Holy Vabna

Holy Vabna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Holy Vabna, Dhaka.

30/09/2024

ভূল করা খারাপ বিষয় কিন্তু শিখতে গেলে আপনি ভূল করতে বাধ্য😁

29/09/2024

উত্তরবঙ্গে বন্যা কোন হইচই নাই।
এমনকি কোন মায়া কান্নাও নাই।
পরিবেশটা সুন্দর না

23/09/2024

আপনি যেটা সঠিক মনে করেন, সেটাই করুন। যতই আপনার সমালোচনা হোক। কারন আপনি করুন আর না করুন সমালোচনা হবেই!

23/09/2024

’’এটা করার/পাওয়ার জন্য সামর্থ্য আমার নেই’’ না বলে ভাবুন ‘‘ওটা পাওয়ার জন্য কিভাবে সামর্থ্যবান হতে পারেন?’’

22/09/2024

মানুষ স্বর্গে যেতে চায় কিন্তু কেউই মরতে চায় না।
সবাই ধনী হতে চায় কিন্তু টাকা হারাতে ভয় পায়।

বড় আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা যদি নারী ফাঁদ থেকে বেঁচে থাকতে পারে। আর যাই হোক দেশের অকল্যাণে শত্রুরা তাদের ব্যবহার করতে প...
14/09/2024

বড় আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা যদি নারী ফাঁদ থেকে বেঁচে থাকতে পারে। আর যাই হোক দেশের অকল্যাণে শত্রুরা তাদের ব্যবহার করতে পারবেনা।

প্রেম-প্রীতি, পরকীয়া, সমকামীতা এগুলো যত সৌন্দর্যমন্ডিত করে উপস্থাপন করা হোক না কেন! সমাজ কখনো এই অনৈতিক বিষয়গুলোকে বৈধতা দেয়নি, দেবে না।

খোদ আমেরিকার প্রেসিডেন্ডরাও এই ফাঁদ ও চাপ থেকে বাঁচতে পারেনি। অথচ তাদের দেশে সকিছুই নাকি ওপেন। তাহলে এসব প্রকাশ পেলে তারা কেন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে?

27/08/2024

এতদিনে অন্যায়কে ন্যায় বানানো,
চোখ বন্ধ করে অন্যায়কে ঠিক বলা মানুষগুলো এখন ন্যায়-অন্যায় বোঝে।
বিষয়টা ভালো লাগলো। এমনটাই চেয়েছি

22/08/2024

☠️☠️☠️তিতা কথা☠️☠️☠️☠️
ডুবোজাহাজ কিনছিলো কিন্তু পর্যাপ্ত আধুনিক স্পিডবোট কিনতে পারে নাই!
স্যাটেলাইট কোন স্বর্গে ভাসতেছে জানি না, যদি শুনি ২ দিন পর আমাদের স্যাটেলাইট মহাশুন্যে হারায় গেছে, অবাক হবো না!
আর এই ভারত বাদ দেন, এই বৃষ্টি বন্যার পূর্বাভাস এই দেশে ১০/১২ দিন আগে নেয়া পসিবল ছিলো। সেই ক্যাপাসিটি আমাদের আবহাওয়া অফিসের ছিলো। এই বন্যা নিয়ে আরো ২/৩ মাস আগে সাবধান করাও হইছিলো। ভারতের পিন্ডি আর কম জ্ঞানের জিওপলিটিক্স এর এক্সকিউজ না দেখায়ে নিজেদের ছিড়া লুংগির দিকে তাকানো উচিত!!
আমজনতা যেখানে জানপ্রাণ হাতে নিয়ে যেমনে পারতেসে সাহায্য নিয়ে ছুটতেছে, আমাদের সিস্টেমের অনেক কিছু করার ছিলো। করে নাই! জাস্ট করে নাই। প্রশ্ন করেন, এক্সকিউজ না!
বন্যা হবার ই ছিলো, প্রস্তুত কেন ছিলাম না? সরকার চুলায় যাক, এর সংশ্লিষ্ট অধিদপ্তর কী করছে? আবহাওয়া অফিস, স্পারসো কী করছে?
আমরা ধর্ম গোত্র ভুলে যেয়ে এই...
সবাই সাহায্যের জন্য এগিয়ে আসি...!
Collected

22/08/2024

হে আল্লাহ বানভাসি লোকদের উপর রহম করুন (আমিন)

ক্ষমতায় কে যাবে সবাই প্রিডিকশন দিচ্ছে...আপনাদের ভবিষ্যৎবানী কমেন্ট করেন....দেখি কে কত বড় দরবেশ?কার ভবিষ্যতবানী সত্য হয়🥰😎
20/08/2024

ক্ষমতায় কে যাবে সবাই প্রিডিকশন দিচ্ছে...
আপনাদের ভবিষ্যৎবানী কমেন্ট করেন....
দেখি কে কত বড় দরবেশ?
কার ভবিষ্যতবানী সত্য হয়🥰😎

