জিজ্ঞাসা

জিজ্ঞাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জিজ্ঞাসা, Dhaka.

প্রশ্ন থেকেই জ্ঞানের আরম্ভ।
জানার অদম্য কৌতুহল মানুষকে প্রশ্ন করতে শেখায়, আর সেই প্রশ্নের উত্তর খুঁজার নিরন্তর প্রয়াসেই সৃষ্টি হয় দর্শন, বিজ্ঞান, অধিবিদ্যার মতো পদ্ধতিগত উপায়। জ্ঞানের গভীরতা নির্ভর করে প্রশ্নের প্রকৃতির উপর—যে প্রশ্ন আপনাকে উত্তর অন্বেষণে ত্বরিত করে। জ্ঞানের অতৃপ্তি থেকেই প্রশ্নের উদ্ভব।

জিজ্ঞাসা হলো সেই চিন্তা ও ভাবনার ক্ষেত্র যেখানে আমরা সমাজ, দর্শন, সৃজনশীলতা, এবং জীবনের গভীর

প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। এখানে প্রশ্ন তোলা, উত্তর খোঁজা, এবং নতুন দৃষ্টিভঙ্গি আবিষ্কারের মধ্য দিয়ে আমরা জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করি। আসুন, জানি; জানার আগে জিজ্ঞেস করি—নিজেকে, অপরকে, ও সমাজকে। জ্ঞানের আরম্ভ হোক আজই।

"জিজ্ঞাসা"—এটা শুধু একটি পেজ নয়, এটি এক নিরন্তর চিন্তা ও ভাবনার জগৎ।

02/10/2024

শেখ হাদিনা এবং তারেক জিয়া দুইজনেই এখন প্রবাসী।

তারা কতটাকা রেমিট্যান্স পাঠিয়েছেন, তার হিসাব জাতি জানতে চায়।

শেখ হাসিনার রেজিমের পতনের সাথেও কি টাইমস ম্যাগাজিনের কাভার স্টোরির সম্পর্ক আছে? Times Magazine Cover Curse বা টাইমস ম্যা...
01/10/2024

শেখ হাসিনার রেজিমের পতনের সাথেও কি টাইমস ম্যাগাজিনের কাভার স্টোরির সম্পর্ক আছে?

Times Magazine Cover Curse বা টাইমস ম্যাগাজিনের কাভার পেজের অভিশাপ বলে একটা তত্ব আছে। বলা হয় মার্কিন এই সাময়িকীর কাভার স্টোরিতে ঠাঁই করে নিলেই শুরু হয় তার অধঃপতন অথবা মৃত্য।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৬ সালে টাইমের কভারে আসার পর থেকে আর ক্ষমতায়ই আসতে পারেননি।

টাইম ম্যাগাজিনের কভারে ১৯৮২ জায়গা করে নিয়েছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। ১৯৮৫ সালে হঠাৎ করে অ্যাপল থেকে স্টিভ জবসকে বের করে দেওয়া হয়। পতন ঘটে তার প্রতিষ্ঠান নেক্সটেরও।

জন এফ. কেনেডি ম্যাগাজিনটির কাভারে আসেন ১৯৬১ সালে, এবং তাকে হত্যা করা হয় ১৯৬৩ সালে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন কাভারে আসেন ১৯৯৫ সালে এবং তাকে হত্যা করা হয় ১৯৯৫ সালেই

বেনজির ভুট্টো কাভারে আসেন ১৯৯৩ সালে এবং ১৯৯৬ সালে পার্লামেন্ট তাকে অনাস্থা প্রস্তাব দিয়ে অপসারণ করে এবং দুর্নীতির অভিযোগে তাকে দেশছাড়া করা হয়। ২০০৭ সালে তাকে হত্যা করা হয়।

মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত টাইমসের কাভারে আসেন ১৯৭৯ সালে এবং ২ বছর তাকে হত্যা করা হয় ১৯৮১ সালে।

এছাড়া মাহাত্মা গান্ধী এবং ইন্দিরা গান্ধী উভয়েই টাইমসের কাভারে আসেন এবং দুজনই হত্যার শিকার হন।

