Cricket News

Cricket News Fast and reliable news source about cricket, specially about Bangladesh Cricket team !

২০০৭-২০২৪ টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে সাকিব এবং রোহিত শর্মা
05/06/2024

২০০৭-২০২৪ টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে সাকিব এবং রোহিত শর্মা

ফিক্সার টী-টুয়েণ্টি ওয়ার্ল্ডকাপ ২০২৪
04/06/2024

ফিক্সার টী-টুয়েণ্টি ওয়ার্ল্ডকাপ ২০২৪

শুভ জন্মদিন ওয়াসিম আকরাম
03/06/2024

শুভ জন্মদিন ওয়াসিম আকরাম

03/06/2024
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৬২ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৮২ রানের বড় সংগ্রহ পায় ...
02/06/2024

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৬২ রানে হেরেছে বাংলাদেশ।

আগে ব্যাটিং করে ১৮২ রানের বড় সংগ্রহ পায় ভারত। দলটির হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন সূর্যকুমার যাদব। জবাবে ৪১ রানে ৫ উইকেট হারানোর পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ৭৫ রানের জুটি গড়েন।

তবে সেটা হার এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। রিয়াদ করেন ২৮ বলে ৪০ আর সাকিব করেন ৩৪ বলে ২৮ রান। তবে সাকিব আউট হলেও রিয়াদ আউট না হয়েই মাঠ ছাড়েন। আগামী ৮ই জুন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের টপ অর্ডারের হালচাল :সৌম্য সরকার--সবশেষ ফিফটি প্রায় তিন বছর আগে। টানা ২৫ ইনিংস ফিফটি...
01/06/2024

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের টপ অর্ডারের হালচাল :

সৌম্য সরকার--

সবশেষ ফিফটি প্রায় তিন বছর আগে। টানা ২৫ ইনিংস ফিফটি নেই। এই সময়ে ব্যাটিং গড় ১১.১২। স্ট্রাইক রেট ১০৫.৭০।

লিটন কুমার দাস--

সবশেষ ফিফটি গত বছরের মার্চে। টানা ১১ ইনিংস ফিফটি নেই। এই সময়ে ব্যাটিং গড় ১৯.২০। স্ট্রাইক রেট ১০০.৫২।

নাজমুল হোসেন শান্ত--

টানা আট ইনিংসে ফিফটি নেই। এই সময়ে ব্যাটিং গড় ১৫.১২। স্ট্রাইক রেট ৯৩.৭৯।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৭ ইনিংস খেলে স্ট্রাইক রেট ১০৯.৬৪।

গত বছর এশিয়া কাপে বাংলাদেশের হয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল পেসার তানজিম হাসান সাকিব। অভিষেকে নজর কেড়ে এর পর থেকেই রয়েছেন জ...
30/05/2024

গত বছর এশিয়া কাপে বাংলাদেশের হয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল পেসার তানজিম হাসান সাকিব। অভিষেকে নজর কেড়ে এর পর থেকেই রয়েছেন জাতীয় দলের সঙ্গে, খেলছেন নিয়মিত। আগ্রাসী মনোভাব আর উইকেট শিকারের সহজাত ক্ষমতা তাকে নিয়ে উচ্চাশা বাড়িয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার স্কোয়াডে রয়েছেন জুনিয়র সাকিব।

শেষ সময়ে দলে নেওয়া হয়েছে তাকে। তাকে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচকের বক্তব্য ছিল, দলের প্রতি নিবেদনের দিক বিবেচনায় এই পেসার যাচ্ছেন বিশ্বকাপে।

বিশ্বকাপ সামনে রেখে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তানজিম সাকিব। তার কণ্ঠে শোনা গেল স্বপ্নপূরণের কথা, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার।

বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’
তরুণ এই পেসার বরাবরই আগ্রাসী মনোভাবের। ব্যাটারদের চোখে চোখ রেখেই চলেন সব সময়। তরুণ এই পেসারের এবারের লক্ষ্যটাও শুধু আধিপত্য দেখানো, ‘এটা শুরু থেকেই ছিল।


আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশা আল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি।’

এর আগে তানজিম হাসান সাকিব ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন । তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিদ তামিমরাও সেখান থেকেই উঠে এসেছেন। হয়েছেন জাতীয় দলের নিয়মিত মুখ।

29/05/2024

ক্রিকেট নিয়ে অজানা কিছু গুরুত্বপূর্ন তথ্য
শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন...

আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১লা জুন প্রতিপক্ষ ভারত। যেখানে আইসিসির র‌্যাংঙ্কিংয়ে ১৯ নম্বর দলের বিপক্ষে সি...
28/05/2024

আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১লা জুন প্রতিপক্ষ ভারত।

যেখানে আইসিসির র‌্যাংঙ্কিংয়ে ১৯ নম্বর দলের বিপক্ষে সিরিজ হেরেছে সেখানে ভারততো আরও কঠিন প্রতিপক্ষ। ডালাসে আজ প্রস্তুতি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

সবকিছু মিলিয়ে বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে বড় আশা করা কঠিন। তবে ক্রিকেট বলে কথা। টাইগাররা সেরা ফর্মে থাকলে যেকোনো দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ হতে পারে। ওপেনিংয়ে তানজিদ তামিম আছেন দারুণ ফর্মে। তাকে লিটন বা সৌম্য সঠিকভাবে সঙ্গ দিতে পারলে মিডল অর্ডারের চাপ কমবে।

শুরুটা ভালো হলে, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শান্ত, মাহমদুল্লাহ রিয়াদরা দলকে এনে দিতে পারবে বড় সংগ্রহ। অন্যদিকে তরুণ বোলার তানজিম হাসান সাকিব এখনো নিজেকে মেলে ধরতে পারেনি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে তার বোলিংয়ে খুব বেশি চমক ছিল না। ফেলতে পারেননি তেমন কোনো প্রভাবও। অন্যদিকে শুরুটা খারাপ হলেও দলের অন্যতম সেরা পেসার শেষ ম্যাচে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন। একাই যুক্তরাষ্ট্রের ৬ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন।

স্পিনাররাও এখন পর্যন্ত খুব একটা সফল নয়। তবে বিশ্বকাপ মিশনের প্রথম প্রস্তুতি ম্যাচে শেষ সুযোগ নিজেদের গুছিয়ে নেয়ার। তবে তার জন্য দলের প্রত্যেক সদস্যকেই দিতে হবে নিজের সেরা পারফরম্যান্স।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি মেইডেন ওভার নেওয়া বোলার
26/05/2024

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি মেইডেন ওভার নেওয়া বোলার

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের ১৫ সদস্যের এই দলে নেই কোনো চমক। যথারীতি...
25/05/2024

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের ১৫ সদস্যের এই দলে নেই কোনো চমক। যথারীতি বাবর আজমের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান। দলে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ১০০তম হারের লজ্জার রেকর্ড বাংলাদেশের...
24/05/2024

টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ১০০তম হারের লজ্জার রেকর্ড বাংলাদেশের...

টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অফে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে রাজস্থান রয়্যালস...
23/05/2024

টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অফে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অন্যদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টি এসেছিল ৫ ম্যাচ আগে। বেঙ্গালুরু ছুটছিল, আর রাজস্থানের পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল মাটি। কিন্তু আহমেদাবাদে এলিমিনেটর নামের নকআউট ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয়টা পেল রাজস্থানই। বিদায় নিতে হলো বেঙ্গালুরুকে। বিরাট কোহলি আর বেঙ্গালুরুর আইপিএল শিরোপার অপেক্ষাও বাড়ল আরেকটু।

বেঙ্গালুরুর দেওয়া ১৭৩ রানের লক্ষ্য রাজস্থান পেরিয়ে গেছে ৪ উইকেট ও ৬ বল বাকি রেখে। ফলে ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলবে রাজস্থানই। সে ম্যাচে জয়ী দল সঙ্গী হবে আগেই ফাইনালে চলে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৩ রানে আটকে দেয় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ মে) হিউস্টনে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারি...
22/05/2024

