট্ট ফাতিমা দৌড়ে আসে। কাঁদতে কাঁদতে তার বাবার মাথা থেকে নাড়িভুঁড়ি সরাতে থাকে। ছোট্ট দুইটা হাত সরিয়ে যাচ্ছে আবর্জনা-ময়লাগুলো যেন তার বাবা শেষ পর্যন্ত নিঃশ্বাস নিতে পারে!

এই বাবা ছোট্ট ফাতিমাকে সাহস দিলেন, "কাঁদিস না মা! আল্লাহ তোমার বাবাকেই বিজয় দিবেন।"

হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আজকে সেই বিজয়ের সাক্ষী!

প্রিয় রসূল ﷺ এর থেকেই তো শিখেছি, সমস্ত কষ্টের সাথেই স্বস্তি পাওয়া যাবে। অসম্ভব কালো অন্ধকার রাতগুলো কেটে যাবে, ভোরবেলা বিজয় আসবে ইন শা আল্লাহ। তাঁর কাছ থেকেই শিখেছি দুনিয়ার পরীক্ষাগুলো কতটা বিনয়, ধৈর্য এবং কোমলতার সাথে দিয়ে যাওয়া যায় ...

জীবনে যদি শক্তভাবে প্রিয় রসূল ﷺ এর মানসিক উপস্থিতি না থাকে, সে তার জীবনে পদে পদে ধাক্কা খাবে ...

একটু নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনে রসূল ﷺ এর প্রভাব কতটুকু?

©

14/10/2023

পৃথিবীর প্রত্যেকটা নারী যদি বোরকা পড়া শুরু করে দেয়, তবুও পুরুষদের তাদের নজরের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে!
আর পৃথিবীর সমস্ত পুরুষও যদি অন্ধ হয়ে যায়, তবুও নারীরা তাদের উপযুক্ত পোশাকের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে!

অতএব ব্লেইম গেইম না খেলে নিজের কাজ করুন! অনর্থক বিতর্ক থেকে দূরে থাকুন! শুধু সেটাই করুন যেটার দায়িত্ব আপনার উপরে বর্তানো হয়েছে! 🖤

"অনেক দাড়িওয়ালা ভাই দাড়িবিহীন ভাইদের বাঁকা চোখে দেখে। অনেক পর্দাওয়ালা নারী পর্দাহীন নারীদের অবজ্ঞা-ঘৃণার চোখে দেখে। নিকা...
04/09/2023

"অনেক দাড়িওয়ালা ভাই দাড়িবিহীন ভাইদের বাঁকা চোখে দেখে। অনেক পর্দাওয়ালা নারী পর্দাহীন নারীদের অবজ্ঞা-ঘৃণার চোখে দেখে। নিকাব যারা করেন তারা নিকাব না করলে তাদের ঘৃণার চোখে দেখেন। অনেক নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তিকে ঘৃণা-নীচতার দৃষ্টিতে দেখে।

এমনটা ঠিক নয়। এটাও এক ধরনের অহংকার; ইবাদতের অহংকার, নিজেকে অধিক মুমিন ভাবার আত্মগৌরব। যার ভেতরে নামাজ, পর্দা, ইবাদতের এমন আত্মগৌরব তৈরি হবে তিনি ওই পর্দাহীন নারী আর বেনামাজির চেয়েও হতভাগা।"

- ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।

01/09/2023

মানুষ তার বন্ধুর দারা প্রভাবিত হয় সুতরাং ভেবে দেখুন কাকে বন্ধু বানাচ্ছেন! পরিস্থিতি বলে দেয় কে কার কতটা আপন, সময়ের সাথে বদলে যায় বহু প্রিয়জন!
Abdul Hi Muhammad Saifullah

30/08/2023

‘শিক্ষক পিতার মতো’ কখনোই নয়৷ ‘বাবার মতো’, ‘মায়ের মতো’, ‘ভাইয়ের মতো’, ‘বোনের মতো’ বলে দুনিয়ায় কিছু হয় না৷ হয় সে আপনার বাবা, ভাই, স্বামী, সন্তান, শ্বশুর, দাদা, নানা, চাচা অথবা—নন মাহরাম তথা পরপুরুষ যার সামনে পর্দা অত্যাবশ্যক।

হয় সে আপনার মা, বোন, স্ত্রী, কন্যা, শ্বাশুড়ি, দাদী, নানী, খালা অথবা—নন মাহরাম তথা বেগানা নারী যার থেকে দৃষ্টিকে অবনমিত রাখা ফরয।

এর মাঝামাঝি কিচ্ছু নেই, যা আছে সব শয়তানি।

29/08/2023

আল্লাহ এমন কাউকে দূর করতে পারেন যাকে আপনি হারানোর কথা স্বপ্নেও ভাবেননি! আল্লাহ এমন কাউকে প্রতিস্থাপন করতে পারেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি!

"পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটা বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণকর! বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জানো না।" ~(সূরা বাকারা, আয়াত - ২১৬)। 🖤

25/08/2023

কিছু মানুষ একসময় পছন্দ করতো, এখন ঘৃণা করে!
কেউ একসময় ঘৃনা করতো, এখন ভালোবাসে! কেউ ছিলো অপরিচিত, আজ অনেক আপন! কেউ ছিলো অনেক কাছের, আজ চিনেও চেনে না!

এভাবেই জীবন কেটে যাবে! এই নিয়মেই!
এরপর শুরু হবে আরেক জীবন! অনন্তকালের জীবন! সেদিন যারা পরিচিত হবে আর কোনোদিন অপরিচিত হবে নাহ! সেদিন যারা ভালোবাসবে আর কোনোদিন ঘৃনা করবে না!

হার জিতের দিন যেদিন, অপেক্ষা সে দিনের! ✨❤️
সংগৃহীত

24/08/2023

"𝗔𝗭𝗔𝗡" is the most Beautiful sound in the World.!🌸

23/08/2023

জীবন শেষ করে এখন আসছে Hi,hello করতে।আল্লাহ্ যেনো বিচার করে।আমি অভিশাপ দিচ্ছি না তবে ওই যে আছে না প্রকৃতির প্রতিশোধ সেটা যেনো হয়।শুনেছি এমনটা হয় তাই আর কি..দশ বছর পরে হোক তবুও যেনো হয়।💔🥹😢

খারাপ সময় শক্তিশালী মানুষ তৈরি হয় এবংশক্তিশালী মানুষ সময়টাকে সহজ করে তোলে।
23/08/2023

খারাপ সময় শক্তিশালী মানুষ তৈরি হয় এবং
শক্তিশালী মানুষ সময়টাকে সহজ করে তোলে।

I've just reached 3.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every on...
23/08/2023

I've just reached 3.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

23/08/2023

৮ বছরের একটা বাচ্চা ছেলে ১ টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বললো,
--আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?

দোকানদার একথা শুনে কয়েনটি ছুড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিলো ছেলেটিকে।

ছেলেটি পাশের দোকানে গিয়ে ১ টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো!

-- এই ছেলে.. ১ টাকা দিয়ে কি চাও তুমি?
-- আমি আল্লাহকে চাই। আপনার দোকানে আছে?

দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিলো।

কিন্তু, অবুঝ ছেলেটি হাল ছাড়লো না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো,

-- তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে?

এই প্রথম কোন দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখেমুখে আশার আলো ফুটে উঠলো৷ নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে! হতচকিত কণ্ঠে উত্তর দিলো,

--আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে, একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?

--হ্যাঁ পাওয়া যাবে...! কত টাকা আছে তোমার কাছে?

--মাত্র এক টাকা।

--সমস্যা নেই। এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে।

দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললো, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে।

পরের দিন একদল মেডিকেল স্পেশালিষ্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন।

ডিসচার্জ এর কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার উনাকে আশ্বস্ত করে বললো, "টেনশনের কিছু নেই। একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন। সাথে একটা চিঠি দিয়েছেন"।

মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা-
"আমাকে ধন্যবাদ দেওয়ার কোন প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ... আমি তো শুধু উসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে। যে একটাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেড়িয়েছে। তার বুকভরা বিশ্বাস ছিলো, একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস... এর নামই ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয়না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায়।"

আসুন না, সবাই এই মহামারি থেকে বাঁচতে মন থেকে আল্লাহকে খুঁজি...তাঁর কাছে প্রার্থনা করি... তাঁর কাছে ক্ষমা চাই..!!আমিন।

সংগৃহীত 🌿

বে"ডি মানুষ😀
23/08/2023

বে"ডি মানুষ😀

23/08/2023

একটা দিন ফুরিয়ে যাওয়া মানে আপনার হায়াতের একটা অংশও ফুরিয়ে যাওয়া।
_ Arif Azad

