22/03/2024
🔹ইসলামিক কুইজ : ১১🔸
সূচিপত্র ও অসাধারণ এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে "আল-কুরআনের আলো ইসলামিক কুইজ" পুরো রমজান মাস জুড়ে চলবে কুইজ। কুইজে অংশ নিতে কমেন্টে সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার।
✅আজকের কুইজ-১১: জান্নাতের সংখ্যা কতটি?
🔰নিয়মাবলি:
১. প্রতিদিন সাহরির সময় কুইজ পোস্ট হবে।
২. কুইজের সঠিক উত্তরটি কমেন্টে লিখতে হবে।(পেইজটিতে লাইক/ফলো না করলে কমেন্টস করতে পারবেন না, সুতরাং পেইজ এবং পোস্টে লাইক করুন)
৩. কমেন্টে ৫ জন বন্ধুকে মেনশন করতে হবে (যারা কুইজে অংশগ্রহণ করতে আগ্রহী)।
৪. কুইজের পোস্টটি অবশ্যই নিজের ওয়ালে (Privacy : Public) করে শেয়ার করতে হবে।
৫. পরবর্তী সাহরী পর্যন্ত কুইজের উত্তর দেওয়া যাবে।
৬. সঠিক উত্তরদাতার সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ হবে।
৭. প্রতিদিন ইফতারের সময় ৩জন বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার দেওয়া হবে। সর্বমোট ৯০ জন বিজয়ীকে পুরষ্কার দেওয়া হবে।
৮. একজন একাধিক দিন কুইজে অংশ নিতে পারবেন।
৯. বিজয়ী হতে হলে নিয়ম মেনে অংশগ্রহণ করতে হবে।
১০. কুইজ সকলের জন্য উন্মোক্ত থাকবে। তবে অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলক কম হলে কুইজ স্থগিত বা বিজয়ী কম করা হবে।
▪️কুইজ সংক্রান্ত যেকোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সূচিপত্র কর্তৃকপক্ষ রাখে।
✳️উদ্দেশ্যঃ পুরস্কার মূখ্য বিষয় নয় বরং এ রমজান মাসে ইসলামিক কুইজ আয়োজনের মাধ্যমে আমরা ইসলামিক অনেক জানা অজানা বিষয়গুলো পুনরায় জানার সুযোগ করে দিচ্ছি।
🟣 বিশেষ আকর্ষণঃ পুরো রমজান জুড়ে সর্বোচ্চ সংখ্যক বিজয়ী এবং বিজয়ী হয়নি কিন্তু সর্বাধিক কুইজে অংশগ্রহণ করেছেন এমন একজনসহ মোট তিনজনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
ডিজাইন পার্টনারঃ অসাধারণ: https://www.facebook.com/osadharonbd
পুরষ্কার স্পন্সর করছেনঃ
আহমেদ সোহেল, সোশ্যাল ওয়ার্কার ও সংগঠক।
আয়োজনেঃ Sucipotro
ডিজাইন পার্টনারঃ OSADHARON
ব্যবস্থাপনায়ঃ Shariful Islam Arash
#সূচিপত্র_ইসলামিক_কুইজ