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৩ রানে আটকে দেয় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ মে) হিউস্টনে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে এই রান তোলে টাইগাররা। জবাবে তিন বল হাতে রেখেই ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

টস হেরে ব্যাট করতে নেমে ৫.১ ওভারে দলীয় ৩৪ রানে ফেরেন বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। ১৫ বল খেলে মাত্র ১৪ রান করে এলবিডব্লিউ হন লিটন দাস। সৌম্য করেন ১৩ বলে ২০ রান। এরপর ক্রিস ছেড়ে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১১ বলে মাত্র ৩ রান করে ফেরেন। শান্তর বিদায়ের পর রান আউটের শিকার হন সাকিব আল হাসান। তিনি ১২ বলে ৬ রান করে বিদায় নেন।

তবে তাওহীদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রানে আউট হলেও হৃদয় খেলেন ৪৭ বলে ৫৮ রানের ইনিংস। এছাড়া জাকের আলী ৫ বল খেলে ৯ রানে অপরাজিত ছিলেন।
১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাক প্যাটেল। তবে দলীয় ২৭ রানে রান আউটের শিকার হন মোনাক। দলীয় ২৭ রানে ১০ বলে ১২ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা অ্যান্ড্রিস গিউসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন টেইলর। তবে দলীয় ৬৫ রানে গিউসকে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন রিশাদ হোসেন। ১৮ বলে ২৩ রান করেন গিউস।

এরপর ২৯ রানের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। টেইলর ২৯ বলে ২৮, অ্যারন জন্স ১২ বলে ৪ ও নিতিশ কুমার ১০ বলে ১০ রান করে সাজঘরে ফিরে যান। তবে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিংয়ের ব্যাটে লড়াই করে যুক্তরাষ্ট্র। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হারমিত। তার ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।

কেমন হয়েছে কমেন্টে জানান!
20/05/2024

কেমন হয়েছে কমেন্টে জানান!

ওপেনার লিটন দাস রান পাচ্ছেন না। তার বিশ্বকাপ দলে থাকা নিয়েই প্রশ্ন উঠেছে। অধিনায়ক নাজমুল শান্তর রান না পাওয়া টিম ম্যানেজ...
19/05/2024

ওপেনার লিটন দাস রান পাচ্ছেন না।
তার বিশ্বকাপ দলে থাকা নিয়েই প্রশ্ন উঠেছে। অধিনায়ক নাজমুল শান্তর রান না পাওয়া টিম ম্যানেজমেন্টের জন্য আরও দুশ্চিন্তার। ভক্তদের রোষানলে তিনি। ডানহাতি-বাঁহাতি সমন্বয়ের কারণে তাওহীদ হৃদয়ের ব্যাটিং অর্ডারে পরিবর্তন দেখা গেছে।

ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের টি-২০ বিশ্বকাপেও আগেও ব্যাটিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা কাটছে না। এর আগে সংযুক্ত আরব আমিরাত কিংবা অস্ট্রেলিয়া বিশ্বকাপেও ব্যাটিংয়ে ভালো করেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

ফের চিরচেনা বেগুনি জার্সি গায়ে চাপছেন সাকিব আল হাসান। ফিরছেন প্রিয় পরিবারে, নাইট রাইডার্স শিবিরে। তবে আইপিএলের দল কলকাতা...
18/05/2024

ফের চিরচেনা বেগুনি জার্সি গায়ে চাপছেন সাকিব আল হাসান। ফিরছেন প্রিয় পরিবারে, নাইট রাইডার্স শিবিরে।
তবে আইপিএলের দল কলকাতা নয়, মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। মাঠে নামবেন বিশ্বকাপের পরপরই।

মেজর লিগ ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। সরাসরি চুক্তিতেই তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি।

শুক্রবার তাকে দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছে তারা। এক স্ট্যাটাসে লিখে, ‘আন্তর্জাতিক সাইনিং অ্যালার্ট। ২০২৪ সালের আসরের জন্য সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সে যোগ দিয়েছেন।’ পোস্টে বাংলাও জুড়ে দিয়েছে তারা। লিখেছে, ‘শিগগিরই দেখা হচ্ছে, সাকিব।’

