এই উদ্যোগের উৎপত্তি চায়ের দোকানের আড্ডা থেকে, যেখানে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় এর কিছু ছাত্র নতুন কিছু শুরু করার চিন্তা থেকে এই ধারণা আসে , প্রথমে তারা একটি ফেসবুক পেজের মাধ্যমে এই সার্ভিস চালু করে এবং ইউনিভার্সিটি প্রাজ্ঞনে ব্যাপক সাড়া ফেলে ,পরবর্তীতে নানা প্রতিকূলতার পরে নতুন প্রতিষ্ঠানে BOOKTIONARY এর যাত্রা শুরু হয় ২০১৮ সালের ৯ নভেম্বর থেকে।
ভার্সিটি লাইফের সবচেয়ে প্যাঁরাদায়ক বিষয় হল জ্যাম ঠেলে নীলক্ষেত গিয়ে বই কেনা, পুরানো বই এক্সচেঞ্জ করে নতুন বই এর উপর ডিস্কাউন্ট পাওয়ার জন্যই এই কষ্ট করা , কেউ কি কখনও ভেবে দেখেছেন এই সুবিধাটা যদি বাসায় বসেই পাওয়া যায় ?
এর সবচেয়ে সুন্দর সমাধান নিয়ে এল www.booktionary.com.bd
সম্পূর্ণ ইউনিক আমাদের ওয়েবসাইট এর UNIVERSITY অপশনে গিয়ে শুধুমাত্র যার যার ভার্সিটি ,ডিপার্টমেন্ট ,সেমিস্টার সিলেক্ট করে সার্চ দিলেই সংসৃষ্ট সেমিস্টারের শিক্ষকগণের রিকমেন্ডেড সকল নতুন, পুরাতন বই এবং বান্ডেল পাওয়া যাবে এবং যে ইউনিভার্সিটির বইগুলো পাওয়া যাবে না উপরের রেকুএস্ট অপশনে ইনবক্স করলেই আপডেট হয়ে যাবে ২/৩ দিনের মধ্যে।
মজার বিষয় হল আমাদের ওয়েবসাইট থেকে লগইন করে কেনা বই বাসায় বশেই নেক্সট সেমেস্টার বা নেক্সট পারচেজ এ নতুন অথবা পুরাতন বইয়ের সাথে এক্সচেঞ্জ করে নতুন বইয়ের উপর ৬০% পর্যন্ত ডিস্কাউন্ট পেতে পারবেন প্রতিবারই ( ইউনিভার্সিটি লেভেল এর বই) ।
বিঃ দ্রঃ অবশ্যই Sign up and Log in করে অর্ডার করবেন Exchangeable সুবিধা পাবার জন্য।
একইভাবে মেডিকেল ,স্কুল, কলেজ, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম,সাব্জেক্ত, ক্লাস,গ্রপ সিলেক্ট করে যে কোন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী তাঁদের সকল বই খুজে পেতে পারবেন যথাক্রমে মেডিকেল, একাডেমি অপশনে এবং না থাকলে রিকুয়েস্ট করতে পারবেন।
এছাড়া যে কোন ধরনের গল্পের বই, BCS Guide Books, Foreign Writer Books, Guide Books,IELTS,GRE,GMAT,TOFEL,ACCA,CA,CAT,FAD,LSBF,FIA,CIMA,CFA,ICMA,Comics Books, All kind of original and Copy Books অর্থাৎ বই জগতের সকল কিছুই আপনি পাবেন আমাদের ডিজাইন করা ওয়েবসাটের General অপশনে।
ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য stationary সকল পণ্য পাবেন ওয়েবসাইটের Stationary অপশনে। Architecture Department এর সকল প্রয়োজনীয় জিনিস পাবেন আমাদের কাছে, আমরা আমাদের ওয়েবসাইট এমনভাবে ডিজাইন করেছি যাতে সকল ছাত্রছাত্রী তাদের সময়ের সঠিক ব্যাবহার করতে পারেন এবং যানজট তাদের পড়াশোনায় কোন ব্যাঘাত না ঘটায়।
আমাদের আরেকটি বড় সার্ভিস হল যে কোন অফিস এবং কোম্পানি তাদের সকল প্রয়োজনীয় পণ্য বড় লট আকারে আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবে এবং ভাল ডিস্কাউন্ট পেতে পারবেন।
সকলের জীবনযাত্রায় প্রয়োজনীয়তা আমরা খুব যত্নের সাথে পূরণ করার চেষ্টা করি যেটা আমাদের কোম্পানির মূলমন্ত্র।