লেবাননের প্রধানমন্ত্রী রাফিক হারিরি কাভারে আসেন ২০০৫ সালে এবং উক্ত বছরেই তাকে হত্যা করা হয়।

ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি ২০০৩ কাভারে আসার পর মারা যান।

লিবিয়ার রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে টাইমসের কাভারে স্টোরি হয়ে আসেন এবং হত্যার শিকার হন।

ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে, ২০০৬ সালে মার্কিনিরা ফাঁসিতে ঝুলিয়ে হত্যার আগে ২০০৩ সালে টাইমসের কাভারে আনেন।

২০২৩ সালে হার্ড পাওয়ার শিরোনামে শেখ হাসিনাও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন।
শেখ হাসিনা টাইম ম্যাগাজিনের কভারে আসার বছর ঘোরার আগেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে।

30/09/2024

ইন্ডিয়ার চক্রান্ত এখনো থামেনি। তারা সব উইকেট সাকিবকে দিয়ে দিচ্ছে, যেন সাকিব ইস্যুতে দেশ আবার উত্তাল হয়!

28/09/2024

বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসকল তাত্বিক বিষয় পড়ানো হয় যেমন— দর্শন, সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এইগুলাও কি ধীরেধীরে আহমাদুল্লাহ হুজুর উঠায় দিবেন?

20/09/2024

বাইতুল মোকাররম মসজিদ দখলের জন্য দুর্বৃত্তদের হামলা! একজন মুসলিম হিসেবে এ হামলার তীব্র নিন্দা জানাই।

শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন।

19/09/2024
18/09/2024

সমন্বয়কদের বর্তমান অবস্থা।

কোথাও একবার পড়েছিলাম, সৈয়দ মুজতবা আলীকে কোনো এক আসরে মদ খেতে দেখে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন—আপনি যে মদ খাচ্ছেন, এটা দে...
14/09/2024

কোথাও একবার পড়েছিলাম, সৈয়দ মুজতবা আলীকে কোনো এক আসরে মদ খেতে দেখে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন—আপনি যে মদ খাচ্ছেন, এটা দেখে তরুণ সমাজ কী শিখবে?

উত্তরে সৈয়দ মুজতবা আলী মদের গ্লাসে চুমুক দিয়ে বলেছিলেন, 'তোমার তরুণ সমাজকে বলে দিও—মদ খাওয়ার আগে আমি পৃথিবীর ২৩ টি ভাষা রপ্ত করেছি।'

উনাকে নিয়ে আরেক মজার ঘটনা আছে!

সৈয়দ মুজতবা আলী তখন বেশ বিখ্যাত লেখক। প্রতিদিনই তাঁর দর্শন লাভ করতে ভক্তরা বাসায় এসে হাজির হয়। একদিন এক ভক্ত মুজতবা আলীর কাছে জানতে চাইলেন, তিনি কোন বই কী অবস্থায় লিখেছেন। মুজতবা আলী যতই এড়িয়ে যেতে চান, ততই তিনি নাছোড়বান্দা। শেষে মুজতবা আলী সরাসরি উত্তর না দিয়ে বললেন, 'দেখো, সুইস মনস্তত্ত্ববিদ কার্ল গুসতাফ জাং একদা তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন, কিছু লোক আমাকে জিজ্ঞেস করে, আমি কীভাবে লিখি। এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয়, কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানগুলো দেখাতে পারি, কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি দেখাতে পারি না।'

এমনই হাস্যরসে পরিপূর্ণ ছিল এই মানুষটি।

তাঁর লেখা 'দেশে বিদেশে' পড়েছি পাঁচ পাঁচবার! কাবুল-কান্দাহারে হারিয়েছি প্রতিবার। ভ্রমণ কাহিনী কতটা আনন্দদায়ক হতে পারে তা এ বই না পড়লে বুঝতে পারতাম না।

আজ এই মানুষটার জন্মদিন!

শুভ জম্মদিন প্রিয় লেখক!

22/08/2024

সাপের মাথায় আশ্রয় নিয়েছে ব্যঙ!
বিপদে পশুরাও শত্রুতা ভুলে যায়।

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিজ্ঞাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All