কলকাতা সাকিবের ঘরের মতোই। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল দাপিয়েছেন। দুই শিরোপা জয়েও ছিল তার অবদান। যদিও ২০১৮ ও ২০১৯ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন সাকিব। তবে ২০২১ সালে ফের ফেরেন কলকাতায়।

প্রস্তুতিমূলক ম্যাচের শিডিউল ২০২৪ টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ
17/05/2024

প্রস্তুতিমূলক ম্যাচের শিডিউল
২০২৪ টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ

রানে না থেকেও লিটন কেন বিশ্বকাপ দলে !গত বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপ থেকেই ছন্দে নেই লিটন কুমার দাস। সম্প্রতি টেস্ট, ওয়া...
17/05/2024

রানে না থেকেও লিটন কেন বিশ্বকাপ দলে !

গত বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপ থেকেই ছন্দে নেই লিটন কুমার দাস। সম্প্রতি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না জাতীয় দলের এই তারকা ওপেনার।

যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে তাকে ডাগআউটে বসিয়ে রাখা হয়েছিল; কিন্তু আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে লিটনকে সুযোগ দেওয়া হয় টি-টোয়েন্টি সিরিজে; কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন। তিন ম্যাচে আউট হন ১, ২৩ ও ১২ রান করে।

রানে না থাকার পরও লিটন দাসকে কেন বিশ্বকাপ দলে রাখা হলো। এমন প্রশ্নের ব্যাখ্যায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কয়েকটা সিরিজ খারাপ গিয়েছে। তবে আমরা নতুন কাউকে এখন চাইনি। অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি। আশা করছি, সে ভালোভাবে ফিরবে।’

শান্ত বলেছেন- ভালো বিকল্প থাকলেও বিশ্বকাপ দলে থাকতেন লিটন। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ভালো বিকল্প থাকলেও লিটনকে পরিবর্তন করতাম না। কারণ এই সিরিজটি শুরু হওয়ার অনেক আগেই আমরা দলের কম্বিনেশন ঠিক করে রেখেছি। দুই একটা জায়গা দেখে নেওয়ার প্রয়োজন ছিল, সেটা করা হয়েছে।

অধিনায়ক আরও বলেন, ‘আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছি যাতে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে যেতে পারি। সিরিজে আমরা এটাই করার চেষ্টা করেছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান ভারতের ভিরাট কোহলির। আর বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক সাকিব আল হাস...
16/05/2024

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান ভারতের ভিরাট কোহলির।
আর বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক সাকিব আল হাসান...

বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি। আগামী ২১শে মে হবে দুই দলের ম্যাচ। এক...
16/05/2024

বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি। আগামী ২১শে মে হবে দুই দলের ম্যাচ।

একদিন করে বিরতি দিয়ে হবে বাকি দুই ম্যাচ। অর্থাৎ ২৩শে মে দ্বিতীয় এবং ২৫শে মে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে।

তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পর, বাংলাদেশের রয়েছে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। যার একটি ভারতের বিপক্ষে। আরেক ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

ভাগ্য সহায় হোক...
16/05/2024

ভাগ্য সহায় হোক...

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের শিকার ৪৭ উইকেট।বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনিই শীর্ষে। তালিকায় থাকা পরের ৬...
15/05/2024

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের শিকার ৪৭ উইকেট।

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনিই শীর্ষে। তালিকায় থাকা পরের ৬ জনের ৫ জন ইতিমধ্যে অবসর নিয়েছেন আর বাকি একজন এবারের আসরে নেই। আর ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ১৬ ম্যাচে ৩১ উইকেট। ফলে এবারের আসর শেষে অতি নাটকীয় কিছু না হলে শীর্ষে সাকিবই থাকছেন।

