বিশ্ব তথ্য

বিশ্ব তথ্য বিশ্বের বিভিন্ন তথ্য সম্পর্কে জানার সহজ একটি মাধ্যম

বিশ্বের বিভিন্ন তথ্য এই পেজে পোষ্ট করা হবে। আমাদের পোষ্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই Like দিবেন Comment এবং Share করবেন। এতেই আমরা অনুপ্রাণিত হয়ে আরও মজার মজার তথ্যসমূহ পোষ্ট করার উৎসাহ পাবো।


ধন্যবাদ

29/05/2023

ঘোড়াগুলোকে দেখলে মনে হয় যেন সোনার মধ্যে ডোবানো হয়েছে.....

31/03/2023

নবীজির (সা) চোখে শ্রেষ্ঠ মানুষ যারা

আসুন মিলিয়ে নিই নিজেদের সাথে

আমাদের চোখে সেরা মানুষের সংজ্ঞা কী? অনেক পড়াশোনা জানা, অনেক সম্পদের অধিকারী ইত্যাদি। চলুন দেখে নিই আমাদের প্রাণপ্রিয় রাসূলের (সা) চোখে সর্বশ্রেষ্ঠ মানুষের গুণাবলীগুলো। রাসূলের (সা) বিভিন্ন হাদীস থেকে সেরা মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারি। হাদীসগুলো থেকে কয়েকটি নিচে তুলে ধরা হলো।

১।
তোমাদের মধ্যে সর্বসেরা সে, যে কুরআন শিখে এবং শেখায়।
(বুখারী, পর্ব: ফাজায়েলুল কুরআন, অধ্যায়: ২১ হাদীস নং: ৫০২৭)

২।
নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।
(বুখারী, পর্ব: শিষ্টাচার, অধ্যায়: উত্তম চরিত্র, হাদীস নং: ৬০৩৫)

৩।
তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।
(বুখারী, পর্ব: উকীল নিযুক্তকরণ, অধ্যায়: ৬, হাদীস নং: ২৩০৫)

৪।
তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যান আশা করে, অনিষ্টের আশংকা করে না।
( তিরমিজী, পর্ব: ফিতান, অধ্যায়: ৭৬, হাদীস নং: ২২৬৩/২৪৩২)

৫।
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তার পরিবারের নিকট ভালো।
(ইবনে হিব্বান, পর্ব: বিবাহ, অধ্যায়: স্বামী-স্ত্রীর জীবনাচার, হাদীস নং: ৪১৭৭)

৬।
তোমাদের মধ্যে সে সর্বোত্তম, যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়।
(সহীহুল জামে’, হাদীস নং: ৩৩১৮)

৭।
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি, যে সালাতে কোমল-স্কন্ধ। (অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ নরম করে তাকে সুযোগ করে দেয়)।
( আবূ দাঊদ, পর্ব: সালাহ, অধ্যায় ৯৬, হাদীস নং:৬৭২ )

৮।
সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়।
(জা-মিউল আহাদীস, হাদীস নং: ১২১০১ )

৯।
সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যানকর উপকারী।
(সহীহুল জা-মি’, হাদীস নং: ৩২৮৯ )

১০।
আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।
(তিরমিজী, পর্ব: সদ্ব্যবহার ও সুসম্পর্ক, অধ্যায়: ২৮, হাদীস নং: ১৯৪৪)

১১।
শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহাবীগন প্রশ্ন করলেন-সত্যবাদী মুখ বুঝা গেলো, কিন্তু পরিচ্ছন্ন অন্তরবিশিষ্ট কে?
নবীজি ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ-নির্মল, মুত্তাক্বী, যাতে কোন পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।
(সহীহুল জা-মি’, হাদীস নং: ৩২৯১)

আল্লহ তা’আলা আমাদেরকে সর্বোত্তম মানুষের সবগুলো গুণ দান করুন এবং প্রকৃত ঈমানদার মানুষ হওয়ার তাউফীক দান করুন। আমিন।।

This content is copied from Muslim Day Android App.