বান্ধবীর বর,বিয়ে বাড়িতে গিয়ে তার ছবি তুলে দিছে😃সংগৃহীত
22/08/2023

বান্ধবীর বর,
বিয়ে বাড়িতে গিয়ে তার ছবি তুলে দিছে😃

সংগৃহীত

ভালোবাসা সুন্দর যদি হালাল আর মানুষটি সঠিক হয়🖤💗🥀
22/08/2023

ভালোবাসা সুন্দর যদি হালাল আর মানুষটি সঠিক হয়🖤💗🥀

22/08/2023

59zero Boy butingol Mohammad Habibur Rahman Sahab uddin joy BK Sãyøñ Md Tanbir Ahamed Tonmoy Labik Hossain diye dilam😃

22/08/2023

Follow diye done lekhun..back paben in shaa Allah
Boy butingol Sahab uddin joy BK Sãyøñ Sanno vhai GraceMe 59zero

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
21/08/2023

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

19/08/2023

আমি যদি আমার জীবনের পুরো গল্প'টা আপনাকে বলতাম,....
তাহলে আপনি ঠিকই বলতেন কিভাবে এত কিছুর পরেও প্রতিটা দিন হাসি!..?❤️
আমি বলতাম আমি আল্লাহর ফয়সালায় খুশি😍
আলহামদুলিল্লাহ্‌ 🥰🌺🖤

18/08/2023

আমি আমার নফসের মতো বিশ্বাসঘাতকতা করতে আর কাউকে দেখিনি।🥹😥

#আল্লাহুম্মাগফিরলি…

17/08/2023

আজকের পরিক্ষা যাদের খারাপ হইছে চিন্তার কোনো দরকার নাই কারন অন্ধকারের পরেই আলো আসে।So no tension পরের গুলা ভালো হবে ইনশাআল্লাহ ! 🙂

- Hsc batch 23

16/08/2023

ব্যাক্তিত্ব গঠনের ক্ষেত্রে "সূরা হুজুরাত" থেকে কয়েকটি উপদেশ—

১. উপহাস করো না। [আয়াত-১১]
২. দোষারোপ করো না।[আয়াত-১১]

৩. মন্দ নামে ডেকো না। [আয়াত-১১]
৪. পশ্চাতে নিন্দা করো না। [আয়াত-১২]

৫. সন্দেহ করা থেকে বিরত থাকো। [আয়াত-১৫]
৬. ধারণা করা থেকে বিরত থাকো। [আয়াত-১২]

৭. গোপনীয় বিষয়ের সন্ধান করো না।[আয়াত-১২]
৮. ফাসিকের কথা যাচাই ব্যতিরেকে বিশ্বাস করো না।[আয়াত-৬]

৯. বিবাদমান দুটি পক্ষের ঝামেলা ন্যায়পন্থায় মীমাংসা করবে।[আয়াত-৯]
১০.সর্বাবস্থায় ইনসাফ করবে।[আয়াত-৮]
#সংগৃহীত

14/08/2023

"কিছু মানুষের অবস্থা এমন যে, তাদের জন্য পাগল হয়ে যাওয়াটাই কল্যাণকর; তাহলে তাদের ওপর থেকে শরয়ীতের দায়-দায়িত্ব উঠে যেত। কারণ, বিবেক-বুদ্ধি আছে বলেই তারা (সেগুলোর অসদ্ব্যবহার করে) কুফরী করছে, পাপ করে বেড়াচ্ছে।"
— ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.)
(আল-ইস্তিকামা: ২/১৬১)
কথাটা আজ থেকে প্রায় ৭০০-৮০০ বছর আগে বলেছেন ইমাম সাহেব। সেই যুগের মানুষের অবস্থা দেখে তিনি যদি এই কথা বলেন, তাহলে আমাদের যুগ পেলে তিনি কী বলতেন? আমাদের অধিকাংশের অবস্থা কি এমন নয়? আমরা কি আল্লাহর দেওয়া সুস্থ বিবেক বুদ্ধির নেয়ামতকে তাঁরই অবাধ্যতায় ব্যবহার করছি না?
আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন।আমিন।

13/08/2023

Rumi Aktar Ri chelle Cake By Sanjida Kate Kentot Orpitha cooking and vlog 𝑺𝒉𝒂𝒌𝒉𝒂𝒘𝒂𝒕 𝑯𝒐𝒔𝒔𝒂𝒊𝒏 - شَكَاوَةْ حُسَيْنَ ツ𝑶𝑭𝑪 Rayhan ahmed

ইদানীং ফেসবুকে ওয়ালে পোস্ট চলছে,নারী-পুরুষের আটকা আটকি।আমাদের বৈষম্যময় এ সমাজে নারীরা অনেক জায়গায়ই আটকায়, সেই হিসেবে পুর...
12/08/2023