বাংলাদেশের মধ্যে সাকিবের পর আছেন মোস্তাফিজুর রহমান। ৪ আসরের ১৫ ম্যাচে ২০ উইকেট নিয়ে ২৭ নম্বরে থাকা এই পেসার এবারের দলেও আছেন। ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবের অবস্থান ৮ নম্বরে। ২৩.৯৩ গড় আর ৩ ফিফটিতে ৭৪২ রান করেন তিনি। এই তালিকায় বাংলাদেশের জার্সিতে সবার উপরে।

সাকিবের পরে থাকা তামিমের অবস্থান ২৮ নম্বরে। তার ব্যাট থেকে এসেছে ৫১৪ রান। ২০০৭ সালে আনকোড়া সাকিব থেকে মাঝে বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়া আর এখন ক্যারিয়ারের শেষ পর্বে চলে আসা। যেন একটা উপন্যাস! এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে ১৫ জনের অন্তত ৬ জন প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এরমধ্যে অনেকেই হয়তো তখনো পেশাদার ক্রিকেটই খেলা শুরু করেননি। বিশ্বকাপে স্কোয়াডে বাংলাদেশে সবচেয়ে জুনিয়র সদস্য লেগ স্পিনার ২১ বছর বয়সী রিশাদ হোসেন। আর সবচেয়ে সিনিয়র ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৭ বছর বয়সী সাকিবের চেয়ে তিনিই শুধু সিনিয়র এই স্কোয়াডে।

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয় সাকিবের। আগে ফিল্ডিং করা বাংলাদেশের সেরা বোলার ছিলেন তিনি। ৪ ওভারে ৩৪ রান খরচায় নেন ৪ উইকেট। এরপর ব্যাট হাতে করেন ৯ বলে ১৩ রান। সবমিলিয়ে ওই বিশ্বকাপে ৫ ম্যাচে ৬৭ রানের সঙ্গে নেন ৬ উইকেট। ওই আসরে বাংলাদেশের জার্সিতে তার চেয়ে বেশি উইকেট ছিল শুধু আব্দুর রাজ্জাকের (৭)।

২০০৯ সালে বিশ্বকাপটা ভালো কাটেনি সাকিবের। ২ ম্যাচে সুযোগ পেয়ে করেন ১৫ রান আর নেন ২ উইকেট। ঠিক পরের বছর মাঠে গড়ায় আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরেও মাত্র ২ ম্যাচ খেলার সুযোগ পান সাকিব। যেখানে ৭৫ রানের সঙ্গে শিকার করেন ৪ উইকেট। ২০১২ বিশ্বকাপেও সাকিবের খেলা ম্যাচের সংখ্যা ২। যেখানেও রান করেন ৯৫, তবে কোনো উইকেটের দেখা পাননি।

২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ওই আসরে ৭ ম্যাচে ১৮৬ রান করেন সাকিব। বল হাতে নেন ৮ উইকেট। ৮ রান খরচায় ৩ উইকেট ওই আসরে তার সেরা বোলিং ফিগার। ২০১৬ সালে সাকিব ভারতে হওয়া বিশ্বকাপে সাকিব খেলেন ৭ ম্যাচ। সেখানে ১২৯ রানের সঙ্গে শিকার করেন ১১ উইকেট। ৯ রান খরচার ৪ উইকেট ওই আসরে এই বাঁহাতি স্পিনারের সেরা বোলিং ফিগার।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ায় সংযুক্ত আরব আমিরাতে। মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে ওই আসরে ৬ ম্যাচে ১৩১ রান করেন সাকিব। আর বল হাতে নেন ৬ উইকেট। আর সর্বশেষ গত আসরে অধিনায়ক হিসেবে খেলেন সাকিব। যেখানে ৫ ম্যাচে ৪৪ রান করেন আর নেন ৬ উইকেট।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।
14/05/2024

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

আপনাদের মতামত দিন...
14/05/2024

আপনাদের মতামত দিন...

ব্রেকিং নিউজ !
13/05/2024

ব্রেকিং নিউজ !

Address

Block G, Bashundhara RA
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Cricket News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All

You may also like