লজ্জাবতী গাছের পাতা ছোয়ার সাথে সাথে নেতিয়ে যায় কেনো? 🥲****আমরা লজ্জা পেলে যেমন মাথা নুইয়ে ফেলি, তেমনি বিশেষ এক গাছের প্র...
11/01/2023

লজ্জাবতী গাছের পাতা ছোয়ার সাথে সাথে নেতিয়ে যায় কেনো? 🥲
*
*
*
*

আমরা লজ্জা পেলে যেমন মাথা নুইয়ে ফেলি, তেমনি বিশেষ এক গাছের প্রায় একই রকম বৈশিষ্ট্যের কারণে গাছটির নাম লজ্জাবতী।

লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তা সঙ্কুচিত হয়ে যায়। কিন্তু কেন এমন হয়? গাছের আবার লজ্জা কীসের? তবে কি মানুষের মতো গাছেরও অনুভূতি রয়েছে? এমন প্রশ্নগুলো কি কখনো এসেছে আপনার মাথায়? মূলত, বিশেষ এক বৈশিষ্ট্যের কারণে এমনটা হয়ে থাকে-

লজ্জাবতীর ছোট যে পত্রকগুলো থাকে সেগুলো আলো পেলে খুলে যায় আর অন্ধকার পেলে বন্ধ হয়। এর পাশাপাশি এর পাতায় কিছুর স্পর্শ লাগলে পত্রকগুলো বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা এর ব্যাখ্যা খুঁজে বের করেছেন।

বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা শেষে জানান, লজ্জাবতীর পাতার গোড়া একটু ফোলা থাকে। এর ভেতরে থাকে অনেকগুলো বড় বড় কোষ। এই কোষগুলো যখন পানিভর্তি হয়ে ফুলে ওঠে তখন লজ্জাবতী পাতার ডাঁটটি সোজা থাকে। কিন্তু হঠাৎ পাতা স্পর্শ করলে ‘ #অ্যাসিটাইর_কোলিন’ জাতীয় একধরনের রাসায়নিক পদার্থের মাধ্যমে একটা তড়িৎ প্রবাহ সারা শরীরে ছড়িয়ে পড়ে।

এই রাসায়নিক পদার্থটি খুব দ্রুত এক কোষ থেকে অন্য কোষে যেতে পারে। যার প্রভাবে পাতার গোড়ার ফোলা কোষগুলো থেকে খনিজ লবণ হঠাৎই বাইরে বেরিয়ে আসে। সেসঙ্গে ফোলা কোষ থেকে পানি বেরিয়ে চলে যায় পেছনের দিককার কোষে। ফলাফলস্বরূপ ফোলা কোষগুলো চুপসে যায়।

আর কোষ চুপসে গেলেই তাদের চাপ কমে গিয়ে পাতার ডাঁটাটি আর সোজা থাকতে না পেরে নুয়ে পড়ে। পুরো ব্যাপারটি ঘটে চোখের পলকে আর তাইতো আমরা ছুঁয়ে দিলেই নুয়ে পড়ে লজ্জাবতী।

#আপনার অজানা আরো তথ্য জানার জন্য পোষ্টগুলোতে লাইক দিয়ে এই পেইজের সাথেই থাকুন । আর ভালো লাগলে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানের কোনো সমস্যা হয়?স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয়, এটি একটি বহুল প...
17/08/2022

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানের কোনো সমস্যা হয়?

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয়, এটি একটি বহুল প্রচলিত গুজব। কিন্তু সঠিক তথ্য হচ্ছে, স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তানের কোনো সমস্যা হয় না। হওয়ার কোনো কারনও নাই।

তবে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ, স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং প্রথম সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হলে সমস্যা হয়ে থাকে যাকে Rh Isoimmunization বলে। কারণ এই বিশেষ ক্ষেত্রে স্ত্রীর শরীরে RH Antibody তৈরি হয় যা পরবর্তী গর্ভাবস্থাকে ঝুঁকিতে ফেলে। পরবর্তী গর্ভাবস্থার বাচ্চাটি যদি আবার পজিটিভ গ্রুপের হয় তবে মায়ের এই RH Antibody-এর কারণে পরবর্তী পজিটিভ বাচ্চা জন্মগতভাবে রক্তশূন্যতা, জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এমন কি গর্ভে সন্তান মারাও যেতে পারে।

এ কারনে, প্রথম পজিটিভ সন্তান জন্মের ৭২ ঘণ্টার ভেতর ‘Rh Anti-D Antibody’ নামক একটি প্রতিরোধক ইঞ্জেকশান মাকে দিতে হবে।

(ছবির চার্টটি সেইভ করে রাখুন... প্রয়োজনে কাজে লাগবে)
------------------------------

সচেতনতায়ঃ
রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ
ওভমা - OVBMA - Online Voluntary Blood Management Association

Address

Mirpur
Dhaka
1216

Telephone

01677079062

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্ব তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিশ্ব তথ্য:

Videos

Share

Category