AIUB Emotions

AIUB Emotions ভার্সিটির প্যারা ভুলে থাকুন🙂
(1)

06/12/2024
02/12/2024

-দেশপ্রেম-

আমার জন্ম ঢাকার গেণ্ডারিয়াতে। ছোটবেলায় ধূপ খোলা মাঠের নর্দমার পানি দিয়ে বানানো চালতার আচার খেয়েছি।
৫১ বছর ধরে বিদেশে আছি।
সেই কথা মনে পড়লে এখনো জিভ দিয়ে পানি গড়িয়ে পড়ে।

বাজারের সেই আমলকী, সজিনা গাছ আর কাঠের পুলের ইতিহাস।

যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে পড়তাম আর ফজলুল হক
হলে থাকতাম রাত দুটোর সময় পথের পাশের নোংরা দোকানে গিয়ে রুই মাছ ভাজা খেয়েছি। সাথে প্রচুর পেঁয়াজ।
এর পরে জীবনে কতো ফাইভ স্টার হোটেলে গিয়েছি কিন্তু সেই মাছের স্বাদ আর ভুলি নি।

আজ সকালে জার্মানিতে ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকাতেই মনটি খারাপ হয়ে গেলো।
প্রকৃতি যেন কাঁদছে। কোথায় আমার গেন্ডারিয়ার জ্বালাময়ী সূর্য !!!

ফেইসবুকে গেলাম। দেখলাম আমার মতই এক জার্মান প্রবাসী প্রশ্ন করেছেন নিজের স্ট্যাটাসে,
— “স্থায়ী বসবাসের জন্য বাংলাদেশে আসা ঠিক হবে ?”------

উত্তরগুলো দেখে স্তব্ধ হয়ে গেলাম।

১। না, মাটি দেওয়ার সময় হলে আসবেন। এ দেশ এখন সম্পূর্ণ বসবাসের অযোগ্য।

২। দুনিয়ায় আর বাঁচতে না চাইলে আসতে পারেন।

৩। আত্মঘাতী সিদ্ধান্ত।

৪। ন আকার না

৫। নো

৬। nein ( উত্তরদাতা নিশ্চয়ই জার্মানিতে থাকেন )

৭। না, আইসেন না।

৮। কষ্ট হইলেও ওইখানেই থাকেন।

৯। রাজনীতিবিদরা দেশে থাকে। ছেলে মেয়েদের পড়ায় বিদেশে। এর পরে
একদিন টুপ করে বিদেশে চলে যায়। এর নাম দেশপ্রেম।

পাঠক, আপনার মতামত পেলে খুশী হব।
Tarique Huq

30/11/2024

দিনের বেলা ভারতের পতাকা পাড়ায়া রাতে আতিফ আসলামের হিন্দি গানে নাচানাচি করে স্টোরি দিছে "ডিরিম কাম ট্রু"।

25/11/2024

দেশটার কি হইলো হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়া হয়ে গেলো। 🙃

Cursed City🙂
25/11/2024

Cursed City🙂

Visual represent of প্রতিটা সফল পুরুষের পেছনে নারীর হাত থাকে:
17/11/2024

Visual represent of প্রতিটা সফল পুরুষের পেছনে নারীর হাত থাকে:

২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ছেলেটা প্রত্যেকবছর মেয়েটা কে উইশ করেছে, উইশ করে সেটা আবার 'হাইলাইটস' এ রেখে দিয়েছে, ছেলেট...
12/11/2024

২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ছেলেটা প্রত্যেকবছর মেয়েটা কে উইশ করেছে, উইশ করে সেটা আবার 'হাইলাইটস' এ রেখে দিয়েছে, ছেলেটার মেয়েটার জন্য 'ভালোবাসার' কোনো কমতি নাই, তবুও সে মেয়েটার মন পায় নাই!

আপনার ছেলেটার জন্য আফসোস লাগতেই পারে কিন্তু এইখানে মেয়েটার দোষ ও দিয়ে লাভ নাই! একটা কথা আছে না? ''Efforts are nothing when you’re not the person they want!''

যে আপনাকে চায় না, তার পায়ে সারা দুনিয়া এনে দিলেও লাভ নাই! এক সাইড থেকে ভালোবেসে যাওয়া মানুষজন ঠিক এই কারনেই সবচেয়ে বেশি কষ্ট পায়! কতো কি করে ভালোবাসা পাওয়ার জন্য,কিন্তু পায় না!

যার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করছেন,সে আসলেই আপনাকে চায় কিনা সেটা তো জেনে নিতে হবে! সে যদি আপনাকে না চায়,তাহলে 'ওর জন্য কতো কি করছি আমি' বলে লাভ নাই! ও বলছিলো এইসব করতে???

আপনি একাই ভালোবাসেন,একাই কষ্ট পান! আপনার কষ্ট দিয়ে তার কিছুই যায় আসেনা!

11/11/2024

মা থা হা ত বিহীন লা*শ পাওয়া গিয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে ১৮-২০ বছর বয়সের ফি মে ল ব ডি। আশে পাশে যারা আছেন সবাই নিজেদের বান্ধবী ,বোন বা পরিচিত কেউ মিসিং থাকলে দ্রুত খোজ নেন ।

পরিবর্তন কোথায়? এতো বড় একটা গণঅভ্যুত্থানের পরেও আমাদের স্বভাবের পরিবর্তন হলো না ।
10/11/2024

পরিবর্তন কোথায়? এতো বড় একটা গণঅভ্যুত্থানের পরেও আমাদের স্বভাবের পরিবর্তন হলো না ।

Dream of an Engineer😎
04/11/2024

Dream of an Engineer😎

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIUB Emotions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category