ছোট হয়েও কত বড় কথা বলেছে ভাবা যায়🥰
19/08/2024

ছোট হয়েও কত বড় কথা বলেছে ভাবা যায়🥰

16/08/2024

‘‘পাপ না থাকলে কি আর হুজুররা জেলে থাকে’’
জপতে থাকা লোকজন এখন বলবে
‘‘নিষ্পাপ নাহলে কি আর মানুষ এমনেই পালায়’’

🥰মায়ের কাছে লেখা সাঈদী হুজুরের চিঠি🥰আল্লাহ কোরআনের পাখিকে জান্নাতে স্থান করে দিন (আমিন)
14/08/2024

🥰মায়ের কাছে লেখা সাঈদী হুজুরের চিঠি🥰
আল্লাহ কোরআনের পাখিকে জান্নাতে স্থান করে দিন (আমিন)

14/08/2024
18/07/2024

স্বচক্ষে এত বড় স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখিনি। 🥰
ছাত্র ছাড়াও অন্যদের সহযোগীতা নজর কেড়েছে।❤

09/07/2024

ইতিহাস না জানা
আর
বাপের ভিটায় ভাড়ায় থাকা একই কথা😭

26/06/2024

দহগ্রামের ২হাত জমি দিয়ে যেতে কত কাঠখড় পোড়াতে হয়েছে।
আর পুরা বাংলাদেশের উপর দিয়ে ট্রেন গেল, কেউ বুঝতেই পারল না😎

হায়দারাবাদ নামে একটা স্বাধীন রাষ্ট্র ছিল। ছিল তার স্বাধীন প্রশাসন, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থা। এগুলো আজ বিস্মৃতপ্রা...
25/06/2024

হায়দারাবাদ নামে একটা স্বাধীন রাষ্ট্র ছিল।
ছিল তার স্বাধীন প্রশাসন, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থা। এগুলো আজ বিস্মৃতপ্রায় ইতিহাসের গর্ভে আশ্রয় নিয়েছে।
মীর লায়েক আলী ছিলেন স্বাধীন হায়দারাবাদের শেষ প্রধানমন্ত্রী। আগ্রাসী ভারতের বিরুদ্ধে হায়দারাবাদের প্রতিরোধযুদ্ধে এই লায়েক আলী তার দেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য শেষ অবধি লড়াই চালিয়েছিলেন। এই লড়াই যখন চলছিল ব্রাহ্মণ্য%(বা)দী ভারতের সুসজ্জিত সশস্ত্র বাহিনী স্বাধীন হায়দারাবাদের ওপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন বিশ্বশান্তির মন্ত্র উচ্চারণকারী পুরোহিত দেশগুলো এ অবিচার ও জুলুমের বিরুদ্ধে টুঁ শব্দটিও করেনি; এমনকি জাতিসংঘও না।
কীভাবে একটি স্বাধীন রাষ্ট্র রাতারাতি হারিয়ে গেলো?
এই মুহূর্তে কি কোনো মিল খুঁজে পাচ্ছেন অন্য কোনো দেশের সাথে?
Guardian pub

সমুদ্রবন্দর, ট্রেন, রোড, মাটি মানুষ, বেডি মানুষ সব তো তাদের😭দুঃখে আমার বুক ফাটে কেন?খুজে দেখলাম, আমার তো কিছু নাই
25/06/2024

সমুদ্রবন্দর, ট্রেন, রোড, মাটি মানুষ, বেডি মানুষ সব তো তাদের😭
দুঃখে আমার বুক ফাটে কেন?
খুজে দেখলাম, আমার তো কিছু নাই

11/06/2024

আপনাদের বয়কট ঠেকাতে বিজ্ঞাপন বানিয়ে ডাবল বয়কট খেল। আপনারাও পারেন বটে। সবাই ক্যারিয়ার বাঁচাতে সমানে ক্ষমা চাচ্ছে। ক্ষমা করবেন কি?😁

জাতিসংঘের মূলনীতি গাজায় মারা গেছে। ~ প্রেসিডেন্ট এরদোয়ান ~
30/05/2024

জাতিসংঘের মূলনীতি গাজায় মারা গেছে।
~ প্রেসিডেন্ট এরদোয়ান ~

28/05/2024

এ পর্যন্ত ১৪৬টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র সংখ্যা ১৯৪

28/05/2024

স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে অফিসিয়ালভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে

21/05/2024

জাহান্নাম ও জান্নাতের ডিসিশন আপনি একজন মানুষ হয়ে কিভাবে নিতে পারেন?
তাহলে কিয়ামতের শেষ বিচারের কোন দরকার ছিল কি?
পক্ষপাতদুষ্ট

20/05/2024

তুরষ্কের আকিনজি ড্রোন দিয়েই রাইসির দুর্ঘটনার লোকেশন নিশ্চিত করা হয়েছিল।
তারা আবারো তাদের সক্ষমতার জানান দিলো।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Holy Vabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Holy Vabna:

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All