ইদানীং ফেসবুকে ওয়ালে পোস্ট চলছে,নারী-পুরুষের আটকা আটকি।

আমাদের বৈষম্যময় এ সমাজে নারীরা অনেক জায়গায়ই আটকায়, সেই হিসেবে পুরুষেরা তুলনামূলক কম আটকায়...! তবে এসব প্রশ্ন সৃষ্টি করে কতিপয় দুষ্কৃতকারী ব্যক্তি পরিবার ও সমাজকে কলুষিত করার পায়তারা করছে।
আল্লাহ তা'য়ালা বলেন,

الرِّجَالُ قَوّٰمُوۡنَ عَلَى النِّسَآءِ

নারীদের উপর পুরুষগণ শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্বের অধিকারী। (সুরা নিসা-৩৪)

নারী-পুরুষ কে কোথায় আটকে এসব প্রশ্ন শয়তানের মস্তিষ্ক প্রসূত। মূল কথা হলো, উভয় উভয়ের কাছেই আটকা। এ ব্যাপারে আল্লাহ তা'য়ালা সুরা বাকারার ১৮৭ নং আয়াতে বলেছেন,

هُنَّ لِبَاسٌ لَّكُمۡ وَاَنۡتُمۡ لِبَاسٌ لَّهُنَّؕ

তোমরা পরস্পর পরস্পরের পোষাক সরূপ।
পোষাক লজ্জা নিবারণের মাধ্যম। সেই পোষাকের সাথে তুলনা করা হয়েছে পরস্পর স্বামী-স্ত্রীকে। তবে স্বামী-স্ত্রী ব্যতীত অন্য নারী-পুরুষ অবাধে মেলামেশা করাকে সভ্য সমাজ বলা যায়না। সুতরাং স্বামী-স্ত্রী একে অপরকে ছাড়া লজ্জা নিবারণের কোনো উপায় নেই, অতএব এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই যদি আপনি মনুষ্যত্ব সম্পন্ন সভ্য কোনো জাতি হন।

রাত আমাদের জীবনের এমন একটা পর্ব, যেটা মানুষ হয় জান্নাত না হয় জাহান্নাম কেনার কাজে ব্যয় করে! ~ শাইখ মামুনুর রশিদ হাফিঃ
12/08/2023

রাত আমাদের জীবনের এমন একটা পর্ব, যেটা মানুষ হয় জান্নাত না হয় জাহান্নাম কেনার কাজে ব্যয় করে!

~ শাইখ মামুনুর রশিদ হাফিঃ

11/08/2023

আমি যাকে বিশ্বাস করেছি, সে নিয়মিত আমার বিশ্বাস ভেঙ্গেছে।
আমি যার জন্য ভেবেছি যে হয়তো সে আমাকে ছাড়া থাকতে পারবে না। অথচ সে আমার খোজও নেই নি।
আমি যার জন্য যুদ্ধ করেছি,অপেক্ষা করেছি সে আমাকে ছেরে পালিয়ে গেছে।তাই তাকে মুক্ত করে দিয়েছি।
দিয়েছি তাকে নতুন দিশা।খুজে নিক সে তার প্রকৃত ভালোবাসা।🥹💔

11/08/2023

Allahumma Salli wa Sallim ‘alaa Nabiyyinaa Muhammad(sa:)...

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাঃ)

O Allah, Send prayers and peace upon our Messenger Muhammad [sa:]

11/08/2023

চেষ্টা চালিয়ে যান।সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। 🥰❤️🥀

10/08/2023

সম্পর্কের নামে যারা ঠকায়,প্রতারণা করে, বিশ্বাস ভাঙে, নিঃস্ব করে দেয়, তাদের বাহিরেরটা হিরের মত চকচকে হয়, আগে থেকে দেখেও কিছুতেই বুঝতে পারা যায় না তারা উপরোক্ত কাজ গুলো করতে পারে বলে। আর সহজ সরল মানুষ গুলো তাদের এই বাইরের রূপটা দেখেই বিশ্বাস করে ফেলে, ভরসা করে প্রবল ভাবে জড়িয়ে পড়ে তাদের সাথে। তারপর একদিন আবিষ্কার করে ফেলে সর্বস্ব দিয়ে জীবনটাকে যার সাথে জড়িয়ে ফেলেছিল, সে একজন প্রতারক, নকল একটা মানুষ। আসলে তখন কিছুই করার থাকে না। মানুষ তখন নিজেকে দোষ দিতে থাকে এটা বলে যে, মানুষ চিনতে ভুল করেছি।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Jhorna's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhorna's Dream:

Videos

Share


Other Digital creator in Faridpur

Show All

You may also like